লুণ্ঠিত সম্পদ ফেরত না দিলে বিচারের মুখোমুখি হতে হবে- মাসুদ অরুন

মানুষের সম্পদ যারা লুণ্ঠিত করেছে, তারা যদি তা ফেরত না দেয়, তাহলে জনগণ দাবি করলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যারা দালালি করে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের সেই টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে আমঝুপি ইউনিয়ন বিএনপির আয়োজনে আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন এ কথা বলেন।

তিনি বলেন, গরিব মানুষের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। তবে, অতীতে দেখা গেছে, ১০ কেজি চাল নিতে হলেও বা বিধবা ভাতা নিতে হলেও মানুষকে “জয় বাংলা” বলতে বাধ্য করা হয়েছে। আমরা গরিব মানুষের প্রতি বৈষম্যহীন নীতিতে বিশ্বাস করি।

আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, গরিবের অধিকার কেড়ে নিয়েছে এবং জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। দুনিয়ার মেহনতী মানুষদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, শত্রুতা কেবল তাদের সঙ্গেই, যারা জনগণকে কষ্ট দিয়েছে এবং তাদের অধিকার হরণ করেছে। লড়াই এখনো শেষ হয়নি। যতক্ষণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না আসবে, ততক্ষণ বিএনপির কর্মীরা সতর্ক থাকবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে জনগণের কাছে ফেরত দিতে হবে।

সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রোমানা আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল রহমান জাহিদ, ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ ফজলে রাব্বিসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




গণফোরামের মেহেরপুর জেলা কমিটি গঠন

অর্থবহ পরিবর্তন ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে গণফোরামের মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রফিকুল ইসলাম পথিক কে আহবায়ক,জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক ও মো সেন্টু কে সদস্য সচিব করে ১১ সদস্য মেহেরপুর জেলা কমিটি করা হয়।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাবুল হোসেন, হুমায়ন কবির, আহনাফ আবিদ, আসাদ বিশ্বাস , আবেদীন আশা।

সভায় রফিকুল ইসলাম পথিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আমুল সংস্কার করা জরুরি। ৫৪ বছর ধরেই লুটপাটতন্ত্র চর্চা হয়েছে, কেউ কম কেউ বেশি।




গাংনীতে সুজনের উপজেলা কমিটি গঠন

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) গাংনী উপজেলা সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার(২৩ নভেম্বর) দুপুরে দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে আয়োজিত সম্মেলনে করমদি ডিগ্রী কলজের শিক্ষক ও সুজনের উপজেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টুর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেন ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার যুগ্ন সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকুল, নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবু্ব আলম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু , বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান ও কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান লাভলু।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে সভাপতি ও করমদি ডিগ্রী কলেজের শিক্ষক আবু সাদাদ মোহাস্মদ সায়েম পল্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গাংনী উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মহিবুর রহমান মিন্টু, দিলরুবা খাতুন, যুগ্ম সম্পাদক বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান, করমদি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম শাওন ও প্রচার সম্পাদক আঃ হাদি।




সদর ও গাংনী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীদের শপথ গ্রহণ

মেহেরপুর সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা সোহেল রানা ও গাংনী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ডাক্তার মো: রবিউল ইসলামকে শপথ করানো হয়েছে।

২০২৫-২৬ সেশনের জন্য তাঁদের মেহেরপুর সদর ও গাংনী উপজেলা জামায়াতের আমির নির্বাচিত করা হয়।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকালে গাংনী দারুল এয়াতিমখানা হলরুমে আনুষ্ঠানিকভাবে উপজেলা জামায়াতের আমীর হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান তাঁকে শপথ বাক্য পাঠ করান।

এসময় মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জারজিস হুসাইন, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক, জেলা জামায়াতের সূ্রা সদস্য মাওলানা আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, দুপুরের দিকে মেহেরপুর ট্রাষ্ট মসজিদে শপথ পাঠ করানো হয় সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা সোহেল রানাকে। জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান তাঁকে শপথ পাঠ করান।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জারজিস হুসাইন, মেহেরপুর পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলারসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ সেশনে মাওলানা সোহেল রানা সদর উপজেলা জামায়াতের আমীর ও ডাক্তার মো: রবিউল ইসলাম গাংনী উপজেলা জামায়াতের আমীর  হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি জামায়াতের উপজেলা নির্বাচন বিভাগের ৬৫ জন পুরুষ ও ৮০ জন নারী রোকনদের প্রত্যক্ষ ভোটগ্রহণ করে। পরে জেলা আমিরের কাছে ফলাফল হস্তান্তর করে।




চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডা হাইকমিশন। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে দুজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাম্প্রতিক সময়ে কোনো প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ৩৫,০৩,০৪১ টাকা।

