শৈলকুপার ভাটই বাজারে ট্রাকের ধাক্কায় যুবকের মৃ*ত্যু

ঝিনাইদহে সিমেন্ট বোঝায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আবীর হোসেন (১২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার শৈলকুপার ভাটই বাজারে এ ঘটনা ঘটে। মৃত আবীর উপজেলার দুধসর চর এলাকার শানু বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাসা থেকে দাদীকে সাথে নিয়ে ভাটই বাজারে ছাগল বিক্রির জন্য এসেছিল আবীর। পথেই রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেছনের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি মোঃ সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




ঝিনাইদহে সংসদ সদস্য আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ-০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ জুন)  দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

সেসময় ফুরসন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে গ্রেপ্তার করায় হত্যার প্রকৃত কারণ উৎঘাটিত হতে যাচ্ছে বলে মনে করি। তারা আরও বলেন, জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যহতি দেওয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্যে যারা সরাসরি জড়িত তারা যেইহোক তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও কালীগঞ্জ শহরে এমপি আনার হত্যার প্রতিবাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেণ এবং নিঃসংশ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।




চাকরি দিবে আকিজ গ্রুপ, কর্মস্থল ঢাকা

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : আকিজ রিসোর্সেস লিমিটেড

পদের নাম : কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট

আবেদনের বয়সসীমা : ২৮ থেকে ৩৫ বছর

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৪ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১১ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিস

আবেদনের শেষ তারিখ : ২৫ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ইংরেজি/সাংবাদিকতা/যোগাযোগ/মার্কেটিং/বিজনেসে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : কন্টেন্ট ম্যানেজমেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, মার্কেটিংয়ের কৌশল এবং ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি বোনাস, গ্র্যাচুইটি, বিমা, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২০৮




মেহেরপুরের আমদহ ইউনিয়নের শিশুবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা ও ঝরে পড়া রোধকল্পে শিশুদের বিদ্যালয়ে আনন্দ মুখর ও অনিয়মিত দুর করতে এবং বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ ও অভিভাবক সমাবেশ এবং সাহেবপুর স:প্র:বিদ্যালয়ে শিশুবরণ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১০ টার সময় অত্র বিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে শিশুবরণ এবং বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের মায়েদের নিয়ে অভিভাবক অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসমত আলী।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া এরিজা কেয়া, জান্নাতুল ফেরদৌস, মোছা: আক্তারুন নেছা , এস.এম.সি
সদস্যবৃন্দ, ওয়াচ সদস্য ও যুব ফোরামের সদস্যগণ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

সভায় অভিভাবকদের দায়-দায়িত্ব ও করণীয়, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে আলোচনা রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

পরে নবীন শিশুদের ফুল দিয়ে ও মিষ্টি মুখ করে বরন করে নেওয়া হয় এবং প্রত্যেক শিশুর হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার অভিভাবক সহ ৬০জন উপস্থিত ছিলেন সঞ্চারনায় ছিলেন মানবাধীকার কর্মী মোছা: কাজল রেখা।




ফলে কী ওজন বাড়ায় চলুন জানি

ফল ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। নিয়মিত ফল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। এছাড়াও ওজন ঝরানোর ডায়েটেও অনেকে খেয়ে থাকেন ফল। তবে সব ধরনের ফল খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে না। তাই ফল খান, তবে বুঝেশুনে।

কলা
শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে কলার ভীষণ কার্যকর। তবে দিনে একটির বেশি কলা খেলে ওজন বেড়ে যেতে পারে। কলায় ক্যালোরির পরিমাণ ১৫০ এবং কার্বোহাইড্রেটের পরিমাণ ৩৭.৫। ফলটি উপকারি হলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে একটার বেশি কলা না খাওয়াই ভালো।

আম
আমকে বলা হয় ফলের রাজা। অনেকে পুরো বছর ধরে অপেক্ষা করে থাকেন আমের জন্য। কিন্তু অতিরিক্ত আম খেলেও ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়। এক কাপ আমেই রয়েছে প্রায় ৯৯ ক্যালোরি। আমে ফাইবারের পরিমাণও বেশি, রয়েছে ভরপুর কার্বোহাইড্রেটও। তাই ওজন কমাতে চাইলে বেশি আম না খাওয়াই ভালো।

আনারস
জ্বর হলেই বাড়িতে ডাক পড়ে আনারসের। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই ফল যত্ন নেয় শরীরের। শরীরে পানির ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। আনারসে রয়েছে প্রচুর ক্যালোরি সেইসাথে কার্বোহাইড্রেটের পরিমাণও কম নয়। তাই বেশি আনারস খেলে তাই ওজন বাড়ার আশঙ্কা থাকে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

“আসুন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি: শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরের প্রধান শিক্ষক এস এম আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসী মোকাদ্দেস হোসেন, গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন অনুষ্ঠানে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন গুডনেইবারর্স শিশু পরিষদের সভাপতি রোকেয়া খাতুন।

অনুষ্ঠানের আগে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর শিক্ষার্থীদের মাঝে “নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিবেশের বর্তমান অবস্থার জন্য দায়ী” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল দুটি থেকে পক্ষে ও বিপক্ষে তিন জন করে শিক্ষর্থী অংশগ্রহন করে।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান কারী মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।




