ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উভয় পক্ষের আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কোলা বাজারে এই ঘটনা ঘটে।

জানাগেছে, কালীগঞ্জ উপজেলা বিএনপিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত উপজেলা যুবদল নেতা জলিল রানা ও কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলীর মধ্যে কোলা বাজার ও আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি একটি জমি দখল নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে রুপ নেয়। আজ শুক্রবার সন্ধ্যার পরে কোলা বাজারের বিভিন্ন জায়গায় ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দুইগ্রুপের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়।

আহতরা হলো কোলা ইউনিয়নের খালকুলা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী মোল্লা (৬০), নওয়াব আলীর ছেলে সিদ্দিক(৪০), কোলা গ্রামের আমজেদ মন্ডলের ছেলে জলিল রানা (৪৫), পার খালকুলা গ্রামের নুর আলীর ছেলে সাজ্জাদুর রহমান (৩৫), কোলা গ্রামের রোকমান খা’র ছেলে নজরুল ইসলাম (৫০)।

এছাড়াও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সন্ধ্যায় কোলা বাজারে শুকুর গ্রুপ ও জলিল গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিকট আওয়াজে এলাকা প্রকম্পিত হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিক কুমার জানান, আধিপত্ত বিস্তার করা নিয়ে এই সংর্ঘষ হয়েছে বলে ধারাণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বিস্ফোরণের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।




দর্শনায় জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন- বর্তমান আন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্রজনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়াত নেতা আরও বলেন, এমন হত্যা, নারকীয় তান্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনী শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দিবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট। হাসিনা যে অপরাধ করেছে তা শুধু ফ্যাসিস্ট বলে কভার করা যায় না, তিনি স্যাডিস্টও। কারন, সে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম দেখে ইনজয় করেছে। সকল খুনের মাস্টারমানইন্ড শেখ হাসিনাই ইতিহাসের শ্রেষ্ঠতম স্যাডিস্ট। জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চুয়াডাঙ্গার দর্শনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত বিশেষ রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলার দর্শনা পৌর অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান প্রমুখ।

এর আগে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর হিসেবে পুনঃনির্বাচিত মোঃ রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সন্মেলনে জামায়াতের জেলার ৮টি সাংগঠনিক থানার দেড় হাজারেরও বেশী রুকন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেন- জামায়াতের রুকনদের উদ্দেশ্যে আল্লাহর ঘোষনা ও বাইয়াত অনুযায়ী নামাজ, কুরবানী, জীবন ও মরণ আল্লাহর নির্দেশনা মোতাবেক পরিচালিত করতে আহবান জানান।

সন্মেলনে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলাম. দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর মোঃ দারুস সালাম, সহ সকল শাখা আমীর ও সেক্রেটারীবৃ›দ্ব এবং ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোহসিন এমদাদুল্লাহ জামেন উপস্থিথ ছিলেন।




দর্শনায় শহীদ আবু সাঈদ টি-টেন ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত

দর্শনায় শহীদ আবু সাঈদ টি-টেন ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ৮ নভেম্বর) বিকাল ৩টায় দর্শনা কলেজ মাঠে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাহারুল ইসলাম মাষ্টার ও ব্রাইট।

উক্ত খেলার যে দল দুইটি অংশ নেয় এরা হলেন রাফাত স্পোটিং বনাম মনোরঞ্জন স্পোটিং ক্লাব। শুরুতেই রাফাত স্পোটিং সব কয়টি উইকেট হারিয়ে ১০৬ রান করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় মনোরঞ্জন স্পোটিং ক্লাব ৮১ রান করে অল আউট হয়ে যায়। ফলে রাফাত স্পোটিং ২৫ রানে বিজয়ী হয়।

সকল অনুষ্ঠান পরিচালনা করেন,শাওন, সাজু, রকি, উজ্জল, আলামিন. সাঈদ, সংগ্রাম, শরীফ ও রিদয় প্রমুখ।




মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের লক্ষে প্রস্তুতি সভা

আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক টিম নিয়ে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

গত বছরে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ৭ নম্বর ওয়ার্ড। এবারেও সেই ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ওয়ার্ডের ক্রীড়ামোদীরা প্রস্তুতি সভা করেছেন।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মেহেরপুর মল্লিকপাড়া চত্বরে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে টুর্নামেন্টে অংশগ্রহণসহ দলকে জেতানোর জন্য আন্তরিকভাবে সকল ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যাক্ত করেন। একই সাথে ০৭ নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন – মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা মাহাবুব চান্দু, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, মামুন চপল, আবু তালেব, ঠিকাদার জাকির হোসেন খান মিন্টু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ব্যবসায়ী মেহেদী হাসান রোলেক্স, ফিরোজ হোসেন, আলমগীর হোসেন, খালেছুর রহমান, বাবলু, পথিক, মিলন, জিকো, রাজ, শিবলি, সাওন, জিকো প্রমুখ।




