মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার( ১০ নভেম্বর) সকাল দশটার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রনি আলম নুর, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম প্রমুখ।




হরিণাকুন্ডুতে কৃষি ব্যাংকের শাখা স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী বাজারে কৃষি ব্যাংকের শাখা অফিস স্থানান্তর চেষ্টার প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ রোববার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী বাজারে ব্যাংকের শত শত গ্রাহক ও এলাবাসি এই কর্মসুচি পালন করেন।

মানববন্ধন শেষে ভালকী বাজারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ ও সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, মহিউদ্দীন মাষ্টার, স্থানীয় মসজিদের ইমাম কুতুব উদ্দীন মন্ডল, বিসিআইসি সার ডিলার আব্দুল খালেক, স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, মোয়াজ্জেম হোসেন, খালেদুর রহমান, জাফর আলতাফ সোনা, সোহরাব হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য সালাহউদ্দীন, প্রভাষক ওলিয়ার রহমান, মিজানুর রহমান ও লিন্টু মন্ডল।

ব্যক্তিগন বলেন, হরিণাকুন্ডুর ভালকী বাজার বহু পুরানো জনপদ। এখানে চাকরিজীবী ও বড় বড় ব্যবসায়ী রয়েছেন। এই ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে। ব্যাংকটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহকরা নিরাপত্তহীনতায় পড়তে পারে। গ্রাহক ও গ্রামবাসি ব্যাংকটি যাতে অন্যত্র সরিয়ে না নেওয়া হয় সে বিষয়ে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।




ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বৈষম্যহীন কর্মক্ষেত্র গড়ার প্রত্যয় নিয়ে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ।

বক্তব্য রাখেন আইডিইবি ঝিনাইদহ জেলা সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মুন্সি আবু সাইদ, কাউন্সিলর স্বপন কুমার বিশ্বাস, শরিফুল ইসলাম ও সাব্বির আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যহীনতা দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করতে হবে।




ঝিনাইদহে ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিৎ করতে ঝিনাইদহে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে তারা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

তাদের দাবিগুলো হলো: বাস-ট্রেনসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিৎ করতে হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হাফ ভাড়ার নিয়ম কার্যকর থাকবে এবং সরকারি ছুটিসহ সপ্তাহে ৭দিন হাফ ভাড়ার নিয়ম চালু থাকবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।




ঝিনাইদহে জুলাই বিপ্লবে নিহত দুই পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে ঝিনাইদহে শহীদ প্রকৌশলী রাকিব ও শহীদ সাব্বিরের পরিবারকে সহানুভুতি ও দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ রোববার দুপুরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় এক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক বুয়েট ছাত্র নেতা প্রকৌশলী হাসনাইন মনজুর ইমন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আমরা বিএনপির পরিবার’র সদস্য শাহাদাত হোসেন, মোস্তাফিজ বিল্লাহ, ফরহাদ আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মেসবাহ, ঝিনাইদহ বিএনপির মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, সাজেদুর রহমান পাপপু, শৈলকুপা বিএনপির হুমায়ন বাবর ফিরোজ ও হরিণাকুন্ডু বিএনপির জিন্নাতুল হক প্রমুখ উপিস্থত ছেলেন।

আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন শহীদ প্রকৌশলী রাকিব ও শহীদ সাব্বিরের পরিবারকে শান্তনা ও সহানুভুতি জানিয়ে বলেন, আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্র তৈরী করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় চব্বিশ সালের আগষ্ট-জুলাই বিপ্লব ঘটেছিল।

তিনি বলেন, বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, তারা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বদৌলতে দেশ সংস্কারে এগিয়ে নিচ্ছেন। বর্তমান সরকারের প্রতি আহকবান জানিয়ে রুমন রহমান বলেন, যারা পুলিশের গুলিতে শহীদ বা আহত হয়েছেন তাদের সবার অর্থিক সহায়তা দরকার নেই। বরং যে পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি হারিয়ে আজ অসহায় তাদের সহায়তা করুন, সেই পরিবারের সদস্যদের চাকরী দেন। তিনি বলেন, বিএনপির সুদিন আসলে শহীদ রাকিব ও শহীদ সাব্বিরের নামে বিভিন্ন সড়ক ও সরকারী বেসরকারী স্কুল বা প্রতিষ্ঠানের নামকরণ করে তাদের আত্মত্যাগকে স্বীকার করা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবেন।