গুগলের নতুন ফিচার এখন অ্যান্ড্রয়েডে

প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ৭টি নতুন ফিচার চালু করা হয়েছে।

এখন থেকে গুগল মেসেজের অধীনে আরসিএস মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনো ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের ওপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প আপশন এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে। তা নাহলে আর এই বিকল্পটি কাজ করবে না।

ইনস্ট্যান্ট হটস্পট :এ সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ইমোজি :অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরো নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরো নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে চ্যাটিং হবে আরো মজাদার।

গুগল হোম ফেভারিট উইজেট :এর সাহায্যে খুব সহজেই স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসের হোম স্ক্রিনে ‘গুগল হোম ফেভারিট উইজেট’ যুক্ত করার বিকল্প পাবেন। এর ফলে গুগল হোম অ্যাপ চালু না করে ফোনের স্ক্রিন থেকেই সহজে স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

গুগল হোম ফেভারিট টাইল অন ওয়্যার ওএস :ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচের ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ওয়াচ ফেসে ‘গুগল হোম ফেভারিট’ যুক্ত করতে পারবেন। মূলত পার্সোনালাইজড ইউজার অভিজ্ঞতা দিতেই এই ফিচার নিয়ে আসা হয়েছে। এই বৈশিষ্ট্যটি ওয়্যারেবল থেকেই স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট :ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ থেকে ব্যবহারকারীরা সরাসরি পেপাল অ্যাপ ব্যবহার করে অর্থপ্রদান করতে পারেন। ‘গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট’ বর্তমানে জার্মান এবং মার্কিন ওয়ালেট ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।

ডিজিটাল কার কি : ডিজিটাল কার কি সেবার পরিধি বাড়াচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা আরো ভালো আনলক সিকিউরিটি সিস্টেমের সুবিধা পাবেন। বর্তমানে নির্বাচিত কয়েকটি ‘মিনি’ মডেলের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে। তবে খুব শিগগিরই এ সুবিধাটি মার্সিডিজ বেঞ্জ ও পোলেস্টার গাড়িতে ব্যবহার করা যাবে। ডিজিটাল কার কি ব্যবহার করে ফোনের সাহায্যেই গাড়ি চালু, লক ও আনলক করা যাবে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার এমপি হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের পায়রা চত্ত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সনজু, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম আনিচুর রহমান খোকা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড: আব্দুল মালেক মিনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ টোকন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, জেলা শ্রমিক লীগ নেতা মামুন হুসাইন লস্কার, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ ফরহাদ, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সাংসদ হত্যায় আমরা বিচার দাবি করছি। কিন্তু এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে তারা সাইদুল করিম মিন্টুর মুক্তি দাবি করেন। বক্তারা বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে উদ্দেশ্যমূলক ভাবে এই মামলায় সাইদুল করিম মিন্টুকে জড়ানো হচ্ছে। আমাদের তদন্তকারী সংস্থার প্রতি আস্থা ও বিশ্বাস আছে। যারা হত্যার সাথে প্রকৃত পক্ষে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ, গত ১১মে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসার উদ্দ্যেশে গিয়ে নিখোঁজ হন। এরপর ১৩মে ভারতীয় গণমাধ্যম এমপি আনারের হত্যার খবর প্রকাশ করে। তার পর তার দেহবাশেষ উদ্ধার এবং হত্যার রহস্য উম্মোচন করা নিয়ে নানা চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ইতিমধ্যে কলকাতা ও ঢাকা থেকে বেশ কয়েকজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।




একমঞ্চে তাহসান-মিথিলা

গান ও অভিনয় জগতের জনপ্রিয় তারকা তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা এক সময়ের দম্পতি ছিলেন। একসঙ্গে বহু কাজও করেছেন এই জুটি। কিন্তু ২০১৭ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ায় ভক্তরা বেশ দুঃখ পেয়েছিল। তবে বিচ্ছেদের এতবছরের তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিলো সব সময়। সেটাই আরও একবার প্রমাণ করলেন তারা।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তাহসান-মিথিলা। আরিফুর রহমান পরিচালিত ‘বাজি’, শিরোনামের সিরিজটি ঈদে স্ট্রিমিং হবে। সে উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে।

এই দুই তারকাকে একমঞ্চে হাস্যোজ্জ্বল ভাবেই দেখা গেছে। তাদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি।

বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

এর আগে তাহসান বলেছিলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক, অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।

তার আগে কাজ করা উচিত মনে হয় না আমার কাছে। সময় নিয়েই ফিরতে চাই।’ শেষ পর্যন্ত ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তার।

এবার তাহসান বললেন, ‘বাজির গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক– এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কৃষি মেলার উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১২ জুন) সকাল ১০ টার সময় মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম।

এ সময়  সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা উপস্থিত ছিলেন।

মেলায় আটটি স্টল অংশগ্রহণ করছে। স্টল গুলোতে কৃষকের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ প্রদর্শন করা হচ্ছে।