মুজিবনগরের মোনাখালীতে মিডা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুজিবনগরের মোনাখালীতে মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ লাভ করা, এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোনাখালী এডুকেশনাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (মিডা) আয়োজিত এবং মিডা পাবলিক লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গুণীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো: সালাউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মেহেরপুর সদর মোঃ আসফুদ্দৌলা শামীম, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তকলিমা খাতুন ও মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে মোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান ডাবলু, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, মোনাখালী মাধ্যমিক  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী, মুজিবনগর মহিলা বিষয়ক অফিসার মোঃ সেলিম রেজা মিঠু, রাজাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফিরাতুল ইসলাম, পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন, মিডা এর সাধারণ পরিষদের সদস্য শাহিনুর রহমান মানিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরে মোনাখালী গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ টি ক্যাটাগরিতে ও বিশেষ সম্মাননাতে যা এ ক্যাটাগরিতে হিফজ সস্পন্নকারী ২ জন, বি ক্যাটাগরিতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন, সি ক্যাটাগরিতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন, ডি ক্যাটাগরিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫ জন, ই ক্যাটাগরিতে মিডা সেরা সংগঠক ১ জন, এফ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ২ জন ও জি ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।




র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মোঃ মিরাজুল ইসলাম(৪৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এসময় তার স্ত্রী মোছা: সীতা খাতুন (৩৭) পালিয়ে গেছে।

আটক মিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের মৃত ওমেদ আলী মন্ডলের ছেলে।

আজ রবিবার (১৬ জুন) সকাল ৮ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট (সর্দারপাড়া) এলাকায় ধৃত আসামী মোঃ মিরাজুল ইসলামের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসতবাড়ির একটি কক্ষ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছাঃ সীতা খাতুন সুকৌশলে পালিয়ে যান। গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ সাড়ে ৬৬ হাজার টাক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সঙ্গীয়ফোর্সসহ মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য কেনা-বেচা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে।

গাঁজা উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




পেছালো পুষ্পা ২ সিনেমার মুক্তি তারিখ

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘পুষ্পা’। এ বছরের আগস্টের ১৪ তারিখ মুক্তির কথা ছিল এর নতুন সিনেমা ‘পুষ্পা : দ্যা রুল’। তবে ঘোষিত তারিখে এটি আর মুক্তি পাচ্ছে না, কবে মুক্তি পাবে সে বিষয়েও কিছু নিশ্চিত করা হয়নি।

 টাইম অব ইন্ডিয়ার তথ্য মতে, সিনেমার বেশকিছু কাজ এখনো বাকি রয়েছে। যেগুলো শেষ হতে ভালো সময় লাগবে। এরপর সিনেমাটি থেকে এর প্রধান ভিডিও সম্পাদক শ্রীনিবাস সরে গিয়েছেন। যা নিয়েও বিপাকে পড়েছেন নির্মাতা। তাই শেষ মুহূর্তে ভিডিও এডিটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নবীন নুলিকে। সবকিছু মিলিয়ে পরিচালক সুকুমার তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তির পক্ষে নয়। নির্মাতা জানান, ‘পুষ্পা-টু’ মুক্তির নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সুকুমারের পরিচালনায় সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগদীশ প্রতাপ বান্দারি, সুনীল, রাও রমেশ, ধনঞ্জয়, শ্রীতেজ, শানমুখ, পাবনি করণম, মাইম গোপী ও দয়ানন্দ রেড্ডিকে।

সূত্র : টাইম অব ইন্ডিয়া




মেহেরপুরে দোকানের তালার সাথে ককটেল মোড়ানো ব্যাগ

দোকানের সার্টারের তালার সাথে বাজার করা ব্যাগের মধ্যে দুটি ককটেল রেখে গেছে দূর্বৃত্তরা। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে ককটেল দুটি উদ্ধার করেন।

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফরজ আলীর দোকানের সার্টারের তালার সাথে ককটেল দুটি রাখার ঘটনা ঘটে।

আজ রবিবার (১৬ জুন) সকালের দিকে ফরজ আলী তার দোকানে এসে ব্যাগের মধ্যে ককটেল দুটি দেখে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব হোসেনকে খবর দেন। ইউপি মেম্বর বিপ্লব হোসেন ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের মধ্যে রাখা ককটেল দুটি দেখে পুলিশকে খবর দেন।

পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি সিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারনে ককটেল তুটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখেছে এখনো তা বোঝা যাচ্ছে না। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।




নিয়োগ দিবে সমাজসেবা অধিদপ্তর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২০৯ জনেকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর

পদের সংখ্যা: ০১টি

লোকবল নিয়োগ: ২০৯ জন
পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যা: ২০৯টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬তম

