দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কারিতাস এনজিও’র মতবিনিময় সভা

“মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিকরণ প্রচার-প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টার সময় কারিতাস বাংলাদেশ এনজিও’র বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসক্ত ব্যক্তিদের সমন্বতি উন্নয়ন প্রকল্প (SDDB) এর আয়জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিডিবি’র প্রকল্পের কার্পাসডাঙ্গা ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি সুধিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু সহ-সভাপতি মোজাম্মেল শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলনসহ বিভিন্ন সংবাদ কর্মী, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন কমিটি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসডিডিবি’র প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।




ঝিনাইদহ জেলা জাপা’র সভাপতি হলেন মেজর অব: মাহফুজুর রহমান

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মেজর অব: মাহফুজুর রহমানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশেদ মাজমাদারকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি পদসহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ থেকে জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করবেন।

মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হওয়ায় জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




‘হাবুর স্কলারশিপ’ ১৫০ পর্বে

দেড়শ’ পর্বে পা দিচ্ছে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটির ১৫০ তম পর্ব। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। প্রচার শুরু হওয়ার পর থেকেই এ ধারাবাহিকের প্রতি দর্শক চাহিদা ঈর্ষণীয়।

গত ঈদ উল ফিতর এবং ঈদুল আযহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ। নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউব ট্রেন্ডিং এ প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বৈশাখী টেলিভিশন। এ নাটকের মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। প্রযোজনা করেছে ‘মিড এন্টারপ্রাইজ’।

রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেনন, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী, ম. আ সালাম, বিনয় ভদ্র, সাইকা আহমেদসহ একঝাক নতুন মুখ। হাবুর স্কলারশিপ নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে।

গল্পের প্রয়োজনে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে পৃথিবীর বৃহৎ দুটি দেশে শুটিং এটাই সম্ভবত প্রথম।
নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান। এনএসডবি¬উ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন।

আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু- ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।

সূত্র: কালের কণ্ঠ




হরিণাকুণ্ডুতে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত

বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণকৃত কিশোরীদের উদ্দেশ্যে দারিদ্র্য মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহয়তা প্রকল্প ২য় পর্যায়ে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অর্থায়নে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে অত্র বিদ্যালয়রে প্রধান শিক্ষক মাসুদুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী। অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন।

প্রশিক্ষণ শেষে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লালন একাডেমির ৩৩ জন শিক্ষার্থীর মাঝে সঞ্চয় ও প্রণোদনার চেক এবং শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।




জাতিসংঘের খাদ্য সংস্থায় চাকরি সুযোগ

ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। প্রতিষ্ঠানটি দুশূন্য পদে ২ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সিএফএম)

পদসংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্র ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : নির্ধারিত নয়। তবে নারী–পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে এ চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত পাবেন।

আবেদনের শেষ সময় : ১ ডিসেম্বর, ২০২৪।

সূত্র: কালবেলা




আমঝুপিতে প্রান্তিক নারীদের মানববন্ধন ও মতবিনিময় সভা

মেহেরপুরের আমঝুপিতে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল দশটার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে মানববন্ধন শেষে মউকের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও জনসমবায় দলের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এ সময় তিনি সমবায় রেজিষ্ট্রেশনের জন্য পরামর্শ প্রদান করেন এবং সকল বৈষম্য দূরকরে সকলে মিলে সমবায়ভিত্তিক কাজের মাধ্যমে দারিদ্র বিমোচনের গুরুত্ব আরোপ করার আহবান জানান।




বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার

ফেসবুক মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেটা।

মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার আসছে উন্নত এইচডি ভিডিও কল, বিশেষ ব্যাকগ্রাউন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন ফিচার।

ফেসবুক মেসেঞ্জারের নতুন বৈশিষ্ট্যসমূহ:

এইচডি ভিডিও কল ফিচার: ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে এইচডি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চ-মানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে।

