কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে মোট ১০ জন।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। গতকাল গায়েন বংশের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার বংশের লোকজন তাদের মারধর করে। আজ সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তৌহিদ সর্দার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।




মেসির গোলের পরও মায়ামির বিদায়

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে ইন্টার মায়ামি। এমএলএস কাপের প্লে-অফ পর্ব পেরোতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দু’দলের সামনেই। এমন ম্যাচে গোলের দেখা পান মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে বিফলে গেছে তার গোল। আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

রোববার (১০ নভেম্বর) ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৭ মিনিটে রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। ডিয়োগো গোমেজের পাস থেকে বক্সের ভেতর শট নিয়েছিলেন মেসি। সেই শট আটলান্টা গোলরক্ষক ফিরিয়ে দিলে কাছেই থাকা রোহাস বল পাঠিয়ে দেন জালে।

পিছিয়ে পড়ে দ্রুতই ম্যাচে ফিরে আটালান্টা। ম্যাচের ১৯ ও ২১ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন চিয়াহ। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। তবে ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় আটালান্টা। স্লিশের গোলে ফের এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে এমএলএস কাপের প্লে-অফ পর্ব থেকে বিদায় নেয় মায়ামি।

সূত্র: ইত্তেফাক




গাংনীর পৃথক তিনটি স্থানে পথ নাটক “আহবান” মঞ্চস্থ

রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য এবং অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে গাংনীর পৃথক তিনটি স্থানে পথ নাটক “আহবান” মঞ্চস্থ করা হয়েছে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কাজিপুর ইউনিয়নের কাজিপুর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে এই পথ নাটক মঞ্চস্থ করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় পিস ফ্যাসিলেলেটর গ্রুপ (পিএফজি) স্থানীয় কমিটি এই পথ নাটকের আয়োজন করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য দল “সুন্দরবন থিয়েটারের” পরিবেশনায় নাট্য নির্দেশক রাহুল প্রসাদ দাশের নির্দেশনায় পথ নাটক আহবানে অভিনয় করেন, মেরাজুল ইসলাম হৃদয়, ফারজানা উর্মি, সুশান্ত বৈরাগী, হিরা বিশ্বাস, শিউলি মন্ডল ও মাসুম খান শুভ।

এসময় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন, কাথুলি ইউনিয়ন সমন্বয়কারী আবুল বাশার, কাজিপুর ইউনিয়ন সমন্বয়কারী রোকনুজ্জামান, ষোলটাকা ইউনিয়ন সমন্বয়কারী আসাদুজ্জামান আসাদ। পথ নাটক শেষে দর্শকদের জন্য কুইজ প্রতিযোগীতার আয়োজন ছিল। এদের মধ্যে থেকে প্রতিটি স্থানে তিনজনকে পুরুস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য সাংবাদিক জুলফিকার আলী কানন, কাথুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ভাবিরন নেছা, কাজিপুর পিএফজির সদস্য আফরোজা আক্তার বানু, কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি শাহআলম শাহাব, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদী, কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক তানজুমান হক, ষোলটাকার বানিয়াপুকুরে অনুষ্ঠিত মঞ্চে উপস্থিত ছিলেন, এফজি সমন্বয়ক রফিকুল ইসলাম বকুল, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন ভিডিটির সভাপতি নারী নেত্রী আম্বিয়া খাতুন। পথ নাটকে এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।




জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই

মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে ও এদেশের পরিবর্তনের জন্য আরও ত্যাগ করার প্রয়োজন হলেও জামায়াত সেই ত্যাগ করবো। এদেশের পরিবর্তন আনতে জামায়াতের সকল নেতাকর্মীদের মাঠে নামতে হবে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা বামুন্দী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বামন্দী ইউনিয়ন জামায়তের আমীর মাওলানা মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ রবিউল ইসলাম, জেলা জামাায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, মটমুড়া ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সংগ্রাম, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি প্রমুখ

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ আহসানুল হক, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ সামসুল হুদা, বামন্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজ উদ্দীন খান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর একটা দু:শাসনের মধ্যে থেকে এদেশের মানুষের তাদের জীবন অতিবাহিত করতে হয়েছে।

ছোট এই জেলায় স্বাধীনতার পর থেকে রাজনীতির মাঠে থেকে জীবন দিতে হয়েছে এমন ইতিহাস নেই। অথচ, বিগত ১৭ বছরে রাজনীতির করার কারনে জামায়াত, শিবিরের ৫ জনকে জীবন দিতে হয়েছে। বিগত স্বৈরচারী সরকার এই জেলায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ৮৬ টি মামলা দিয়েছে। গ্রেফতার করা হয়েছে ১ হাজার নেতাকর্মীকে। জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে ১৪ টি মামলা দেওয়া হয়েছে। ১০০ জন নারী সদস্যকে গ্রেফতার করে কারাগারে দিয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের সেলে পর্যন্ত রাখা হয়েছে। ১৭ টি বছর আমাদের জন্য একটা দু:শাসন ছিল।

