মেহেরপুরে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে “সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন,বাল্যবিবাহ ও মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।

এছাড়াও এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান,ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ,ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আমদাহ ইউনিয়নের ১ শত জনকে ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জান তুষারের সঞ্চালনায় এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, উপজেলা সমবায় অফিসার মনিরুজজামান প্রমুখ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহের নারী লোভী প্রতারক আসিফ কারাগারে

বিয়ে করা তার নেশা। বিয়ে করে কয়েকমাস রেখে আবারো শুরু করে অন্য নারীর সাথে যোগাযোগ। গোপনে চালায় প্রেমের সম্পর্ক। পরে আগের স্ত্রীকে তালাক দিয়ে আবারো বিয়ে করেন তিনি। এভাবেই বিয়ে করেছেন অন্তত ৪ টি। বিয়ে করে স্ত্রীদের কাছ থেকে যৌতুক আদায় আর ভালোবাসার অভিনয় করে তাদের টাকা আত্মসাৎ করায় তার উদ্দেশ্যে। যৌতুকলোভী প্রতারক আসিফ ইকবাল (২৯)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আকরাম আলীর ছেলে। অবশেষে ৩য় স্ত্রীর করা যৌতুক মামলায় বুধবার বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা যায়, আফিস ইকবাল বর্তমানে ঢাকা ব্যাংক’র চট্টগ্রাম শাখায় ট্রেইনি এ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার পদে কর্মরত। ২০১৬ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করলে সেই মামলায় কারাগারে যায় আসিফ। পরে ওই মেয়েকে বিয়ে করার পর পরিবার থেকে মামলা তুলে নিলে ছাড়া পায় সেই। কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর বিভিন্ন নারীদের সাথে আবারো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আসিফ। ২০২০ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে সে। বিয়ের কিছুদিন পর আবারো নারীদের সাথে সম্পর্কে জড়ায় নারীলোভী আসিফ। ২য় স্ত্রী থাকা অবস্থায় আবারো বিয়ের জন্য উঠেপড়ে লাগে আসিফ।

২০২১ সালের ২৬ জুলাই ২য় স্ত্রী থাকা অবস্থায় বিষয়টি গোপন করে ঝিনাইদহের বনানীপাড়ার ফাতেমাকে বিয়ে করে আসিফ। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঝিনাইদহে অবস্থান করে প্রতারক আসিফ। ২য় স্ত্রী থাকা অবস্থায় আবারো বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর ২য় স্ত্রীকে ডিভোর্স দেয় সে। ফাতেমাকে বিয়ের কিছুদিন পর আবারো পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। সর্বশেষ তার কাছ থেকে যৌতুক দাবী করা শুরু করে। যৌতুক না দিলে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে নারীলোভী আসিফ। যৌতুক না পেয়ে ফেব্রুয়ারি মাসে ফাতেমাকে ডিভোর্স দিয়ে দেয়। পরে আবারো উম্মে হাবীবা প্রান্তি নামে এক মেয়েকে বিয়ে করে।

৩য় স্ত্রী ফাতেমা বলেন, আসিফ একজন নারীলোভী, প্রতারক ও যৌতুক লোভী। ২য় স্ত্রী থাকা অবস্থায় আমাকে বিয়ে করে। আমার পর আরও এক মেয়েকে বিয়ে করেছে। তার নেশায় যেন বিয়ে করা। এমনকি ৪র্থ বিয়ে করা অবস্থায় ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় হয়েছে তাকেও বিয়ে করার কথা বলেছে। আমার কাছ থেকে যৌতুক না পেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি মামলা করেছি সেই মামলায় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। আমি ওর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আর যেন কোন নারীর জীবন সে নষ্ট করতে না পারে সে জন্য আমি ওর উপযুক্ত বিচার চাই।




ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচীতে ঝংকার নাট্য গোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমী, অনিকেত যাত্রাপালা শিল্পী গোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন, মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২ টি স্ংাস্কৃতিক সংগঠন অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সেসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, গণশিল্পী সংস্থার আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটনসহ অন্যান্যরা। কর্মসূচীতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স, জেলা দোকান মালিক সমিতি একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন।

সেসময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে বক্তারা তার নি:শর্ত মুক্তির দাবী জানান।




বাংলায় ডুয়েট গান নিয়ে আসছেন আশা-সোনু

ভারতের কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে দীর্ঘ দিন পরে একটি বাংলা সিনেমার জন্য গান রেকর্ড করলেন। সিনেমাটিতে আশার সঙ্গে ডুয়েট গেয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী সোনু নিগম।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ৯০ বছর বয়সে আশার কন্ঠে সিনেমার জন্য গান রেকর্ডের মতো অসাধ্যসাধন করেছেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী।

জানা যায়, সিনেমার জন্য মোট তিনটি গান গেয়েছেন আশা। তার মধ্যে একটি তার একক আর দুটিতে তিনি সোনু নিগমের সঙ্গে ডুয়েট গেয়েছেন। তিনটি গানেরই গীতিকার মনোজিৎ।

চলতি মাসেই মুম্বাইয়ে পঞ্চম স্টুডিয়োয় গানগুলি রেকর্ড করেছেন আশা। সময় নিয়েছেন দু’দিন। কিন্তু মনোজিৎ জানালেন, বর্ষীয়ান শিল্পীকে রাজি করাতেই নাকি তার ছ’মাস সময় লেগেছে।

বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন আশা। তার পর আবার তিনি বাংলা গান গাইলেন। তবে এ বারে তিনি ছবির গান গেয়েছেন।

সঙ্গীত পরিচালক অজয় দাসের সহকারী হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন মনোজিৎ। সেই সূত্রেই আশার সঙ্গে তার আলাপ। বর্ষীয়ান শিল্পীকে নিয়ে কাজ করানো নিয়ে মনোজিৎ বলেন, ‘২০১৩ সালে ওর সঙ্গে প্রথম কাজ। আট-দশটা কাজ করার সৌভাগ্য হয়েছে।

দিদির শরীর ভাল নেই, কিন্তু উনি তার পরেও যে রাজি হয়েছেন, সেটা আমার পরম প্রাপ্তি।’

তবে কোন সিনেমায় গানগুলি ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনই কোনও তথ্য দিতে নারাজ মনোজিৎ।

মনোজিতের কথায়, ‘এর আগে এ রকম ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে এটি দিদির অনুরাগীদের জন্য একটা বড় চমক হতে চলেছে। পাশাপাশি বাংলা গানে আশা-সোনু ডুয়েটও আনকোরা।’

মনোজিতের কথায়, ‘আমরা চাই দিদিই এই গান শ্রোতাদের কাছে প্রথম বার তুলে ধরুন। অর্থাৎ উদ্বোধন বলতে চাইছি।অবশ্য সবটাই নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর।’

মনোজিত আরও জানান সিনেমাটির মুক্তি পাবে আগামী বছর।




চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিগত উন্নয়ন দরকার: এমপি কামারুল আরেফীন

কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফীন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিগত উন্নয়ন দরকার। প্রযুক্তির এ যুগে যে পরিবর্তন আসবে সে জন্য দক্ষ জনশক্তির প্রযোজন। তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই। আগামী প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে সরকার। আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে শিক্ষাদান করা হয়ে থাকে তাই কারিগরি শিক্ষায় শিক্ষা লাভ করলে কারও বেকার থাকা লাগেনা, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কারিগরি শিক্ষার বিকল্প নাই বলেও উল্লেখ করেন তিনি।

চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তন হবে, তার সঙ্গে দেশের জনশক্তিকে মানিয়ে নিতে এখনই প্রস্তুত হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য কামারুল আরেফীন।

বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি প্রকৌশলী আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও বিশিষ্ট লেখক ও গবেষক নাজমুল হুদা, এমপির সহধর্মিণী দিশা আরেফিন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি প্রকৌশলী আলমগীর হোসেনের হোসেন বলেন, দক্ষ ও জনশক্তি তৈরি করতে সক্ষম এ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মিরপুর উপজেলার মধ্যে একটিমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট। প্রায় দুই বিঘা জমির উপর নিজস্ব সম্পত্তির উপর গড়ে তোলা এ শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করে আসছে। আমরা প্রত্যাশা করি আজকের প্রধান অতিথি যদি একটু নজর দেন তাহলে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো। এখন অবধি ভালো ফলাফল করছে এ প্রতিষ্ঠান।

পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।




চাকরি দিবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা। প্রতিষ্ঠানটির গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট (জিএসই) বিভাগ ‘মেকানিক/ইলেক্ট্রিশিয়ান’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম : মেকানিক/ইলেক্ট্রিশিয়ান, গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট (জিএসই)

আবেদনের বয়সসীমা : ২২ থেকে ৩০ বছর

অভিজ্ঞতা ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ২৫ হাজার
এসএসসি পাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি
পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট

বেতন : ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২০ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

কর্মক্ষেত্র : এয়ারপোর্টে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন করার শেষ তারিখ : ০৫ জুলাই, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেকানিকাল/অটোমোবাইল/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স) ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : চাপের ভেতর কাজ করার ক্ষমতা, কার্যকর টেকনিক্যাল দক্ষতা, ভালো যোগাযোগ করার ক্ষমতা, দলের সঙ্গে কাজ করার মনোভাব থাকতে হবে।

অন্যান্য সুবিধা : দুপুরের খাবার, উৎসব ভাতা বছরে ২টি, মেডিকেল ইন্স্যুরেন্স নিজ এবং পরিবারের জন্য ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে  এখানে ক্লিক করুন।

ঠিকানা : ৭ম তলা, বাড়ি : ০১, রোড : ০১, সেক্টর : ০১, উত্তরা, ঢাকা-১২৩০




মেহেরপুরে জাগো বাঙ্গালী ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুরে জাগো বাঙ্গালী ক্লাবের আয়োজনে পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শহরের ছহিউদ্দীন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাগো বাঙ্গালী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাকিব ও অন্যান্য সদস্যবৃন্দের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাগো বাঙ্গালী ক্লাবের সভাপতি তূর্য বিশ্বাস।

এছাড়াও এসময় জাগো বাঙ্গালী ক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম (কুমার), যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান, দপ্তর সম্পাদক আহসান হাবীব মিলন, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান হাবীব আশিক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে।




কুষ্টিয়ায় এশিয়ান টিভির সাংবাদিককের উপর সন্ত্রাসীদের হামলা

কুষ্টিয়ায় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর (৪৬) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় হাসিবুরের দুই পা, দুই হাত ও মাথায় গুরুতর জখম হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রায় ১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার শেষে তাঁকে উন্নত চিকিৎসার রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়। এদিকে এ ঘটনায় বাবর আলাদা নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ তারা।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই কুষ্টিয়া প্রেসক্লাবের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মণি জুবায়েদ ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলুর সঙ্গে বৈঠক করেন। সাংবাদিক নেতারা দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন ও কুষ্টিয়া মডেল থানায় গিয়েও বিক্ষোভ করেন। পুলিশের শীর্ষ কর্মকর্তার আশ্বাসে সাংবাদিকেরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসিবুর বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ যুবক তাঁকে ঘিরে ধরেন। তাঁদের হাতে থাকা হকিস্টিক ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মাটিতে ফেলে ১০ থেকে ১৫ মিনিট দুই পা, দুই হাত ও মাথায় আঘাত করেন। শরীরের বিভিন্ন জায়গায়ও হকিস্টিক দিয়ে পেটানো হয়। এ সময় আরও ১৫ থেকে ২০ জন যুবক-কিশোর মারধরকারীদের ঘিরে রাখেন। বাজারে থাকা লোকজন এগিয়ে আসার সাহস পান না।

