সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অলিম্পিক

২০২৫ সালে সৌদি আরবে প্রথমবারের মতো অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১২ জুলাই) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এ ঘোষণা দিয়েছে।

আইওসি সভাপতি টমাস বাখ এক বিবৃতিতে বলেন, অলিম্পিক গেমসে সৌদির সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব ভাগ্যবান। অলিম্পিক গেমস এই অভিজ্ঞতা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, আমরা একটি তরুণ জাতি, যেখানে ২৩ মিলিয়নেরও বেশি খেলোয়াড় রয়েছে। আমাদের দেশ পেশাদার খেলাধুলার জন্য বিশ্বব্যাপী একটি কেন্দ্র হয়ে উঠেছে। এটি (অলিম্পিক আয়োজন) আমাদের তরুণ ক্রীড়াবিদ, আমাদের দেশ এবং বিশ্বব্যাপী খেলাপ্রেমীদের জন্য একটি ভালো পদক্ষেপ।

গত বছর সৌদি আরব একটি বার্ষিক স্পোর্টস বিশ্বকাপ চালু করে। এর প্রথম সংস্করণটি বর্তমানে রিয়াদে ৩ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরব বর্তমানে ফুটবল, বক্সিং এবং গলফসহ বিভিন্ন খেলাধুলায় প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও কয়েক বছর ধরে সম্ভাব্য অলিম্পিকে ভক্তদের একটি তরুণ প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে অলিম্পিকের আয়োজন এরই একটা প্রয়াস।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুড়ানপুর ইউনিয়ন একাদশ বনাম কুড়ালগাছি ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার শহীদ আজম সদু, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাওঃ মুফতি মামুনুর রশীদ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত দর্শক অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। খেলার মাঠে ছিলো দর্শকদের উপচে পরা ভীড়। ফুটবল প্রেমীরা সহ উপস্থিত সকল দর্শক টুর্নামেন্টের মনোমুগ্ধক সেমিফাইনাল খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তারা হলো জুড়ানপুর ইউনিয়ন একাদশ বনাম কুড়ালগাছি ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকার পর্যন্ত পৌছায়। ট্রাইবেকারে জুড়ানপুর ইউনিয়ন একাদশ ৪ গোল করে এবং কুড়ালগাছি ইউনিয়ন একাদশ ২ গোল করে। এতে জুড়ানপুর ইউনিয়ন একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়।

আগামী রবিবার বিকাল সাড়ে ৪টার সময় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ বনাম জুড়ানপুর ইউনিয়ন একাদশ।




কোটচাঁদপুরে বিলের খাসের জমি দখল নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষ 

