মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমালা অর্পণ করেন। পরে সেখানে শহর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল প্রমূখ উপস্থিত ছিলেন।




এবার হৃদযন্ত্রের সমস্যা শনাক্ত করে দেবে এআই

দৈনন্দিন বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এআই প্রযুক্তিকে আরও বড় পরিসরে ব্যবহারের জন্য বিভিন্ন দেশে গবেষণাও চলছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি এআই মডেল তৈরি করেছেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

নতুন এআই মডেলটি যেকোনো ব্যক্তির শারীরিক বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই ব্যক্তির হৃদপিণ্ড বৈকল্য বা হার্ট ফেইলিওরসহ হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা শনাক্ত করতে পারে। ফলে হার্ট ফেইলিওর ঝুঁকিতে থাকা ব্যক্তিরা আগে থেকেই সতর্ক হতে পারবেন।

নতুন এই মডেলের নাম রাখা হয়েছে ‘ফাইন্ড-এইচএফ’। এ বিষয়ে লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস গেল জানিয়েছেন, নতুন এআই মডেলটি রোগীদের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি করবে। রোগীদের চিকিত্সাবিষয়ক তথ্য ব্যবহার করে হৃদযন্ত্রের প্রাথমিক সমস্যাও শনাক্ত করতে পারে এআই মডেলটি। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ) তথ্যমতে, বর্তমানে যুক্তরাজ্যে ১০ লাখের বেশি মানুষ হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

গবেষকেরা এআই প্রশিক্ষণের জন্য ৫ লাখ ৬৫ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক রোগীর তথ্য ব্যবহার করেছেন। এআই মডেলটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে পারে।

লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক রমেশ নাদরাজাহ জানিয়েছেন, নারী ও বয়স্ক ব্যক্তিদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। অনেকের হৃদরোগ থাকলেও তা শনাক্ত করতে দেরি হয়ে যায়। নতুন এআই মডেলটি বেশ শক্তিশালী, আর তাই এটি হৃদরোগের প্রাথমিক অবস্থা শনাক্তে ব্যবহারের সুযোগ আছে।

সূত্র: ইত্তেফাক




তুরস্ককে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

নিজদের দ্বিতীয় ম্যাচেই ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তুরস্ককে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগীজরা। এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পর্তুগাল। পাশাপাশি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ম্যাচের ২১ মিনিটেই গোলের দেখা পায় পর্তুগাল। বার্নার্ডো সিলভা গোল করে দলকে এগিয়ে দেন। এর ৭ মিনিট পর আবারও গোলের দেখা পায় পর্তুগাল। এবার নিজেদের ভুলে জোড়া গোল খেয়ে বসে তুরস্ক। সামেত আকায়দিনের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তুর্কিরা।

বিরতি থেকে ফিরেই ফের গোলের দেখা পায় পর্তুগাল। ডানদিক দিয়ে আক্রমণে বলে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে রুখতে এগিয়ে আসেন তুরস্কের গোলরক্ষক। এ সময় বক্সের মধ্যে বামদিকে ছিলেন ব্রুনো। রোনালদো নিজে শট না নিয়ে ব্রুনোকে দেন। ব্রুনো ফাঁকা পোস্টে অনায়াসে বল পাঠান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক ট্রাক বীজ জব্দ করা হয়। কোন অনুমোদন না থাকায় ধ্বংশ করার নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ প্যাকেট লাল স্বর্ণ জাতের বীজ।

গতকাল শনিবার রাতে সদর উপজেলার রাজরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের আকেটি দল।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, রাজনরগর গ্রামের আরমান বীজ ভান্ডার থেকে ধানের বিভিন্ন জাতের বীজ বরিশালের বিক্রির জন্য ট্রাকযোগে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে এরমধ্যে কিছু বীজের কোন অনুমোদন নেয়, বেশিরভাগ বীজ মানহীন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। জব্দ করা হয় এক ট্রাক বীজ। এদের মধ্যে অনুমোদনহীন লাল স্বর্ণ জাতের বীজ রয়েছে ১০ কেজি করে ৭৩০ বস্তা, এছাড়াও রয়েছে ব্রী ধান ৮৭, বি.আর ১০, বি.আর ১১ এর এক হাজার ৬শ বস্তা। পরে খবর দেওয়া হয় জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক।

ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ উৎপাদনের দায়ে বীজ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আরমান আলীকে। নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ বস্তা ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংশ অথবা প্রাণি খাদ্য হিসেবে ব্যবহারের জন্য। এছাড়াও বাকি বীজগুলো ট্রাক সহ জব্দ দেখানো হয়। সেখান থেকে নমুণা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার কেন্দ্রীয় বীজ পরিক্ষগারে। সেখানে ফলাফল মানসম্মত হলে আরমান বীজ ভান্ডারের মালিককে বীজ ফেরত দেওয়া হবে। আর ফলাফল মানসম্মত না হলে বাকি বীজগুলোপ্রাণি খাদ্য ও ধ্বংশ করার নির্দেশ দেওয়া হবে।




চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত

‘জাগো কৃষক বাঁধো জোট’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে শহরের শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপি এ কংগ্রেসের উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে কংগ্রেসের উদ্বোধন করেন। দিনের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, কংগ্রেস পতাকা ও কৃষক জোটের পতাকা উত্তোলন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট আয়োজিত কংগ্রেসের আলোচন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপু।




আলমডাঙ্গায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে খাদিজা খাতুন (৬) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আসাননগর গ্রামের লিটন শেখের কন্যা। শিশুটি প্রতিবন্ধী ছিল। সে কথা বলতে পারতো না।

স্থানীয় সুত্রে জানা গেছে , গতকাল দুপুরে বৃষ্টির পর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বিভিন্ন ডোবা গর্ত পানি জমে যায়। বৃষ্টির পর শিশু কন্যা খাদিজা খাতুন বাড়ির পাশে খেলা করছিল। এদিকে তার স্বজনরা অনেক সময় ধরে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে গর্তের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে পানিতে নেমে খাদিজার লাশ উদ্ধার করে। সবার অজান্তে খাদিজা পানিতে পড়ে মৃত্যু বরণ করে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১

আলমডাঙ্গায় হত্যার ভয় দেখিয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুস সালাম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের ওই মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত আব্দুস সালাম উপজেলার জেহালা ইউনিয়নের আজিজুর উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের শিক্ষক। সে উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বিষয়টি জানাজানি হলে ওই মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা কালে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালামকে ধাওয়া করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

শিশুর পরিবারের সদস্যরা জানান, বলাৎকারের শিকার শিশুটিকে দুই বছর আগে উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকার আজিজুর উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ে হেফজ শেখার জন্য ভর্তি করা হয়। গত ৭ মাস আগে ওই মাদ্রাসায় আব্দুস সালাম শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন সময় ওই শিশুকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরমধ্যে ঈদুল আজহার ছুটি চলে আসে। এসুযোগে (১২ জুন) বুধবার রাতে ওই শিশুকে হত্যার হুমকি দিয়ে মাদ্রাসার এক কোনে তাকে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয় দেখালে শিশুটি নীরব থাকে।

আজ শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে ওই শিশুকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করে পরিবারের সদস্যরা। সে মাদ্রাসা যেতে রাজি হয় না। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনাটি তার মাকে খুলে বলে।

শিশুটির পিতা বলেন, ‘ছেলে ঈদুল আজহার ছুটি মাদ্রাসা থেকে ঘরে এসে জানায়, সে শারীরিকভাবে অসুস্থ এবং তার সারা শরীর ব্যাথা। ব্যাথার কারণ জিজ্ঞাসা করলে প্রথমে সে চুপ থাকে, পরে মাদ্রাসা যেতে চায় না। তাকে চাপ দিলে বাধ্য হয়ে ঘটনার বিস্তারিত খুলে বলে। শনিবার রাতেই বিষয়টি নিয়ে ওই শিক্ষকের নিকট জানতে গেলে, সে দৌড়ে মাঠে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে ধরা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ উপস্থিত হলে তাদের নিকট সোর্পদ করা হয়। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছিল।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেনি। তবে মুন্সিগঞ্জ ক্যাম্পের টু আইসি এএসআই ইকবাল হোসেন জানান, বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার দায়ের করা হবে।




