ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১৬৫ জন।

ইসরায়েল বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে। এটি গাজা যুদ্ধের প্রভাব থেকে ইয়েমেনে ইসরায়েল-হুথি পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।

এর আগে ৩০ আগস্ট সানায় চালানো হামলায় সরকারপ্রধান এবং কয়েকজন মন্ত্রী নিহত হন।

এটাই ছিল প্রথমবারের মতো কোনো হামলা, যেখানে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হুথি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে। ওই হামলায় ইসরায়েলের ভূখণ্ডের দিকে ড্রোন ও সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।’

সূত্র: কালের কন্ঠ




আলমডাঙ্গা এপিএল ক্রিকেট টুর্নামেন্টে থানা পুলিশ টিমের জয়

আলমডাঙ্গা পৌর এলাকার বিটীম মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে আলমডাঙ্গা থানা পুলিশ এবং এপিএল আলমডাঙ্গা ফ্রাঞ্চাইজি মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে আলমডাঙ্গা থানা পুলিশ ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে এপিএল আলমডাঙ্গা ৯ উইকেট হারিয়ে ১২১ রান করতে সক্ষম হয়।

খেলায় আলমডাঙ্গা থানা পুলিশ বিজয়ী হিসেবে উঠে আসে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান পিপিএম বলেন, “শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এই খেলার মাধ্যমে আমরা আলমডাঙ্গাবাসীকে দেখাতে চাই, যদি আমাদের যুবকদের খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, তারা সুস্থ দেহ ও মন পাবে এবং মাদক থেকে দূরে থাকবে।”

তিনি আরও জানান, “দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা থানা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছে। সদস্যদের শারীরিক ও মানসিক একঘেয়েমি দূর করার জন্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন করা হয়। সামনে পূজা এবং নির্বাচনকে সামনে রেখে অফিসার ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে এ ধরনের বিবিধ আয়োজন চলমান থাকবে।” এ দিনের খেলা শুধু ক্রিকেটের মজা দেয়নি, পাশাপাশি পুলিশের সামাজিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে এবং যুবকদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও নৈতিক জীবনের প্রতি উদ্বুদ্ধ করেছে।




আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই জনের জরিমান

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করেছে।

গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু অভিযান চালিয়ে একটি দোকানে ও একটি মটর সাইকেল যাত্রী কে জরিমানা করেছে। আলমডাঙ্গা সহকারি কমিশনার ভুমি প্রধান সড়কে রাস্তার পাশে চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার কারণে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে এই অভিযোগে অত্যবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় আলামিন ক্রোকারিজের মালিককে ৫০০০ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ও মটর সাইকেলের কোন কাগজ পত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল চালক জাকির হোসেনকে ১৫০০টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরত আলি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল করিম চঞ্চল, আবু সাইম, জেহের আলি, মনিরুজ্জামান, সোহেল রানা, আশরাফ আলি, হাফিজুর রহমান মন্ডল প্রমুখ।




দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতারণামূলকভাবে তৈরি ভুয়া বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা চত্বরে জব্দকৃত ভুয়া সার ধ্বংস করা হয়। এসব সার রাসায়নিক পরীক্ষায় কোনো সারের অস্তিত্ব না থাকায় উপজেলা চত্বরে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কের উপর থেকে ভ্যানযোগে আনা ১০ বস্তা বাংলা টিএসপি সার আটক করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়, এগুলো শক্ত মাটি ও পাথরের গুঁড়া দিয়ে তৈরি, যা প্রকৃত সারের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। প্রতারক চক্র এসব মাটির দলা টিএসপি সারের বস্তায় ভরে কৃষকদের কাছে বিক্রি করছে। এতে সাধারণ কৃষকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষি অফিসের একটি সূত্র জানায়, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এসব ভুয়া সার চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, “কৃষকদের ঠকাতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। কৃষকদের আমরা অনুরোধ করছি, সার কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে যাচাই করে কিনবেন।”

জব্দকৃত সার ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ উপজেলার তিনজন সার ডিলার ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




ফৌজদারীপাড়া যুবসংঘ আয়োজিত মরহুম তুষার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