অনুষ্ঠান শেষে দুই শহীদ পরিবারের পিতামাতার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ অর্থিক অনুদান পৌছে দেন এবং শহীদ রাকিবের কবর জিয়ারত করেন।




বিনা খরচে অনলাইনে বাংলায় প্রোগ্রামিং শিখবেন যেভাবে

প্রোগ্রামিংয়ের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রোগ্রামিং শেখার আগ্রহ। তবে প্রতিষ্ঠান থেকে শেখা অনেকটা ব্যয়বহুল। তবে অনেকের শখ অল্পতেই ঝরে যায়।

তবে এবার প্রোগ্রামিং শিখতে চাওয়া শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে নতুন চ্যালেন ও ওয়েবসাইট। যেখানে শিক্ষার্থীরা সহজেই বিনামূল্যে বাংলায় প্রোগ্রামিং শিখতে পারবে।

চলুন জেনে নেয়া যাক কীভাবে-

লার্ন উইথ সুমিত

বাংলাদেশি প্রোগ্রামার সুমিত সাহা এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। ‘লার্ন উইথ সুমিত’ চ্যানেলে মলূত JavaScript, React, Node.js এর মতো আধুনিক ওয়েব টেকনোলজি নিয়ে সহজ ভিডিও পাওয়া যায়। এখানে কাজগুলো-বাস্তব প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুযোগ করে দেয়।

প্রোগ্রামিং হিরো

‘প্রোগ্রামিং হিরো’ একটি মোবাইল অ্যাপ। যেখানে বাংলায় প্রোগ্রামিং শেখানো হয়। অ্যাপটিতে মজার ছলে প্রোগ্রামিং শেখার কোর্স রয়েছে, যা নতুন প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে বিভিন্ন গেমের মাধ্যমে কোডিং শেখানো হয়, যা শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দময় করে তোলে।

তামিম শাহরিয়ার সুবিন

তামিম শাহরিয়ার সুবিন একাধারে একজন লেখক ও প্রোগ্রামার। তিনি বাংলাভাষী শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং এর বই লেখেন। তার ‘কম্পিউটার প্রোগ্রামিং’ বইটি নতুনদের মধ্যে প্রোগ্রামিং শেখার আগ্রহ জাগিয়ে তোলে। পাশাপাশি, তার ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং বিষয়ক দিকনির্দেশনাও পাওয়া যায়। তার ইউটিউব চ্যানেলে C, Python, ML (মেশিন লার্নিং) এর উপর নানাবিধ ভিডিও রয়েছে।

শিখুন ডট নেট

‘শিখুন ডট নেট’ একটি শিক্ষামূলক ওয়েবসাইট। যেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়। এখানে WordPress, Laravel, Shopify এর মতো জনপ্রিয় টেকনোলজি এখানে শেখানো হয়। এ ছাড়াও HTML, CSS, PHP ও JavaScript শেখানো হয়।

আনিসুল ইসলাম

আনিসুল ইসলাম একজন প্রোগ্রামিং শিক্ষক, যিনি বাংলায় প্রোগ্রামিং শেখান। তার চ্যানেলে C, Java ও Python এর মতো ভাষা শেখানো হয়। শিক্ষার্থীদের জন্য জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করার কারণে তার চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে।

স্ট্যাক লার্নার

‘স্ট্যাক লার্নার’ ইউটিউব চ্যানেলটি প্রোগ্রামিং। যেখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়। এখানে JavaScript, React ও অন্যান্য আধুনিক টেকনোলজি শেখানো হয়। যারা নতুন প্রোগ্রামার বা ডেভেলপার, তাদের জন্য এই চ্যানেলটি বেশ কাজে আসতে পারে।

