মেহেরপুর সীমান্তে বিএসএফ কতৃর্ক কৃষক নির্যাতন, পতাকা বৈঠকে দু:খ প্রকাশ

মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তরক্ষি (বিএসএফ) কতৃর্ক বাংলাদেশী কৃষক নির্যাতনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) এর দু:খ প্রকাশ। আগামীতে এ ধরনের অপ্রিতিকর ঘটনা ঘঠবেনা বলেও বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লে. কর্ণেল মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন। লে, কর্ণেল মোর্শেদ জানান, গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তি মাঠে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর বাংলাদেশী কৃষক আলমগীর হোসেন জমির আইলে বসেছিলেন। এসময় ভারতীয় বিএসএফ সদস্য তাকে লাঠি পেটা করে নির্যাতন করে। এঘটনায় ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) কর্তৃক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়।

আজ বুধবার (১২জুন) সকাল সাড়ে ৯ টার দিকে আন্তজর্াাতিক সীমান্ত পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নোম্যান্স ল্যান্ডে ভারতের ফুলবাড়িয়া বিএসএফ ক্যাম্প ও বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে কৃষক নির্যাতনের কড়া প্রতিবাদ জানালে বিএসএফের পক্ষ থেকে স্বীকার করে দু:খ প্রকাশ করেন। আগামীতে এ ধরণের ঘটনার পূনার্বৃতি হবেনা বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে কাজিপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তি মাঠে আন্তর্জাতিক মেইন পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর জমির আইলে বসে রেস্ট নিচ্ছিলেন বাংলাদেশী কৃষক আলমগীর হোসেন (৩৬)। আলমগীর হোসেনের পাশেই রয়েছে ভারতের মুরুটিয়া থানার গান্ধিনাপুর গ্রামের আবুল শাহ’র কলা বাগান। হঠাৎ কলা বাগানের ভিতর থেকে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের দুই সদস্য এসে আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে। কৃষক আলমগীর হোসেন মারা গেছে ভেবে বিজিবি সদস্যরা পালিয়ে যায়। একই মাঠে কাজ করছিলেন কাজিপুর গ্রামের আরেক কৃষক আফাজুল ইসলাম। পরে আফাজুল ইসলাম অন্যান্য কৃষকদের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

কাজিপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তি ওই ওয়ার্ডের মেম্বর আজগর আলী বলেন, সৌদি প্রবাস ফেরত আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে মারাত্বক আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্বক ক্ষত হয়েছে।

এদিকে বিএসএফ কর্তৃক কৃষককে নির্যাতনের পর ওই মাঠে বাংলাদেশী কৃষকরা কাজ করতে যেতে ভয় পাচ্ছেন বলে জানান স্থানীয় কৃষকরা।




গাংনীতে ফেনসিডিল ফেলে পালিয়েও পার পেলেন না নারী মাদক কারবারী

ফেনসিডিলের চালান নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন নারী মাদক কারবারী তানিয়া আক্তার (৩০)। খবর পেয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক তানিয়া আক্তার গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী।

আজ বুধবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে গাংনী-কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের অদূর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২ এর সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সিনিয়র এএসপি মনিরুজ্জামান জানান, সীমান্তবর্তি ধলা গ্রাম থেকে ফেনসিডিলের চালান নিয়ে পাচারের উদ্যোশে নওপাড়া বাজার নামক স্থানে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে দাঁড়িয়ে থাকা তানিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদ করতেই সে ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে ধরে ফেলা হয়। তার কাছে থাকা ব্যাগের মধ্যে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় ফেনসিডিলসহ তানিয়া আক্তারকে হস্তান্ত করা হয়েছে।




গাংনীতে ব্র্যাক পরিচালিত কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

মেহেরপুরের গাংনীতে ব্র্যাক পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

আজ বুধবার (১২ জুন) দুপুরে গাংনীর ধানখোলা ইউনিয়নের কসবা এলাকায় ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচীর কমিউনিটি পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে একটি সচেতনতামূলক উঠান বৈঠক পরিদর্শন করেন তিনি।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংস্থার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অবগত হন।

এ সময় তিনি উঠান বৈঠক উপস্থিত সকলকে যক্ষা রোগ নির্নয়, স্বাস্থ্য-পুষ্টি সহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন। এ ক্ষেত্রে তিনি সরাসরি বা ব্র্যাকের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য সকলকে বলেন।

