ঢাকাস্থ কুষ্টিয়া খ্রীষ্ট্রিয়ান কর্মজীবি সমবায় সমিতির সভাপতি হলেন জেমস স্বপন মল্লিক

ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া খ্রীষ্ট্রিয়ান কর্মজীবি সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাতা প্রতীকে ১৬৬ ভোট পেয়ে মেহেরপুরের জেমন স্বপন মল্লিক বাবু সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যান্টনী এডুওয়ার্ড ম-ল পেয়েছেন চেয়ার প্রতীকে ১১৮ ভোট। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সেরাফিন ম-ল, ট্রেজারার পদে জর্জ সুমন ম-ল, পরিচালক ম-লির সদস্য পদে পঙ্কজ সরকার টুটুল, ভিনসেন্ট বিশ্বাস ও সলিল ম-ল।

নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তেজগাঁজ থানা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাজ্জাক উল্লা পাটওয়ারি, সদস্য ঢাকা জেলা সমবায় কার্যালয়ে পরিদর্শক মুন্সী আব্দুল কাউয়ুম ও তেজগাঁও সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: হাবিবুর রহমান।




আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে এক কৃষকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮ টার দিকে নিজ জমিতে মাটি কাটতে গিয়ে এ দুর্ঘটনায় বজলুল হক (৪৬) নামের ওই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছে কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া ফাঁড়িপুলিশের ইনচার্জ (এসআই) জামাল হোসেন।

স্থানীয়রা জানায় , কৃষক বজলুল হক বাড়ির পাশের ফইজু খালি মাঠের জমিতে চাষের জন্য মাটি কাটতে যায়। মাটি কাটার সময় ওই জমির উপর দিয়ে যাওয়া সেচের কাজের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার বজলুল হকের মাথায় স্পর্শ হয়। এসময় তিনি ওই তার হাত দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করে। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান বজলুল হক।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, সকালে এক কৃষক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা শ্রেষ্ঠ কলেজ চুয়াডাঙ্গা সরকারি কলেজ

“শিক্ষা নিয়ে গড়বো দেশ “শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলার সকল কলেজ পর্যায়ে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা সরকারি কলেজ। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে লেখাপড়া খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রতি বিশেষ অবদান রেখে চলছ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম ছাড়াও চলমান আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স ও ডিগ্রি পাস কোর্স।

শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ বলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম ছাড়াও সামাজিক কাজেও এগিয়ে আছে কলেজ। প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতার প্রতিবারের ন্যায় এবারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীর পাশাপাশি ১৫টি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম ছাড়াও সামাজিক সংগঠন রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্টে সোসাইটি,সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ডিবেটিং সোসাইটি সহ সামাজিক কার্যাক্রমেও এগিয়ে রয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ।




চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসরের ১৫৪৪ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।

১৫৪৪তম পর্বে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল । স্বরচিত লেখা পাঠ করেন এম এ হামিদ, মুরশিদ, সার্থক আলীম, সুমন মালিক, বনলতা,  শহিদুল ইসলাম, কাজল গুরু, শহিদুল রনি, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, সুমন ইকবাল, সাইফুল ইসলাম, এম এ মামুন প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ডা. হেদায়েত উল্লাহ। চিরায়ত সাহিত্য থেকে লেখা পাঠ করেন হোসেন মোহাম্মদ ফারুক । স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ এবং হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল

কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, গুম, খুন ও হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার (২জুলাই) জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ মিনারের পাশ থেকে এই গণমিছিল শুরু হয়ে শহরের পায়রা চত্তর ঘুরে মুজিব চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে এই গণমিছিল শেষ করে।

এসময় বিএনপি পন্থী আইনজীবী পরিষদের নেতারা আনোদলানকারীদের সাথে সংহতি প্রকাশ করে ঝিনাইদহ বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, এ্যাড. বদিউজ্জামানসহ কয়েকজন বক্তব্য রাখেন।

গণমিছিলে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ অভিভাবক উপস্থিত ছিলেন। গণমিছিল শেষে সমন্বয়কারীদের মধ্যে শারমিন সুলতান ও হুসাইন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন আমরা ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচী পালন করে আসছি। শারমিন আক্তার বলেন এই স্বৈরাচার সরকার এই গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রকে কিভাবে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করা হচ্ছে আমরা সেটা হতে দেবনা। আমরা এই রাষ্ট্রকে আবার মুক্তিযোদ্ধার চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং বুকের রক্ত দিয়ে হলেও আমাদের নয় দফা বাস্তবায়ন করে এই দেশকে এইটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করবো, কোন ষড়যন্ত্রে কাজ হবেনা। তাদের বাদী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনের কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তারা জানান। এসময় কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ সতর্ক পাহারায় ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান আমরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালনের সুযোগ দিয়েছি কোন অপ্রিতিকর ঘটনা ঘটালে আমরা তাদের উপরে চড়াও হতাম সেটা হয়নি। গণতান্ত্রিক অধিকার আছে তারা মিছিল করতেই পারে তবে সেটা শান্তিপূর্ণভাবে হতে হবে। এসময় সদর সার্কেলের এএসপি ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দীনসহ অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজিয়া আক্তার চৌধুরী ও একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।




