ঝিনাইদহে ভন্ড কবিরাজরের অ্যালুপ্যাথিক চিকিৎসা নিয়ে তোলপাড়

ঝিনাইদহ সদর উপজেলায় টিটু মালিথা নামে এক ভন্ড কবিরাজের উত্থান হয়েছে। সদর উপজেলার করাতিপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি কবিরাজি চেম্বার খুলে নিয়মিত অ্যালুপ্যাথিক ওষুধ লিখে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বাত-ব্যথা থেকে শুরু করে এমন কোন রোগ নেই যার চিকিৎসা তিনি করেন না। অথচ তার নেই কোন একাডেমিক শিক্ষা।

জানাগেছে, কয়েক বছর আগেও নুন আনতে পান্তা ফুরাতো ভন্ড কবিরাজ কাম ডাক্তার টিটু মালিথার। কবিরাজি শুরু করে তিনি এবছর বাড়িতে করেছেন দুই তলা বিল্ডিং। গোয়ালে এক পাল গরু, মাঠে গড়েছেন সম্পত্তি। বাড়িতে রেখেছেন কাজের মহিলা। তার হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া নিয়ে গ্রামের বাসিন্দারও বিষ্মিত।

টিটু মালিথা এই করাতিপাড়া গ্রামের মৃত কটা মালিথার ছেলে। প্রতি সপ্তাহের শনিবার, মঙ্গলবার ও বৃহষ্পতিবার তিনি সিরিয়ালে রোগীদের তদবির দেন। জ্বিন তাড়াতে ৩ হাজার, জ্বিন বোতলে ভরতে ৫হাজার টাকা হাদিয়া নেন। তবে রোগী গেলেই প্রথম আসনে তাকে ৩৫০ টাকা হাদিয়া দিতে হয়। এরপর রোগের অবস্থা বুঝে ফিস নির্ধারণ করেন। প্রতিদিন তিনি ৭০ থেকে ৮০ জন রোগী দেখেন। তিনি কবিরাজ হলেও রোগীদের ওষুধ দেন অ্যালুপ্যাথিক। তার বাড়িতে অবস্থিত বেনামী ফার্মেসি থেকেই রোগীদের ওষুধ নিতে হয়। ফার্মেসি পরিচালনা করেন তার স্ত্রী। তার কবিরাজি তদবির ও ঝাড়ফুকের জন্য রেখেছেন এসিসস্ট্যান্ট। তবে তাদের দাবি তাদের ড্রাগ লাইসেন্স রয়েছে। তার রয়েছে কবিরাজি সনদ।

কবিরাজি সনদে আপনি কিভাবে অ্যালুপ্যাথিক ওষুধ লিখে ব্যবস্থাপত্র দিচ্ছেন এমন প্রশ্ন করলে তিনি ক্ষেপে যান। খোঁজ নিয়ে জানাগেছে, পার্শ্ববর্তী বিষয়খালী বাজারে তার ছেলের একটি ওষুধের দোকান রয়েছে। সেই দোকানের ড্রাগ লাইসেন্স দিয়েই তিনি বাড়িতে এই ওষুধের দোকন চালাচ্ছেন।

সরজমিনে দেখা যায় তার ফার্মেসিতে ওষুধ দিতে গেছেন ইবনে সীনা কোম্পানির মেডিকেল প্রোমোটার রাশেদ হোসেন। বেনামী ফার্মেসিতে কিভাবে ওষুধ দিচ্ছেন জানতে চাইলে রাশেদ হোসেনও কোন সদুত্তোর দিতে পারেননি।

জান্নাতুল ফেরদৌস নামে এক ভুক্তভোগী রোগী বলেন, আমার ভাগ্নেকে নিয়ে গেছিলাম একটা তাবিজ করতে। তার সহকারী বলে তদবির নিতে ৫০০ টাকা লাগবে। এই লোক একটা ভন্ড। কোন কাজ নেই তার তদবিরে।

আসাদুজ্জামান নামের এক ব্যক্তি বলেন, চিকিৎসকরা নিয়ে বছরের পর পর বছর মেডিকেল সাইন্স নিয়ে লেখাপড়া করে একটা রোগের চিকিৎসা দেয়। আর এই লোক জ্বিন তাড়ানো থেকে শুরু করে ক্যান্সার, স্ট্রোক সকল রোগের চিকিৎসা করছে। এটা ভন্ডামি ছাড়া কিছুই নয়। স্বাস্থ্য বিভাগের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।

ঝিনাইদহ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি আক্তারুজ্জামান বলেন, শহর বাজারে ওষুধের দোকান করে সকল নিময় মেনে অভিজ্ঞ ফার্মাসিস্ট রেখেও ড্রাগ লাইসেন্স পেতে অনেক কষ্ট হয়। এই লোক ড্রাগ লাইসেন্স পেল কিভাবে?

