ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ কেজি স্বর্ণের বারসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম স্বর্ণেও ৪৬টি বারসহ ২ জনকে আটক বিজিবি। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর পরিচালক আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দুই জন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মহেশপুরের সামান্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় সামান্তা বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ৫টার দিকে ২ জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহলদল কর্তৃক স্বর্ণ চোরাকারবারী মোঃ আব্দুল কাদের মন্ডল (৬০) ও মোঃ দুলাল (৪৮) কে আটক করে। পরবর্তীতে আটককৃতদের শরীর তল্লাশী করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায়, যার ওজন-৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার দুইশত দশ টাকা।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আব্দুল কাদের মন্ডল এবং একই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোঃ দুলাল।

আটককৃতদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেফতার করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।




মেহেরপুরে দু’টি সারের ডিলারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরে বিসিআইসি ও বিএডিসির দুই সার ডিলারকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রেতাদের সার বিক্রির ভাউচার না দেয়া এবং বিক্রির রশিদ ও স্টকের গরমিল থাকায় শহরের উপকন্ঠে বামনপাড়া এলাকার মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলার এবং বড়বাজার এলাকার মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানের ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালিক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, সার ক্রেতাদের বিক্রির ভাউচার না দেয়া, সার বিক্রির রশিদ ও স্টকের গরমিল পাওয়া এবং সার ক্রয় বিক্রির পাকা রশিদ না রাখা ও প্রদান না করার অপরাধে বিএডিসি সার ডিলার মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স এর মালিক মো: মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রেতাদের ভাউচার প্রদান না করা, সার বিক্রির স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে সারের গড়মিল, প্রতি বস্তা ডিএপি সার ১০৫০ টাকার স্থলে ১৭৫০ টাকায় বিক্রি (প্রতি ৭০০ টাকা বেশি দামে) বিক্রির প্রমাণ পাওয়া, টি এস পিসহ অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৭০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স এর মালিক মো: সাঈদ আহম্মেদকে একই আইনের ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মো: আশিক রাব্বি, মো: তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও কেনা-বেচার ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী ও জনসাধারণকে এসব বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




ঝিনাইদহে মালয়েশিয়া প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর জমি জোরপুর্বক দখলের চেষ্টা করেছে এক ভুমিদস্যু। কেটে ফেলা হয়েছে জমিতে থাকা বাঁশ। গতকাল সোমবার বিকেলে বাড়ীবাথান গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী ছোটন মন্ডল জানান, পারিবারিক সুত্রে পাওয়া বাড়ীবাথান ১১৪ নং মৌজার আর এস রেকর্ডের ৪৫৭৬ নং দাগের ২৩ শতক জমি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আমরা পরিবার ভোগদখল করে আসছে। আমি মালয়েশিয়ায় থাকি। আমার বাবার মৃত্যুর পর পরিবারটি আমি দেখাশোনা করি। সম্প্রতি আমার গ্রামের ভুমিদস্যু শাহজাহান মন্ডল আমার জমি দখলের চেষ্টা করে। আমাকে বলে আমি যেন তার নামে ওই জমি লিখে দিই। আমি প্রতিবাদ করায় তিনি সোমবার আমার জমিতে থাকা বাঁশ কেটে দিয়েছে। এছাড়াও তিনি জমি দখলের চেষ্টা করছে।

প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, শাহজাহান মন্ডল এর আগেও একজনের জমি দখল করার চেষ্টা করেছে। এক প্রতিবেশীর জমি দখল করতে তারও গাছ কেটে দেয় তারা। এই ভুমিদস্যু শাহজাহানের নামে আদালতে বেশ কয়েকটি মামলাও আছে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহজাহান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তার কোন সত্যতা নেই। আমি কেন অন্যের জমি দখল করতে যাব।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাঁশ কাটার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা বিষয়ক এডভোকেসি সভা

স্থানীয় জনসাধারণকে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সার প্রতিরোধে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে মেহেরপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পৌর বাজেটে খেলার মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক বরাদ্দ রাখা এবং স্বাস্থ্যকর জীবনের জন্য পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়।

মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ শামীম হোসেন।

সভায় তিনি বলেন, অসংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। মেহেরপুর পৌর সভার মধ্যে মানসম্মত খেলার মাঠ তৈরি করার তেমন কোনো জায়গায় নাই। সেইজন্য শরীরচর্চা ও হাঁটাহাঁটি করার জন্য মানুষকে গড়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় সিভিল সার্জন মহীউদ্দিন আহমেদ, মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মেদ, ফাইমা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




চাকরি দিচ্ছে রকমারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডট কম। প্রতিষ্ঠানটিতে এসইও স্পেশালিস্ট জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : রকমারি ডট কম