পদের নাম : ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার

পদসংখ্যা : ১

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন, মনিটরিং ও ইভালুয়েশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস রেসপন্স বা হিউম্যানিটারিয়ান রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স ও এর ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কানাডার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক অথবা রোহিঙ্গা ভাষা জানা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

কর্মস্থল : ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন : বছরে বেতন ২০,৭৩,১২১ টাকা।

আবেদন : আগ্রহী প্রার্থীদের হাইকমিশন অব কানাডার ওয়েবসাইটের এই লিংক  থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আবেদনের সময় কোনো সমস্যা হলে LES-E-Recruitment-MANIL@international.gc.ca এ ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময় : ৪ ডিসেম্বর ২০২৪।

সূত্র: কালবেলা




দর্শনা সীমান্তে ৪০ লক্ষ টাকা মূল্যের ২২ টি স্বর্ণের গহনা উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় তৈরি কৃত ৩শ ৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের তৈরিকৃত গহনা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনী।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে অভিযান চালায় দর্শনার ছয়ঘরিয়া গ্রামে। এ সময় সুলতান ক্যাম্পের হাবিলদার আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৫- হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে।

এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্ত হতে দর্শনা অভিমুখে দিকে যেতে দেখে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীগণ মোটর সাইকেল ঘুরিয়ে সীমান্ত অভিমুখে পালানোর চেষ্টা করে। পরে চোরাকারবারীদের ধাওয়া করলে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভিতর পালিয়ে যায়।

এ সময় বিজিবি চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাষ্টিকের ভিতর হতে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৩শ ৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। যার আনুমানিক সোনার গহনার মৃল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

এ ঘটনায় হাবিলদার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে জব্দকৃত স্বর্ণের গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়া শেষ করে ট্রেজারী অফিসে জমা দেন ।




আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার

মাত্র একদিনের অপেক্ষা শেষে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলাম। সেই নিলামের আগে দুঃসংবাদ পেলেন ভারতীয় দুই ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণ। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন তারা।

জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন আরও দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।

মানীশ, দীপকরা আইপিএলের নিয়মিত প্লেয়ার। মানীশ কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। গত মৌসুমে ছোট নিলামে কেকেআর কিনেছিল তাকে। একাধিক ম্যাচে পরের দিকে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে দল তাকে রাখেনি।

যদিও এই ৫ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে।

আগামীকাল (রোববার) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে নিলামে তোলা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ২০৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।

আর খেলা মাঠে গড়াবে আগামী বছরের ১৪ মার্চ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি চলবে দুই মাসেরও বেশি সময় ধরে। ২৫ মে ফাইনাল দিয়ে শেষ হবে আসর। এবারের আইপিএল আগের সব আসরকে ছাপিয়ে যাবে বলে ধারণা আয়োজকদের।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে মাছ আর ভেড়া চাষে বদলে গেছে জামির হোসেনের পরিবার

মাছ আর ভেড়া চাষে বদলে গেছে জামির হোসেনের পরিবার। উদ্যোক্তাদের অনুকরণীয় হতে পারেন ওই পরিবারটি। প্রথমত স্বপ্ন থাকতে হবে, আর ওই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই সফলতা আসবেই বলে জানালেন উদ্যোক্তা জামির হোসেন । এই পরিবারটি বসবাস করেন কোটচাঁদপুর উপজেলার সংলগ্ন চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গা গ্রামে।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা বাজার। ওই বাজার সংলগ্ন গ্রামের বাসিন্দা জামির হোসেনের পরিবার। সে বাটিকাডাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে। জামির হোসেন। বয়স ৩২ বছর।

তিন ভাই ও এক বোনের মধ্যে জামির হোসেন সবার ছোট। লেখা পড়া বেশি দুর করতে পারেনি সে। পরিবারের উপর অভিমান করে ২০০৬ সালের দিকে ঢাকা চলে যান জামির হোসেন। কাজ নেন গার্মেন্টসে। পাশাপাশি করতেন ব্যবসা। এভাবে চলে দীর্ঘ ১০ বছর।

এরপর ২০১৬ সালের দিকে বাড়িতে এসে ব্যবসার সাথে শুরু করেন মাছের চাষ। সেই থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁর। বর্তমানে ৯০ বিঘা পুকুরে মাছের চাষ করছেন জামির হোসেনের । এ ছাড়া ৯০ টি ভাড়া, গরু ও ছাগল রয়েছে তাদের ফার্মে। যা দেখা শোনো করেন পিতা ওমর আলী।

এ সব নিয়ে উদ্যোক্তাতা জামির হোসেন বলেন, তিন ভাই এক বোন আর পিতা-মাতা নিয়ে আমাদের পরিবার। পিতা ছিলেন দিন মুজুর। আমরা বড় হওয়ার পর লেখা পড়ার পাশাপাশি কাজ শুরু করি।

