দামুড়হুদায় ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

দামুড়হুদা মডেল থানা পুলিশের মদক বিরোধী অভিযানে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরতপুর ঝবঝবি ব্রীজ এলাকা থাকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মোঃ সিরাজ আলী মন্ডল এর ছেলে মোঃ লিপু আলী (২৪) এবং মৃত আঃ কুদ্দুস এর ছেলে মোঃ সাইদুল (২৫)।

পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার মাদক বিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আসাদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন ভগিরতপুর গ্রামস্থ ভগিরতপুর ঝবঝবি ব্রীজ সংলগ্ন জনৈক মোঃ মুক্তার আলীর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী লিপু আলী ও সাইদুল কে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (মূল্য অনুমান ৬,০০০ টাকা) সহ হাতেনাতে আটক করে। আটককৃত আসামীদ্বয় বর্তমানে দামুড়হুদা মডেল থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর বলেন, ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




মেহেরপুরে সরকারি কলেজ ছাত্রলীগের মিছিল

বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে যেখানে সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ।

সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুলকার নাইম বাইজিদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, সাধারণ সম্পাদক পিন্টু মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম আল রাতুল, নাসিম আহমেদ রাব্বি, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ অনিক,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসান প্রমুখ।




মেহেরপুরে শাখা আবাবিল হজ্ব গ্রুপের শুভ উদ্বোধন

মেহেরপুরে আবাবিল হজ্ব গ্রুপ জেলা শাখার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর শহরের সার্কিট হাউজের সামনে এ আবাবিল হজ্ব গ্রুপের শুভ উদ্বোধন করা হয়েছে।

আবাবিল হজ্ব গ্রুপের পরিচালক মাওলানা মোঃ ইসমাইল আল মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্ভোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ইউসুফ।

এছাড়াও এসময় আবাবিল হজ্ব গ্রুপের উপদেষ্টা হাফেজ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, গাংনী আল মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম জিহাদী, কোলা নাটনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এইচ এম ইব্রাহিম খলিল জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সময় প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।




মেহেরপুরে ১ বিঘা জমির কপি কেটে তসরুপ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর মাঠে মোঃ আখের আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলামের ১ বিঘা জমির পাতাকপি গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ সমস্ত কপি কেটে দেওয়া হয়েছে এবং এতে তার ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চাষী আশরাফুল।

তিনি আরো জানান গভীর রাতে কে বা কারা আমার কপি গুলো কেটে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। গত কয়েকদিন আগে অন্য জমির কলাগাছ কেটে দেয় তারা।

কপি গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মেহেরপুর সদর থানায় একটি জিডি করেছেন।




মেহেরপুরের কুতুবপুরে ঐতিহ্যবাহী মহরমের মেলা অনুষ্ঠিত

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিবছরের ন্যায় এবারেও মহরমের মেলা অনুষ্ঠিত হয়েছে।

মহররম’ শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআনুল কারিমে রয়েছে, ‘আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২, এর মধ্যে ৪টি মাস (মহররম, রজব, জিলকদ, জিলহজ) আর মহরম মাসের ১০ তারিখ কে আশুরার দিন বলা হয়েছে।

আশুরা অর্থ দশম তারিখ। ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে ১০ মহররম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।
হাসান হুছাইন এই দিনেই কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন।

সর্বপরি এই দিন কে ঘিরে বছরের পর বছর জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করে আসছে এই মেহেরপুরের কুতুবপুর গ্রাম। এই দিনটিকে ঘিরে এই গ্রামের মানুষ জামাই দাওয়াত করে খাওয়া নো সহ এক সময় ভালো মন্দ খাবারের আয়োজন করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তা এখন বিলুপ্তির পথে কিন্তু রয়ে গেছে যুগ যুগ ধরে করে আসা এই মেলা যেখানে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের দর্শনার্থীরা আসেন মেলা উপভোগ করতে। ফাকা জায়গা ভরে বসে পড়ে দোকানপাট, আর সেই দোকানপাটে কেনাকাটায় মগ্ন আছেন বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা এ যেন পা ফেরা মত জায়গাও ফাকা নেই।এছাড়াও  ছোট ছোট বাচ্চা দের বিনোদন জন্য রয়েছে নাগরদোলা ।