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ইউনিয়ন পর্যায়ে
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৪




বাকিতে মোবাইল ফোন কিনে দেওয়ায় বিপত্তি, সংঘর্ষে আহত ৬

বাকিতে মোবাইল ফোন কিনে দিয়ে সেই টাকা আদায় করতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন আব্দুস সামাদ। এঘটনার জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে।

আহতদের মধ্যে রাজনগর গ্রামের সাকন আলীর ছেলে আব্দুস সামাদ, সাবের আলীর ছেলে শফিকুল ইসলাম, তার ছেলে আরিফুল ইসলাম ও সাবের আলীর ছেলে রফিকুল ইসলাম মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎিসা নিয়ে বাড়িতে রয়েছেন।

জানা গেছে, রাজনগর গ্রামের আব্দুস সামাদ একই গ্রামের রফিকুল ইসলামকে স্থানীয় একটি মোবাইল শোরুম থেকে বাকিতে একটি মোবাইল ফোন কিনে দেন। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের দাম পরিশোধ না করাই জিম্মাদার আব্দুস সামাদ সেই টাকা দ্রুত পরিশোধ করতে বলেন।

এতে দুজনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুস সামাদকে বেধড়ক মারধর করে রফিকুল ইসলাম। এই খবর জানাজানি হলে, আব্দুস সামাদের লোকজন শফিকের লোকজনের উপর হামলা চালান। এত উভয়পক্ষের ৬ জন আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বাবা দিবস আজ

ওয়াশিংটনের স্পোকাসে সোনোরা স্মার্ট ডড নামে এক নারী ছিলেন। তার বিপত্নীক বাবা ছয় মেয়েকে লালন-পালন করেছিলেন। আর বিয়ে থা করেননি। বাবার প্রতি তার কৃতজ্ঞতা ভালোবাসার প্রকাশস্বরুপই সোনোরা বাবা দিবসের প্রচলন করেন। কাজটি সহজ ছিল না। বাবা দিবসকে উদযাপনের উপলক্ষ্য করতে স্থানীয় চার্চ এবং ওয়াইএমসিএ-তে ব্যাপক দৌড়ঝাঁপ করতে হয় তাকে। প্রশাসনের তরফে তিনি দ্রুতই সাফল্য পান। ১৯ জুন বাবা দিবস ঘোষণা করা হয় ওয়াশিংটনে।

১৯১৬ ও ১৯২৪ সালের প্রেসিডেন্ট উইলসন ও ক্যালভিন কুলিজ নতুন এই ধারণায় খুশি হয়েছিলেন। তবে বাবা দিবসকে জাতীয় পর্যায়ে উদযাপন শুরু হয় ১৯৬৬ সালে যখন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বাবা দিবস জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নিতে শুরু করেন। তবে একমাত্র ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সন বাবা দিবস উদযাপনের সাফল্য এনে দেন। আস্তে আস্তে বাবা দিবস সারা বিশ্বেই পরিচিতি পায়।

যুক্তরাষ্ট্রে আচমকা বাবাদের হারিয়ে যাওয়ার বেদনাকাতর গল্পের অভাব নেই৷ পরিবারের দায়িত্ব নিতে না চাওয়া বাবারা আচমকা হারিয়ে যান। ফলে অনেকের শৈশব কাটে বাবার শূণ্যতায়। আমেরিকার বিস্তৃত, বৈচিত্র্যময় ভূখণ্ডে বাবার সঙ্গে পর্বতে ক্যাম্প করা কিংবা মাছ ধরার অভিজ্ঞতার বর্ণনাও কি স্টেইনবেকে নেই? আছে। বাবাকে তাই সারাজীবন ক্ষত হিসেবে দেখা অনেক আমেরিকান তাও আকাঙ্ক্ষা করেন বাবাকে। গোটা বিশ্বের অন্যত্র তা একটু ভিন্ন।

বাবা দিবসকে বিশ্বের অধিকাংশ দেশই এখন গুরুত্ব দিয়ে উদযাপন করে। ইউরোপে পরিবারের সবাই একত্রিত হয়ে সারপ্রাইজ দেওয়া বা বাবাকে উপহার দেওয়ার হিসেবটিই থাকে কয়েকদিন আগে। বাবাকে একটু বিশেষ করা। ইউটিউবে গেলে এমন অনেক আবেগঘন ভিডিও দেখা যাবে।

বাবা দিবসকে অত সফলভাবে এখনও পাওয়া যায়নি। কারণ ফুল বা উপহার বিতরণের মধ্যে পুরোষোচিত ভাবটি থাকে না। বাণিজ্যিকভাবেও উৎসবটি অত দারুণ নয়। তারপরও বিশ্বের অনেক স্থানে বাবা দিবস এখন ট্রেন্ড হয়ে গেছে।