যারা প্রোগ্রামিং শিখতে চান, কিন্তু শুধু ভাষাগত কারণে পিছিয়ে রয়েছেন, তারা এই প্ল্যাটফর্মগুলো থেকে আজই শেখা শুরু করতে পারেন।
সূত্র: কালবেলা




দামুড়হুদায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদার জয়রামপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জয়রামপুর শেখ পাড়ায় রুহুল আমিনের আম বাগানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপ-সহকারী কৃষি অফিসার জালাল উদ্দীন, খালিদ সাইফুল্লাহ, মুকুল হোসেন, হাবিবুর রহমান সহ স্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।




রোবোটিক্স আরঅ্যান্ডডি ইঞ্জিনিয়ার নেবে ওয়ালটন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে রোবোটিক্স আরঅ্যান্ডডি ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: রোবোটিক্স আরঅ্যান্ডডি ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা: রোবোটিক্স, কন্ট্রোল সিস্টেম এবং প্রোগ্রামিংয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




মেহেরপুরে হাসপাতালের সামনে অব্যবস্থাপনা, রোগীদের দুর্ভোগ

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গেটে ও ক্যাম্পাসের সামনে অবৈধ অটো রিকশা, রাস্তার পাশে নানা ধরনের খাবার ও বাচ্চাদের খেলনার দোকান গড়ে ওঠার কারণে মেলায় পরিণত হয়েছে হাসপাতাল প্রাঙ্গণ। যার কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

হাসপাতালের মূল গেট থেকে শুরু করে আশপাশের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, যা রুগীদের হাসপাতালে পৌঁছাতে এবং চিকিৎসা সেবা নিতে সমস্যার সৃষ্টি করছে। এছাড়া, এসব দোকানগুলোতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, যা রোগীদের জন্য বাড়তি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে জরুরি রোগী পরিবহন এবং হাসপাতালে আসা সাধারণ মানুষজনের জন্য এই অটো রিকশা ও দোকানগুলো এক ধরনের বাধার সৃষ্টি করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টি কয়েক দফা প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা পায়নি বলে অভিযোগ করেছেন।

রোগী নিয়ে আসা মোঃ সেলিম বলেন, হাসপাতালের গেটের সামনে অটো রিকশা ও খাবারের দোকানগুলো দিনের পর দিন বাড়ছে। রোগীদের হাসপাতালে আসা-যাওয়ার সময় চরম ভোগান্তি হচ্ছে। বিশেষ করে জরুরি অবস্থায় রোগী পরিবহন করা অনেক কঠিন হয়ে পড়েছে। প্রশাসন যদি কিছু না করে, তাহলে রোগীরা আরও বিপদে পড়বে।

রোগীর আত্মীয় মিনু বেগম বলেন, আমার ভাইকে জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল, কিন্তু রিকশা ভাড়া নিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছিলাম না। রাস্তার দোকানগুলোও রোগীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানিয়েছেন, হাসপাতালের চারপাশে অবৈধ অটো রিকশা এবং রাস্তার খাবার ও খেলনার দোকান সরানোর জন্য তিনি একাধিক বার প্রশাসনকে অবগত করেছেন। তবে, স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়নি।

অটো রিকশাচালক রিয়াজ উদ্দিন বলেন এটা সত্যি যে হাসপাতালের সামনে রিকশার সংখ্যা বাড়ছে, যদি এখানে রিকশা পার্কিংয়ের জন্য নিয়মিত জায়গা থাকত, তাহলে সবাই সুবিধা পেত। তবে, আমরা চাই রোগীদের যেন কোন সমস্যা না হয়।

স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান এবং হাসপাতালের আশপাশের রাস্তা পরিষ্কার করার দাবি জানাচ্ছেন সাধারণ জনগণ।




টিভি নাটকের অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন

টিভি নাটকের পরিচিত অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো?
তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’

পোস্টের শেষে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।

তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।

সূত্র: ইত্তেফাক