দামুড়হুদায় পরিবহন কাউন্টারের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবস্থিত সকল পরিবহনের কাউন্টারের নেতৃবৃন্দের সাথে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে অবস্থিত দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার রুমে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)হুমায়ন কবির মতবিনিময় সভা করেন ।

এ সময় তিনি আন্ত:জেলা ডাকাত রোধকল্পে সচেতনতা মূলক আলোচনা করেন।এসময় তিনি কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ও আসা পরিবহন গুলোর সময় সূচি জেনে নেন।সেই সাথে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে যাবতীয় আইনগত সহায়তা সহ নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।যাতে করে পথে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সচেতন ও সজাগ আছে বলেও জানান তিনি।তাছাড়াও যেকোন সময় যে কোন প্রয়োজনে তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিয়ামুল হক ,এ এস আই সাইদুর রহমান,দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার ম্যানেজার কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আ:মতিন,পূর্বাশা পরিবহন কাউন্টার ম্যানেজার কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আ:হাই,দর্শনা ডিলাক্স কোচের ম্যানেজার অরুন মন্ডল,গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার সামাদ প্রমুখ।




ঝিনাইদহে অংকুর নাট্যগোষ্ঠির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদেশি সাংস্কৃতি চর্চা বাদ দিয়ে দেশীয় সাংস্কৃতিক চর্চা করে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। আজ শুক্রবার সন্ধায় ঝিনাইদহ সিও বেসরকারী সংস্থার প্রধান কার্যালয়ের ৮ম তলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ অংকুর নাট্য গোষ্ঠির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে এবং অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির মুকুল, অংকুরের সহ-সভাপতি ও যুবদল নেতা আহসান হাবীব রনক, নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ।

প্রধান অতিথি এ্যাড: এম মজিদ তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক অঙ্গন সম্পর্কে এখনোও অনেকের ধারণা অস্পষ্ট। সাংস্কৃতিক কর্মীদের কাছ থেকে জনগন ভালো কিছু আশা করে। তিনি বলেন, মানুষ ভাবছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। আমি যদি নির্বাচিত হয় এবং আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতা করার চেষ্টা করবো। সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বিদেশি সাংস্কৃতিক চর্চা বাদ দিয়ে দেশীয় সাংস্কৃতিক চর্চা করে দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার আহ্বান জানান। অংকুর আমার প্রানের সংগঠন, আমার দল সরকার গঠন করলে, সরকারের সব ধরনের সুযোগ সুবিধা প্রথমে অংকুরকে দেওয়ার আশ্বাস দেন।




দামুড়হুদায় শুরু হয়েছে গাছে ভাঁড় পেতে সুমিষ্ট স্বাদের রস আহরণ শেষে গুড় তৈরি

পারদর্শী গাছিদের নিপুণ হাতের ছোঁয়াতে ইতিমধ্যেই শেষ হয়েছে গাছের পরিচর্যা। সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। ফলে দামুড়হুদায় বিভিন্ন গ্রামের গাছিরা গাছে গাছে ভাঁড় পেতেছেন সুমিষ্ট স্বাদের রস আহরণ শেষে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার গাছিরা।বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ আামদের বাংলাদেশ। দেশের ঋতু গুলোর রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য।

আর এ ঋতু বৈচিত্র্যের পরিবর্তনের জন্য রাতের শেষে জানান দিচ্ছে শীত।দক্ষিণ – পশ্চিমাঞ্চলের প্রকৃতিতে বইতে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছেন শীত। প্রকৃতি সেজেছে অনিন্দ্য সুন্দর রূপে। প্রাম- বাংলার ঐতিহ্যবাহী অবহেলিত এ খেজুর গাছগুলোকে নতুনরূপে সাজিয়ে তোলার প্রস্তুতি শেরে গাছ থেকে খেজুরের সুমিষ্ট স্বাদের রস আহরণের প্রস্তুতিতে দামুড়হুদায় গাছিরা। ইতিমধ্যেই উপজেলার সকল গ্রামের গাছিরা হাতে দা কোমরে দড়ি ও হাতের নিপুণ ছোয়াতে গাছ চাঁচাছোলা আর নলি বসানোর কাজ করে পরিচর্যা শেষ করেছেন। গাছের সকল পরিচর্যা আর প্রস্তুতি সম্পন্ন শেষে বর্তমান দামুড়হুদা উপজেলায় বেশ কিছু এলাকায় চলছে গাছ থেকে রস আহরণ করার পর তা জ্বলািয়ে গুড় তৈরির পালা।