পদের নাম : এসইও স্পেশালিস্ট

পদসংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সফটওয়্যার এবং সার্ভিসেস বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা : দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




মেহেরপুরে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠিত

বিদেশগামী কর্মীদের ০৩দিন মেয়াদী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের ২৫৩ ব্যাচের কোর্স সমাপনী ও ২৫৪ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল দশটার সময় মেহেরপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)‘র ইন্সট্রাক্টর (কম্পিউটার ট্রেড) মোঃ আল-আমিন হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (সিভিল কন্সট্রাকশন) শিখা খানম, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সোহেল রানা, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) মোঃ মাসুদ পারভেজ, ড্রাইভিং ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ফাতিহা ফিজা, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ মনিরুজ্জামান, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ ফারুক হোসেন ,মোঃ মনির হোসেন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ খাইরুল ইসলাম, ইমরান খান, কৌরব সরকার, বিদেশগামী কর্মী ট্রেডের শিক্ষার্থীসহ বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরাও ।




হানিয়া-বাদশাহর ভিডিও ভাইরাল

পাকিস্তানির অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় সংগীত শিল্পী র‌্যাপার বাদশাহর প্রেমের সম্পর্ক নিয়ে বহু দিন থেকেই গুঞ্জন চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো চর্চিত এই কাপলের নতুন এক ভিডিও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা গেছে, সম্প্রতি বাদশাহর কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেছেন যেখানে বাদশাহকে জড়িয়ে ধরতে দেখা গেছে হানিয়াকে।

ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশাহ হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশাহ হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’

নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন এ জুটি।

ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশাহ আসলে হিরো।’

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে র‌্যাপার লিখেছেন, ‘সবাই জানে আসল রকস্টার কে’।

জানা গেছে কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু ভক্তের দাবি এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।

চলতি বছরের মে মাসে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশাহর সঙ্গে তার সম্পর্কের গুজব উড়িয়ে ছিলেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। আমি থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম।

তিনি আরও বলেন, ‘বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি। আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’

সূত্র: ইত্তেফাক




মুরাদের হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দাপট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলাভেনের বিপক্ষে ব্যাটে-বলে দুই বিভাগেই দাপট দেখিয়েছে টাইগাররা। বিশেষ করে হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন স্পিনার হাসান মুরাদ। তার হ্যাটট্রিকে দাপট দেখিয়ে ড্র করেছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। রানের দেখা পান লিটন দাস, জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদের সুযোগ দিতে নিজের ইচ্ছায় নির্বাসনে যান।

লিটন ৩১, জাকের ৪৮ ও অঙ্কন ৪১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতের নেমে প্রথম দিনে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখান টাইগার বোলাররা। দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের তোপে ধুঁকতে থাকে ক্যারিবিয়ান ব্যাটাররা।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মাত্র ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পর পর তিন বলে নেওয়া তার উইকেটগুলো যদিও টেল এন্ডারদের।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন বাঁহাতি ব্যাটার ন্যাথান এডওয়ার্ডকে। তৃতীয় বলে আরেক বাঁহাতি নাভিন বাইদাসিকেও একই রকম ডেলিভারিতে করেন বোল্ড। চতুর্থ বলে ডানহাতি চাইম হোল্ডার এলবিডব্লিউ হলে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন মুরাদ।

এতে ৯ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে দিন শেষ করে ও ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলাভেন। ক্যারিবিয়ানদের পক্ষে কিমানি মিলিউস করেন সর্বোচ্চ ২৩ রান। এছাড়া জ্যাস্টিন গ্রেভস ২০ ও ড্যানিয়েল ব্যাকফোর্ড নেন ১৯ রান।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সবাই মিলে প্লাস্টিক দূষণ রোধ, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি প্রতিপাদ্যে মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার  দিকে  মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাফফরের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক নাসরিন সুলতানা।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ  মোঃ শামসুর রহমানের সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক রাশেদুল হাসান, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী শামিম উদ্দিন ও অফিস সহকারি রোকনুজ্জামান প্রমুখ।




মেহেরপুর পৌরসভার ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির মাসিক সভা

মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌরসভার প্রশাসক মো: শামীম হোসেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, পৌরসভার এলাকায় জনসচেতনতা বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সিভিল সার্জন মহীউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এন এম রফিকুল হাসান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ ইমতিয়াজ আহমেদ বক্তব্য রাখেন।

এসময় তারা মেহেরপুর পৌরসভা স্বাস্থ্য সুরক্ষার জন্য ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এছাড়াও ছাত্র প্রতিনিধি আশিকুর রহমান শিশির জেলা দরিদ্র বিমোচন সংস্থার পরিচালক আবু জাফরসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।