মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

চলতি বছরে মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে বিকেল থেকেই তাপমাত্রা কমার সাথে বাড়ছে শীতের তীব্রতা।

আজ সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

দামুড়হুদার রিকশাচালক খোকন মিয়া বলেন এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ এ জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। তিনি আরও জানান, গরমের মধ্যে হটাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেশী অনুভূত হচ্ছে।




ইউটিউবে কত ভিউতে কত আয়

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব। এ প্ল্যাটফরমে ভিডিও আপলোড করে নির্মাতারা টাকা আয় করেন। তবে ইউটিউবাররা একটা ভিডিওর পরিবর্তে কত টাকা আয় করছে? অনেকেরে মনে প্রশ্ন জাগে ভিডিও আপলোড হলেই কি টাকা আসতে শুরু করে?

সবার আগে এটা বুঝতে হবে, ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেই আয় শুরু হয়ে যায়, এই ধারণাটি একেবারেই ভুল। ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের কিছু শর্ত পূরণ করতে হবে। তবে, একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন, সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে, সেসব দেশে ইউটিউবের বিজ্ঞাপনের রেট কেমন ইত্যাদির ওপর।

তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভিডিওতে কত ভিউ হলে ইউটিউবে আয় করা যায়-

ইউটিউব থেকে আয় পূর্বে মানতে হয় কিছু শর্ত। প্রথমে জানতে হবে সেসব শর্তগুলো কি? কোনো একটি ভিডিওর ভিউ অন্তত এক হাজার হলে তবেই তা থেকে টাকা পাওয়া যাবে। অর্থাৎ ভিডিওটি অন্তত এক হাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় সম্ভব হবে। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজ থাকতে হবে।

ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর এক হাজার ভিউ হলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১০৭- ২ হাজার ৬০০ টাকার কাছাকাছি। তবে ভিডিওটির ভিউ ১ লাখ হলে আয় হবে আরও বেশি। তখন হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব একটি ভিডিও থেকে।

ইউটিউব চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে ৪ হাজার ঘণ্টা ‘ওয়াচ টাইম’ সম্পূর্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞাপনগুলো থেকেও আয় করা যাবে।

স্পন্সর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে অর্থ উপার্জন করতে পারেন। আবার ইউটিউব শর্টস থেকেও আয় করা যায়। ইউটিউব এখন ইউটিউব শর্টসও চালু করেছে। শর্টসে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন। শর্টস থেকেও এখন ব্যবহারকারীরা অনেক অর্থ আয় করছেন।




দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

দামুড়হুদায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে।

আজ সোমবার সকাল ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত আশরাফুল ইসলাম উপজেলার দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে। আজ সোমবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান পরিচালিত করেন। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম কে লোকনাথপুরের শাকিলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আশরাফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। দামুড়হুদা থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।




চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র পথের পাঁচালীতে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন উমা দাশগুপ্ত। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর, মরণঘাতি ক্যানসারের কাছে হার মেনে সোমবার সকাল ৮টার দিকে না ফেরার দেশে চলে যান উমা। এদিকে উমার একই আবাসনের বাসিন্দা ছিলেন চিরঞ্জিত। অভিনেতার কথায়, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’

উমা চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিকভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন উমা। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।

মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন উমা। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে ছিলেন ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দুজনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আক্তার হোসেন (৩৫) এবং সুমন শেখ (২৮) নামে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা-পুলিশ।

দণ্ড পাওয়া মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মণ্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে এগারোটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। তার ছেলের স্ত্রী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন ৮১ বছর বয়স্ক জাকারিয়া পিন্টু। গতকাল বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। জাকারিয়া পিন্টুর বড় ছেলে তানভীরের স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আজ কিডনির সমস্যার জন্য অন্য হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল। এর আগেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।’

স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর বলেন, ‘পিন্টু ভাই গতকাল হাসপাতালে ভর্তি হলেন। এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতে পারিনি। পিন্টু ভাই আমার খেলা নয় জীবনেরও অধিনায়ক।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল খেলার মাধ্যমে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের গর্বিত অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।

কিংবদন্তি এই ফুটবলারের নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল। এর ১২টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।

এছাড়া ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরের মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রেফতার

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজকে আটক করেছে র‍্যাব।

গতকাল রবিবার দিবাগত রাত ২ টার সময় র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাস সৃষ্টি কারী মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ নেতা সন্ত্রাস দমন আইনে দুই মামলার এজাহারনামীয় আসামী মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর দেওয়া তথ্যে মতে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার মামলা নং-২০,-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এবং মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর মামলাদ্বয়ের এজাহারনামীয় আসামী চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত হাসপাতালপাড়া এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে রাত ২ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম, কোম্পানী কমান্ডার ও এএসপি মোঃ এনামুল হক, স্কোয়াড কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।




এসএসসি পাসে টিআইবিতে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটিতে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স’ প্রকল্পের অধীন একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০–এর কম (এসএসসি) গ্রহণযোগ্য নয়।

এসএসসি পাসে টিআইবিতে চাকরি, বেতন ২৯,২৫২ টাকা
জনবল নেবে কেয়ার বাংলাদেশ, বেতন ২ লাখ ৩২ হাজার
অন্যান্য যোগ্যতা : কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও যোগাযোগে সক্ষম হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম এবং সৎ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। সময়নিষ্ঠতা, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হতে হবে।

বয়সসীমা : ২০ থেকে ৩৫ বছর অগ্রাধিকারযোগ্য।

দায়িত্ব : দাপ্তরিক কাজে সাহায্য করা, (ডিউটি স্টেশন এবং ডেস্ক পরিষ্কার রাখা, বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করা, দৈনন্দিন প্রয়োজনীয় ছোট ছোট কেনাকাটা, ফটোকপি করা ও চিঠিপত্র বিলি করা, প্রয়োজন অনুযায়ী ব্যাংকে অর্থ ও চেক জমা/উত্তোলনে সহায়তা করা, যেকোনো প্রাসঙ্গিক কাজ করা এবং সব অফিশিয়াল কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট দেওয়া।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্তসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পেশাগতভাবে পরিচিত দুজন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মুঠোফোন নম্বর ও ই–মেইল উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : কো-অর্ডিনেটর এইচ আর অ্যান্ড ওডি, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেলস ৪ ও ৫), বাড়ি-০৫, সড়ক- ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। আবেদনপত্রের খামের ওপরে স্পষ্ট অক্ষরে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন’ উল্লেখ করতে হবে।

কর্মস্থল : টিআইবি ঢাকা অফিস (ঢাকার বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে)।

বেতন : সর্বসাকুল্যে মাসিক বেতন ২৯,২৫২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর, ২০২৪।




শৈলকুপায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। এ সময় দুই গ্রুপের ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।

আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমীর ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণিপেশার শত শত মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোতিায়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক মাহাফুজুর রহমান বিপ্লব বলেন, নদীমাতৃক দেশে সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলকে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানাতে এই আয়োজন করেছি।