দামুড়হুদা চন্দ্রবাস ভৈরবপাড়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দামুড়হুদা চন্দ্রবাস ভৈরবপাড়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৮ নভেম্বর) বিকাল ৪ টার সময় চন্দ্রবাস মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেম্বার আবুল কাশেম। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের পক্ষে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক মেম্বার ও বিএনপি নেতা ইকরামুল হোসেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো, দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম কুতুবপুর ফুটবল একাদশ। খেলায় উভয় দল একটি একটি করে গোল করে খেলা ড্র হয় এবং ট্রাইবেকার পর্যন্ত পৌঁছায়। ট্রাইবেকারে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব পাঁচটি গোল করে এবং কুতুবপুর ফুটবল একাদশ চারটি গোল করে, ফলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং কুতুবপুর ফুটবল একাদশ রানার্সআপ হয়। টুর্নামেন্টের ম্যানঅব দা সিরিজ হয় দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের মোঃ ইমরান হোসেন এবং ম্যানঅব দা ম্যাচ হয় গোলকিপার মোঃ আনারুল ইসলাম।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জাকির হোসেন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন আহমেদও রজব আলী।

টুর্নামেন্ট শেষে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের কোচ ম্যানেজার শহীদ আজম সুদু বলেন, এ বিজয় শুধু আমাদের ক্লাবের বিজয় নয় এ বিজয় আমাদের সকলের। নিয়মিত খেলাধুলার আয়োজন করলে ছেলেরা সব মাঠে থাকবে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে ফলে মাদক থেকে দূরে থাকবে। চন্দ্রবাস ভৈরবপাড়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। আজকের বিজয়ে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও দামুড়হুদা স্পোটিং ক্লাবের সভাপতি ইখলাস উদ্দিন সুজন খেলায় অংশগ্রহণকারী সকলকে, ক্লাবের সকল কর্মকর্তা ও পৃষ্ঠপোষক সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

খেলা শেষে অতিথিদের হাত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।




মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমঝুপি ইউনিয়নের আমীর আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমঝুপি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সঞ্চালনায় ও তিরাইল কলেজের অধ্যাপক রাকিবুল ইসলাম মুক্তের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন।

এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা ব্যাপী ফিউচার ক্যাডেট মেধাবৃত্ত পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা ব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফিউচার ক্যাডেট মেধাবৃত্ত পরীক্ষা ২০২৪ আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকাল দশটার সময় মেহেরপুর শাখা ফিউচার ক্যাডেট একাডেমি মেহেরপুর জেলা ব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফিউচার ক্যাডেট মেধাবৃত্ত পরীক্ষার কেন্দ্র জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখালী কলেজের প্রভাষক আব্দুল মুনিম, ফিউচার ক্যাডেট একাডেমি, শিক্ষক আশিকুর রহমান, শামীম রেজা, রাকিবুল ইসলাম, হামিমা আক্তার, সাহাবুল ইসলাম, তনিসুর ইসলাম, ফাতেমা আক্তার প্রমুখ।

এর আগে ফিউচার ক্যাডেট একাডেমী পরীক্ষা পরিদর্শন করেন পরিচালক মফিজুর রহমান।




মুজিবনগরে টিএফসিএল’র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে ট্রিটমেন্ট ফর চেঞ্জজিং লাইফ (টিএফসিএল) এর আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) উপজেলার শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে দাঁত ও সাধারণ চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন।

এসময় সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। টিএফসিএল একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গরীব-অসহায়দের স্বাস্থ্য সেবা নিশ্চত করতে ২০১০ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করে। এর আগে মেহেরপুরের বুড়িপোতা ও সোনাপুর গ্রামে দুটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সংগঠনটি।

সংগঠনের সদস্যরা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করি। ছোট পরিষরে হলেও আমরা এগিয়ে যাচ্ছি। এলাকার বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আগামীতে এই সেবার পরিধি আরও বাড়িয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই। মুজিবনগর থানা পুলিশ ও শিবপুর যুব সংঘর সদস্যরা সার্বিক সহযোগিতা করে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

২৪ ঘন্টার অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে (নিয়মিত মামলা) মাদক মামলায় ৫ জন, পুরানো মামলায় ৩ জন আদালতের পরোয়ানাভূক্ত ৪ আসামি রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার (০৮ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামি গ্রেফতার করা হয়।

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশ ৩ জন ও মুজিবনগর থানা পুলিশ ২ জন আসামি গ্রেফতার করেছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম জানান, মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার (৮ নভেম্বর) আদালতে নেওয়া হবে।




ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতারের পর আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে র‌্যাব-৪ তাকে গ্রেফতার করে। আদালতে পুলিশ ৩টি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালতে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিনদ্দিকী সমিকে র‌্যাব ৪ ঢাকা নবীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

আজ শুক্রবার ভোররাতে তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়। পরে সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়্। তাহজীব আলম সিদ্দিকী সমির নামে ঝিনাইদহে ১১ বছর আগের জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, গত ৪ আগস্ট জেলা বিএনপি অফিস ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২টি মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এসব মামলার পর তিনি পলাতক ছিলেন।

তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে সতন্ত্র ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০২৪ সালে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কাছে পরাজিত হন। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম নুরে আলম সিদ্দিকীর ছেলে। তিনি ঢাকা ডরিন পাওয়ার লিমিটেড এর মালিক।