মেহেরপুর শহরের ফৌজদারী পাড়া যুব সংঘের আয়োজনে মরহুম তুষার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের চিজ এন্ড ফিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকাশ, মুকিম, শোভন, মারুফ, মাহফুজ, নয়ন, হাবিব, সেলিম, মনা, মুন্না, রাকিবুল ইসলাম রিপন, লিটনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করবে— বুলু আইজ, ফ্যালকন বয়েজ, রেড সকস, সেভেন স্টার, নাইট টাইগার ও গোল হান্টার।

টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।




মেহেরপুরে পরিবেশ বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

একটি তালগাছ লাগিয়ে পৃথিবীতে তোমায় শত বছর স্মৃতিচিহ্ন রেখে দাও” — এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে পরিবেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি. এম. কলেজ মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি. এম. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশনারা খাতুন। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার রাজিবুল হাসান এবং উপসহকারী কৃষি অফিসার চায়না খাতুন।

সেমিনারে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, প্রভাষক মফিজুর রহমানসহ আরও অনেকে। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




মেহেরপুরে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মেহেরপুর জেলা আইসিটি অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪০ দিনব্যাপী “ফ্রিল্যান্সিং ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন” এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা আইসিটি অধিদপ্তরের বাস্তবায়নে এবং মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি প্রোগ্রামার সুব্রত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম। এছাড়াও ৪০ দিনব্যাপী এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাসেল আহমেদ ও হারেজ উদ্দীন (হিরো)।

এ প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রাফি হাসান, তাজমির ইসলাম, পলক মিয়া ও জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে।

সমাপনী অনুষ্ঠানে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, “পড়ালেখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন সময়ের দাবি। শুধু সরকারি চাকরির স্বপ্ন নয়, দক্ষ ফ্রিল্যান্সার হয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নানা প্রকল্প হাতে নিয়েছে। আজ যারা সনদ পেয়েছেন, তারা যেন নিয়মিত চর্চা করে আত্মকর্মসংস্থান গড়ে তোলেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। মেহেরপুরের তরুণরা যদি আইটি দক্ষতায় এগিয়ে আসে, তবে বেকার সমস্যা কমবে এবং একদিন মেহেরপুরই ফ্রিল্যান্সিং হাবে পরিণত হবে।”

অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।




লিবিয়ায় অপহরণ; মুক্তিপেতে ১২লাখ টাকা লেনদেন বাংলাদেশে!

লিবিয়ায় কাজ করতে গিয়ে অপহরণের শিকার ঝিনাইদহ ও যশোরের দুই যুবক মোটা অংকের টাকা দিয়ে মুক্তি পেয়েছে। পাঁচদিন আটকে রেখে লিবিয়ার মাফিয়া চক্রটি দুই পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১২ লাখ টাকা। বাংলাদেশের দুইটি ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখানোর পর ফেরদৌস ও আলী হোসেন নামে দুই বাংলাদেশী যুবককে মুক্তি দেওয়া হয়।

পরিবার দুইটির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৯ এপ্রিল লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল শহর মিসরাতা থেকে যশোরের পলুয়া গ্রামের ফেরদৌস ও হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামের আলী হোসেনকে অপহরণ করে একটি সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপে লিবিয়ার পাশাপাশি বাংলাদেশী দুর্বৃত্তরাও অংশ নেয়।

অপহরণের পর ওই দুই যুবককে লিবিয়ার উত্তর-পর্বাঞ্চল শহর বেনগাজিতে আনা হয়। তাদের সঙ্গে আরো অন্তত ২০ বাংলাদেশী অপহৃত শ্রমিক ছিল। সন্ত্রাসীরা মুক্তিপণ না দিলে সবাইকে হত্যা করা হবে বলে হুমকী দিয়ে তাদের পরিবারের কাছে বার্তা পাঠায়।

হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামের চাঁদ আলী জানান, তার ছেলে অপহরণের পর লিবিয়া থেকে +২১৮৯২৭৬২১৪৮৬ নাম্বারের ইমো ব্যাবহার করে তার ছেলে আলী হোসেনের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছেলে কান্না জড়িত কন্ঠে জানায় টাকা না দিলে তাকে হত্যা করা হবে। অপহরণের দিনই লিবিয়া থেকে ৪ লাখ টাকা প্রদান করে।