কোটচাঁদপুরে বিলের খাসের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে রক্ত ক্ষয়ি সংঘর্ষ হয়েছে। এতে করে করে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত ৭ দিকে স্থানীয় ভাটাম তলা মোড়ে এ সংঘর্ষ হয়। তবে আর কোন সংঘর্ষের আশংকা নাই বলে জানিয়েছেন থানা কর্মকর্তা। জানা যায়, উপজেলার বিদ্যাধরপুর গ্রামের পাশেই অবস্থিত তালতলা বিল। এ বিলের জমি দখল নিয়ে গেল বৃহস্পতিবার রাত ৭ দিকে স্থানীয় ভাটাম তলা মোড়ে চেয়ারম্যান নজরুল ইসলাম ও অমেদুল ইসলাম পেরেক গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। যার মধ্যে রয়েছে চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রুপের চেয়ারম্যানের ভাই খায়রুল ইসলাম (৩৫),ইয়ারুল ইসলাম (৩৩) তরিকুল ইসলাম (৩০) সাদ্দাম হোসেন (২৮) নজরুল ইসলামের আনোয়ারা খাতুন (৭০) ও ভাই বউ সাগরিকা খাতুন (২৬)।
অন্যদিকে অমেদুল ইসলাম পেরেক পক্ষের রয়েছে, সুন্নত মন্ডল (৬৫), শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০), মফিজুর রহমান (৪৮), আমিনুর রহমান (২৮) ও আসাদুল ইসলাম( ৫০)।
এদের মধ্যে শিক্ষক আব্দুর রাজ্জাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই ঘটনায় মর্জিনা খাতুন বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। মামলা নাম্বার-৪, তারিখ-১২-০৭-২৪। বিষয়টি নিয়ে বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ভাই খায়রুল ইসলাম বলেন,বিলের জমি নিয়ে পেরেকের সঙ্গে গোলযোগ চলছিল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে পেরেক পাড়ায় গিয়ে হুমকি দেন। ওইদিন সন্ধ্যা বেলায় বলুহর বাটাম তলায় যায়। এরপর তারা আমাদের উপর হামলা করে। এতে করে আমার তিন ভাই মা ও ভাই বউ সহ ৫ আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তিনি বলেন, ওই সময় তারা আমার ভাই ও আমার কাছে থাকে টাকা ছিনিয়ে নেন। অমেদুল ইসলাম পেরেক বলেন, আমার পিতা দাখিলা মূলে ওই জমি চাষবাদ করে আসছি। নজু চেয়ারম্যান গায়ের জোরে পুকুর করে দখল করে রেখে ছিল। তিনি বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। সেই মামলার দুইটি রায়ও আমি পেয়েছি।
এ ছাড়া কয়েকদিন আগে কোটচাঁদপুরে সার্কেল সাহেবের সালিশেও বলে দিয়েছেন। এরপরও বৃহস্পতিবার তারা এ মারামারি করলো আমাদের সঙ্গে। চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে এক শিক্ষকসহ ৫ জন কে আহত করেছেন। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান ক্ষমতা দেখিয়ে গ্রামের অনেক মারধর করেছেন। এবার আর তাকে ছাড় দেয়া হবে না।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, ওই ঘটনায় কতজন ভর্তি আছে তা আমার জানা নাই। আপনি জরুরি বিভাগে ডাক্তার শারমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলতে পারবেন।  এরপর ডাক্তার শারমিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, কখন কবে মারামরি হয়েছে, তা আমার জানা নাই। এই মাত্র আপনার কাছে শুনতে পেলাম। আর ওই তথ্য নিতে হলে হাসপাতালে এসে নিয়ে যান।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)  সৈয়দ আল- মামুন বলেন, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছে। ওই মামলার বাদি  মর্জিনা খাতুন।  তিনি বলেন, মূলত বিলের খাস জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা। বিষযটি নিয়ে আর কোন সহিংসতার আশংকাও নাই বলে জানিয়েছেন তিনি।



কুষ্টিয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত-১

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রুবেল হুসাইন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রুবেল হুসাইন কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার আব্দুল মান্নান ছেলে। এবং আহত রানা আহম্মেদ কুষ্টিয়া শহরের কলেজমোড় এলাকার বাসিন্দা ও রহিম আলী থানাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে রুবেল হুসাইন কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে গোবিন্দপুর নামক স্থানে পৌছালে সামনের দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটলে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেল আরোহীসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুবেল হুসাইন মৃত ঘোষণা করেন। এবং আহত রানা আহম্মেদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোবিন্দপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেল এর মুখোমুখী সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন

ঝিনাইদহের গুরুত্বপুর্ণ ব্যবসায়ী এলাকা হাটগোপালপুর বাজারের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন পুলিশ সুপার আজিম উল আহসান।

উদ্বোধন উপলক্ষে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার কুন্ডু, ওসি তদন্ত আকতারুজ্জামান লিটন, ওসি অপারেশন সুজন কুমার মন্ডল, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আহসানুর রহমান সহ অনেকেই। আয়োজকরা জানায়, সদর উপজেলার হাটগোপালপুরে অন্তত অর্ধশত চালকলসহ ৫ শত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে ১৮ টি পয়েন্টে ৩২ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাজারের পাশে অবস্থিত হাটগোপালপুর পুলিশ ক্যাম্প থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। এতে এলাকার ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসায় করতে পারবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।




ঝিনাইদহে ৬’শ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ

ঝিনাইদহে অসহায় ৬০০ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল।

সে সময় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, সচিব মোস্তাক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা। পরে দিনভর শহরের বিভিন্ন এলাকার ৬০০ শিশুর জন্য উন্নতমানের শিশুখাদ্য বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ১ দিন থেকে ২ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূর ও শিশুদের খাবার হিসেবে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

