কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দুজনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আক্তার হোসেন (৩৫) এবং সুমন শেখ (২৮) নামে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা-পুলিশ।

দণ্ড পাওয়া মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মণ্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে এগারোটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। তার ছেলের স্ত্রী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন ৮১ বছর বয়স্ক জাকারিয়া পিন্টু। গতকাল বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। জাকারিয়া পিন্টুর বড় ছেলে তানভীরের স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আজ কিডনির সমস্যার জন্য অন্য হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল। এর আগেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।’

স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর বলেন, ‘পিন্টু ভাই গতকাল হাসপাতালে ভর্তি হলেন। এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতে পারিনি। পিন্টু ভাই আমার খেলা নয় জীবনেরও অধিনায়ক।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল খেলার মাধ্যমে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের গর্বিত অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।

কিংবদন্তি এই ফুটবলারের নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল। এর ১২টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।

এছাড়া ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরের মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রেফতার

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজকে আটক করেছে র‍্যাব।

গতকাল রবিবার দিবাগত রাত ২ টার সময় র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাস সৃষ্টি কারী মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ নেতা সন্ত্রাস দমন আইনে দুই মামলার এজাহারনামীয় আসামী মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর দেওয়া তথ্যে মতে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার মামলা নং-২০,-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এবং মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর মামলাদ্বয়ের এজাহারনামীয় আসামী চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত হাসপাতালপাড়া এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে রাত ২ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম, কোম্পানী কমান্ডার ও এএসপি মোঃ এনামুল হক, স্কোয়াড কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।




এসএসসি পাসে টিআইবিতে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটিতে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স’ প্রকল্পের অধীন একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০–এর কম (এসএসসি) গ্রহণযোগ্য নয়।

এসএসসি পাসে টিআইবিতে চাকরি, বেতন ২৯,২৫২ টাকা
জনবল নেবে কেয়ার বাংলাদেশ, বেতন ২ লাখ ৩২ হাজার
অন্যান্য যোগ্যতা : কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও যোগাযোগে সক্ষম হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম এবং সৎ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। সময়নিষ্ঠতা, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হতে হবে।

বয়সসীমা : ২০ থেকে ৩৫ বছর অগ্রাধিকারযোগ্য।

দায়িত্ব : দাপ্তরিক কাজে সাহায্য করা, (ডিউটি স্টেশন এবং ডেস্ক পরিষ্কার রাখা, বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করা, দৈনন্দিন প্রয়োজনীয় ছোট ছোট কেনাকাটা, ফটোকপি করা ও চিঠিপত্র বিলি করা, প্রয়োজন অনুযায়ী ব্যাংকে অর্থ ও চেক জমা/উত্তোলনে সহায়তা করা, যেকোনো প্রাসঙ্গিক কাজ করা এবং সব অফিশিয়াল কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট দেওয়া।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্তসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পেশাগতভাবে পরিচিত দুজন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মুঠোফোন নম্বর ও ই–মেইল উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : কো-অর্ডিনেটর এইচ আর অ্যান্ড ওডি, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেলস ৪ ও ৫), বাড়ি-০৫, সড়ক- ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। আবেদনপত্রের খামের ওপরে স্পষ্ট অক্ষরে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন’ উল্লেখ করতে হবে।

কর্মস্থল : টিআইবি ঢাকা অফিস (ঢাকার বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে)।

বেতন : সর্বসাকুল্যে মাসিক বেতন ২৯,২৫২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর, ২০২৪।




শৈলকুপায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। এ সময় দুই গ্রুপের ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।

আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমীর ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণিপেশার শত শত মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোতিায়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক মাহাফুজুর রহমান বিপ্লব বলেন, নদীমাতৃক দেশে সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলকে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানাতে এই আয়োজন করেছি।




কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সজিব ওই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আফতার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের খড়ি বোঝায় ট্রাক ঝাউদিয়া এলাকায় আসলে ট্রাকের উপরে থাকা সজিব রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বেঁধে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, আহত ৩

কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ চালকের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

ডাকাতদের বেধড়ক মারপিটে বাবা ছেলেসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার আব্দুর রহিম (৫৫), তার ছেলে রেজওয়ান (২৩) ও পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

