মেহেরপুরে সারের দোকানে ভোক্তার অভিযান, ৪৩ হাজার টাকা জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি ৪২০ টাকা বেশি দামে টিএসপি সার বিক্রি, কেনা-বেচার ভাউচার না রাখা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রির অপরাধে তিনটি সার ডিলার প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মেহেরপুর শহরের কাথুলি রোড ও সদর উপজেলার উজলপুর এলাকায় পৃথক তিনটি দোকানে অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সরকার নির্ধারিত দাম ১৩৫০ টাকা সেখানে বস্তা প্রতি ৪২০ বেশি দামে ১৭৫০ টাকা দরে টিএসপি সার বিক্রির অভিযোগে মেহেরপুর শহরের কাথুলি সড়কের মেসার্স জামান এন্টারপ্রাইজ নামক সার ডিলারের মালিক মো: মামুনুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এবং ভবিষ্যতের এধরণের কাজ না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া উজলপুরে মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক সার ডিলার প্রতিষ্ঠানে সারের বিক্রি ভাউচার প্রদান না করা ও ভাউচারের কার্বন কপি সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: আজাদকে একই আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা ও সার-কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে সারের কেনা-বেচার ভাউচার না রাখা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে মেসার্স মমিন ট্রেডার্সের মালিক মো: চঞ্চলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।