শীতের দিন মানেই গ্রামীণ জনপদের মানুষের মাঝে খেজুর রস আর রস থেকে তার গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটুকু তৃপ্তির তা বলে বোঝানো যাবে না। পাড়ায় পাড়ায় খেজুর রসের পিঠা এবং পায়েসতো খুবই মজাদার।কিছু কিছু গ্রামে রস সংগ্রহ আহরণ শুরু করে গুড় প্রস্তত করা হয়েছে। আর ক’একদিন পরই সংগ্রহ করা হবে রস, রস থেকে শুরু হবে পাটালি ও গুড় তৈরির পর্ব চলবে ফ্লাল্গুন মাস অবধি। চুয়াডাঙ্গা জেলার রস ও গুড়ের সুনাম অর্জন রয়েছেন দেশব্যাপী।

হেমন্তের প্রথমে দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী গুড়ের হাট জয়রামপুর ষ্টেশন বাজার ও সরোজগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে গাছিরা তাদের গুড় নিয়ে আসবেন বাজারে বিক্রি করতে।এসকল গুড়ের হাট থেকে দেশের বিভিন্ন স্থানের গুড় ব্যবসায়ীরা পাইকারি দরে গুড় কিনে ট্রাক,আলামসাধুর মাধ্যমে চলে যাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার চারটি উপজেলার মোট ২ লাখ ৪৮ হজার ৯৬০ টি খেজুর গাছ রয়েছে।এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯৩ হাজর ৪৫০, আলমডাঙ্গায় ৩৫ হাজার ৩১০ টি, দামুড়হুদা উপজেলার ৮৩ হাজর ও জীবননগর উপজেলার ৩৬ হাজর ৫০০ টি খেজুর গাছ রয়েছে। জেলা থেকে এ বছরে ২ হাজর ৫০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা অর্জনে আশাবাদী। এ জেলার গুড় সুস্বাদু হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকেন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের “মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ মাসুম আব্দুল্লাহ’র সাথে কথা বললে তিনি বলেন,গাছিদের গাছ কাটার কাজটি একটি শিল্প। এ জন্য শীত মৌসুমে আসার সঙ্গে সঙ্গে দক্ষ গাছিদের কদর বেড়ে যায় ।এ গাছের রস গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ রক্ষাসহ নতুনভাবে রোপণের উদ্যোগ নেয়া জরুরি। তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশে পরিকল্পিত ভাবে খেজুর গাছ রোপন ও সংরক্ষণের দরকার। কারণ এ গাছটি অন্যান্য গাছের তুলনায় অধিক গুরুত্ব বহন করেন, অর্থনৈতিক ভাবে বিশেষ ভূমিাক পালন করে চলেন।তাছাড়া খেজুরের ঐতিহ্য ধরে রাখতে দেশি চারার পাশাপাশি বিদেশি চারাও রোপন করা প্রয়োজন। তবে বর্তমান দেশের বিভিন্ন স্থানে খেজুরের জন্য বিদেশি গাছ লাগানো হচ্ছে।




বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই প্রতিপাদ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ এবং জেলা কার্যকরী পরিষদ নির্বাচন সেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের একমাত্র হালাল পয়শা হচ্ছে আমাদের শ্রমী ভাইদের। আপনারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। শ্রমিকের জান্নাত পাওয়া সহজ মালিকের জান্নাত পাওয়া কঠিন।
আমরা যারা সাবলম্বী তারাদের উচিত এই অসহায় শ্রমজীবী ভাইদের সাহায্য করা। এই অল্প সাহায্যের মাধ্যমেই আমরা একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাওঃ তাজউদ্দিন খান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুর রউফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল কাসেম (লিটন) নির্বাচিত হন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি সাকিল হোসেন সাব্বিরের সঞ্চালনায় এছাড়াও সম্মেলনে মেহেরপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপদেষ্টা মাওঃ সোহেল রানা, পৌর উপদেষ্টা সোহেল রানা ডলার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জারযিস হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা উপদেষ্টা মাওঃ খান জাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শ্রমিকরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মস্থলে সুরক্ষার অভাব রয়েছে। এই সকল বিষয়গুলো আমরা নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।

আপনারা সবাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে থেকে আমাদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন বলে আশা করি।
আসুন, আমরা একসঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি।

এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে ও জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।




বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর শাখার কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে ১ম ধাপের সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচনে জেলা শাখার কার্যকরী পরিষদের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুর রউফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল কাসেম (লিটন) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ফজলুল হক গাজী, সাকিল হোসেন সাব্বির সহ সাধারণ সম্পাদক হিসেবে মাওঃ ছাদেকুল ইসলাম ও নূর জাহান খাতুন সাংগঠনিক সম্পাদক তাওফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু জাফর সোহেল, দপ্তর সম্পাদক সরাফত উল্লাহ, টেড ইউনিয়ন সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাওঃ মাজাহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পাঠাগার ও প্রকাশনা মহিবুল ইসলাম, সাহায্য ও পূর্নবাসন আলাউদ্দিন বাবলু, কর্মসংস্থান সম্পাদক আমানুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক আজীর আহাম্মেদ, চিকিৎসা ও স্বাস্থ্য মফিজুর রহমান এবং ক্রিয়া ও সাংস্কৃতিক জয়নাল আবেদীন নির্বাচিত হন।

এছাড়াও খাইরুল ইসলাম, মুনতাজ আলী সাবান, আহসান হাবীব, বদরুজ্জামান, মোঃ সালেহা খাতুন, মোছাঃ মনিহার খাতুন এবং লাকি খাতুন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।

শেষে নির্বাচিত পরিষদের সভাপতি আব্দুর রউফ মুকুলকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ আক্তারুজ্জামান শপথ গ্রহণ করান।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা উপদেষ্টা তাজউদ্দিন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচিত নেতারা শ্রমিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সেবামূলক করে তোলার অঙ্গীকার করেন।




গাংনীতে পালিয়ে গেলেন বাবা, গাঁজাসহ আটক হলেন ছেলে

গাংনীতে তিন কেজি গাঁজাসহ জাফর আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গাংনী থানা পুলিশের একটি টিম শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

গাঁজা ব্যবসায়ী জাফর আলী গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের মাঠপাড়ার রহিম বক্সের ছেলে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, মাদক নিয়ে জাফর ও জাফরের বাবা রহিম বক্স নওপাড়া গ্রামের মইনুল হোসেনের আমবাগানে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীবের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা রহিম বক্স পালিয়ে গেলেও ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোনসহ জাফরকে আটক করে।

আটককৃত জাফরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হবে।




মেহেরপুরে রোভার আরএসএল রিফেসার্স কোর্স অনুষ্ঠিত

মেহেরপুর জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ছহিউদ্দীন ডিগ্রী কলেজে এ ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়।

জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা রোভারের সম্পাদক ও ছহিউদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার শরীফউদ্দীন, বাংলাদেশ স্কাউটসের উডব্যাজার (সিএলটি সম্পন্নকারী) মুকিত জোয়ার্দার, জেলা রোভারের ডিআরএসএল আনোয়ার হোসেন, জেলা রোভারের কোষাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল,জেলা যুগ্ম সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেন,সহকারী কমিশনার মুজিবনগর সরকারী কলেজের জাহির হোসেন চঞ্চল,মুজিবনগর সরকারী কলেজের আরএসএল রোকেয়া খাতুন, প্রভাষক হেলালউদৃদীন, প্রভাষক নিমাই চন্দ্র রায়, প্রভাষক ইলিয়াস হোসেন, ,গাংনী সরকারী কলেজের আরএসএল আসাদুজ্জামান,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহানা মাহমুদা ছহিউদ্দীন ডিগ্রী কলেজের আরএসএল ওয়াজেদুল ইসলাম,সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল নাঈমা, প্রভাষক বিপাশা খাতুন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনিতা কোহিনুর, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের আরএসএল আফরোজা খাতুন,এআরবি কলেজের আরএসএল সেলিম রেজা,আন নুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শাহিনুজ্জামান,যাদুখালী স্কুল এন্ড কলেজের রবিন মিয়া কুতুবপুর স্কুল এন্ড কলেজের আরএসএল এখলাচুর রহমান, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের আরএসএল এমদাদুল হক,জাফর আলী, মহাজনপুর কলেজের আহসানুুজ্জামান, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য মোঃ অনিক হাসান ও ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সিনিয়র রোভার মেট পিয়াস ইসলাম সহ জেলার বিভিন্ন কলেজের আরএসএল ও রোভার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনে রোভার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোভার গ্রুপ গঠন এবং কিভাবে সংগঠন পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন সেশন ও প্রাকটিক্যালের মাধ্যমে এ রিফ্রেসার্স কোর্সের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও লিডার ট্রেইনার শরীফউদ্দীন বলেন, মেহেরপুর জেলা রোভার স্কাউটস রোভার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

এ জেলার রোভার স্কাউটস এর ইতিহাস অত্যান্ত সমৃদ্ধ। জেলা রোভারকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানের ইউনিটকে শক্তিশালী করতে হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশ স্কাউটস তথা মেহেরপুর জেলার রোভারদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগীতার করা হবে বলে তিনি জানান।




ঝিনাইদহে এক জমি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ঝিনাইদহে জমি ব্যবসায়ী প্রতারক মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন সেলিনা পারভীন নামের এক নারী। লিখিত অভিযোগে যানা যায়, খোর্দ্দ ঝিনাইদহ শহরের বাসিন্দা সাবেক সেনা সদস্য রুহুল আমীনের স্ত্রী সদর উপজেলার নিজপুটিয়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে জমি ব্যবসায়ী মনিরুল ইসলামের কাছ থেকে জমিসহ একটি ৪ তলা বাড়ি ক্রয়ের জন্য স্টাম্পে ১ কোটি ৩০ লক্ষ টাকা বায়না নামা করেন। তিনি আরও অভিযোগ করেন পৌর এলাকার ১৫৮ নং গোবিন্দপুর মৌজার ১৪৭ নং খতিয়ানের ১০৫৬ নং দাগের ৪ শতক জমির উপর ৪ তলা বাড়ি ১ কোটি ৫০ লক্ষ টাকা জমির মূল্য নিদ্ধারণ করে বাড়িসহ জমি ক্রয়ের কথাবার্তা হয়।

একই দিন উপস্থিত স্বাক্ষীগনের সামনে বায়না স্বরুপ জমির মালিক মনিরুলকে গত ৩ সেপ্টেম্বর ১ কোটি ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়। বাকী ২০ লক্ষ টাকা ১৫ নভেম্বর তারিখের মধ্যে পরিশোধ করে জমি রেষ্ট্রি করার কথা থাকলেও প্রতারক মনিরুল ১১ নভেম্বর তারিখে ১৬৬৩৩ নং দলিল মূলে বাড়িসহ জমিটি অন্যত্র বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে মনিরুলকে ফোন দিলে সে বলে আমি ঢাকায় চলে এসেছি। আমি তোমাদের জমিসহ বাড়িটিও দিতে পারবোনা টাকাও ফেরত দিতে পারবোনা। আমার ফোনে বারবার ঝামেলা করলে তোমাদের সমস্য আছে বলে হত্যার হুমকি দেয়।

