আলমডাঙ্গায় জুয়ার আসর পরিচালনার অভিযোগ গ্রাম পুলিশ আলমগীরের বিরুদ্ধে

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের গ্রাম পুলিশ আলমগীর জুয়ার বোর্ড পরিচালনা করে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগে বিক্ষোভের মুখে পড়েছে আলমগীর ।

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে গ্রাম পুলিশের দায়িত্বে থাকা আলমগীর হোসেন এখন হয়ে উঠেছেন জুয়া পরিচালনা গডফাদার। যিনি জনগণের নিরাপত্তা রক্ষার বদলে নিজেই অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক বনে গেছেন।

অভিযুক্ত গ্রাম পুলিশ আলমগীর হোসেন ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের বাসিন্দা ওয়াহাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিন গভীর রাত পর্যন্ত আলমগীরের ছত্রছায়ায় চলে জুয়ার আসর। যুবসমাজ জুয়ার নেশায় জড়িয়ে পড়ছে, পরিবার ভাঙছে, সমাজ ধ্বংস হচ্ছে। এমনকি অল্প বয়সী ছেলেরাও অপরাধচক্রের শিকার হচ্ছে।

শুধু এখানেই শেষ নয়, প্রতারণারও ভয়াবহ অভিযোগ রয়েছে। ডাউকি পোয়ামারির এক অসহায় পরিবার অভিযোগ করেছে, সরকারি (পঙ্গু) ভাতা কার্ড করে দেওয়ার নাম করে তিনি ৬ হাজার টাকা নেন। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরোলেও কার্ডের কোনো খবর নেই। টাকা ফেরত চাইতে গেলে পরিবারটি হুমকি ও হয়রানির শিকার হয়।

প্রশাসনের নীরবতায় এ অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ। তারা বলছে, ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন গ্রাম পুলিশই যখন অপরাধচক্রের হোতা, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ডাউকি ইউনিয়নের প্রবীণ এক নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, যে আইন রক্ষা করবে তাকেই এখন আটকাতে চাইছে জনগণ, এটা কি গণতন্ত্রের অপমান নয়?

স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে কুখ্যাত গ্রাম পুলিশ আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যথায় ডাউকি ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।




চুয়াডাঙ্গায় পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা, আটক-২

চুয়াডাঙ্গার আলোকদিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ভালাইপুর বাজার পার হয়ে নতুনপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের চাতালের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকদিয়া বাজারের মৃত বুদ্দিন আলীর ছেলে তৈয়ব হোসেন (৩৮) ও তার ছেলে মিরাজ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কাজ করার সময় তৈয়ব হোসেনের চাচাতো ভাই বাবু ও তার ভাগ্নে রাজু এসে ধারালো অস্ত্র দিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত তৈয়ব হোসেনকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে কুষ্টিয়ায় রেফার্ড করে এবং পথিমধ্যেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনার পরপরই ঘাতক বাবু ও রাজুকে গ্রেফতার করেছে। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।




মেহেরপুর সরকারি কলেজে আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার ও ব্যাংকিং বুথ স্থাপন

মেহেরপুর সরকারি কলেজে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং শীর্ষক সেমিনার, ব্যাংকিং বুথ স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে পূবালী ব্যাংক।

আজ মঙ্গলবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো: মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা পুবালী ব্যাংক শাখার ম্যানেজার চন্দ্র শেখর রয়, মেহেরপুর পূবালী ব্যাংকের ম্যানেজার মো: মনসুর আলী।

সেমিনার শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কলেজে ক্যাম্পাসের তিন দিনের অস্থায়ী ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বৃক্ষরোপণে উদ্ভুদ্দ করার জন্য কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

এছাড়াও বিভিন্ন কর্মসূচীতে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।




কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদন্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. সোলেমান নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. সোলেমান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিষয়টি আদালতে নিযুক্ত সরকারি কৌসুঁলি মোশাররফ হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত শিশুটি। ২০২২ সালের ৩০ নভেম্বর বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর বাড়ির সামনে খেলছিল সে। এ সময় কেক ও জুসের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সোলেমান। ধর্ষণের এক পর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে একটি লাগেজে ভরে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া বাঁধ এলাকায় নিয়ে যান তিনি।

সেখানে লাগেজ খুলে দেখতে পান শিশুটি মারা গেছে। তখন সেখানে শিশুটির লাশ কাদামাটিতে পুঁতে ফেলা হয়। এরপর রাতে শিশুটির পরিবারকে ফোন করে সোলেমান জানান, তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে, মুক্তির জন্য পাঁচ লাখ দিতে হবে। শিশুটির পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করে। পরে ৩ ডিসেম্বর সোলেমানকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো ।




দর্শনা সীমান্তে ১ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘড়িয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার নম্বর ৭৯ থেকে ১২০০ গজ ভেতরে তেমাথা এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়া দুই সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আব্দুল মমিন (৪৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৭)। জিজ্ঞাসাবাদে মো. আব্দুল মমিন তার কোমরে লুকানো ৮টি স্বর্ণের বারের কথা স্বীকার করেন। এ ছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে জব্দ স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন, এবং আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার সময় বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, এডহক কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন, আকসেদ আলী, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, এইতেসামুল হকসহ গ্রামের আমন্ত্রিত সুধীজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের আরও বেশি সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।




দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

দামুড়হুদা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফাঁস হলো মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণের ঘটনা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুড়ানপুর ও চিৎলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঔষধ, সার, কীটনাশক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তদারকি করা হয়। মূল্যবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে জুড়ানপুরস্থ মো. নওশাদ ইসলামের মেসার্স মহিদুল মেডিকেল হলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মো. আবু বকর সিদ্দীকের চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণ ও ব্যবহারের কারণে একই আইনের ৫১ ধারা অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমস্যার সমাধান, মূল্য তালিকা হালনাগাদ, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




দামুড়হুদার হাউলী ইউনিয়নে বিনামূল্যে ভিডাব্লিউবি’র চাল বিতরণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “স্বনির্ভরতার জন্য সহায়তা” মূলনীতির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২০২৬ চক্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৩৭৪ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, সহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু, রিকাত আলী সহ অন্যান্য ইউপি সদস্য, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের ২০৯ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়। আগামী বৃহস্পতিবার ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ১৬৫ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।




ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে গাংনীতে মানববন্ধন

জাসদের কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফসহ দলটির কেন্দ্রীয় ৫ নেতা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রওশন আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রওশন আলীর ছেলে আমির হামজা। এছাড়া এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রওশন আলীর মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী এক জনসভা চলাকালীন সময়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও বোমা হামলা চালায়। ঘটনাস্থলে নিহত হন জাসদের কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল।

ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাড়ে ৫ বছর পর ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত ১০ আসামির ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিলের পর ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট রওশন আলীসহ ৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখে এবং একজনকে খালাস দেয়। এছাড়া ১২ জনের সাজা মওকুফ করা হয়।

এসময় মামলার এজাহারভুক্ত ১৯ নং আসামি রওশন আলী পলাতক ছিলেন। ২০২১ সালের ১৬ আগস্ট রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তৎকালীন কাজিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন আলীকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।




হাইকোর্টের বিচারপতি হলেন মেহেরপুরের সন্তান অ্যাডভোকেট আসিফ হাসান

প্রথমবারের মতো বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন মেহেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসান। তাঁকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুসারে অ্যাডভোকেট আসিফ হাসানসহ মোট ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

শপথ গ্রহণের দিন থেকে আগামী দুই বছরের জন্য তাঁরা হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন।

অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের বাসিন্দা এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের যোগ্য উত্তরসূরি।