ইংলিশদের অন্তর্বর্তীকালীন কোচ হলেন কার্সলি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দুইবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশদের। সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে হ্যারি কেইন-বেলিংহামদের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দুইবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশদের। সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে হ্যারি কেইন-বেলিংহামদের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দুইবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশদের। সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে হ্যারি কেইন-বেলিংহামদের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দুইবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশদের। সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে হ্যারি কেইন-বেলিংহামদের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। এরপর থেকে গুঞ্জন শুরু হয় কার হাতে উঠবে ইংলিশদের দায়িত্ব। গুঞ্জন ছিল জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ দিতে চাচ্ছেন ইংল্যান্ডের দায়িত্ব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দেন সাবেক লিভারপুলের এই কোচ।
তবে এবার আর গুঞ্জন নয়, নিজেদের কোচ নিয়ে গতকাল একটি বিবৃতি প্রকাশ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। সেই বিবৃতি বলা হয়, কোচ না পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন লি কার্সলি। ইংল্যান্ডে জন্মগ্রহণ করলে কার্সলি খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। মূলত আগামী মাসে শুরু হবে উয়েফা নেশন্স লিগ। এই টুর্নামেন্টের জন্যই কার্সলির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মাসের ৭ তারিখে নেশন্স লিগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ইংলিশরা।
এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ ও ২১ ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন কার্সলি। আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৪০টি ম্যাচ। ২০০২ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলেছেন তিনি। একাধিক ক্লাবের হয়ে সর্বমোট খেলেছেন ৪৭২ ম্যাচ। ম্যানেজার ছিলেন ব্রেন্টফোর্ডের। এছাড়া কভেন্ট্রি সিটি ও বার্মিংহাম সিটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন কার্সলি।
সূত্র ইত্তেফাক