মেহেরপুরে ২৪ জনকে আইন কর্মকতা নিয়োগ

আবু সালেহ মোঃ নাসিমকে পাবলিক প্রসিকিউটর (পিপি), মুস্তাফিজুর রহমান তুহিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) এবং রফিকুল ইসলামকে জেলা জজ আদালতের সরকারি কৌশলি (জিপি) হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ (জিপি পিপি শাখা) বাংলাদেশ সুপ্রিম কোর্ট উপ—সলিসিটর পিপি জিপি শাখার সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদের মধ্যে এ এস এম সাইদুর রাজ্জাক ও পারভীন সুলতানাকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে আতাউল হক, মোখলেসুর রহমান খান স্বপন, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এহান উদ্দীন মনা, নিয়ামুল খান, সাইফুল ইসলাম সাহেব, সেলিম রেজা, সেলিম রেজা গাজী, লাভলী খাতুন, খুরশিদা খাতুন, এশরার জাহান।

এবং জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী আফরোজা বেগম, সহকারি সরকারি কৌশলী আব্দুল মান্নান, মেহেরুন্নেসা মনি, এবিএম ইনামুল হক, এএসএমএম আসানুল্লাহ, আরিফুজ্জামান এবং শফিউল আযম খানকে নিয়োগ দেয়া হয়েছে।




গাংনী পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন আহসানুল হক

জামায়াতে ইসলামী গাংনী পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আহসানুল হক। এর আগে তিনি গাংনী পৌর জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার সকালে গাংনী উপজেলা জামায়াত কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী পৌর সাংগাঠনিক এলাকার রুকনদের গোপন ভোটে গাংনী পৌর জামায়াতের ২০২৫-২৬ সেশনওে জন্য মোঃ আহসানুল হক আমীর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেনের সভাপতিত্বে গাংনী পৌর শাখার আমীরের সভাপতির শপথ ও সূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত গাংনী পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হককে শপথ পাঠ করান মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাঃ রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ নাজমুল হুদা, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক পৌর সহকারী সেক্রেটারি ওয়াস কুরুনি জামিল প্রমুখ।
সভায় আগামী ২২ নভেম্বর মেহেরপুর শামসুজ্জোহা পার্কে জেলা জামায়াতের কর্মী সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির রাখেন গাংনী পৌর জামায়াতের সদ্য বিদায়ী আমীর মাওলানা আব্দুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ওয়াস কুরুনি জামিল, গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিবৃন্দ।

উল্লেখ্য যে ২২ শে নভেম্বর কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মিয়া।




মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের একটি পান বরজে অভিযান চালিয়ে ময়েন উদ্দীন (৩২) নামের এক ব্যক্তিকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম।

মঙ্গলবার রাতে তাকে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটক ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে ২৭ আর্টিলারী রেজিমেন্টের মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর জাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ময়েন উদ্দীনকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে একটি পানবরজের মধ্যে থেকে দেশীয় তৈরী একটি নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ময়েন উদ্দীনকে মাঝরাতে থানায় আনা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আজ বুধবার আদালতে নেওয়া হবে।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, ময়েন উদ্দীনের ভয়ে কেউ কথা বলতে পারতো না। গত ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ময়েন উদ্দীনও পলাতক ছিলেন। বেশ কিছুদিন থেকে পুলিশ ও সেনাবাহিনী তাঁর বাড়িতে নিয়মিত অভিযান চালাচ্ছিলেন। অবশেষে সে যৌথবাহিনীর অভিযানে আটক হলেন।
উল্লেখ্য, আটক ময়েন উদ্দীনের বড় ভাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ৩ টি হত্যা ৩টি, ৪টি ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩টিসহ ডজন মামলার আসামী মজিবুল হক মজিবুল হক মজি মুজিবনগর উপজেলার মোনাখালী কোমরগর্ত মাঠে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিলেন। সে সময় ১টি এলজি সার্টারগান, ২টি কার্তুজ খোসা, ৪টি তাজা কার্তুজ, ৩টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।



দামুড়হুদার হুদাপাড়ায় পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার

দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের মাঝপাড়ার মিলন হালসোনার বাড়ির পিছনে গোবরের গাদার ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় পুরাতন কাপড়ের টুকরা দ্বারা মোড়ানো দেশীয় ১টি পুরাতন রিবলবার, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) আজ মঙ্গলবার দুপুর ১২ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর বিওপি’র সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র গুলি ও ফেন্সিডিল জব্দ করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবি’র ব্যাটালিয়ন সদরে জমাকরণের পাশাপাশি দামুড়হুদা থানায় একটি জিডি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পক্ষ থেকে পিস্তল ও গুলি উদ্ধারের বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।




এপিপি হলেন মুজিবনগরের সন্তান এ্যাড. সেলিম গাজী

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন মুজিবনগর এর সন্তান এ্যাড: সেলিম রেজা গাজী।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে নিয়োগ পান তিনি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তাকে নিয়োগ দিয়েছেন। রাষ্টপক্ষের মামলা পরিচালনার করার অনুমোদন পেয়েছেন তিনি। বিজ্ঞ এ আইনজীবী এ্যাডভোকেট সেলিম রেজা গাজী মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মিয়ারুল গাজীর ছেলে।

দীর্ঘদিন তিনি সুনামের সাথে আইন পেশা পরিচালনা করছেন। অ্যাডভোকেটে জীবনে তিনি অনেক জুনিয়র হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন।