খবর পেয়ে পুলিশ ও হাসিবুরের স্বজনেরা গুরুতর জখম অবস্থায় হাসিবুর রহমান রিজুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: তাপস কুমার সরকার বলেন, হাসিবুরের দুই পা, দুই হাত ও মাথায় আঘাতে জখম হয়েছে। মাথায় চারটি সেলাই পড়েছে। দুই পা থেঁতলানো। বাঁ হাতের রক্তনালি কেটে গেছে। এটা গুরুতর। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর রয়েছে। তাঁর অবস্থা এই মুহূর্তে বলা যাচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাত সাড়ে আটটার দিকে হাসিবুরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। হাসপাতালে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ভিড় করেন।

এদিকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার সময় হাসিবুর সাংবাদিকদের কাছে ঘটনায় জড়িত কয়েকজনের নাম বলে গেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাসিবুর বলেন, হামলাকারীর মধ্যে রয়েছে হাটশ হরিপুর এলাকার শিপন, আসলাম, মুরাদ, ফারুক, সাজ্জাদসহ আরও ১০ থেকে ১৫ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, পুলিশের কর্মকর্তারাও হাসিবুর রহমান রিজুর দেওয়া নামগুলোর প্রাথমিক সত্যতা পেয়েছেন। হামলার পেছনে পারিবারিক বা এলাকাভিত্তিক কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে রাতে হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকার মৃত: আকবর আলীর ছেলে মো: বাবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।




ঘুম থেকে উঠার পর যেসব কাজ নয়

পুরো দিনটা সুন্দর ফুরফুরে কাটাতে কে না চায়। তবে তার জন্যে চাই সুন্দর শুরু। তাই সকালটা ভীষণ গুরুত্বপূর্ণ। সকালের কিছু অভ্যাস যেমন আপনার দিনটি সুন্দর করে তুলবে তেমনি কিছু বদভ্যাস দিন করে তুলতে পারে বাজে। চলুন জেনে আসি বদভ্যাসগুলো:

.ঘুম ভাঙার পর পা সোজা করে হাত টানটান করে কিছুক্ষণ শুয়ে থাকলে ঘুমের একঘেয়েমি কেটে যাবে। সারাদিন ফুরফুরে মেজাজে থাকতে পারবেন।
.ঘুম থেকে ওঠার পর ফোন ধরবেন না। মুখ ধোয়া বা অন্যান্য কাজ করুন। ফোন বা টেকনোলজি আমাদের অজান্তেই স্ট্রেস হরমোন নির্গত করে। এটি কাঙ্ক্ষিত নয়।
.ঘুম ভাঙার পর বিছানা অগোছালো রাখবেন না। কারণ আপনি হয়তো দ্রুত অফিসে চলে যাবেন। ফেরার পর ক্লান্ত অবস্থায় অগোছালো বিছানা দেখলে স্ট্রেস আরো বাড়বে।

.ঘুম ভাঙার পর আমেরিকানদের মতো কফি বা চা খাওয়ার বদভ্যাস না করাই ভালো। কারণ সকাল শুরু হবে খালি পেটে পানি পান করে। শুরুতেই কফি খেয়ে ডিহাইড্রেশনের পথ সুগম করবেন না।
.ঘরে আলোর ব্যবস্থা এমনভাবে করবেন যাতে সকালে উঠেই মোবাইলে ঘড়ি দেখতে না হয়।
.ঘুম ভাঙার পর ধীরেসুস্থে ঘুমের আড়ষ্ঠতা কাটান। সঙ্গে সঙ্গে জিমে দৌড় দেবেন না।

সূত্র: ইত্তেফাক