দামুড়হুদায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৫টার সময় দামুড়হুদা ফুটবল সংগঠকদের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আযহা পরবর্তী ফুটবল টুর্নামেন্টের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। অনেক দিন পরে দামুড়হুদা উপজেলার ফুটবল প্রেমীরা খেলার প্রকৃত স্বাদ অনুভব করেন।

দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের ক্রীড়া প্রভাষক বশির আহাম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন মাস্টার, সহরাব হোসেন মধু ওস্তাদ, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, ক্রিয়া সংগঠক লুতফর রহমান, ইনামুল হক, জাকির হোসেন, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দামুড়হুদা একাডেমী বনাম দামুড়হুদা একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকার পর্যন্ত পৌছায়। ট্রাইবেকারে ঘটে ঐতিহাসিক ইতিহাস। মোট ১১/১১ ট্রাইবেকারে দামুড়হুদা একাদশ ০৯টি গোল করে জয়লাভ করে এবং দামুড়হুদা একাডেমি ০৮টি গোল করে অর্থাৎ ১ গোলে পরাজিত হয়। মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকবৃন্দ।

খেলায় আমন্ত্রিত উপস্থিত অতিথি বৃন্দ দামুড়হুদা একাডেমী কে চাম্পিয়ান ট্রফি ও দামুড়হুদা একাদশকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নিপুন, আলো, ইউসুফ আলী এবং ধারাভাষ্যকারে ছিলেন শওকত হোসেন।




দুরারোগ্য রোগে হারিয়ে গেলো গাংনীর ফয়সাল

একমাত্র ছেলে ফয়সাল আহমেদকে হারিয়ে শোকে কাতর পিতা মাতা। শুধু পরিবার নয়, শোকের ছায়া এখন প্রতিবেশীদের মাঝেও। আজ থেকে দেড় মাস আগেও যে ছেলেটি হেসে খেলে মাতিয়ে রাখতো বাড়ি ও প্রতিবেশীদের। সে আজ ফিরেছে লাশ হয়ে।

গাংনী উপজেলা এইচ,এস কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহমেদ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ শনিবার (২২ জুন) ভোর ৫:৪০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সৌদি প্রবাস ফেরৎ মাহবুর রহমান মোহন ও তার স্ত্রী খালেদা আক্তার এখন শোকে পাথর হয়ে পড়েছেন। অকালে ছেলে হারানোর যন্ত্রণা যেনো তাদের পরিবারকে শোকাচ্ছন্নো করেছে।

ফয়সাল আহমেদের বাবা মাহবুর রহমান মোহন বলেন, আমি ৮/৯ মাসে সৌদি থেকে দেশে ফিরেছে। আমার ছেলে মাঝে মধ্যে অসুস্থ থাকতো। আজ থেকে ১ মাস ১০ দিন পূর্বে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হাসপাতালের শিশু হ্যামাটলি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার একেএম আতিকুর রহমানের তত্বাবধানে চিকিৎসা চলছিল তার। আজ শনিবার ভোররাত ৫.৪০ মিনিটের সময় মারা যায় সে।
পরে সেখান থেকে বাড়ি নিয়ে এসে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রবাস ফেরৎ মাহবুর রহমানের বড় মেয়ে মাহফুজা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।




ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা শহরের ভূটিয়ারগাতি প্রাথমিক স্কুল সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ জয়নাল আবেদীন, ক্রীড়া শিক্ষক সুমাইয়া পারভীন, উপজেলা ও জেলা ক্রীড়া অফিসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এতে ২০ টি ইভেন্টে ৪০ জন ক্ষুদে সাঁতারু অংশগ্রহণ করে।