তার এই নিয়োগ পাওয়াতে শুভেচ্ছা জানিয়েছে মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানসহ মুজিবনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন এ্যাড: সেলিম রেজা গাজী। তিনি ২০১৮ সাল থেকে আইন পেশা পরিচালনা করে আসছেন।




মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময়  মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ওবাইদুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান প্রমুখ।




দর্শনায় নারী শিশু নির্যাতন ও ৩ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে দীর্ঘ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী শম্ভু মিয়া (৩২) দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মোস্তফা মস্তানের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার নিয়মিত আসামী শামীম হোসেন (২৪) একই গ্রামের ইউনুস কাজীর ছেলে, রাসেল ওরফে রাশেদ আলী ও মসলেম মন্ডলের ছেলে জাহিদ হোসেনকে(৩৮) তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

জানাযায়, আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে,বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দর্শনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের দীর্ঘ ৩ বছরের পলাতক আসামী শম্ভু মিয়াকে গ্রেফতার করে। পরে দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের নারী ও শিশু নির্যাতনের ফৌজদারি মামলার ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৪ জনকে আজ দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




দর্শনায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নফর দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে সেনাবাহিনী দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে আজ মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা থানায় নফরকে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনী সোপর্দ করেছে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।




ভিউসে গুরুত্ব দিবে ফেসবুক

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন ফেসবুক পোস্টের জনপ্রিয়তা বা গুণমান মাপার জন্য রিয়েকশন (লাভ, লাইক, স্যাড) ছিল মূল মানদণ্ড।

তবে নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটিই হবে কন্টেন্টের মান বিচার করার প্রধান ভিত্তি।

ফেসবুক প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে, এ আপডেটের আওতায় ছবি, লিখিত পোস্ট, ভিডিওসহ সব ধরনের কন্টেন্টে ভিউ গণনা করা হবে। আগে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ভিউসকে গুরুত্ব দেওয়া হলেও এবার থেকে অন্যান্য কন্টেন্টেও এটি কার্যকর হবে।

কীভাবে কাজ করবে নতুন পদ্ধতি?

ভিডিও কন্টেন্ট: ভিডিও যতবার দেখা হবে, ততবার ভিউ কাউন্ট করা হবে। অন্যান্য কন্টেন্ট: ছবি বা লিখিত পোস্টের ক্ষেত্রে যতবার এটি কোনো ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান হবে, ততবার ভিউস হিসেবে যোগ হবে। পুনরায় ভিউ: একই ব্যবহারকারী একাধিকবার কোনো পোস্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।

আরও কী পরিবর্তন আসছে?

ফেসবুক বিদ্যমান ভিডিও মেট্রিকসেও পরিবর্তন আনছে। আগে ভিডিওর কার্যকারিতা মাপতে ‘ওয়াচ টাইম’ ব্যবহার করা হলেও, এখন থেকে ‘মিনিটস ভিউড’ এবং ‘এভারেজ মিনিটস ভিউড’ নামে দুটি নতুন মাপকাঠি ব্যবহার করা হবে। তবে রিচ, থ্রি সেকেন্ড ভিউস, ওয়ান মিনিট ভিউস, রিয়েকশন, কমেন্টস ও শেয়ারের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসছে না।

ইনস্টাগ্রামে এ বছরের শুরুর দিকে এই পরিবর্তন আনা হয়েছে। মেটার প্রধান প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি তাদের আরেকটি প্ল্যাটফর্ম থ্রেডসেও একই ধরনের পদ্ধতি চালু করা হবে।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজ্জেরি বলেছেন, একক মাপকাঠি চালুর ফলে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাজের ফলাফল সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ে নতুন এ পদ্ধতিতে অনেকে মনে করছেন, ভিউ কাউন্টকে মানদণ্ড হিসেবে ব্যবহার করলেও এটি কোনো কন্টেন্টের গুণমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারে না। শুধু ভিউ দিয়ে বোঝা সম্ভব নয় যে কোনো কন্টেন্ট ভালো নাকি খারাপ।

এর আগে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে নতুন নাম এক্স দেওয়ার পর থেকে ইলন মাস্ক ভিউস ও ইমপ্রেশনকে গুরুত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকও এখন তার প্ল্যাটফর্মে একই ধরনের বৈশিষ্ট্য আনছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নতুন আপডেটের প্রতিফলন দেখতে পাবেন। মেটা বিজনেস স্যুট ও প্রফেশনাল ড্যাশবোর্ডে এ পরিবর্তনগুলো স্পষ্ট হবে বলে জানিয়েছে মেটা।

সূত্র : দ্য ভার্জ




ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ কেজি স্বর্ণের বারসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম স্বর্ণেও ৪৬টি বারসহ ২ জনকে আটক বিজিবি। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর পরিচালক আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দুই জন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মহেশপুরের সামান্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় সামান্তা বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ৫টার দিকে ২ জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহলদল কর্তৃক স্বর্ণ চোরাকারবারী মোঃ আব্দুল কাদের মন্ডল (৬০) ও মোঃ দুলাল (৪৮) কে আটক করে। পরবর্তীতে আটককৃতদের শরীর তল্লাশী করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায়, যার ওজন-৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার দুইশত দশ টাকা।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আব্দুল কাদের মন্ডল এবং একই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোঃ দুলাল।

আটককৃতদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেফতার করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।