১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো ভারত

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটে টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। অবশেষে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো রোহিত শর্মার দল। বেঙ্গালুরু পর পুনে টেস্টে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলে ১৩ উইকেট শিকার করেছেন এই কিউই স্পিনার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো স্বাগতিকরা।

পুনে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ রান খরচায় ৭ উইকেট নেন স্যান্টনার।

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম ল্যাথামের ব্যাটে ভর করে ২৫৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে যান ল্যাথাম। এছাড়া ৮২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ৪টি ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা দ্রুত আউট হলেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জয়সওয়াল।

ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। দলীয় ৯৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন গিল। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল। দলীয় ১২৭ রানে আউট হওয়ার আগে ৬৫ বলে ৭৭ রান করেন তিনি।

জয়সওয়ালের বিদায়ের ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। বিরাট কোহলি ১৭, শরফরাজ খান ৯, ওয়াশিংটন সুন্দর ২১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রিঝভ পন্থ।

এরপর রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ২০৬ রানে ৩৪ বলে ১৮ রান করে আউট হন অশ্বিন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ এপেক্স ক্লাব অব নবগঙ্গার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা

ঝিনাইদহ এপেক্স ক্লাব অব নবগঙ্গার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা মূলক কর্মকান্ডের অংশ হিসাবে লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে শহরের নবগঙ্গা নদীর তীরে এ কর্মকান্ড অনুষ্ঠিত হয়। সেসময় পথচারীদের হাতে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও সদর হাসপাতালে ভর্তিকৃত ৫ জন ডেঙ্গু রুগীকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ শাহানাজ পারভীন সেতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সশিয়ান মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সশিয়ান আরিফুর রহমান রাজু, জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, ঝিনাইদহ ক্লাবের সদস্য জিহান লেমন।

পরে বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারীগণ এবং মেহেরপুর, যশোর ও ঝিনাইদহের নবগঙ্গা এপেক্সসিয়ানরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর ২য় বোর্ড মিটিং সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে এন.আই. আর. ডি. এপেক্স আতিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এইচপিভি ভাইরাস টিকার উদ্বোধন

সারাদেশের সাথে কুষ্টিয়ায় এইচপিভি ভাইরাসের ক্যান্সার প্রতিরোধক “সারভারিক্স” টিকা’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এ টিকার উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার জাহানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম প্রমুখ।

সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন বলেন, সারা দেশে এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ু ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।

উল্লেখ্য, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ১০- ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।




দর্শনায় ফেনসিডিল ও পলাতক আসামিসহ গ্রেফতার ৩

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিল ও পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ৩ জন বেগমপুর ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের ইনজিল হোসেনের ছেলে আব্দুস সালামকে (৩৭) ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

অপরদিকে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামী দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন(৩৫)ও দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের ১ বছরের পলাতক আসামি আবু বাদশার ছেলে আরিফুল ইসলামকে (৪০) গ্রেফতার করে।

জানাযায় আজ শুক্রবার ভোর থেকে অভিযান চালায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর। এ সময় শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা থানার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

এ সময় পুলিশ দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে জি আর মামলার পলাতক আসামী আব্দুস সলামকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই দিন দর্শনা আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। একই দিন গড়াইটুপি ইউনিয়নের তিতুদহ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সি আর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে ।




চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ বহুল আলোচিত রুপা খাতুন গ্রেফতার

চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রুপা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গতকাল  বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলোচিত এই নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতার রুপা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপা খাতুনকে আটক করে। এ সময় রুপার বাড়ি থেকে পয়েন্ট ২২ মি:মি: রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ , ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামী এবং মালামাল সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারশেন) হোসেন আলী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




সাবেক মন্ত্রী ফরহাদের মদদে কোটিপতি ছাত্রলীগ নেতা বাঁধন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মদদপুষ্ট জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর মদদে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ঠিকাদারী বাগিয়ে নিয়ে তিনি সম্পদের মালিক হন।