শিশুখাদ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।




প্রধানমন্ত্রীর সাথে চীন থেকে দেশে ফিরেছেন দিলীপ কুমার আগরওয়ালা

সরকার প্রধানের সফরসঙ্গী হয়ে চীন সফরে গিয়েছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা।
চীনের রাজধানী বেইজিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত ১৯৬ সদস্যের দল নিয়ে অবস্থান করেন। সফরসঙ্গীর এই দলে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক ও তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা।
তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে একইসময়ে দেশে ফেরেন দিলীপ কুমার আগরওয়ালা। এ সফরে থাকাকালে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নানা আলোচনা করেছেন দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গার রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সফরের অবসর সময়ে একান্তে আলোচনার সুযোগ পান দিলীপ কুমার আগরওয়ালা। তার কথা গুরুত্ব দিয়ে শোনেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, এর আগেও ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রায় ৬০ বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে বিভিন্ন দেশে গেছেন চুয়াডাঙ্গার এ কৃতী সন্তান।




দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে একজন গ্রেফতার 

দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে হেমায়েতপুর থেকে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ একজনকে আটক করেছে দামুড়হুদা থানাধীন চারুলিয়া ক্যাম্প পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার সময় হেমায়েতপুর ব্রীজের উপর তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার সহযোগী একজন কৌশলে পালিয়ে যাই।
গ্রেফতারকৃত হলো দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে মোঃ মোফাজ্জেল হক (৪৫)।
পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় দামুড়হুদা থানাধীন চারুলিয়া ক্যাম্পে কর্মরত এসআই লিটন কুমার মন্ডল ও এএসআই মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন হেমায়েতপুর গ্রামস্থ চারুলিয়া টু হেমায়েতপুর সংযোগ ব্রীজের উপর থেকে মোঃ মোফাজ্জেল হক (৪৫) কে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (যার মুল্য অনুমান-২৪,০০০/-টাকা) সহ হাতেনাতে আটক করে এবং অপর সহযোগী আসামী মোঃ ফকির (৫০), পিতা- আব্দুল মান্নান, সাং- চন্দ্রবাস, থানা- দামুড়হুদা, কৌশলে পালিয়ে যায়। বর্তমানে গ্রেফতার কৃত আসামী দামুড়হুদা মডেল থানা হেফাজতে আছে। আসামিদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের কাজে অনিয়ম

কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে । কাজ শেষ না করেও প্রত্যয়ন নিয়ে টাকা তুলে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। প্রত্যয়ন দিয়ে অর্থ বানিজ্যের অভিযোগও রয়েছে প্রকৌশলী কর্মকর্তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।
জানা যায়,২০২৩-২০২৪ অর্থ বছরে কোটচাঁদপুর উপজেলার ৮ টি প্রাথমিক বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা করে বরাদ্ধ পান। যার মধ্যে রয়েছে,কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয়, দক্ষিণ বলুহর প্রাথমিক বিদ্যালয়, বহিরগাছি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাগমারি প্রাথমিক বিদ্যালয়, সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুতিয়ার কুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলো ভ্যাট আইটি কেটে ১ লাখ ৭৪ হাজার টাকা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। যা দিয়ে তারা কাজগুলো করেছেন। বিদ্যালয়গুলোর মধ্যে  ৫ টি  বিদ্যালয় কাজ শেষ করে বিল তুলতে পেরেছেন।
তবে প্রত্যায়ন নিয়েও বিল তুলতে পারেননি ২ টি বিদ্যালয়। এরমধ্যে কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয় ও দক্ষিণ বলুহর প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও কাজ শেষ না করেও প্রত্যায়ন নিয়ে বিল তুলেছেন বহিরগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে আটকে গেছেন কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয়।
এ ব্যাপারে বহিরগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজিনা খাতুন বলেন,সামান্য একটু কাজ বাকি ছিল। এ কারনে প্রত্যয়ন নিয়ে বিল তুলেছি। অফিস ম্যানেজ প্রসঙ্গে তিনি বলেন, আমি তাদের তেমন কোন টাকা দেয়নি। বিদ্যালয়ে এসেছিল, তাই তেল খরচ দিয়ে ছিলাম।
কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী বলেন, আপনারা বোঝেন তো অফিসকে কিছু দিতেই হয়। তবে তিনি কত দিয়েছেন সেটা এ প্রতিবেদককে পরে বলবেন বলে জানান। সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন বলেন, আমি টাকা দিচ্ছিলাম না। সবার শেষে  ১ হাজার টাকা দিয়েছি। আর প্রক্কলন তৈরির জন্য অফিসকে ৫ শ টাকা দিয়েছি।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী সিদ্ধান্ত কুমার কুন্ডু বলেন, জুন মাস হওয়ায় আমার বিদ্যালয় গুলোয় যাওয়া সম্ভব হয়নি। আমার এসও ও সার্ভেয়ার বিদ্যালয়গুলো পরিদর্শন করে, আমাকে এসে বলেছেন সব কিছু ওকে আছে। এরপর প্রত্যয়ন দেয়া হয়েছে।  তবে সবগুলো বিদ্যালয়ের দেয়া হয়েছে  কিনা সেটা আমাকে দেখে বলতে হবে।
প্রকৌশলীকে ম্যানেজ করে প্রত্যয়ন নেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এতে আর ম্যানেজের কি আছে। তিনি  বলেন, আপনারা যে অভিযোগ তুলেছেন, সেটা আমি স্বরজমিনে গিয়ে দেখছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম বলেন,২০২৩/২৪ অর্থ বছরে এ উপজেলার ৮ টি বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের টাকা পেয়েছেন। এর মধ্যে ২ টি বিদ্যালয়ের আংশিক কাজ বাকি ছিল, যেটা আমি দেখে ছিলাম।
তবে আমার পরিদর্শনের আগেই তারা অফিস থেকে প্রত্যায়ন নিয়েছেন ওই কাজের। আর দক্ষিণ বলুহরের কাজ ভাল না করেও প্রত্যায়ন নিয়েছেন। তবে তাঁর বিল আটকে দেয়া হয়েছে। তিনি আমাকে বলেছেন টাকার তুলনায় বেশি কাজ করেছেন। যা তিনি নিজের পকেট থেকে খরচ করেছে ন।  তবে কাজের মান ভাল না করা পর্যন্ত বিল ছাড় করা হবে না।
তিনি বলেন, আমি বিদ্যালয়গুলো পরিদর্শনের সময় জানতে পারলাম, শিক্ষকরা ইঞ্জিনিয়ার অফিসকে ম্যানেজ করে প্রত্যয়ন নিয়েছেন। আমি শিক্ষকদের বলেছিলাম তারা তো কোন কাজ করে নাই, কেন তাদেরকে ৪ হাজার, ২ হাজার করে টাকা দিবেন। তারা আসলে তেল খরচের জন্য ১ হাজার টাকা দিতে পারেন। ওনারা আমাকে না জানিয়ে ইঞ্জিনিয়ারকে ৪ হাজার ও হিসাব রক্ষন অফিসকে ২ হাজার করে টাকা দিয়েছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।



দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ বনাম নাটুদাহ ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম, সাবেক ফুটবলার ও চুয়াডাঙ্গার সাবেক পৌর কমিশনার শহিদুল কাদের জোয়ার্দার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার শহীদ আজম সদু, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মুফতি মামুনুর রশীদ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত দর্শক অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। খেলার মাঠে ছিলো দর্শকদের উপচে পরা ভীড়। ফুটবল প্রেমীরা সহ উপস্থিত সকল দর্শক টুর্নামেন্টের মনোমুগ্ধক সেমিফাইনাল খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তারা হলো কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ বনাম নাটুদাহ ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে নাটুদাহ ইউনিয়ন একাদশ একটি গোল করে ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন একাদশ দুইটি গোল করে এবং বিজয়ী হয়ে ফাইনালে তাদের খেলা নিশ্চিত করেন। আজ বিকাল সাড়ে ৪ টার সময় টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।