ঝিনাইদহে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে অবৈধ মাদকদ্রব্য ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ শনিবার ( ২ নভেম্বর) ভোর ৩টায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের সিনহা কনফেকশনারী দোকানের সামনে বটগাছের নিচে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৩ বোতল ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত আসামী হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩)। এছাড়াও তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকাসহ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।




ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শনিবার (২নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্বাচিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণতান্ত্রিক উপায়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যদের অংশগ্রহণে গত ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত এক প্রার্থী দীর্ঘদিন পর গত ১৯ জুলাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। এছাড়াও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। যা চেম্বারের সংবিধান বহি:র্ভুত।
নির্বাচনে পরাজিত প্যানেলের পরাজিত প্রার্থীর এসব কর্মকান্ড বিজয়ী প্যানেলকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়।

এছাড়াও গত ২০১৫-১৬ বছরে কমিটির নেতৃবৃন্দ চেম্বারের আয় থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের এই অপকর্ম ঢাকতে পরাজিতরা এসব ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি বকুল বাশার, পরিচালক শামসুল আলম, এম এ সামাদ, মোস্তাকিম মনির, মানিক মিয়া, এ এস এম এনায়েতুল্লাহ, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫৩তম জাতীয়  সমবায় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (০২ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ স্টেডিয়ামপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেডের সভাপতি জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা সমবায় অফিসার জাফর ইকবাল, সদর উপজেলা সময় অফিসার শামিমা নাছরিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান।

সেসময় বক্তারা, সমবায়ের দর্শনের যথাযত প্রয়োগ ও বাস্তবায়নের দেশের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য নিরসন করতে সকলকে কাজ করার আহ্বান জানান।




মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাজার প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের আমীর বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওঃ তাজউদ্দিন খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা নায়েবে আমীর মাওঃ মাহবুব-উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ আঃ রউফ মুকুল।

এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




জাতীয় সমবায় পুরস্কার পেল মুজিবনগরের গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

জাতীয় সমবায় পুরস্কার —২০২৩ পেল মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। আজ শনিবার ২ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

রাজধানীর সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

গোপালনগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে পুরস্কার পায়। এ বছর সমিতি হিসেবে ৭টি প্রতিষ্ঠান ও সমবায়ী হিসেবে ৩ জন সমবায়ী এ পুরস্কার পেয়েছেন।

 পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শাহানারা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক কাজী মেজবাহ উদ্দীন আহমেদ,  মোনাটেক যাদুনালা মৎস্য চাষ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রত্নোজ্জল চাকমা।

গোপালনগগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ১৯৯৭ সালে নিবন্ধন নিয়ে ঋণদান শুরু করে। সমিতির বর্তমান সদস্য ৩৮২৩ জন। ঋণ গ্রহণ করেছেন ১৯১১ জন। সমিতির বর্তমান কার্যকরী মূলধন ৩৮ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ১৪৭ টাকা। সমিতিটি ২০২৩ সালে সমিতিটি একই সঙ্গে মুজিবনগর উপজেলা, মেহেরপুর জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করায় সংগঠনের কর্মকর্তা, কর্মচারীসহ সকল সদস্যকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু। তিনি সমিতির উত্তোরত্তর সফলতাও কামনা করেন।




দর্শনায় সাবেক কাউন্সিলহরকে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর আশুর উদ্দীন আশুকে কুপিয়ে জখম করা মামলায় প্রধান আসামি রাশেদকে (৪০) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাশেদ দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুলের ছেলে।

আজ শনিবার (২ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শৈল মারি মাঠে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্ল্যেখ্য গত ২২ অক্টোবর রাত ৮ টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের পাশে জনৈক ওসমান (৩২) এর মুদি দোকানের সামনে সাবেক কাউন্সিলর আগুরউদ্দীন আশুকে কুপিয়ে জখম করে পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ফরমান আলী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭/৮ অজ্ঞাত আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করে যার মামলা নং ১৯।




মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে আবারও গণডাকাতি

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে সড়কে গাছ ফেলে পরিবহন,ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাত দলের হামলায় ট্রাকচালক মুজাহিদুল ইসলাম (২৮) ও হেল্পার হাসান আলী (২৫) গুরুতর জখম হয়। ওই সময় ঢাকা, থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, মালবাহী তিনটি ট্রাক, মাইক্রোবাস, আলগামন (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) সহ রোগীবাহী এ্যম্বুলেন্সও ডাকাত দল হানা দেয়।