এছাড়া অনলাইন জুয়ার পরিচালনা করেও হয়েছেন টাকার মালিক। ছাত্রলীগের রাজনীতি থেকে ব্যবসায়ী বা আর্থিক সুবিধা নেওয়ার নিয়ম না থাকলে ক্ষমতার দাপটে তিনি এসকল সুবিধা নিয়েছেন। তার দাদা আমিনুল ইসলাম মুজিবগর উপজেলার যতারপুর গ্রামের একজন তালিকাভুক্ত রাজাকার। চাচা আমাম হোসেন মিলু মুজিবনগর উপজেলার অপসারিত চেয়ারম্যান। চাচার হাত ধরে তিনি মন্ত্রীর পাশে স্থান করে নেন। মন্ত্রীর সুপারিশে বনে যান ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি।

অভিযোগ রয়েছে আব্দুস সালাম বাঁধন ও তার চাচা আমাম হোসেন মিলু মেহেরপুরের অনলাইন জুয়ার অন্যতম গডফাদার। সরকার পরিবর্তনের পর থেকে চাচা-ভাতিজা দুজনই আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে কয়েকটি মামলাও হয়েছে।

অনলাইন জুয়ার অপরাধে বিভিন্ন সময় পুলিশ প্রায় অর্ধশত এজেন্টকে গ্রেফতার করলেও সাবেক জনপ্রশাসন মন্ত্রীর সিগনাল থাকায় এই দুই চাচা-ভাতিজাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ওই সময় আক্ষেপ ছিলো। তবে তা প্রকাশ করতে পারেনি।

আব্দুস সালাম বাঁধন জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের সভাপতি হলেও গঠণতন্ত্র অমান্য করে তিনি বিয়ে করেছেন, এক কন্যা সন্তানের পিতা, পেশায় ঠিকাদারী ব্যবসায়ী। ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ অনেক আগে শেষ হলেও ক্ষমতার লিপ্সু বাঁধন সম্মেলনও করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, জেলা কমিটির সভাপতি বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা। তিনি ঠিকাদারী ব্যবসার আড়ালে মূলত অনলাইন জুয়ার অন্যতম সম্রাট। ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ কোন কথা বলতে না পারলেও ভিতরে তাদের ক্ষোভ রয়েছে।

ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে তিনি হয়েছেন কোটিপতি। ছাত্র না থাকলেও তিনি মায়ের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান তৈরি করে বিভিন্ন দপ্তরের কাজ করছেন। সড়ক ও জনপথ বিভাগ, এলজিইড, শিক্ষা প্রকৌশল অধিপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন ঠিকাদের সাথে লিয়াজু করে কাজ করতেন। প্রতিটি কাজে রয়েছে অনিয়ম ও দুনীতির অভিযোগ। আব্দুস সালাম বাঁধনের অনিয়ম নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও কালের কণ্ঠতে সংবাদ প্রকাশিত হলে তার বিল আটকিয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরে সিডিউল মোতাবেক কাজ করে তাকে বিল নিতে হয়েছে। এছাড়া কয়েকটি কাজে অনিয়মের কারণে দুদকের অনুসন্ধানও চলছে বলে জানা গেছে।

এ সকল অনিয়ম, কমিটির পদ, অনলাইন জুয়ার মাধ্যমে তিনি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। নিজ গ্রাম মুজিবনগর উপজেলার যতারপুরে এক সঙ্গে একই দাগে কিনেছেন ৫বিঘা জমি। যার বর্তমান বাজার মূল্যো প্রায় দেড় কোটি টাকা। এছাড়া শহরে এবং গ্রামেও তার জমি কেনার খবর পাওয়া গেছে। ছাত্রলীগের সভপতি হলেও তিনি যাতায়াত করতেন প্রাইভেট কারে। পরে বিষয়টি সমালোচনা কারটি বিক্রি করে দেন বলে জানা গেছে।