দক্ষিণ এশিয়া বা এশিয়ার এই অঞ্চলে বাবা মহীরুহ। আফ্রিকাতেও বাবা বুড়োটে হলেও তাকে যে সম্মানের স্থানে রাখা হয় তার আবেগ এই দিবসকে রঙিন এখনও করে। সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে তা পাওয়া যায়। দেখা যায়, বাবা কতটা বড় ছায়া। বটবৃক্ষের মতো আগলে রাখেন। বাবা দিবসে তাই বাবাকে একটু বিশেষ ভাবনায় রাখার বিষয়টি থাকে। আমাদের দেশেও এই ট্রেন্ড আছে। অত জোরদার না। তবে বাবার সঙ্গে এক ধরনের সম্মানগত দূরত্ব থেকেই সবাই দিনটি উদযাপন করে।

বাবা দিবসে আর কি করার আছে? বাবার সঙ্গে আলাপ করুন। তাকে বলার প্রয়োজন নেই কতটা আশ্রয় পাচ্ছেন। জানান, আপনি আছেন। আর যার নেই তিনি স্মৃতিতে সুন্দর বেছে নিতে পারেন। সুন্দর করে নেওয়াটাই ত মূল এই দিনে।

সূত্র: ইত্তেফাক




ভালো খেলেও বিদায় নিলেন স্কটল্যান্ড

দুর্ভাগ্য স্কটল্যান্ড ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হেরে গেল। স্কটিশদের এই পরাজয়ে কপাল খুলে গেল ইংল্যান্ডের। স্কটল্যান্ডের মতো সমান ৫ পয়েন্ট করে নিয়েও রান রেটে এগিয় থাকায় সুপার এইটে চলে যায় ব্রিটিশরা।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে স্কটল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিসের ব্যাটিং তাণ্ডবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই জয়ে কপাল খুলে যায় ইংল্যান্ডের। তারা অস্ট্রেলিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে যায়।

এদিন খেলা শেষে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি ব্রিংটন হতাশা প্রকাশ করে বলেন, প্রথম ইনিংস শেষে আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। দুর্ভাগ্যবশত আমরা শেষের দিকে ভালো বোলিং করতে পারিনি। বল নিয়ে আমাদের শুরুটা খুব ভালো ছিল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, এবারের বিশ্বকাপে আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই কিছু ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য খুব ভালো শেখার একটা টুর্নামেন্ট ছিল। আমরা যে অবস্থানে ছিলাম সেখান থেকে বিদায় নেওয়াটা কিছুটা হতাশার। আমরা এখানে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে এসেছিলাম, কিন্তু পারিনি।

সূত্র: যুগান্তর




গাংনী কাথুলি ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম মারা গেছেন

মেহেরপুরের গাংনী উপজেলার ১ নং কাথুলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সদস্য (মেম্বর) ও স্থানীয় আওয়ামীলীগের নেতা আনারুল ইসলাম (৫৪) স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার (১৬ জুন) ভোররাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এই তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল ১০ টার সময় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে ধলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আনারুল ইসলামের বড় ছেলে রাজু আহম্মেদ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাবার বুকে ব্যাথা অনুভব হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাত ৩ টার দিকে মারা যান তিনি।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বাবার হার্টের সমস্যার কারণেই স্ট্রোক করেছেন।

ইউপি মেম্বর আনারুল ইসলামের স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্বীয় স্বজন, সহকর্মী বন্ধু বান্ধব রয়েছেন।

এদিকে এলাকার জনপ্রিয় মেম্বর আনারুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দীন।




সুপার এইটের আগে ছিটকে গেলেন মুজিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান। এরইমধ্যে সুপার এইটও নিশ্চিচ করেছে তারা। তবে দলটিকে ঘিরে দুঃসংবাদ। সুপার এইটে লড়াই শুরু না হতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার মুজিব উর রহমান।

উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের তর্জনিতে চােট পান মুজিব। পরের দুই ম্যাচ তাই খেলতে পারেননি তিনি। অবশেষে জানা গেলো, পুরো আসর থেকেই ছিটকে গেলেন মুজিব।

ক্যারিবিয়ান প্রিমিয়ান লিগ (সিপিএল) খেলার অভিজ্ঞতা থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারতেন এই স্পিনার। তবে ইনজুরির কারণে এখানেই বিশ্বকাপ যাত্রা শেষ ২৩ বছর বয়সী মুজিবের। তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই।

আফগানিস্তানের হয়ে ৪৬ টি-টোয়েন্টিতে ৬.১৫ ইকোনোমিতে মুজিবের শিকা করেছেন ৫৯ উইকেট। চলতি বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ৩ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন রহস্যময় এই স্পিনার।

সূত্র: যুগান্তর