হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ কলেজে বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সরকারি লালন শাহ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিণাকুণ্ডু উপজেলা শাখা ও কলেজ শাখার যৌথ আয়োজনে উৎসবমুখর পরিবেশে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো: আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর মো: বাবুল হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মো: ইউসুফ আলী, ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: ওবাদুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: ইদ্রিস আলী, পৌর আমীর মো: শফি উদ্দীন, হরিনাকুণ্ডু থানা শাখার সভাপতি মো: রাশেদ খান, লালন শাহ কলেজের সভাপতি মো: আবু সাঈদ এবং পৌর সভাপতি মো: আকিমুল ইসলাম।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দেশ গঠনে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।




দামুড়হুদায় শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

দামুড়হুদায় শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৩ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্ততিমূলক অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান, দর্শনা থানার পুলিশ পরিদর্শক অপারেশন (তদন্ত) অনুপ দাস, আনসার-ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি বাসুদেব হালদার, সঞ্জয় হালদার, শোভন দাস, বিকাশ কুমার বিশ্বাসসহ উপজেলার ২১ টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

এবার উপজেলায় ২২ টি পূজা মন্ডপের মধ্যে ২১ টি মন্ডপে পূজা উদযাপন হবে।




দর্শনায় শয়নকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে বাবু (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা ও ঝিনাইদহ পিআইবির একটি টিম।

আজ রবিবার সকাল ১০টার দিকে দর্শনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত বাবুল আক্তার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবু খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান।এরপর আজ রবিবার ভোরে বাবা-মা তার শয়নকক্ষে গিয়ে দেখেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তার পিঠে একটি ক্ষতচিহ্ন রয়েছে। এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রিপল নাইন (৯৯৯) ফোন করলে দর্শনা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।




চুয়াডাঙ্গায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে খায়রুল ইসলাম (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। গত বছরের ৮ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে আসামি খায়রুল ইসলাম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। সারাদিন ঘোরাঘুরির পর গভীর রাতে একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর কিশোরীকে ফাঁকা বিল থেকে উদ্ধার করেন। পরে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি খায়রুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।




অপরাজেয় বাংলাদেশ পত্রিকার সম্পাদক হওয়ায় ড. গাজী রহমানকে সংবর্ধনা প্রদান

মেহেরপুরের কৃতি সন্তান ড. গাজী রহমান অপরাজেয় বাংলাদেশ পত্রিকার সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় নজরুল একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সম্পাদক, শিক্ষাবিদ, কবি ও গবেষক ড. গাজী রহমান। প্রধান অতিথি ছিলেন করমদি কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহিনা আক্তার, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুশীল কুমার, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জানে আলমসহ জেলার শিক্ষক, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।




কাবাডি ও হ্যান্ডবলে উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি বালিকা বিদ্যালয়

৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের কাবাডি ও হ্যান্ডবল উভয় খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির আয়োজনে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়েদের কাবাডির ফাইনালে আমঝুপি বিদ্যালয় ১৬-১৫ পয়েন্টে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা শিরোপা জিতে নেয় এবং জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

আজ রবিবার দুপুরে মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।




মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক আহত

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারিক নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে শহরের জার্মান বাংলা এলাকায় সেলিম নামের এক ব্যক্তির পাঁচতলা নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

আহত তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে।

জানা গেছে, ভবনের রড বাঁধাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এলে তারিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন।




মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড জালাল উদ্দিন আর নেই

মেহেরপুরে বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইপিছিপি, পরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং সর্বশেষ কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)সহ বিভিন্ন দলের জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি তিন দফা সিপিবি মেহেরপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে সিপিবি মেহেরপুর জেলা কমিটি গভীর শোক প্রকাশ করেছে এবং একে সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।




সারা দেশে হতে পারে বজ্রবৃষ্টি, ২ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই বিভাগে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: কালের কন্ঠ




সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ, টপকে গেলেন লিটন

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য টাইগাররা ১ বল হাতে রেখে টপকে যায়। দলের জয়ে নেতৃত্ব দেন দুই ফিফটি করা ব্যাটসম্যান, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়।

তবে এই জয়ের আগে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান।

মাত্র ৪ ওভারে ২০ রান খরচায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই পেসার।
তিন উইকেট নেওয়ার মাধ্যমে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সমান হন। এখন দুজনেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ১৪৯। তবে মুস্তাফিজ এই উইকেট পেয়েছেন ১১৭ ম্যাচে, যেখানে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ।

মুস্তাফিজ তার উইকেটের খাতা খুলেন ১৪তম ওভারে কুশাল পেরেরাকে আউট করে। পরে ১৯তম ওভারে আরো দুটি উইকেট নেন তিনি। চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে লিটনের হাতে ক্যাচ বানান। নিজের শেষ বলে হাসারাঙ্গাকে আউট করে তিন উইকেটের কোটা পূর্ণ করেন।

রান তাড়া করার পথে ১৬ বলে ২৩ রান করেন লিটন দাস। এই রান করার মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হন। বর্তমানে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের সংখ্যা ২৫৫৬, যা পেছনে ফেলে দিয়েছে সাকিব আল হাসানকে (২৫৫১ রান)।

 

সূত্র: কালের কন্ঠ