তিনি বলেন, দেশ প্রেমিক সেনাবাহিনীর পরে ভারত চিন্তা করছে বাংলাদেশে আমাদের আধিপত্য বিস্তার করতে হলে, দেশ প্রেমিক একটা দল জামায়াত ইসলামীকে ক্ষতম করতে হবে। সেই কারণেই তাদের চক্রান্ত বাস্তবায়ন করেছে স্বৈরাচার হাসিনা।

মাওলানা তাজ উদ্দীন বলেন, বিগত ৪৫ বছর আওয়াজ শুনলাম না আমরা রাজাকার ও যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী ছিলাম। আমরা ঘরবাড়ি জ্বাঁলাও পোঁড়াও করেছি। তারা ১৭ বছর যাবৎ জামায়াতের বিরুদ্ধে অপবাদ চালিয়েছে। তাঁরা এই অপবাদ চাপাতে রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করেছে, ব্যবহার করেছে প্রশাসনকে। তাঁদের সেই মিথ্যাচার এদেশের মানুষ যদি একভাগও বিশ্বাস করতো তাহলে আমরা (জামায়াত) এই দেশে থাকতে পারতাম না।

তিনি উল্লেখ করেন, গাংনীর এক লেখক মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বই লিখেছে। সেখানে ৩২০ জন রাজাকারের লিষ্ট দিয়েছে। সেই বই নিয়ে আমরা মাঠে খোঁজ নিয়ে দেখেছি রাজাকারদের ৮০ ভাগ লোক আওয়ামীলীগ দলের নেতাকর্মী। বাকীরা অন্যদল করে আর জামায়াত ইসলাম দল করে মাত্র দুইটি পরিবার। এই অপবাদ ছিল জামায়াতের জন্য। ২০২৪ সালের ছাত্র জনতা এই কথাটা গর্বের সাথে গ্রহণ করেছে। রাজাকর শব্দটি যদি দিতে হয় এদেশের ১৮ কোটি জনতার সাথে আমরা নিজেদের রাজাকার দাবী করছি। এতদিন যে অপবাদ জামায়াতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ২০২৪ সালে সেটাই মানুষের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

গত ২৪ ঘন্টার পুলিশী অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৫ আসামি গ্রেফতার হয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১ ও আদালতের পরোয়ানাভূক্ত ২ আসামি এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ১ ও নিয়মিত মামলার ১ আসামি রয়েছে।

শনিবার সকাল থেকে আজ রবিবার (১০ নভেম্বর) ভোররাত পর্যন্ত সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আসামি গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেছে।

আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হবে।




গাংনীতে বিএনপির লাঠি মিছিল ও সমাবেশ

ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পতিত স্বৈরাচারী সরকারের এই ঘোষণার পর ফুঁসে উঠছে গাংনীর বিএনপি।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাহারবাটি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আজ রোববার সকালে উপজেলা শহরে লাঠিশোঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

সকাল সাড়ে ৬ টার সময় গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

পরে শহীদ আবু সাঈদ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, গাংনী উপজেলা ওলামা দলের সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, ১ নং বাঁশবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গনি প্রমুখ।

আসাদুজ্জামান বাবলু বলেন, পতিত স্বৈরাচার সরকারের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর সদর দফতর জ্বালিয়ে দেওয়ার জন্য কর্মসূচি দিয়েছে। বিএনপির নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের সেই কর্মসূচির দাঁতভাঙ্গা জবাব দেবে। আমরা মাঠে আছি সন্ত্রাসীদের প্রতিহত করতে। স্বৈরাচারীদের প্রেত্মাত্বারা কোনো কর্মসূচি নিলে জাতীয়তাবাদী দল তাঁদের প্রতিহত করবে। আজ রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।




মেহেরপুর আদালতে আজ তোলা হতে পারে সাবেক মন্ত্রী ফরহাদকে?

মেহেরপুরে দায়ের করা হত্যা মামলায় আজ রবিবার আদালতে  তোলা হতে পারে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। কয়েকদিন ধরে এ গুঞ্জন চলছে। তবে বিষয়টি নিয়ে কোন কর্তৃপক্ষই নিশ্চিত করেনি।

মেহেরপুর জেলা কারাগার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কেউই নিশ্চিত করেনি বিষয়টি। মেহেরপুর প্রতিদিন থেকে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে যোগাযোগ করা হলে প্রতিবারই তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী মেহেরপুর প্রতিদিনকে বলেন, বিষয়টি কোর্ট পুলিশ বলতে পারবে । এটি থানার বিষয় না। অপরদিকে কোর্ট পুলিশ পরিদর্শক বলেন, এটি জেল খানার বিষয়। তবে জেলা কারাগার কর্তৃপক্ষের কাছেও গতকাল রাত পর্যন্ত কোন বার্তা আসেনি।