ওয়াই-ফাই এবং মোবাইল ডেটার জন্য ভিন্ন সেটিংস: ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাকবে। তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে।

অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে হলে অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার: মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার। যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে। বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবাষিকী পালিত

সততায় আমাদের শক্তি এই স্লোগানকে সামনে রেখে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেস ক্লাবে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ওসি তদন্ত মোঃ সাইদুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাংবাদিক নারায়ণ ভৌমিক, নুর আলম, মাজেদুর রহমান লিটন, চাষি রমজান, মাসুম, দাউদ হোসেন, রকি, রমজান হোসেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ফৈরদৌস ওয়াহিদ, রিপন হোসেন, জাহিদুল ইসলাম মামুন, আঃ রহিম, আবু সাঈদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।




আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষ দল তুলেছে ২৭১ রান। এই রান তাড়া করতে নেমে মাত্র ৭ রানে অলআউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল আইভরিকোস্ট। প্রথমে ব্যাট করা দল নাইজেরিয়া।

নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচটি ছিলৈ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের। নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।

আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোরকার্ডই বলে দিচ্ছে, আইভরিকোস্টের বোলারদের ওপর কী ঝড়টাই না বয়ে গেছে!

কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন ‘বেধড়ক পিটুনি’র পর দেখা গেল পুরো উল্টো চিত্র, আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি। ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে। এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।

সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার ৩৭ বল (অলআউট ২৪ রানে)। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।

নাইজেরিয়া যে ২৭১ রানের পুঁজির পর ৭ রানে অলআউট করে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে পেরেছে তা–ও নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখনো গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয়। নাইজেরিয়ার ২৬৪ রানের জয়টি তালিকায় তৃতীয়।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় চুরিকৃত ট্রাকসহ দর্শনার আলোচিত চোর রিয়াজ আটক

চুয়াডাঙ্গা সদরের বেগমপুরের ইউনিয়ন পরিষদের পাশে পাবনা দাসুরিয়া থেকে চুরিকৃত ট্রাক সহ আন্ত:জেলা ট্রাক চোর সিন্ডিকেটের হোতা রিদয় ওরফে রিয়াজকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হলেও তার সাথে থাকা দর্শনার আকন্দবাড়িয়ার নতুনপাড়ার সাইদ নামমের একজন পালিয়ে গিয়েছে। আটককৃত রিয়াজ দর্শনা মহাম্মদপুরের শফি মিস্ত্রীর ছেলে।

জানাগেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পাবনা জেলার দাসুরিয়া এলকা থেকে গোলাপ মালিথার ছেলে বাচ্চু মালিথার একটি ট্রাক (রেজি নং:-ঢাকা মেট্রো ট-২০-৮০৩১) চুরি হয়ে যায়। ট্রাক চুরির ঘন্টা খানেক পর ট্রাকটির সন্ধান চালাতে থাকে মালিক পক্ষ। ওই রাতে ট্রাকটির কোন হদিচ না পেয়ে, গতকাল রোববার ভোর রাতে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী রাসেল হোসেন কে বিষয়টি জানায়। সকাল থেকে রাসেল চুরিকৃত ট্রাকটির সন্ধান চালাতে থাকে।

সকাল সাড়ে ১০ টার দিকে জানতে পারে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি ট্রাক পড়ে আছে। রাসেল সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রেজিষ্ট্রেন নম্বর দেখে বুঝতে পারে এটাই সেই চুরিকৃত ট্রাক। ট্রাকটির চাকা খোলার প্রস্তুতি নিচ্ছিল চোর রিয়াজ। লোকজন দেখে এসময় চোর রিয়াজ পাশে বেগমপুর বাওড়ে ঝাপ দিয়ে পালানোর চেস্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করে। চোর রিয়াজ বলে ট্রাক চুরির সাথে আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ার সাইদও জড়িত। পরে স্থানীয় জনতা দর্শনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং চুরিকৃত ট্রাকটি জব্দ করে।

দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করেন।