গাংনীতে খারিজ বন্ধ, ভোগান্তি চরমে

যোগদানের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন খারিজের (নামজারি) কাজ শুরু না করায় চরম বিপাকে পড়েছে ভূমি মালিকরা।

দিনের পর দিন ভুমি অফিসে ধরণা দিয়েও নামজারি না করতে পেরে ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এলাকাবাসি।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের ১০ তারিখে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন গাংনীতে যোগদান করেন। যোগদানের পর থেকে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত কোন নামজারি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

নামজারি না হওয়ায় সৃষ্টি হচ্ছে নিত্য নতুন জটিলতা। এতে বাড়ছে ভূমি বিরোধ ও নতুন নতুন দেওয়ানি মামলার।

এদিকে নামজারির আবেদন পড়ে থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। নামজারি, ভূমি উন্নয়নকর পরিশোধসহ নানা ধরনের সেবা পেতে ভোগান্তি পোহাচ্ছে হচ্ছে।

নামজারি সহ ভূমি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেছে বেশ কয়েকজন ভূমি মালিক।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি না হওয়ার কারনে ভূমি রেজিস্ট্রিও করতে পারছে না অনেকে। নামজারি, মিস কেসসহ বিভিন্ন সেবা পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি অফিসের বারান্দা।

সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামরুজ্জামান বলেন, নতুন এসি ল্যা- স্যার জয়েন করে খারিজ (নামজারি) করেননি। খারিজ না হওয়ার জমি রেজিস্ট্রি কম হচ্ছে এবং মানুষের খুব ভোগান্তি হচ্ছে। গাংনী একটি বড় উপজেলা এভাবে খারিজ বন্ধ হয়ে থাকা উচিৎ নয়।

একটি সূত্রে জানা গেছে, নামজারি বন্ধ থাকায় গত কয়েকদিনেই ১২শ ৫০ টি ফাইলের স্তুপ জমা হয়েছে। এসি ল্যা- নামজারি শুরু না করায় গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা এসি ল্যাণ্ডের উপর অসন্তোশ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

কাজিপুর গ্রামের আব্দুল করিম বলেন, জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠাবেন কিন্তু নাম জারি না হওয়ার কারনে জমি রেজিষ্টি করতে না পেরে বিপাকে পড়েছেন তিনি।

তেঁতুলবাড়িয়া গ্রামের রফিবুল ইসলাম বলেন,বাবা মারা গেছে। বাবার জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। নামজারি করতে না পারায় বন্টননামা রেজিস্ট্রেশন করা যাচ্ছেনা। তাই নাম জারি করা হলে দ্রুত বিরোধ নিস্পত্তি হবে।

ধানখোলা গ্রামের খবির উদ্দীন বলেন, তিনি সৌদি আরবে থাকেন সম্প্রতি বাড়িতে এসেছেন। পারিবারিক কারনে একটি জমি বিক্রি করতে হবে। নামজারি না থাকার কারনে রেজিষ্টি করতে পারছেন না। তিনি আগামী ১২ আগষ্ট রাতে সৌদ্দি আরব চলে যাবেন।

নামজারি না করার বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন কথা বলতে রাজি হননি।

জেলা প্রশাসক শামীম হাসান বলেন, নামজারি বন্ধের বিষয়টি তিনি অবগত হওয়ার পর দ্রুত নামজারি করার জন্য সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনকে নির্দেশনা দেয়া হয়েছে।




আলমডাঙ্গায় মায়ের অভিযোগে মাদক সেবী ছেলের কারাদন্ড

মায়ের অভিযোগে মাদক সেবী ছেলেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার সাহা এ রায় দেন।

মাদক সেবী সজল আহম্মেদ (৩২) আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ছের আলীর ছেলে।

আদালত সূত্রে জানাগেছে, সজল দীঘদিন ধরে মাদকদ্রব্য ট্যাপেন্টা সেবন করে আসছে। এতে পরিবার তাকে নিষেধ করলেও কোন নিষেধ শোনে না। মাদক সেবনের টাকার জন্য তার মা সহ পরিবারের লোকজনকে ধরে মারপিট করে। এছাড়া বাড়ির জিনিসপত্র গোপনে বিক্রি করে মাদক সেবন করে। বৃহস্পতিবার সকালে সজলের মা পেতি খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার সাহার নিকট হাজির হন। এমন অভিযোগের ভিত্তিতে সজলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিস কুমার সাহা বলেন, সজলের মায়ের অভিযোগে পুলিশের সহযোগীতায় তার বাড়ি থেকে সজলকে আটক করা হয়। পরে তার বিছানার নিকট থেকে ২পিস ট্যাপেন্টা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।