চাঁদ আলী সন্তানের আকুতি দেখে জমি বিক্রি করে গত ২৪ এপ্রিল ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখা থেকে চার লাখ টাকা অপহারণকারীদের দেওয়া ২০৫০৭৭৭০২৮৬৫১৪৩১৭ নাম্বারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার একাউন্টে পাঠান।

তথ্য নিয়ে জানা গেছে, একাউন্টটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের। একাউন্টটি মোছা রুকসানার নামে পরিচালিত হয়। লিবিয়ায় মাফিয়া চক্রের সাথে রুকসানার ভাই জড়িত বলে সন্দেহ করছে ভুক্তভোগীর পরিবার। তবে রুখসানার সঙ্গে কথা হলে তিনি জানান, লিবিয়ায় তার ভাই থাকে। ভাইয়ের নাম জিজ্ঞাসা করতেই লাইন কেটে দেন।

এদিকে যশোরের পলুয়া গ্রামের সালমা খাতুন নামে এক নারী গত ২৪ এপ্রিল ইসলামী এজেন্ট ব্যাংক ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজার শাখা থেকে চার লাখ টাকা অপহারণকারীদের দেওয়া ২০৫০২৬৩০১০০১৮২১১০ নাম্বারের একাউন্টে পাঠানো হয়। হরিণাকুন্ডুর রিশখালী গ্রামের আলীর সঙ্গে সালমা খাতুনের ছেলে ফেরদৌস অপহৃত হয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার ছুটিপুর বাজারের ইসলামী এজেন্ট ব্যাংকের শাখা থেকে নগদ অর্থ নড়াইলের রূপগঞ্জ বাজারস্থ ২০৫০২৬৩০১০০১৮২১১০ নাম্বারের ইসলামী এজেন্ট ব্যাংকে পাঠানো হয়। এই একাউন্টটি পরিচালানা করেন মরিয়ম ট্রেডার্সের মালিক জুল হুসাইন। যার লেদদেন আইডি ৫১২৫০৪২৪০০০১৯১৪৩।

ইসলামী ব্যাংক রূপগঞ্জ বাজার শাখার প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবীর বুধবার জানান, গত ২৪ এপ্রিল মরিয়ম ট্রেডার্সের মালিক জুল হুসাইনের একাউন্টে ৩ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা পাঠানো হয়েছে। তবে কি উদ্দেশ্যে বা কারা পাঠিয়েছেন তা তিনি জানেন না।

অভিযোগ পাওয়া গেছে, লিবিয়ায় দীর্ঘদিন ধরে কতিপয় বাংলাদেশী দুর্বৃত্ত সেদেশের মাফিয়া চক্রের সহায়তায় শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। লিবিয়ায় অপহরণ হলেও মুক্তিপণের বেশির ভাগ টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশে। ভুক্তভোগীরা বলছেন, পুলিশ তৎপর হলেই লিবিয়ায় অবস্থানরত এদেশীয় দুর্বৃত্তদের সহজেই সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, এ ধরণের খবর পাওয়ার পর ভুক্তভোগী পারিবারের বক্তব্য জানতে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা যে সব একাউন্টে টাকা দিয়েছে ইচ্ছা করলে তারা মামলা করতে পারেন। মামলা হলে তদন্ত করে পুলিশ এদেশীয় এজেন্টদের খুজে বের করতে পারবে।




গাংনীতে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনীতে র‍্যাব-১২, সিপিসি-৩ এর অভিযানে পরিত্যাক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে।

গতকাল বুধবার রাত পোনে ৯ টার দিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গাংনীর সাহারবাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধর্মচাকী হতে হিজলবাড়ী গামী পাকা রাস্তা সংলগ্ন হিজলবাড়ী বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে লাল কাপরে জড়ানো দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন র‍্যাব।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সকল তথ্য জানানো হয়।

র‍্যাবের কর্মকর্তারা আরও জানান, সমাজ থেকে অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তারা জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।




রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মওরাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব কালুখালী ঘাটোরা ঘাট গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, রজব মোটরসাইকেল করে পাংশা থেকে বাগদুলির দিকে যাচ্ছিল। এ সময় একটি বালু বোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পাংশায় থানায় মামলা এবং ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।