আজ শনিবার ( ২ নভেম্বর ) ভোর সাড়ে তিনটার সময় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় শ্যামলী পরিবহন, তিনটা ট্রাক, একটি মাইক্রোবাস সহ আলগামনের যাত্রী ও চালকদের কাছ থেকে প্রায় লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পাথরবাহী ট্রাকের হেল্পার হাসান আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে পাথরবাহী ট্রাক সন্ধ্যায় বামন্দীর উদ্দেশ্যে ছেড়ে আসে। যার রেজিঃ নম্বর পাবনা ড ১১ ১০৪৯। ট্রাকটি রাত সোয়া তিনটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আকুপপুর চেকপোস্ট এলাকা ছেড়ে ১ থেকে দেড় কিলোমিটার সামনে পৌছুলে আগে থেকেই ওঁত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা সড়কের ওপরে দুটি গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি ট্রাক ডাকাতের কবল থেকে বাঁচতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সড়কের গাড়ি থামিয়ে গণডাকাতি শুরু হয়েছে বুঝতে পেরে ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হেল্পারের বাম হাতে ও চালকের ডান হাতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ডাকাতরা ঘন্টা ব্যাপী পরিবহনের যাত্রী ও গাড়ির স্টাফদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির সময় যাত্রীরা পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে কল করলে আধাঘন্টা পর পুলিশের একটি টিম ঘটনারস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। একই কথা জানিয়েছেন ট্রাক ডাইভার আলালউদ্দিন।

যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় ট্রাকের চালক হেলপারকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ ( ওসি) বানী ইসরাইল বলেন, ডাকাতির ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের আটকের জন্য পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে আটক করা হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতেমধ্য রাতে আকুবপুর পুলিশ চেকপোস্ট এলাকায় রাস্তায় গাছ ফেলে একই কায়দায় গণডাকাতির ঘটনা ঘটেছিল। স্থানীয়রা পুলিশের তৎতপরতা চেয়ে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা সভায় বারবার বিষয়টি উত্থাপন করলেও পুলিশ তেমন কোনো পদক্ষেপ না নেয়ায় আবারও ডাকাতির ঘটনা ঘটলো। মেহেরপুর জেলা জুড়ে চলছে ডাকাতি আতংক। সন্ধা হলেই মানুষ রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছেন।




আখেরী মোনাজাতে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা। আজ শনিবার (০২ নভেম্বর) কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মেডিকেল কলেজ হাসপাতালের পাশে জেলা ইজতেমার সমাপনী দিনে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, অগ্রগতি ও কল্যাণসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়।

কুষ্টিয়ায় তিন দিনের জেলা ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন যশোর তাবলীগ জামাতের মুরুব্বির মাওলানা আব্দুর রহমান।

বেলা ১১টা ৫৮ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১২টা ১১ মিনিটে। শনিবার দুপুরে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এক ধর্মীয় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সকালে জেলা ইজতেমায় ফজরের নামাজের পর থেকে আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঈমান, আমল, ইকরামুল মুসলেমিনসহ তাবলিগের ৬ উসুলের ওপর এবং তাৎপর্যপূর্ণ হেদায়েতি বয়ান চলতে থাকে। ধর্মপ্রাণ মুসল্লিরা ধ্যানে মশগুল হয়ে শুনতে থাকেন এসব বয়ান।

পরে ধনী-গরিব এক হয়ে আখেরি মোনাজাতে শরিক হতে কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ ইজতেমার ময়দানে উপস্থিত হন। ছুটে আসেন নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক, কিশোর-শিশু নির্বিশেষে সবাই।

ইজতেমা ময়দানের আশপাশে, বিভিন্ন যানবাহনে বসে মোনাজাতে শরিক হন বহু মানুষ। অনেকেই দূরে থেকে মোবাইল ফোনের মাধ্যমেও মোনাজাতে শরিক হন।

জামাতে বয়ান রাখেন তাবলীগ জামাতের কুষ্টিয়া জেলার আমীর আতিকুর রহমান, ঢাকা কাকরাইল মসজিদের আমীর অলিউল্লাহসহ বিভিন্ন জেলার আমীরগন।

ইজতেমাস্থলে ছিল নানা আয়োজন। নানা ধরনের সেবা দেওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই জেলা ইজতেমা।

এই ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য আলেমগণ। ইজতেমায় শুক্রবার জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তাবলিগ জামাতের আয়োজনে জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৪ এবং ২০১৬ সালে কুষ্টিয়া শহরের হাউজিং চাঁদাগাড়া মাঠে জেলা ইজতিমা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীপাড়ে এবং গতবছর মিরপুর উপজেলার মশান বাজারের সন্নিকটে ইজতেমার আয়োজন করা হয়েছিল। এবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পাশের বিশাল মাঠে এ ইজতিমা অনুষ্ঠিত হয়।




দামুড়হুদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গন এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমবায় সমিতির নেতৃবৃন্দ তাদের সমিতির উন্নয়নমূলক কাজ গুলো তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওঃ মুফতি মোঃ মামুনুর রশীদ।




যমুনা ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : যমুনা ব্যাংক পিএলসি পদের নাম : উপ-ব্যবস্থাপনা পরিচালক পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা : কৌশলগত চিন্তাভাবনা, কার্যকর যোগাযোগ এবং দল পরিচালনার দক্ষতা। অভিজ্ঞতা : ২৫ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন

সূত্র: কালবেলা