অসমাধিত সংবিধান
কান পেতে শোন বাতারের হুংকার
দ্যাখ উত্তাল সমুদ্র আবার গর্জে উঠেছে
তবু তোমার কার্ণিশে দারস্থ আজও অন্য প্রভাত
আমার বুকের গলিতে একটি পরিত্যক্ত অন্ধকার ঘর।
আজ শুধু একটি কথা জেনে রেখো,
ভরা জলের কলসিতেও মিথ্যা ঘুমের ভনিতায়,
সময়কে বিচলিত করে দেহ-মন নিয়ে অভিনয়ে মেতে
সুখী হওয়া যায় না কোনদিন সংসারে,
একটিবার স্বপ্নীল ঘুম থেকে জেগে তাকিয়ে দ্যাখ
সাজানো স্বপ্ন টুকরো টুকরো হয়ে উড়ে যাচ্ছে,
নেত্র দুটো কি খুব গোপনে কষ্ট পাচ্ছে ভীষণ ?
নাকি সত্যের পর্দা সরে মিথ্যায় মিশে যেতে দেখেও
নির্বাক তোমার সংলাপহীন নাটকীয় মন।
সব কিছু জেনে বুঝেও নিয়তিকে হেঁকে
সময়কে ধীর পায়ে ধাবিত হতে দেখা মৃত্যুর দিকে
যেন ফটোফ্রেমে বাঁধানো জীবনে,ধুলোর আস্তরণ
হঠাৎ সব আবরণ মুছে নতুন পাথরে লেখাবো নাম
তবু ভালোবাসা বলে চিৎকার করে হৃদয় অলিন্দে
মৃত্যুর বুকে মাথা রাখি নির্দ্বিধায় সজ্ঞানে!
তুমি তো অসমাধিত সংবিধান সংশোধনহীন
এমন একটি সত্য যা ঢাকা গোপন ব্যথার পাথরে
কিঞ্চিৎ আলোর কুসুম দলিত ভাবনার করিডোরে
আমার মৃত্যু সিঁথানে তুমি যেন হ্যামলেট কিংবা
ম্যাগবেদের মতই কোন প্রেমিক পুরুষ।