স্থানীয় দের মধ্যে থেকে সাঈদ হোসেন জানান আমার বয়স ২৮ বছরে আমি বুদ্ধি হয়ে দেখে আসছি এই মেলা এবং বাবা দাদাদের মুখেও শুনেছি এই দিনটি পালন করে আসছেন অনেক আগে থেকেই।

কুতুবপুর গ্রামের করিম মিয়া বলেন এই মেলা আমাদের গ্রামকে পরিচিত করে তোলে। এবং এই মেলা কে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে থেকে আমাদের গ্রামে পদার্পণ করেন বিভিন্ন দোকান পাটে বোরে উঠে তরুন ছেলেরাও এটি উপভোগ করে যা আমাদের ভালো লাগে।

জাফর ইকবাল জানান আমি এসেছি গাংনী থেকে এই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে এর আগেও অনেক এসেছি এই গ্রামের মেলা দেখতে তবে এবারের মেলাটি অনেক জাকজমক হয়েছে আমাদের বভালো লাগছে। প্রতি বছরেই এই মেলার আয়োজন করুক এই গ্রামের মানুষ সেই প্রত্যাশা করছি।




আন্ত:জেলা মোবাইল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, ৫৭ টি মোবাইল ফোন উদ্ধার

মেহেরপুর শহরের এসআর টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে দু:স্বাহষিক চুরির ঘটনায় তিনজন আন্ত:জেলা মোবাইল চোরকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫৭ টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এরা হলেন, চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার উকিলেরপাড়া গ্রামের সুলাইমান হোসেনের ছেলে মো: আব্দুল্লাহ আল মারুফ ওরফে জিল্লু (২৯) ও সাকিব হাসান মুরাদ (২৫) ও একই জেলার চন্দনাইস উপজেলার ব্রাম্মণপাড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৩৬)।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নি: অরুন কুমার দাশ, এসআই (নি:) মনিরুজ্জামান মিলন, এসআই (নি:) আশরাফুল আলমসহ ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ও সোর্সদের মাধ্যমে চোর সনাক্ত করে বিগত ৬ দিন যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করেন।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ৩ টার দিকে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, একটি গোপন সুত্রমতে, জানতে পারি চট্টগ্রামের লোহাগাড়া থানার আমীরাবাদ এলাকায় আল আমিন সপিং কমপ্লেক্সের খাজা ডিসপ্লে গ্যালারী নামক একটি মোবাইল ফোনের দোকানে মেহেরপুর থেকে চুরি যাওয়া মোবাইল ফোন রয়েছে। সে মোতাবেক গত ১৪ জুলাই দুপুর ২ টার সময় ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল্লাহ আলম মারুফ জিল্লুর ও তার ভাই সাকিব হাসান মুরাদকে গ্রেফতার করা হয়। এসময় ওই দোকান থেকে ৫৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আব্দুল্লাহ আল মারুফের দেওয়া তথ্যমতে চট্টগ্রামের কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে লিটন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মেহেরপুর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে জড়িত অন্যান্য চোরদের নাম ঠিকানা প্রকাশ করেছে। তবে এখন সেটা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে নাম ঠিকানা প্রকাশ করা যাবে না।

এদিকে আসামী তিন জনের মধ্যে জিল্লুর ও তার ভাই সাকিব হাসান মুরাদ আদালতের বিজ্ঞ বিচারকের কাছে মোবাইল চুরির ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। এছাড়া অপর আসামি লিটন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই সকাল সাড়ে ৭ টা থেকে ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় এলাকার বাদল ফেন্সি মার্কেটের নিচ তলায় সাইদুর রহমান শাহিনের মালিকাধাীন এসআর টেলিকমের সার্টারের তালা কেটে ৭/৮ জনের একদল চোর ভিতরে ঢুকে ২২০ টি অ্যন্ড্রয়েড মোবাইল ফোন সেট যার আনুমানিক মুল্য ৩৫ লাখ টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকাসহ প্রায় ৩৯ লাখ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৭/৮ জনের চোরের দল ভিতরে ঢুকে লাগেজে মোবাইল ফোন ভরে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তারা দোকানের সার্টারে অন্য তালা ঝুলিয়ে দিচ্ছেন।