আহতরা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ও তার ছেলে রেজওয়ান গরু ব্যবসায়ী। তারা শনিবার জয়পুরহাটে গরু বিক্রি করেন। গরু ক্রেতার বাড়ি যশোরে। গরুগুলো যশোরে পৌঁছে দিতে একটি পিকআপ ভ্যানে করে রওনা দেন তারা।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগে কয়েকজন ব্যক্তি পিকআপের চালককে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে যান। এর পরপরই ৮-৯ জনের সংঘবদ্ধ ডাকাত তাদের মারপিট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যান থেকে গরুগুলো নামিয়ে তাদের ট্রাকে তুলে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পিকআপে ৫টি গরু ছিল যার দাম প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেজওয়ান বলেন, আহত অবস্থায় তারা সড়কে পড়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।




ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের দিন অন্য অনেক প্রযুক্তিপণ্যের মতো খুব দ্রুত ফুরিয়ে আসছে। কবে আর কেনো সেটাও জানিয়েছেন তিনি।

এখন আর কেউ সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন ব্যবহার করে না। এখন স্মার্টফোনের যুগ। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কত শত প্রযুক্তিপণ্যের জায়গা দখল করেছে তার হিসাব নেই।

এখন স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে ঘড়ি, ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের সুবিধা। কম্পিউটারের অনেক কাজই আমরা সহজেই স্মার্টফোনে করে ফেলছি। কিন্তু বলা হচ্ছে, খুব তাড়াতাড়িই ফুরাতে চলেছে এই স্মার্টফোনের দিন। আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

তথ্য ও যোগাযোগভিত্তিক প্রযুক্তি নিয়ে জাকারবার্গ যখন কিছু বলেন, তার প্রতি সবাই যেন গুরুত্ব না দিয়ে পারে না। আর জাকারবার্গ বলছেন, ২০৩০-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস। আর তার মতে সেটি হবে স্মার্টগ্লাস।

গত বেশ কিছুদিন ধরে স্মার্টগ্লাস নিয়ে মেতে আছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়ট জাকারবার্গ। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে, পকেটের স্মার্টফোন যখন পকেটেই থাকবে। কারণ আপনি স্মার্টগ্লাস দিয়ে এর কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন।

উল্লেখ্য, মেটা ছাড়াও ভিসনপ্রো অ্যাপলও স্মার্টগ্লাসের বিষয় গুরুত্ব সহকারে দেখছে। আর আরও অনেক নাম এই তালিকায় যোগ হচ্ছে।

স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা হলো চোখ বা মাথায় পরিধানযোগ্য কম্পিউটার যা ব্যবহারকারীকে দরকারি ক্ষমতা প্রদান করে। অনেক স্মার্টগ্লাসে এমন ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে, যা পরিধানকারী যা দেখে তার পাশাপাশি তথ্য যোগ করে। বিকল্পভাবে, স্মার্টগ্লাসগুলোকে কখনো কখনো এমন চশমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা তাদের দৃষ্টিসম্পর্কীয় বৈশিষ্ট্যগুরো পরিবর্তন করতে সক্ষম হয়, যেমন স্মার্ট সানগ্লাস, যেগুলোতে ইলেকট্রনিক উপায়ে রঙ পরিবর্তন করার প্রোগ্রাম করা থাকে।

একজোড়া স্মার্টগ্লাসকে একটি অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদি এটি পোজ ট্র্যাকিং করে।

সূত্র : মানি কন্ট্রোল




ঝিনাইদহে কম্প্রেসার বিস্ফোরণে টায়ার মিস্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় কম্প্রেসার বিস্ফোরণে সাব্বির (২০) নামে এক টায়ার মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে হামদহ এলাকায় টায়ারে হিট দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। নিহত সাব্বির শহরের হামদহ শান্তি পাড়ায় বসবাস করে ও সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাস ওরফে কালু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, হামদহ এলাকায় রিপন দাসের টায়ারের কারখানায় টায়ার মেরামতের কাজ করছিলো সাব্বির। হঠাৎ করেই টায়ারে হিট দেওয়ার সময় কম্প্রেসার মেশিন বিস্ফোরিত হয়। এতে সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাব্বিরের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামদহ এলাকায় সাব্বির নামে এক টায়ার মিস্ত্রী কম্প্রেসার বিস্ফোরণে মারা গেছে। তবে এখনও কোন মামলা হয়নি।