এরপরে তিনি ব্র্যাকের কৃত্তিম প্রজনন কর্মসূচীর আওতায় প্রজননকৃত একটি বাছুর পরিদর্শন করেন ও খামারীর সাথে কথা বলেন।

পরিদর্শনকালে ব্র্যাক রেগুলেটরি এফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুপ্রভা রানী, ব্রাক জেলা সমন্বয়ক (বিডিসি) শেখ মনিরুল হুদা, টিবি কনট্রোল প্রোগ্রামের পিও মো: আক্তার হোসেন, ব্র্যাক মাইক্রোফাইনান্স এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ আবিদ হোসেন, টিবি কনট্রোল প্রোগ্রামের মাঠকর্মী তুহিন শেখ, ব্যবস্থাপক (মাইক্রোফাইনান্স-বিসিইউপি) প্রকাশ কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।




শৈলকুপার ভাটই বাজারে ট্রাকের ধাক্কায় যুবকের মৃ*ত্যু

ঝিনাইদহে সিমেন্ট বোঝায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আবীর হোসেন (১২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার শৈলকুপার ভাটই বাজারে এ ঘটনা ঘটে। মৃত আবীর উপজেলার দুধসর চর এলাকার শানু বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাসা থেকে দাদীকে সাথে নিয়ে ভাটই বাজারে ছাগল বিক্রির জন্য এসেছিল আবীর। পথেই রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেছনের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি মোঃ সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




ঝিনাইদহে সংসদ সদস্য আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ-০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ জুন)  দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

সেসময় ফুরসন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে গ্রেপ্তার করায় হত্যার প্রকৃত কারণ উৎঘাটিত হতে যাচ্ছে বলে মনে করি। তারা আরও বলেন, জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যহতি দেওয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্যে যারা সরাসরি জড়িত তারা যেইহোক তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও কালীগঞ্জ শহরে এমপি আনার হত্যার প্রতিবাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেণ এবং নিঃসংশ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।




চাকরি দিবে আকিজ গ্রুপ, কর্মস্থল ঢাকা

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : আকিজ রিসোর্সেস লিমিটেড

পদের নাম : কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট

আবেদনের বয়সসীমা : ২৮ থেকে ৩৫ বছর

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৪ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১১ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিস

আবেদনের শেষ তারিখ : ২৫ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ইংরেজি/সাংবাদিকতা/যোগাযোগ/মার্কেটিং/বিজনেসে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : কন্টেন্ট ম্যানেজমেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, মার্কেটিংয়ের কৌশল এবং ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি বোনাস, গ্র্যাচুইটি, বিমা, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২০৮




মেহেরপুরের আমদহ ইউনিয়নের শিশুবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা ও ঝরে পড়া রোধকল্পে শিশুদের বিদ্যালয়ে আনন্দ মুখর ও অনিয়মিত দুর করতে এবং বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ ও অভিভাবক সমাবেশ এবং সাহেবপুর স:প্র:বিদ্যালয়ে শিশুবরণ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১০ টার সময় অত্র বিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে শিশুবরণ এবং বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের মায়েদের নিয়ে অভিভাবক অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসমত আলী।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া এরিজা কেয়া, জান্নাতুল ফেরদৌস, মোছা: আক্তারুন নেছা , এস.এম.সি
সদস্যবৃন্দ, ওয়াচ সদস্য ও যুব ফোরামের সদস্যগণ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

সভায় অভিভাবকদের দায়-দায়িত্ব ও করণীয়, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে আলোচনা রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

পরে নবীন শিশুদের ফুল দিয়ে ও মিষ্টি মুখ করে বরন করে নেওয়া হয় এবং প্রত্যেক শিশুর হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার অভিভাবক সহ ৬০জন উপস্থিত ছিলেন সঞ্চারনায় ছিলেন মানবাধীকার কর্মী মোছা: কাজল রেখা।




ফলে কী ওজন বাড়ায় চলুন জানি

ফল ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। নিয়মিত ফল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। এছাড়াও ওজন ঝরানোর ডায়েটেও অনেকে খেয়ে থাকেন ফল। তবে সব ধরনের ফল খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে না। তাই ফল খান, তবে বুঝেশুনে।

