চুয়াডাঙ্গায় অঞ্জলী রাণী হত্যাকাণ্ডের মূলহোতা ওয়াদুদ গ্রেফতার

৫দিনের মাথায় চুয়াডাঙ্গা শহরতলীর অঞ্জলী রানী হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে স্বর্ণালংকার ও নগদ টাকা।

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার গণেশ প্রামানিকের স্ত্রী অঞ্জলী রানী (৫০) কে রবিবার (২০ অক্টোবর) সকাল ৮ হতে বেলা ১১টার মধ্যে যেকোন সময় আসামী ধারালো অস্ত্রদিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে।

এরপর তার বসতঘরের সাব-বাক্স এ রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে অঞ্জলী রানীর ভাই অশোক কুমার বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা রুজু হয়।

ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ সুপার, খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ঘটনার মূলরহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের নেতৃত্বে সদর থানা, সাইবার ক্রাইম, গোয়েন্দা শাখা ও সিআইডির একাধিক টিম ঘটনার মূলরহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে মাঠে নামে।

অবশেষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (জেলা গোয়েন্দা শাখা), চুয়াডাঙ্গার চৌকস টিম অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার শিংগা গ্রাম থেকে আসামীর শ্বশুর মুস্তাক মন্ডল এর বাড়ী হতে আসমামী ওয়াদুদ ওরফে ওদু মন্ডল (৩০) গ্রেপ্তার করে।

এ সময় স্বর্ণের একটি নেকলেস, ৩টি স্বর্ণের পলা, স্বর্ণের কানের দুল ৪টি, স্বর্ণের রিং কানের দুল ১টি, রুপার নুপুর ২টি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ওদু মন্ডল দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত সুবাদ মন্ডলের ছেলে।

অঞ্জলী রানীকে হত্যাকান্ডের বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদে আসামী অকপটে হত্যার বর্ণনা প্রদান করে। আসামীর হেফাজতে থাকা অঞ্জলী রানীর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে দেয়। ঘটনার বিষয়ে আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।




দামুড়হুদায় বিএনপির সভাপতি ও সম্পাদককে নেত্রীবৃন্দের ফুলের শুভেচ্ছা প্রদান

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির (কার্পাসডাঙ্গা কলেজের সভাপতি) ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু (আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সভাপতি) মনোনীত হওয়ায় ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।

আজ শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয়ে নাটুদহ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচছা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমান আলী, মিজানুর রহমান, আজিমুল, আকাশ গাজি, আব্দুল হাকিম, হাশেম, রণি, মেহেবুব আলম, রাজু, আরিফুল, ওয়াহেদ গাজি, আল মেরাজ, আমিদ হাসান, রফিকুল, ইয়াকুব, রাহুল প্রমুখ।




আইফোনে আসছে চমক

আইফোন ১৬ সিরিজ রিলিজের পর থেকে নানাভাবে আলোচনায় থাকছে অ্যাপল। এবার আইওএস ১৮.২-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সংস্করণটিতে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। অর্থ্যাৎ ভবিষ্যতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।

আর তাই ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের তৈরি চ্যাটজিপিটি অ্যাপল ইকোসিস্টেমে যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে অ্যাপল জানায়, অনেক ভেবেচিন্তেই আইফোন চ্যাটজিপিটি যুক্তের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বা বন্ধের বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণও করতে পারবেন।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে অ্যাপল জানায়, নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা হালনাগাদ সুবিধাগুলো উপভোগ করার সুযোগ পাবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে সেবার জন্য তথ্য সংগ্রহ করলেও সেগুলো হবে সীমিত পরিসরে। এমনকি ব্যবহারকারীর যে কোনো তথ্য সংগ্রহের আগে অনুমতিও নেওয়া হবে।

অ্যাপেলের তথ্যমতে, পরীক্ষামূলক এই সংস্করণে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে ভার্চুয়াল সহকারী সিরি আরও বিস্তারিত এবং প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ উত্তর দিতে পারবে। এ ছাড়া লেখালেখির কাজ যেমন- ই-মেইল বা যে কোনো বার্তা দ্রুত লিখে দেবে। সিরি, লেকার টউল, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সেবায় চ্যাটজিপিটি ব্যবহার করলে খুবই কম তথ্য সংগ্রহ করা হবে। তবে ডিকটেশন সুবিধা ব্যবহারের সময় তুলনামূলক বেশি তথ্য সংগ্রহ করবে চ্যাটজিপিটি।

সূত্র: কালবেলা




দামুড়হুদায় ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি!

