দামুড়হুদায় সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দামুড়হুদায় প্রায় ৩৭ কোটি টাকা ব্যায়ে লোকনাথপুর টু কার্পাসডাঙ্গা ভায়া সুবলপুর ফেরিঘাট এবং দামুড়হুদা টু লক্ষীপুর হাঁট সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় দামুড়হুদা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তার শুভ উদ্বোধন কালে এমপি আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই রাস্তাটা হবে পাথরের রাস্তা। রাস্তাটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের খুবই উপকার হবে। বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। যার ফলস্বরূপ পাথরের রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমাদের জনম কেটে যাবে তার পরেও রাস্তার কিছু হবেনা। সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মেদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ূব আলী স্বপন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম রায়হান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনীতে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ।




দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই শ্লোগান কে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে।

দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নূরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন।

পরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন।




গাংনীর কাথুলী ইউপিতে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে)  সকাল ১১ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের বিশেষ এ সভায় গৃহীত ২০২৪-২৫ অর্থবছরের চুড়ান্ত প্রস্তাব,আলোচনা ও সিন্ধান্ত গ্রহন করেন।

এ সভায় ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে কাথুলী ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখার আহমেদ, সহকারী সচিব আসলাম হোসেন, ১নং ওয়ার্ড কাথুলী ইউ পি সদস্য বাবুল হোসেন,২ নং ওয়ার্ড গাড়াবাড়ীয়া ইউ পি সদস্য জিনারুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সহগলপুর ইউ পি সদস্য আশরাফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড রামকৃষ্ণ পুর ধলা ইউপি সদস্য আনারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড রাধাগোবিন্দপুর ধলা ইউপি সদস্য ফারুক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড খাসমহল ইউপি সদস্য হুসাইন মোহাম্মদ, ৭নম্বর ওয়ার্ড লক্ষীনারায়নপুর ধলা ইউপি সদস্য আজমাইন হোসেন, ৮ নম্বর ওয়ার্ড মাইলমারী ইউপি সদস্য কাবের আলী, ৯ নম্বর ওয়ার্ড নওপাড়া ইউপি সদস্য আনারুল ইসলাম সহ সুশীল সমাজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকসহ বিভিন্ন পেশা পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখার আহমেদ ২০২৪-২৫ বাজেট ঘোষনায় সকলের উপস্থিতে জানান ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের আয়ব্যায় ধরে একবছরের বাজেট প্রনয়ন হয়েছে ১,৫০,৯৭,৫০০(এক কোটি পঞ্চাশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত টাকা মাত্র) আইন-২০০৯ এর ভিত্তিতে অত্র ইউনিয়ন রেইট,ট্যাক্স, টোল, ব্যবসা-বাণিজ্য, সিনেমা নাটক ইত্যাদি প্রমোদ মূলক অনুষ্ঠানমালা ট্রেড লাইসেন্স পারমিট ইত্যাদির উপর ধার্য করা হয়েছে।

পরিশেষে সভার সভাপতি কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা সকলের উদ্দেশ্য জানান, আমি সহ আমার মেম্বার বৃন্দ সকলে আপনাদের সেবক হিসেবে ৫ বছরের জন্য দায়িত্ব নিয়েছি। আপনাদের সঠিক মাত্রায় সেবা পৌছে দেওয়া আমাদের যেমন দায়িত্ব তেমনি এ দেশের নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব কর্তব্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী দিনের ইউনিয়ন পরিষদের সকল প্রকার কাজে আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন বলেই সভার সমাপ্তি ঘোষনা করেন।




ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম নবী লস্করের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সোমবার রাতে ঘুর্ণিঝড় রিমেলে কৃষক শরিফুলের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। বুধবার সকালে বাড়িতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




ঝিনাইদহে এইচআইভি প্রতিরোধ জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা

ঝিনাইদহে সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে মুক্ত আকাশ বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা।

সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: গুলশান আরা, শিশু রোগ বিশেষজ্ঞ ডা আনোরুল ইসলাম।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন মুক্ত আকাশ বাংলাদেশের এম এন্ড অফিসার সেলিমুজ্জামান। পরিচালনা করেন মুক্ত আকাশ বাংলাদেশের ঝিনাইদহের ম্যানেজার সুকেশ চন্দ্র মন্ডল। সভায় মাদকদ্রব্যের কুফল তুলে ধরে এইচআইভি এইডস রোধে সকলকে সচেতন করার আহ্বান জানান। সেই সাথে এইচআইভিতে আক্রান্ত রোগীদের মানবিক অধিকারে কাজ করার পরামর্শ দেন।




ঝিনাইদহে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম, গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: মোঃ আলাউদ্দিন, জুনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল্লাহেল কাফী, ডা: মার্ফিয়া খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা: গুলশান আরা লিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, মা ও শিশু মৃত্যু প্রতিরোধে হাসপাতালে সন্তান প্রসাবের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে নিরাপদ মাতৃত্বের জন্য সুসংগঠিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃসেবা চালু করতে পারলে বেশির ভাগ মাকেই নিরাপত্তা জালের মধ্যে আনা সম্ভব।




মেহেরপুরে পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ সভা

মেহেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির কর্মকর্তা, সুপারভাইজার ও শিক্ষকদের সম্পৃক্তকরণের লক্ষ্যে সার্বজনীন পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায়

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ তানভীর হাসান রুমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম হাসান।

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদের সঞ্চালনায় এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো সুরুজ্জামান, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

মেহেরপুরে জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভা আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

আলোচক হিসেবে আলোচনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান।

এছাড়াও এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ,ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে শিক্ষক প্রশিক্ষণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এসময় জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান,জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ,ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




অক্সফামে চাকরির সুযোগ

বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। প্রতিষ্ঠানটি তাদের ঢাকায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ‘প্রোগ্রাম ম্যানেজার-বিআইডিফোরসিজে’ পদে কর্মী নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : অক্সফাম

পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার-বিআইডিফোরসিজে

পদসংখ্যা : ১টি

কর্মস্থল : ঢাকা

কর্মঘণ্টা : সাপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

অভিজ্ঞতা : ৭ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

বেতন : ২৯ লাখ ১৮ হাজার ২৫৫ টাকা (বছরে)

আবেদনের শেষ সময় : ৮ জুন, ২০২৪

যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যানিটারিয়ান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : নেতৃত্বের সক্ষমতা, অ্যানালিটিক্যাল দক্ষতা, যোগাযোগে দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্ত্রী, সন্তানসহ কর্মীর চিকিৎসা সুবিধা, ছুটি ও বিমার সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।