ঝিনাইদহ জেলা ওষুধ তত্ত্ববধায়ক সিরাজুম মুনিরা বলেন, এই কবিরাজের বিষয়ে আমার জানা নেই। তার লাইসেন্সের বিষয়ে খোঁজ নিচ্ছি।
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ মিথিলা ইসলাম বলেন, মানুষ এদের কাছে কেন যায় বুঝিনা। সে একজন কবিরাজ হয়ে অ্যালুপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র লিখতে পারেনা। আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেব।




যারা জুয়া খেলছে তাদেরকেও আটক করা হবে

অনলাইন জুয়ার কারণে সার্বিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হন। সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন তারা আরও কিছু অর্থনৈতিক উন্নতির আশায় এই জুয়া খেলায় অংশগ্রহণ করলে যা উপার্জন করেছে সেটাও চলে যায়।

বিগত এসপি সাহেবের সময় যারা অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল তাদের বেশ কিছু হয়তো ১৫০০টিরও অধিক সিম জব্দ করা হয়েছে। যেহেতু এটি অনলাইন ভিত্তিক, সাইটগুলো বন্ধ করলেও আবার চালু করে তারা।

এ ব্যাপারে আমি বিটিআরসির সাথে কথা বলবো, কিংবা যার যার সাথে কথা বলা লাগে আমি বলবো যাতে এই সাইটগুলো ডাউন করা যায় কিনা। যেমনি ভাবে পর্ন সাইটগুলো বন্ধ করা হয়েছে, একই পদ্ধতিতে যদি জুয়ার সাইটগুলো বন্ধ করা যায় আমি সে বিষয়ে দেখবো।

আরেকটি কাজ হলো যারা খেলছে তাদের আটক করা। বিত্তবান জুয়ারীদের আটক করা সম্ভব তাদের আটক করে শাস্তি দেয়ার মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করা যাবে যাতে তারা আর খেলতে না পারে। এই কাজও করা হবে। যারা খেলছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে দেখা যাক। শুরু করেছি, এসেছি, যাওয়ার আগে যাতে আপনাদের বলে যেতে পারি কিছু করেছি।

আজ বুধবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালেয়র সম্মেলন কক্ষে মেহেরপুরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসকল কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

তিনি আরো বলেন, ২৮ তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। মেহেরপুরে ৩৯টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেকটি পূজা মণ্ডপেই রাত্রিকালীন টহল হয়। কাল থেকেই এই টহল আরও জোরদার করা হবে।

প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটির সাথে কথা হয়েছে, আমিও জেলা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে এসেছি। আমার অফিসাররাও প্রত্যেকদিন যাচ্ছেন।

আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, পূজা যেন সুন্দরভাবে কোনো রকম বিঘ্ন ছাড়া সম্পন্ন করা যায়। আমাদের পক্ষ থেকে চেষ্টার সর্বোচ্চ প্রদর্শন করা হবে।

অনলাইন তথ্য বিভ্রাটের মাধ্যমে ভুল তথ্য প্রদান করে গুজব ছড়িয়ে যদি কেউ কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে, তখনই আমাকে জানাবেন। ভুল তথ্য ছড়িয়ে যাওয়ার আগে যেন আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি। আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এবারে পূজা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করব।

মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, ডিবি ওসি শিমুল কুমার দাস, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, গাংনী থানার ওসি মোঃ বানী ইসরাইল প্রমুখ।




মেহেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সেমিনার

মেহেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে কলেজের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে এনআরবিসি ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফরোজ মেহেরুবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক রাশেদ এবং এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশরাফুল হাবিব।




সকলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন করব

২৮ তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। মেহেরপুরে ৩৯টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেকটি পূজা মণ্ডপেই রাত্রিকালীন টহল হয়। কাল থেকেই এই টহল আরও জোরদার করা হবে।

প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটির সাথে কথা হয়েছে, আমিও জেলা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে এসেছি। আমার অফিসাররাও প্রত্যেকদিন যাচ্ছেন।

আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, পূজা যেন সুন্দরভাবে কোনো রকম বিঘ্ন ছাড়া সম্পন্ন করা যায়। আমাদের পক্ষ থেকে চেষ্টার সর্বোচ্চ প্রদর্শন করা হবে।

অনলাইন তথ্য বিভ্রাটের মাধ্যমে ভুল তথ্য প্রদান করে গুজব ছড়িয়ে যদি কেউ কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে, তখনই আমাকে জানাবেন। ভুল তথ্য ছড়িয়ে যাওয়ার আগে যেন আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি। আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এবারে পূজা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করব।

আজ বুধবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালেয়র সম্মেলন কক্ষে মেহেরপুরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসকল কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

তিনি আরো বলেন, অনলাইন জুয়ার কারণে সার্বিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হন। সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন তারা আরও কিছু অর্থনৈতিক উন্নতির আশায় এই জুয়া খেলায় অংশগ্রহণ করলে যা উপার্জন করেছে সেটাও চলে যায়।

বিগত এসপি সাহেবের সময় যারা অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল তাদের বেশ কিছু হয়তো ১৫০০টিরও অধিক সিম জব্দ করা হয়েছে। যেহেতু এটি অনলাইন ভিত্তিক, সাইটগুলো বন্ধ করলেও আবার চালু করে তারা।