দামুড়হুদায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে টানা বৃষ্টিতে পাকা আমন ধান গাছ, আগাম ভুট্টার লাগানো বীজ ও চারা পেঁপেঁ,কলাসহ সব্জি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত বৃহস্পিতিবার (২৪ শে অক্টোবর) দপুর থেকে আজ শনিবার (২৬শে অক্টোবর) ভোর পর্যন্ত থেমে থেমে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের ক্ষেতের আগাম ভুট্টার লাগানো বীজ ও গাছের চারা, তুলা, মরিচ, ফলন্ত পেঁপেঁ গাছ,কলাগাছ ভেঙ্গে পড়েছে এছাড়া ও ক্ষেতের পাকা কাচা ধান ডুবে গেছে ও পড়ে গেছে।

দুই দিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে দামড়হুদার আশপাশ এলাকার বিস্তীর্ণ মাঠের পাকা আমন ধানগাছ নুয়ে পড়েছে। পাকা আমন ধান ঘরে তোলার এখনই মোক্ষম সময়। কিন্তু বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপর দিকে ভুট্টা লাগানোর এখনই মোক্ষম সময় গত কিছুদিন ধরে চাষীরা তাদের জমিতে ভুট্টার বীজ লাগিয়েছেন এবং ভুট্টা লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন টানা বৃষ্টির কারণে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে রোদ না হলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়া ও আবাদ নাবি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কৃষকরা।

আজ শনিবার সকালে দামুড়হুদা সদর, দেউলী, চিৎলা, গোবিন্দহুদা, হাউলি, জয়রামপুর, তারিনীপুর ও কেশবপুরের মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধানগাছ, তুলা গাছ মাটিতে নুয়ে পড়েছে, ফলন্ত পেঁপে গাছ উপড়ে পড়েছে, আগাম লাগানো ভুট্টার বীজ ও চারা পানিতে ডুবে গেছে মরিচ, বাঁধাকপি, ফুলকপির চাষকৃত জমিগুলো পানিতে তলিয়ে গেছে এতে ক্ষেতের ফসল নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

দামুড়হুদা উপজেলা সদরের দশমী স্টেডিয়াম পাড়ার কৃষক নুরুল ইসলাম জানান, দেউলী গ্রামের নদীর ওপারের মাঠে তার ১০ কাঠা জমিতে পেঁপেঁ বাগান ও ১ বিঘা জমিতে কলা বাগান ছিল পেঁপেঁ ও কলা মিলে প্রায় ৮০ শতাংশ গাছ ভেঙ্গে পড়েছে এছাড়াও জমির আইলে লাগানো বড় বড় মেহগনি গাছ ছিল সেগুলো মাজা থেকে ভেঙে গেছে, ১০ কাঠা জমিতে লাগানো ভুট্টার বীজ পানিতে তলিয়ে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত বছর এসব ফসলের ভালো দাম পাইনি। এসব নিয়ে হতাশায় ছিলাম। কিন্তু এবার ঝড়বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষ‌তি হয়ে গেল।

কথা হয় গোবিন্দহুদা গ্রামের কৃষক ডালিম মিয়ার সাথে কাতলা মারির মাঠে তার প্রায় দেড় বিঘা জমিতে গত বুধবার লাগানো ভুট্টার বীজ পানিতে তলিয়ে গেছে, প্রায় এক বিঘা জমির পানের বরজ হেলে গেছে এতে তার আবাদকৃত ফসল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমার উপজেলায় কৃষকদের বিভিন্ন ফসলের বিশেষ করে আমন ধান ও ভুট্টার চারার যে ক্ষতি হয়েছে আগামীতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছি।আমি উপ সহকারী কৃষি কর্মকর্তাদের বলেছি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করতে,আমরা যেন দ্রুত কৃষকদের পাশে দাঁড়াতে পারি।যে সমস্ত কৃষকদের ধান পেকে গেছে তারা যেন দ্রুত ধান কেটে রোদে শুকাতে দেয়।




আলমডাঙ্গায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধের তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার ও জীবনের নিরাপত্তা ঝুকি এড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গার হাড়গাড়ি গ্রামের ভাদু মালিতা।