তবে কোন এক কারনে জীবনে লেখা পড়া বেশি দুর করা হয়নি। এরপর ২০০৬ সালের দিকে পরিবারের মানুষদের উপর অভিমান করে ঢাকা চলে যায়। ওখানে গিয়ে গার্মেন্টেসে কাজ শুরু করি। পাশাপাশি ছিল ব্যবসা।

২০১৬ সালের দিকে বাড়িতে ফিরে এসে ব্যবসার পাশাপাশি শুরু করি মাছের চাষ। ব্যবসা ও মাছ চাষের বিনিয়োগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ঢাকাতে থাকতে কিছু টাকা জমিয়ে ছিলাম। সেই টাকা দিয়ে প্রথমে ৩০ বিঘা পুকুর বর্গা নিয়ে চাষ শুরু করেছিলাম। গেল ৭ বছরে তা বেড়ে হয়েছে ৯০ বিঘা জমি। বর্তমানে আমি ওই ৯০ বিঘা জমিতে মাছে চাষ করছি।

আর পিতা ওমর আলী আমাদের ছোট বেলা থেকেই ভেড়া চাষ করতেন। আমি শুনেছিলাম মাত্র ৫ টি ভেড়া পালন করতেন। এখন তাঁর খামারেও রয়েছে ছোট বড় ৯০ টি ভেড়া।

জামির হোসেন বলেন, বর্তমানে আমার আরো দুই ভাই আমির হোসেন ও জমির হোসেনও মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরও রয়েছে পৃথক পুকুর।

ওই উদ্যোক্তা বলেন, এখন আমাদের পুরো পরিবারটি মাছ আর ভেড়া চাষ নিয়েই আছি। নতুন উদ্যোক্তাদের নিয়ে আমার কি পরামর্শ, এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমত স্বপ্ন থাকতে হবে,আর ওই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই সফলতা আসবেই।
তিনি আরো বলেন, স্বপ্ন দেখে যদি কেউ মোবাইল আর চায়ের দোকানে সময় নষ্ট করেন। তাহলে কোন দিন স্বপ্ন সফল হবে না। সফল হতে হলে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।

ওই গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ হোসেন বলেন,ওমর আলী ছিলেন দিন মুজুর। তিন ছেলে আর এক মেয়ে তাঁর। প্রথম জীবনে তিনি দিন মুজুর করে জীবিকা চালাত। আর সেই সময় থেকে দুই একটা করে ভেড়ার চাষ করতেন। এখন অনেক ভেড়া রয়েছে তাঁর ঘরে।

এ ছাড়া জামির হোসেন নামের এক ছেলে ঢাকা থেকে ফিরে এসে শুরু করেন মাছের চাষ। আর সেটা দেখে অনুপ্রেনিত হয়ে আরো দুই ভাই আমির হোসেন ও জমির হোসেনও মাছ চাষ করছেন। এখন পুরো পরিবার মাছ আর ভেড়া চাষ করছেন। আর ওই চাষেই বদলে গেছে তাদের পরিবার এটা বলা যায়।

কোটচাঁদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। সব জায়গায় এখনও যাওয়া হয়নি। এ ধরনের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আপনারা বিষয়টি বললেন,আমি অবশ্যই ওই এলাকায় গিয়ে খোঁজ খবর নিবো এবং আমার সাধ্যমত ওনার জন্য যা করার সেটা করবো।




হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন-আফসানা মিমি

‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত টালিউডের পরিচালক মানসমুকুল এবার হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে সিনেমা বানাবেন। আর এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক মানসমুকুল উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান। আর সে কারণে চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন তিনি।

সম্প্রতি তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশেরি হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে জাতীয় সমবায় পুরস্কার-২০২৩ প্রাপ্তি উৎযাপন

“সমবায়ে শক্তি”সমবায়ে মুক্তি” সমবায়ে গড়বদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুজিবনগর উপজেলার গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জাতীয় সমবায় পুরস্কার-২০২৩ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উৎসব উৎযাপন করেছে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা, কর্মচারি ও সদস্যবৃন্দ।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় পুরস্কার প্রাপ্তি উদযাপনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাবেক সভাপতি মাহফুজ আলমের সঞ্চালনায় এবং গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) জাহাঙ্গীর আলম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন, জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা।

উল্লেখ্য যে সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় শ্রেণিতে ২০২৩ সালের সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে নির্বাচিত হয় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। গত ২রা নভেম্বর জাতীয় সমবায় দিবসে
কেন্দ্রীয় সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের হাতে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ এর ১ টি ক্রেস্ট, সম্মাননা সনদ ও ১ (লক্ষ) টাকা অর্থমূল্য পুরস্কার হিসেবে তুলেদেন।