এ ব্যাপারে আমি বিটিআরসির সাথে কথা বলবো, কিংবা যার যার সাথে কথা বলা লাগে আমি বলবো যাতে এই সাইটগুলো ডাউন করা যায় কিনা। যেমনি ভাবে পর্ন সাইটগুলো বন্ধ করা হয়েছে, একই পদ্ধতিতে যদি জুয়ার সাইটগুলো বন্ধ করা যায় আমি সে বিষয়ে দেখবো।

আরেকটি কাজ হলো যারা খেলছে তাদের আটক করা। বিত্তবান জুয়ারীদের আটক করা সম্ভব তাদের আটক করে শাস্তি দেয়ার মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করা যাবে যাতে তারা আর খেলতে না পারে। এই কাজও করা হবে। যারা খেলছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে দেখা যাক। শুরু করেছি, এসেছি; যাওয়ার আগে আপনাদের জানিয়ে গেলাম।

মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, ডিবি ওসি শিমুল কুমার দাস, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, গাংনী থানার ওসি মোঃ বানী ইসরাইল প্রমুখ।




ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে মন্দিরের তালা ভেঙে চুরি সংঘটিত করে এক চোর।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি বঙ্কীম মুখার্জি জানান, মন্দিরের প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়কটি গহনা চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।

এরই মধ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চোরচক্রকে আটক করতে সক্ষম হব।




ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি সদর হাসপাতালের শিশু, গাইনী চিকিৎসক ও এসডিএফের কর্মকর্তারা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।

দিনব্যাপী এই কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।




দর্শনায় নকল সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়ার কামরুল ট্রেডার্সে অভিযান চালিয়ে নকল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বটতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান শেষে তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়েছে। বিক্রেতারা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানান, নকল সার বিক্রির অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে কামরুল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার জরিমানা করেছিল সংস্থাটি।




গাংনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে দুই সন্তানের জননী টলি খাতুন (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টলি খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে। প্রায় ২ যুগ আগে তার বিয়ে হয় মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সর্দারপাড়ার তাজুল ইসলামের সঙ্গে।

নিহতের পরিবারের অভিযোগ, টলি খাতুনকে স্বামী তাজুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিহতের ফুফু মুর্শিদা খাতুন বলেন, টলির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। গলায় দড়ির দাগ, পেটে মারধরের দাগ রয়েছে। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি তাজুলের ফাঁসি চাই।

অন্যদিকে নিহতের স্বামীর চাচা এনামুল হক দাবি করেন, তাজুল তার স্ত্রীকে খুব ভালোবাসত। বছর খানেক আগে সে তার মায়ের নামে থাকা জমি টলির নামে রেজিস্ট্রি করে দিয়েছে। ঘটনার আগের দিন টলি শাশুড়িকে ভাত খেতে দেয়নি, এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর টলি আত্মহত্যার হুমকি দিয়েছিল।

গাংনী থানা পুলিশের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে টলি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল সহকারী শিক্ষিকা সুমির প্রাণ

দীর্ঘ এক যুগ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার সুমি (৪৭)।

সুমি মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রফিক উল আলম এর বড় মেয়ে। নাননীজ নাহার সুমি ১৯৯৯ সালে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করে অদ্যবধি তিনি সেখানে কর্মরত ছিলেন। তার স্বামী আব্দুস সালাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঝিনাইদহ দপ্তরের উপ-পরিচালক ও চুয়াডাঙ্গার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে তিনি প্রথম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। রোগ শনাক্তের পর থেকে তিনি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালে ক্যান্সারের জীবাণু আবারও মারাত্মক আকার ধারণ করে। তারপর থেকে তিনি এই দীর্ঘ সময় ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসা নেয়। সর্বশেষ গত আগষ্ট মাসের ২৯ তারিখে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আনা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার (১৬/০৯/২৫) সন্ধ্যায় তাকে মেহেরপুরের তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্বামী, বাবা-মা, ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার সকাল ৮ টায় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওয়া কবরস্থানে শ্বশুরের পাশে তাকে দাফন করা হবে।




বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রী সুধাংশু কুমার ব্যানার্জীকে আহ্বায়ক এবং শ্রী দিলিপ কুমার চৌধুরীকে সদস্য সচিব করে ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার চক্রবর্তী এবং সদস্য সচিব চির কুমার সাহা আগামী ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেন। আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিজেষ কুমার রামেকা, সদস্য শ্রী অশোক কুমার দত্ত, কৃষ্ণ বিশ্বাস, শিপরা বিশ্বাস, তন্ময় পাল, অমিত ব্যানার্জী, কন্দনা দত্ত, বুদ্ধ দেব সিংহ রায়, শংকর বিশ্বাস, দয়াল পাত্র, শুশিল পাত্র, অলোক দত্ত, শুম্ভু ধর, অয়ন ধর, তন্ময় ধর, শংকর ধর, রাজন দাস, কৃষ্ণ কুমার দাস, প্রবীর কুমার সাহা, সৌমেন কর্মকার, তপন কুমার সাহা, পরিতোষ সাহা, ছিদাম পাল, শ্রী বিধান চন্দ্র বেত আগামী ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন করেন এবং ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।