হার্ট ভালো রাখুন ৩ উপায়ে

চারপাশে অস্থির সময়। দৈনন্দিন কাজ থেকে শুরু করে অফিস, আদালত, রাস্তাঘাট সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। তাই মানসিক চাপ কমানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। হৃদয়েরও তাই খেয়াল রাখা কঠিন হয়ে ওঠে। দুশ্চিন্তা, অত্যধিক উদ্বেগ হৃদরোগের অন্যতম কারণ। সুস্থ থাকতে হলে জীবনে কিছুটা তো পরিবর্তন আনতেই হবে। রইলো তিন পরামর্শ:

শরীরচর্চার অনীহা নয়
সুস্থ থাকতে হলে শরীরচর্চার বিকল্প হয় না। তবে না বুঝে শুধু শরীরচর্চা করলেই হবে না জানতে হবে নিয়মাবলী। কী ধরনের ব্যায়াম করবেন, কত ক্ষণ ধরে করবেন, রোজই করবেন কি না। এই বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি। হার্ট ভালো রাখার জন্য কার্ডিয়ো ব্যায়াম জরুরি। কার্ডিয়ো ব্যায়ামের মধ্যে হাঁটা বা দৌড়ানো কিংবা ব্যাডমিন্টন খেলতে পারেন। সাইকেল কিংবা সাঁতারও কিন্তু চমৎকার ব্যায়াম।

রোজ নিয়ম করে আধ ঘণ্টা শরীরচর্চা করুন। খুব ব্যস্ততা থাকলে সকাল ও বিকাল দুই বেলা মিলিয়েও করতে পারেন। সপ্তাহে অন্তত ৫ দিন নিয়ম করে শরীরচর্চা করুন। বয়সও শরীরের অবস্থা বিবেচনা ব্যায়াম করুন। প্রয়োজনে অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিন।

স্বাস্থ্যকর ডায়েট
আজকাল রোগা হতে চান কমবেশি সবাই। কিন্তু আবার তেল-ঝোল, মশলাদার খাবার, ভাজাভুজি ছাড়া যেন মুখে রোচেই না। রোজ রোজ নতুন রেস্টুরেন্ট, নতুন মেন্যু এক্সপ্লোর করা এখন ট্রেন্ড। এছাড়াও প্রক্রিয়াত ও প্যাকেটজাত খাবার তো হারহামেশাই খাওয়া হয়। ডায়েটে এসব অস্বাস্থ্যকর খাবার হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। অল্প বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। তাই হৃদয় সুস্থ রাখতে হলে স্বাস্থ্যকর ডায়েট ভীষণ জরুরি।

হার্ট ভাল রাখতে সুষম খাবার খান। পাতে রাখুন ঘরে তৈরি খাবার। যেমন, ভাত, রুটি, ডাল, সবজি, ডিম, মাছ, মাংস, ফলমূল, দুধ সব মিলিয়েই খেতে হবে। ডায়েটে রাখুন ডাল যা প্রোটিনের চাহিদা মেটাবে। খান প্রচুর সবুজ শাকসবজি যা ফাইবার, খনিজ, ভিটামিনের চাহিদা পূরণ করবে। শর্করার চাহিদা পূরণে ভাত-রুটি তো ডায়েটে থাকেই। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ জরুরি। দুধ খেতে না পারলে ছানা, পনির, টোফু খেতে পারেন। প্রোবায়োটিকের চাহিদা মেটাবে টক দই।

মিষ্টি নয়
অনেকেরই শেষপাতে একটু মিষ্টি না হলে চলে না। তবে মিষ্টি এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন হৃদরোগ বিশেষজ্ঞরা। চিনি অন্তত দুই সপ্তাহের জন্য বন্ধ করলেই তফাৎটা বুঝতে পারবেন। দেখবেন, অতিরিক্ত মেদ কমে গেছে শরীরে সেইসঙ্গে রক্তচাপের ওঠানামা কমছে। উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলে সেটিও থাকবে নিয়ন্ত্রণে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুর থেকে ফেন্সিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

আজ বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সেসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ৮১ বোতল ফেন্সিডিল।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।




স্নাতক পাসে চাকরি দিবে ঢাকা ব্যাংক

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ঢাকা ব্যাংক পিএলসি

পদের নাম : ক্রেডিট অ্যানালিস্ট

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ০৩ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩১ জুলাই, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

কর্মক্ষেত্র : অফিস

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১৭ আগস্ট, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ব্যাংক, শেয়ার ব্রোকারেজ/ সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।

অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে  এখানে ক্লিক করুন।