আজ শনিবার তিনি এ সাংবাদিক সম্মেলের আয়োজন করেন।

লিখিত সাংবাদিক সম্মেলনে ভাদু মালিতা জানান, গত ১১ ফ্রেবুয়ারী আমার মালয়েশিয়া প্রবাসি ছেলে আক্তারুজ্জামান সকাল সাড়ে ৭ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এক সময়ের সিরাজ বাহিনীর সন্ত্রাসী নাসির উদ্দিন সহ তার দলবল জমি জায়গা নিয়ে অযুহাত দিয়ে দ্বন্দ্ব তৈরী করে। এরই জের ধরে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মজনু, মৃত রাজ আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেনের নির্দেশে নাসির উদ্দিন তার দলবল জান্টু,আব্দুস সামাদকে সাথে নিয়ে আমার ছেলে আক্তারুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। তারা পূর্বে আমার ছেলের কাছে চাঁদা দাবী করে না পেয়েই এ ঘটনা ঘটায়। পরে আমার ছোটভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ মারধরের ঘটনায় ওই রাতেই ৫ জনকে আসামী করে মামলা দায়ের করি। মামলা আদালতে চলমান রয়েছে। তারা আদালত থেকে জামিন নিয়ে এসে স্থানীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মামলার ৩ আসামী নাসির হোসেন,জান্টু ও আব্দুস সামাদ আমাদের নানাভাবে উপর চাপ প্রয়োগ করতে থাকে। রাস্তা ঘাটে দেখা হলেই তারা আমাদের প্রাণ নাশের হুমকি দেয়।আমি, আমার পরিবারসহ ভাই ভাতিজারা নিরাপত্তা হীনতায় ভুগছি। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আমি গ্রামের আশরাফুলের চায়ের দোকানে গেলে সন্ত্রাসী নাসির হোসেন সবার সামনে আমার গলা চেপে ধরে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন শুধু আমি না গ্রামের অনেকেই তার সন্ত্রাসের শিকার। সন্ত্রাসী নাসির হোসেন আওয়ামী লীগের আমলে নানা অপকর্ম করে গত ৫ আগস্টের পর পট পরিবর্তন হলে বিএনপির নেতা দাবী করে নানা সন্ত্রাসী কর্মকান্ড করছে। এক সময়ে সিরাজ বাহিনীর সন্ত্রাসী হওয়ায় আমাদের বিভিন্ন ভাবে অস্ত্রের ভয় দেখায়। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক সন্ত্রাসী কর্মকান্ডের সুষ্ঠ বিচার ও আমাদের পরিবারের সকলের জীবনের নিরাপত্তার দাবী জানাচ্ছি।




মেহেরপুরে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর ন্যায়বিচার অধিকার ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের গণ অধিকার পরিষদের তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিক আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২৬ শে অক্টোবর) বিকেল পাঁচটার সময় ৯ নম্বর ওয়ার্ডে মাদ্রাসা পাড়ায় মেহেরপুর জেলা গণধিকার পরিষদ জিওপি জেলা কার্যালয় কেক কাটা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবায়ক মোঃ খালেছুর রহমান,  সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শেখ রাজু আহমেদ, সদর উপজেলার আহবায়ক আরিফ জামান ,আমদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) শাহাদাত হোসেন ,৮ নম্বর ওয়ার্ডের মোঃ ইমরান, ১ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম, সাইদুর রানা, মাসুদ রানা ,সালাউদ্দিন রনি ,সাঈদ হাসান প্রমুখ।




মেহেরপুরে জেলা বিএনপির একাংশ ও জেলা ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মেহেরপুরে জেলা বিএনপির একাংশ ও জেলা ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর শহরের বড় বাজার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি।

এসময় তারা বলেন, মেহেরপুর শহরের পৌর কলেজ তথাকথিত ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের গভার্নিং বোর্ডের সভাপতি পরিবর্তন করে গত ২২ অক্টোবর একজন সমাজ বিরোধী চিহ্নিত অপরাধী মেহেরপুর আটলান্টিকা হোটেলের অপকর্ম মামলার তালিকা ভুক্ত আসামি বহু অপকর্মের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে দায়িত্ব অর্জন করার প্রতিবাদে অত্র কলেজের শিক্ষার্থী তথা মেহেরপুরের জনসাধারণের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা শিক্ষায় জাতির মেরুদন্ড, অথচ সেই প্রতিষ্ঠানে সভাপতি নিযুক্ত করা হয় একজন চিহ্নিত দূর জন ব্যক্তিকে, আমার প্রশ্ন এই প্রতিষ্ঠান থেকে কি শিক্ষা পাবে কোমলমতি শিক্ষার্থীরা? আমরা আরো মনে করি একজন দুর্বৃত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেতে সহযোগিতা করে একটি কুচক্রী মহল।

আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মেহেরপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি অনত্তবিলম্বে এডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে অপসারণ করে একজন শিক্ষানুরাগী সর্ব মহলে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ব্যক্তি কে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুবদল নেতা মোঃ উজ্জ্বল, মোঃ ইদ্রিস, জয়নাল, চাঁদ আলী, সুরুজ, ইলিয়াস, জনি, রুবেলসহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা।




গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাসেম বলেন, শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদন্নোতিসহ প্রধান শিক্ষকদের নবম এবং সহকারি শিক্ষকদের দশম গ্রেডের দাবি শিক্ষক সমাজের। এই দাবির বাস্তবতা বিবেচনা করে সরকার শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হবে বলে শিক্ষক সমাজের প্রত্যাশা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নবনির্বাচিত ”গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি” উপজেলা পরিষদ সভাকক্ষে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: সাহাব উদ্দীনের (সদ্য অবসরপ্রাপ্ত) সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান শাহীন, সিনিয়র সহসভাপতি মো: লিয়াকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন, মো: কামরুজ্জামান চৌধুরী লিটন, বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া সম্পাদক সালমান আজিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।

বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকনুজ্জামান পলাশ ও হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: লাবনী খাতুনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, এবাদতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি কাওছার আলী, প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওয়াহিদ নিয়ন ।

স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের সভাপতি সাহাব উদ্দীন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, সম্মান ও মর্যাদা আদায়ের লক্ষে প্রাথমিক শিক্ষক সমিতি কাজ করছে উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, বর্তমান বাজার মূল্যের সাথে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো যায়না। আমরা সেই অধিকার নিয়ে আন্দোলন করছি। বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃত্ব তৈরীর কারখানা। এখানে নতুন নতুন নেতৃত্ব তৈরী করা হয়। একটি মহল অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্য বিভ্রান্ত ও অপপ্রচার চালিয়ে অনেকগুলো সমিতি তৈরী করেছেন। এগুলো থেকে শিক্ষকদের সর্তক থাকতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে এই বৈষম্য দুরিকরনে সরকারের পক্ষ থেকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে সকল ধরনের প্রস্তাবনা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অন্তবর্তি সরকারের গঠিত শিক্ষা কমিশনকে দেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, শিক্ষকদের মাঠ পর্যায় থেকে কর্মসূচি শুরু করতে হবে। যা পরবর্তিতে কেন্দ্রীয় পর্যায়ে চুড়ান্ত আন্দোলন করা হবে। আগামি রবিবার থেকে আমরা বিদ্যালয় পর্যায়ে কালো ব্যাজ ধারণ করবো। এবং বৃহস্পতিবার এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন নিজ নিজ ফেসবুকে পোষ্ট করা হবে।

অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, সরকারকে বিব্রত করে নয়, বিগত সরকার আমাদের উপর যে বৈষম্য করেছে সেগুলো অন্তবর্তি সরকারের কাছে আমরা তুলে ধরবো।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কাজ করতে হবে। কোনো বিদ্যালয়ে ৫০ শিক্ষার্থী না থাকলে সরকার বিদ্যালয় বন্ধের চিন্তা করছে। বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলে শিক্ষকতাই তো থাকবেনা।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে অন্তবর্তিকালীন সরকারের কতটুকু কার্যক্ষমতা আছে। কৌশল অবলম্বন করে সরকারের সাথে আলোচনা চালিয়ে দাবি আদায় করতে হবে। তাই, মানববন্ধন আর রাস্তায় দাঁড়ালে দাবি আদায় হবেনা। মাঠ পর্যায়ে পিটিআই বা যেখানে সেখানে দাড়িয়ে আন্দোলন সফল হবেনা। দাবিও আদায় হবেনা। তবে এটারও দরকার আছে যোগ করেন তিনি।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি হাঁটু পর্যন্ত হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে ইস্কুলে যাওয়া কোমলমতি শিশুসহ পথচারীদের। চলাচলের সময় কাদাযুক্ত পানি দিয়ে তাদের যাতায়াত করতে হয়। জমে থাকা পানি পথচারী ও স্কুল শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট করে দিচ্ছে। কখনো মোটরসাইকেল আরোহী উল্টে যাচ্ছে, আবার কখনো যাত্রীসহ পানিতে পড়ছে যানবাহন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার রাস্তার মাঝখানে কাদাযুক্ত বৃষ্টির পানি জমে আছে। সড়কের দুই পাশে বসতবাড়ি । কাদাযুক্ত বৃষ্টির পানি দিয়ে লোকজন চলাচল করছে। এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ।

কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাজাহান আলী বলেন প্রায় ১০০ ঘর মানুষ এখানে বসবাস করে তাদের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয় সেই সাথে স্কুলে যাওয়া কোমলমতি শিশুদের যাওয়াটা কষ্ট দায় হয়ে উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী মো. সামসুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডোবায় পরিণত হয়। এই জায়গাটি গর্ত থাকার কারণে সেই পানি আর কোনদিকে সরে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই পানি জমে এ দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন,একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় জনগণের। অল্প জায়গায় মাটি ভরাট অথবা পাকাকরণ করে পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর এমন হতো না।

জনদুর্ভোগ নিরসনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




সারা দেশে এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটর বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে ৩০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : সার্ভিস এক্সপার্ট পদসংখ্যা : ৩০টি অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর

বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল : দেশের যে কোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৬ অক্টোবর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১০ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা : রেফ্রিজারেটর ইনস্টলেশন, মেরামত, পরিসেবা, পরীক্ষা এবং সমস্যা সমাধানের দক্ষতা। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।