সর্বস্ব হারিয়ে সেলিনা ও তার পরিবার পাগল প্রায়। যেকোন সময় প্রতারক মনিরুল বিদেশে পালিয়ে যেতে পারে বলে আশংকা করছেন তারা। অবশেষে কোন উপায়ন্ত না পেয়ে সেলিনা পারভীন ঝিনাইদহ সদর থানা প্রতারক মনিরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে।

উল্লেখ্য, এলাকাবাসী জানায়, প্রতারক মনিরুল ইতিপূর্বে বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অনেককেই স্বর্বশান্ত করে পথে বসিয়েছে।

ভুক্তভোগী নারী সেলিনা পারভীন বলেন, আমি প্রতারক মনিরুলের গ্রেফতারসহ আমার টাকা পয়সা দ্রুত ফেরত পেতে পারি সে জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এব্যপারে অভিযুক্ত প্রতারক মনিরুলের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই শরিফুল ইসলামকে দ্বায়িত্ব দিয়েছি।




আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা অঞ্চলের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আমীর রুহুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ভালো মানুষ না হলে ভালো মুমিন হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে কথা ও কাজের মিল থাকতে হবে। আমরা সমাজের মানুষের কাছে একজন দায়ী হিসেবে কাজ করি।

তিনি বলেন, আমরা এমন একটা দল করি যা হেরে গেলেও জিত বিজয়ী হলেও জিত এর মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাভ। আমানত রক্ষার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন কবি মতিউর রহমান মল্লিক লিখেছেন চলো চলো চলো মুজাহিদ পথ যে এখনো বাকি, ভোল ভোল ব্যাথা ভোল মুছে ফেল এই আখিঁ। সকল কথা কাজে আমানত রক্ষা করতে হবে। রুকন হয়ে জীবনকে পরিচ্ছন্ন জীবন-যাপন করতে হবে। আমরা রুকন হতে চাই একজনকে অভিভাবক হিসেবে গ্রহণ করার জন্য। জামায়াতে ইসলামী আপনার সকল কাজে অভিভাবকের ভূমিকা পালন করতে চাই। এছাড়াও তিনি আরো বলেন আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে বেশি ভালোবাসবো, কাউকে ভালোবাসবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং কারো ভালোবাসা থেকে বিরত থাকব সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য।

বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউল হকের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি সূরা সফ এর উপর দারসূল কুরআন পেশ করছেন । তিনি বলেন আমাদের মনের ভিতরের সকল প্রকার সন্দেহ সংশয় দূর করে সঠিক বুঝ নিয়ে আল্লাহতাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। কাপুরুষদের জন্য ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী।

এছাড়াও প্রোগ্রামে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শফিউল আলম বকুল উপজেলা, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমীর আশাদুল হক, ডাউকী ইউনিয়ন আমীর সজিবুর রহমান, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

মেহেরপুরে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) শহরের শর্মা ফুড প্লাজায় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রফি উন্মোচন করেন।

এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য রাজীব খান, মোঃ রিনু, খোরশেদ আলম দুখু, তৌফিক এলাহী, সুরুজ বাবু, জারজিস ইউসুফ রমিক, এম এ মাবুদ, এ আর রাসেল, আব্দুল্লাহ আল মামুন, সামিউল ইসলাম নিজন, মোনায়েম খানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস তার বক্তব্যে বলেন, ক্রিকেট তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট মেহেরপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

টুর্নামেন্টে মেহেরপুর পৌর এলাকার মোট ৯ টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২২ নভেম্বর।