২০১৮ সালের ৩ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম বাঁধন। পরবর্তিতে ২০১৯ সালের ১৪ জুলাই পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি বিবাহিত এবং ব্যবসায়ী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেন্দ্র একাধীক বার অভিযোগ দেওয়া হয়েছে তবুও কেন্দ্র কোন ব্যবস্থা নেননি। ফলে জেলা কমিটি ও অন্যান্য ইউনিটের কমিটিগুলো অনেক বিবাহিত নেতা তৈরি হয়েছে। যা ছাত্র রাজনীতির জন্য কাল হয়েছে।




গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন যুবক

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এঘটনায় আটোবাইক চালক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিখন হোসেন মোটরসাইকেল যোগে গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন এবং অপরদিক থেকে গাংনী গামী একটি ইজিবাইক চৌগাছাতে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছানোর পর তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




মাওলানা তাজউদ্দিন খান আবারও জেলা জামায়াতের আমীর নির্বাচিত

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলার পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা তাজউদ্দিন খান।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জেলা জামায়াতের আমীর হিসেবে তার নাম ঘোষণা করেন।

মাওলানা তাজ উদ্দিন খান এবার দিয়ে চতুর্থবারের মত মেহেরপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন।
দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।




চুয়াডাঙ্গায় হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ডওয়াশ বিতরণ

“স্বাস্থ্য সুরক্ষার পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মিম সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা হাফেজিয়া কাওমি মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর ছাত্রদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উল্লেখ মিম সমাজকল্যাণ সংস্থা একটি সেচ্ছাসেবীমূলক সেবাধর্মী সংগঠন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে আসছে। মিম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাবরিনা ইয়াসমিন মিমের নেতৃত্ব চুয়াডাঙ্গায় ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবাদান, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাকিব বিশ্বাস, সংগঠনের সেচ্ছাসেবক ফিরোজ হোসেন, অন্তর রহমান, সাদ হাকিম, মামুন আর রশিদ, মইন আশরাফ সহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় বাঁধন সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন” প্রতিপাদ্যে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন এ রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল দশটাই বাঁধন সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট পদ্মা জোন এর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়।

র‍্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে কোর্ট মোড় ঘুরে আবার চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন এর সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে পুরো আয়োজন জুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ,কে,এম সাইফুর রশীদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাঁধন সংগঠন একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক রক্তদাতাদের একটি সংগঠন। বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন যেদিন থেকে কার্যক্রম শুরু করছে সেদিন থেকেই চুয়াডাঙ্গার মানুষের আর রক্ত নিয়ে চিন্তা করতে হয় না। চুয়াডাঙ্গার মানুষের আস্থার সংগঠন হয়ে উঠেছে বাঁধন সংগঠন। বিনা স্বার্থে মানুষের উপকারে কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একঝাঁক সেচ্ছাসেবক। এ সময় বাঁধন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকল রক্তদাতা সেচ্ছাসেবকদের ও নতুন কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” স্লোগান নিয়ে বাঁধন সংগঠন ১৯৯৭ সালের ২৪ অক্টোবরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫৪টি জেলায় ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান রক্তদাতাদের বাঁধন সেচ্ছাসেবী সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটে ৪২৭ ব্যাগ রক্তের চাহিদায় তারা ৪০০ ব্যাগ রক্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীদের ম্যানেজ করে দিয়েছে এবং ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করেছেন ১২০০ জনের।

২৭ বছর পূর্তির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এর শিক্ষক উপদেষ্টা সফিকুল ইসলাম, মতিউর রহমান, আবু বকর ছিদ্দিক, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, মাসুম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা সাজেদুর রহমান, ইব্রাহিম হোসেন, তৌফিক শুভ, সজিবুল ইসলাম, সুজাউদ্দীন টুটুল, হাফিজুর রহমান, অনামিকা জোয়ার্দ্দার, বাঁধন পদ্মা জোনাল পরিষদের সভাপতি আজিজুর রহমান, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মিকাইল হোসেন, সাকিব বিশ্বাস, সামিউল, হাসিবুল, রাসেল,মর্তুজা,রিমা,মুসলিমা, রাজীব,আশিক,মনিরুল, অপূর্ব সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।