কলা
শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে কলার ভীষণ কার্যকর। তবে দিনে একটির বেশি কলা খেলে ওজন বেড়ে যেতে পারে। কলায় ক্যালোরির পরিমাণ ১৫০ এবং কার্বোহাইড্রেটের পরিমাণ ৩৭.৫। ফলটি উপকারি হলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে একটার বেশি কলা না খাওয়াই ভালো।

আম
আমকে বলা হয় ফলের রাজা। অনেকে পুরো বছর ধরে অপেক্ষা করে থাকেন আমের জন্য। কিন্তু অতিরিক্ত আম খেলেও ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়। এক কাপ আমেই রয়েছে প্রায় ৯৯ ক্যালোরি। আমে ফাইবারের পরিমাণও বেশি, রয়েছে ভরপুর কার্বোহাইড্রেটও। তাই ওজন কমাতে চাইলে বেশি আম না খাওয়াই ভালো।

আনারস
জ্বর হলেই বাড়িতে ডাক পড়ে আনারসের। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই ফল যত্ন নেয় শরীরের। শরীরে পানির ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। আনারসে রয়েছে প্রচুর ক্যালোরি সেইসাথে কার্বোহাইড্রেটের পরিমাণও কম নয়। তাই বেশি আনারস খেলে তাই ওজন বাড়ার আশঙ্কা থাকে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

“আসুন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি: শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরের প্রধান শিক্ষক এস এম আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসী মোকাদ্দেস হোসেন, গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন অনুষ্ঠানে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন গুডনেইবারর্স শিশু পরিষদের সভাপতি রোকেয়া খাতুন।

অনুষ্ঠানের আগে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর শিক্ষার্থীদের মাঝে “নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিবেশের বর্তমান অবস্থার জন্য দায়ী” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল দুটি থেকে পক্ষে ও বিপক্ষে তিন জন করে শিক্ষর্থী অংশগ্রহন করে।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান কারী মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।




গুগলের নতুন ফিচার এখন অ্যান্ড্রয়েডে

প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ৭টি নতুন ফিচার চালু করা হয়েছে।

এখন থেকে গুগল মেসেজের অধীনে আরসিএস মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনো ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের ওপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প আপশন এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে। তা নাহলে আর এই বিকল্পটি কাজ করবে না।

ইনস্ট্যান্ট হটস্পট :এ সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ইমোজি :অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরো নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরো নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে চ্যাটিং হবে আরো মজাদার।

গুগল হোম ফেভারিট উইজেট :এর সাহায্যে খুব সহজেই স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসের হোম স্ক্রিনে ‘গুগল হোম ফেভারিট উইজেট’ যুক্ত করার বিকল্প পাবেন। এর ফলে গুগল হোম অ্যাপ চালু না করে ফোনের স্ক্রিন থেকেই সহজে স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

গুগল হোম ফেভারিট টাইল অন ওয়্যার ওএস :ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচের ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ওয়াচ ফেসে ‘গুগল হোম ফেভারিট’ যুক্ত করতে পারবেন। মূলত পার্সোনালাইজড ইউজার অভিজ্ঞতা দিতেই এই ফিচার নিয়ে আসা হয়েছে। এই বৈশিষ্ট্যটি ওয়্যারেবল থেকেই স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট :ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ থেকে ব্যবহারকারীরা সরাসরি পেপাল অ্যাপ ব্যবহার করে অর্থপ্রদান করতে পারেন। ‘গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট’ বর্তমানে জার্মান এবং মার্কিন ওয়ালেট ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।

ডিজিটাল কার কি : ডিজিটাল কার কি সেবার পরিধি বাড়াচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা আরো ভালো আনলক সিকিউরিটি সিস্টেমের সুবিধা পাবেন। বর্তমানে নির্বাচিত কয়েকটি ‘মিনি’ মডেলের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে। তবে খুব শিগগিরই এ সুবিধাটি মার্সিডিজ বেঞ্জ ও পোলেস্টার গাড়িতে ব্যবহার করা যাবে। ডিজিটাল কার কি ব্যবহার করে ফোনের সাহায্যেই গাড়ি চালু, লক ও আনলক করা যাবে।

সূত্র: ইত্তেফাক