এ ঘটনায় ওই দোকানের ম্যানেজার আক্তারুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ধারা ৩৮০/৪৬০ পেনাল কোড, মামলা নং ১৭, তারিখ ৭/৭/২৪ ইং।




মেহেরপুরে বিএনপির গায়েবানা জানাজা

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ বুধবার( ১৭ জুলাই) দুপুর ২ টার সময় মেহেরপুর শহরের কাসারি বাজারস্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ শেনজিরসহ বিএনপি অংগ সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়।

পরে জানাজা শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।




সুখের দিনে

সুখের দিনে বন্ধু ছিল
দুখের দিনে কাছে নাই,
এমন মানুষ বন্ধু বলে
কষ্ট রাখছি বুকে ভাই।

হাসি মুখে বলত কথা
থাকবে আমার পাশে খুব,
আমার কষ্ট দেখে বন্ধু
অচিনপুরে দিছে ডুব।

এখন আমি নিত্যনতুন
মানুষ শুধু দেখে যাই,
গুণগুনিয়ে দুখের গীতি
একা একা আমি গাই।

মানুষ কবে মানুষ হবে
বন্ধুর মত বন্ধু কই?
আমার মত কপাল খারাপ
ক্যামনে এসব আমি সই।

তবুও আমি বন্ধুর তরে
প্রভুর কাছে এটাই চাই,
এমন বন্ধু এই ভুবনে
আর দিওনা তুমি সাঁই।




জীবনে ফেরার দিনটাকে স্মরণীয় করছেন ম্যাডোনা

টানা ১০ দিন চিকিৎসা শেষে ৪ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যাডোনা। জীবনে ফেরার দিনটাকে স্মরণ করেছেন ৬৫ বছর বয়সী এই গায়িকা।

ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘প্রাণঘাতী এক রোগের সঙ্গে লড়াই করে এক বছর আগে এই দিনে আমি বাড়ি ফিরেছিলাম। তখন অনেক চেষ্টা করে সবে দাঁড়াতে শুরু করেছিলাম। আমি অলৌকিকভাবে সেরে উঠেছি। বছরটা দুর্দান্ত কেটেছে। জীবনটাই সুন্দর।’

মৃত্যুর মুখ থেকে গানে ফেরার বছরটা আসলেই দুর্দান্ত কেটেছে ম্যাডোনার। রানির মতোই গানে ফিরেছেন তিনি। ‘সেলিব্রেশন ট্যুর’-এর কনসার্টে ঝড় তুলতে দেখা গেছে তাকে।

এই ট্যুরই ম্যাডোনাকে অন্য উচ্চতায় নিয়েছে। ‘সেলিব্রেশন ট্যুর’ থেকে গত বছরের মাঝামাঝি পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে এই বছরের মে পর্যন্ত কনসার্টের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে পলস্টার।

গত বছরের ২৪ জুন অচেতন অবস্থায় নিউইয়র্কের বাড়িতে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন। ভয়াবহ ব্যাকটেরিয়ার সংক্রমণে মরতে বসেছিলেন। বাধ্য হয়ে ‘সেলিব্রেশন ট্যুর’সহ সব কনসার্ট স্থগিত করা হয়েছিল।

১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাডোনা। নারীদের জন্য পপ সংগীতে নতুন পথ রচনা করেছেন; নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের ‘রানি’।

এমনকি ৬৫ বছর বয়সে এসেও দমে যাননি। গানে চার দশক পূর্তি উপলক্ষে গত বছর শুরু হয় ম্যাডোনার ‘দ্য সেলিব্রেশন ট্যুর’ কনসার্ট।

সূত্র: ইত্তেফাক




পাম্প চালক হাফিজুলের এত টাকার উৎস কী?