আরও পড়ুন মেহেরপুরে পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

তবে ঘটনাটি পরিস্কার হওয়ার জন্য আজ রবিবার মেহেরপুর আদালতে চোখ রাখতে হবে।

কিন্তু, একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশের একটি টিম। তবে, এলাকায় যাতে উত্তেজনাকর কোন পরিস্থিতি সৃষ্টি না হয় সেকারণে এ তথ্য গোপন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গত ১৪ সেপ্টেম্বর রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

৫ অগাস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

ফরহাদ হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এর আগের সরকারে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন ৫২ টি মোটরসাইকেল চালককে ১ লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেহেরপুর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি। ২০১৪ সালে এক তরফা নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর ২০১৫ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন।

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।




কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা 

কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে এ কর্মশালের উদ্বোধন করেন (গ্রেড-১) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ: মনিরুজ্জামান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ইফতেখার হোসেন, উপসচিব ও উপ প্রকল্প পরিচালক এ.টি.এম আজহারুল ইসলাম।

কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি কর্পোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (EDLMS) প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের EDLMS প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এনডিসি।

কর্মশালায় বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে সরকার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, সার্ভে, ডাটাবেজ ও সমন্বিত ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার আধুনিক সার্ভে প্রযুক্তির সহায়তায় ২০১৮ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত EDLMS প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় তিনটি সিটি কর্পোরেশন (ঢাকা-চট্টগ্রাম ও রাজশাহী), ১টি পৌরসভা ও যশোর জোনের আওতায় কুষ্টিয়া পৌরসভার অধীনে ২২৯০৭২.৪৮ একর ও ৯৭৯.৪৫ বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ৬৩৪টি মৌজায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬টি জরিপ লোকেশনে ৫৮৯টি মৌজায় ডিজিটাল ভূমি জরিপ (মৌজা ম্যাপ ও রেকর্ড) সম্পন্নকরণ করা হবে। এছাড়াও Real Time update প্রক্রিয়ায় মিউটেশনের সাথে সাথে ম্যাপ সংশোধন করা যাবে।

একবার জরিপ করা হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে। ভূমি ডাটা ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বিধায় ভূমি মালিকগণ তাদের প্রত্যাশিত তথ্য সহজেই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। মৌজা ম্যাপ ও ভূমি মালিকানা স্বত্বের মধ্যে লিংকেজ স্থাপন করা হবে বিধায় সংশ্লিষ্ট ভূমি মালিকগণ স্ব স্ব দাগের নকশা সহজে দেখতে পাবেন।

ভূমি বিবাদ কমবে ও ভূমি উন্নয়ন কর আদায় সহজতর হবে। ভূমি জরিপ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। নগর পরিকল্পনা এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ভূমি সংক্রান্ত ডাটা সহজে আদান-প্রদান করা যাবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার মধ্যে আন্তঃলিংক স্থাপন করে ডিজিটাল ভুমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসিল্যান্ড, ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।




মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশ। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি’র একাংশের উদ্যোগে শহরের বড় বাজার অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।

বক্তারা বলেন, খুনি হাসিনার দোষদের বিএনপি’র দালালরা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা রক্ত ঝরিয়েছি, আমাদের ছাত্রসমাজ রক্ত ঝরিয়েছে এই খুনি হাসিনার দোষরদের রক্ষা করার জন্য নয়।

আলোচনার পরে, বড় বাজার অফিস প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে অরিন লেডিস বিউটি পার্লারের উদ্বোধন

মেহেরপুরে অরিন লেডিস বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার সময় শহরের কাঁশারি বাজারের পূবালী ব্যাংকের নিচে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে পার্লারের উদ্বোধন করেন অরিন লেডিস বিউটি পার্লারের পরিচালক বিউটিশিয়ান শিলা ও আলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. লিনা ম্যাটসের চেয়ারম্যান ডা. মেলিনা সুলতানা।

এসময় তারা বলেন, আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা করা হলো। মেহেরপুরের নারী সাজে নতুন কিছু উপহার দিতেই আমাদের এই অগ্রযাত্রা। আমরা ভালো মানের পণ্যের মাধ্যমে আমাদের সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোছা: ইন্তিয়া, হাসিনা খাতুন, জেসমিন আক্তার, রিনা খাতুন সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে ফেসিয়াল, আইভ্রো প্লাক, বৌ-সাজানো, পার্টি মেকাপ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কার্টিং, রি-বন্ডিং, হেয়ার স্পাসহ সৌন্দর্য চর্চা করার সকল ব্যবস্থা রয়েছে।