মেহেরপুর পৌরসভার পানি শাখার পাম্প চালক হাফিজুল হক অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। কয়েক বছরে তিনি ৮টি জমি কিনেছেন যার দলিল মূল্যে ৬১ লাখ টাকা। কিন্তু বাজার মুল্যে হবে কয়েকগুন। পৌরসভার একজন কর্মচারী হিসেবে কিভাবে এত সম্পদের মালিক হলেন, এ অর্থের উৎস কী এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি জমি ক্রয় সংক্রান্ত বিবাদে তার বিরুদ্ধে মেহেরপুরের আদালতে নাদিম ইকবাল নামে একজন প্রতারণা মামলাও করেছেন।

হাফিজুল হক ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেহেরপুর শহর সহ বিভিন্ন এলাকায় তাঁর ক্রয় কৃতজমির দলিলের তথ্য মেহেরপুর প্রতিদিনে এসেছে।

জমির দলিল অনুসন্ধান করে দেখা গেছে, ৮টি দলিলের মধ্যে ৬টি দলিল তার নামে, একটি দলিল তাঁর স্ত্রী মার্জিয়া খাতুনের নামে আর একটি দলিল তাঁর ছেলে মাসুদ হাসানের নামে।

২০২০ সালের ১২ জুলাই মেহেরপুর শহরে প্রদীপ কুমার চন্দ্রের সাথে .০৬৬০ একর জমি ক্রয় করেন যার দলিল মূল্য ৫লাখ ৬৩ হাজার টাকায়, যার দলিল নম্বর-২৯৭১/২০২০, ২০২১ সালের ২২ আগষ্ট শহরের কমল চন্দ্রের সাথে .০৮২৫ একর জমি ক্রয় করেন যার দলিল মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা, যার দলিল নম্বর-৪২৫৮/২১, একই বছরের ৬ জুন শহরে নাহিদ সুলতানার সাথে তার স্ত্রী মার্জিয়া খাতুনের নামে .১০০০ একর জমি ক্রয় করেন, যার দলিল মূল্য ৬ লাখ টাকা, দলিল নম্বর ৩১২৭/২০২১, ২০২২ সালের ২২ মার্চ শহরের মবিন উদ্দিনের কাছে থেকে .১১৯৫ একর জমি ক্রয় করেন যার দলিল মূল্য ১০ লাখ টাকা, দলিল নম্বর-২৩৫৫/২০২২, একই বছরের ২৮ আগষ্ট চুয়াডাঙ্গার কুলপালায় আমেনা খান ও তার শরিরকদের কাছে থেকে নিজের নামে ১.৮৭৫২ ও .০৫০৩ একর পরিমাপের দুটি জমি ক্রয় করেন যার দলিল মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা, যার দলিল নম্বর-৫৭৯২/২০২২ ও ৫৭৯৮/২০২২, একই বছরের ২৭ ডিসেম্বর মেহেরপুর শহরে খন্দকার শফিউল কবীরের সাথে .০৭৬০ একর জমি ক্রয় করেন যার দলিল মূল্য ২ লাখ টাকা, দলিল নম্বর-৮০৬০/২০২২, এবং ২০২৩ সালের ১ আগষ্ট শহরে সাবিরা চৌধুরীর কাছে থেকে .০৮২৫ একর জমি ক্রয় করেন তার ছেলে মাসুদ হাসানের নামে যার দলিল মূল্য ১১ লাখ ৫৫ হাজার টাকা, দলিল নম্বর ৪৯৩৬/২০২৩।

অভিযুক্ত পৌরসভার পানিশাখার পাম্প চালক হাফিজুল ইসলাম মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে হাজির হয়ে বলেন, আমি জমির ব্যবসা করি। এই জমি নিজের নামে কিনে পরে বিক্রি করে দিই। তবে ব্যবসা করার কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সময় নিয়ে দেখাতে চেয়েছিলেন তারপরও তিনি তার স্বপক্ষের কোন কাগজ দেখাতে পারেননি।