ইবনে সিনায় চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি মাইক্রোবায়োলজি (ন্যাচারাল মেডিসিন) বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

রোববার (২০ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম : এক্সিকিউটিভ বিভাগ : মাইক্রোবায়োলজি (ন্যাচারাল মেডিসিন) পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : মাইক্রোবায়োলজিতে এমএসসি অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৪ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ২৫ থেকে ৩০ বছর

কর্মস্থল : গাজীপুর বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




দামুড়হুদায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাছীরা

পারদর্শী গাছিদের নিপুণ হাতের ছোঁয়াতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খেজুর গাছের পরিচর্যা। দামুড়হুদায় বিভিন্ন গ্রামের গাছীরা খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ আামদের বাংলাদেশ।দেশের ঋতু গুলোর রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য। আর এ ঋতু বৈচিত্র্যের পরিবর্তনের জন্য রাতের শেষে জানান দিচ্ছে শীত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতিতে বইতে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা।শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছেন শীত। প্রকৃতি সেজেছে অনিন্দ্য সুন্দর রূপে। প্রাম- বাংলার ঐতিহ্যবাহী অবহেলিত এ খেজুর গাছগুলোকে নতুনরূপে সাজিয়ে তোলার প্রস্তুতি শেরে গাছ থেকে খেজুরের সুমিষ্ট স্বাদের রস আহরণের প্রস্তুতিতে দামুড়হুদায় গাছীরা।

ইতিমধ্যেই উপজেলার সকল গ্রামের গাছিরা হাতে দা কোমরে দড়ি ও হাতের নিপুণ ছোয়াতে গাছ চাঁচাছোলার কাজ শুরু করেছেন।শীতের দিন মানেই গ্রামীণ জনপদের মানুষের মাঝে খেজুর রস আর রস থেকে তার গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটুকু তৃপ্তির তা বলে বোঝানো যাবে না। পাড়ায় পাড়ায় খেজুর রসের পিঠা এবং পায়েসতো খুবই মজাদার। আর ক’একদিন পরই সংগ্রহ করা হবে রস, রস থেকে শুরু হবে পাটালি ও গুড় তৈরির পর্ব। চুয়াডাঙ্গা জেলার রস ও গুড়ের সুনাম অর্জন রয়েছেন দেশব্যাপী।

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনী পুর গ্রামের গাছী জসিম উদ্দীন গ্রামের রাস্তার পাশে মাজায় মোটা দড়ি,হাতে কাচি নিয়ে খেজুরের গাছ ঝুড়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এসময় তার কাছে গিয়ে এ বছরের কয়টি খেজুর গাছ রয়েছে জানতে চাইলে তিনি বলেন,নিজের গাছ রয়েছেন ৫০ টি অন্যের কাছে থেকে নিয়েছি ৭০ টি। এবছর মোট ১২০ টি গাছ থেকে রস সংগ্রহ কারা হবে।

ইতিমধ্যেই গাছের পরিচর্যা শেষের পথে।অন্যের কাছ থেকে ৭০টি গাছ নেওয়ার জন্য প্রতিটি গাছের জন্য ১ কেজি করে মোট ৭০ কেজি গুড় দেওয়া লাগবে।রস সংগ্রহের জন্য গাছের সকল পরিচর্যা শেষের পথে। শীতের এ মৌসুমিতে পুরোদমে চলবে রস সংগ্রহ শেষে গুড় তৈরির প্রস্তুতি। গুড় থেকে তৈরি করা হবে পাটালি। রস থেকে গুড় তৈরির এ পর্ব চলবে ফ্লাল্গুন মাস অবধি। একই গ্রামের গাছী জিয়ারুল হক বলেন আমার ৯০টি খেজুর গাছ রয়েছে, গাছীরা এবার মজুরী নিচ্ছে ১০০০টাকা মজুরীর দাম বেশি হওয়ায় আমি নিজের গাছ নিজেই চাঁচাছোলা করছি। হেমন্তের প্রথমে দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী গুড়ের হাট জয়রামপুর ষ্টেশন বাজার ও সরোজগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে গাছিরা তাদের গুড় নিয়ে আসবেন বাজারে বিক্রি করতে।এসকল গুড়ের হাট থেকে দেশের বিভিন্ন স্থানের গুড় ব্যবসায়ীরা পাইকারি দরে গুড় কিনে ট্রাক,আলামসাধুর মাধ্যমে চলে যাবেন তাদের গন্তব্য স্থলে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার চারটি উপজেলার মোট ২ লাখ ৪৮ হজার ৯৬০ টি খেজুর গাছ রয়েছে।এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯৩ হাজর ৪৫০, আলমডাঙ্গায় ৩৫ হাজার ৩১০ টি, দামুড়হুদা উপজেলার ৮৩ হাজার ও জীবননগর উপজেলার ৩৬ হাজার ৫০০ টি খেজুর গাছ রয়েছে। জেলা থেকে এ বছরে ২ হাজর ৫০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা অর্জনে আশাবাদী। এ জেলার গুড় সুস্বাদু হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকেন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের “মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ মাসুম আব্দুল্লাহ’র সাথে কথা বললে তিনি বলেন, গাছিদের গাছ কাটার কাজটি একটি শিল্প। এ জন্য শীত মৌসুমে আসার সঙ্গে সঙ্গে দক্ষ গাছিদের কদর বেড়ে যায় । গাছের রস গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ রক্ষাসহ নতুনভাবে রোপণের উদ্যোগ নেয়া জরুরি। তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশে পরিকল্পিত ভাবে খেজুর গাছ রোপন ও সংরক্ষণের দরকার। কারণ এ গাছটি অন্যান্য গাছের তুলনায় অধিক গুরুত্ব বহন করেন, অর্থনৈতিক ভাবে বিশেষ ভূমিকা পালন করে চলেন।তাছাড়া খেজুরের ঐতিহ্য ধরে রাখতে দেশি চারার পাশাপাশি বিদেশি চারাও রোপন করা প্রয়োজন। তবে বর্তমান দেশের বিভিন্ন স্থানে খেজুরের জন্য বিদেশি গাছ লাগানো হচ্ছে।




ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার

এই প্রথম মোটরসাইকেলে সংযুক্ত হলো গাড়ির গিয়ার। নতুন প্রযুক্তির এ বাইক তৈরি করছে অস্ট্রিয়ার কোম্পানি কেটিএম। এতে যুক্ত করা হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)।

সম্প্রতি অস্ট্রিয়ার অটোমোবাইল কোম্পানিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কিছুদিন পরেই ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এই প্রদর্শনীতে পাঁচটি বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বর্তমানে কয়েকটি বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে। এদিকে কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার দেখানো হয়নি। ফলে এটি এএমটি গিয়ারবক্সের ইঙ্গিত দিচ্ছে।

বেশ কিছু দিন ধরেই বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করছে হোন্ডা। আবার ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ বাজারে এনেছে।

আর বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি প্রযুক্তি ব্যবহার করে আসছে। ফলে কেটিএমের আসন্ন প্রযুক্তি বাজারে সাড়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: কালবেলা




মেহেরপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর সরকারি কলেজের পিছন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক বয়স ৫০) মরদেহ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আমগাছের ডালের সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা ৪/৫ দিন আগে মারা গেছেন ওই ব্যক্তি।

আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর দুইটার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সাথে ঝোলানো রয়েছে। তার পরা লুঙ্গিটিও গলায় জড়ানো। তারা ধারণা করছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। পুজার টানা কয়েকদিনের ছুটি শেষে আজ রবিবার কলেজটি খোলা হয়েছে। এই ক’দিন নির্জন থাকায় এই ঘটনাটি ঘটতে পারে। তার শরীরের অসংখ্য পোকা লাগায় চেনার কোনো অবস্থা নেই বলে জানান প্রত্যক্ষদর্শিরা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে বিকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের একটি ডালের সাথে রশির সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরোতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।




শোরুম উদ্বোধনে শাকিবের সঙ্গী হবেন পূর্ণিমা-শ্রাবন্তী

ঢালিউড মেগাস্টার শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন। এরপর থেকেই তাকে নিয়ে মরুর এই দেশে চলছে নানা পরিকল্পনা। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন দেশের সেরা এ নায়ক।

সম্প্রতি দুবাইয়ের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দেশটিতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। এছাড়া তাদের সঙ্গে একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন করতে সেখানে যোগ দেবেন তারা।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরু হবে। দুবাইয়ের অনুষ্ঠান শেষ করেই শুটিংয়ে অংশ নেবেন শাকিব।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় গলা কেটে এক নারীকে হত্যা

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে অঞ্জলি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জলি খাতুন দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার গহেশের স্ত্রী ও পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত. মেঘনাথের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী এ খুনের তথ্য নিশ্চিত করে বলেন, এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।




৩৬ বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

১৯৮৮ সালে ভারতের মাটিতে সবশেষ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দীর্ঘদিন ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে জয়হীন ছিল কিউইরা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাঁটিয়ে অবশেষে ভারতের মাটিতে টেস্টে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

বেঙ্গালুরু টেস্টে প্রথম দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় নিউজিল্যান্ড। দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয় ভারত।

জবাবে রাচীন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৪০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৭ বলে ১৩৪ রান করেন রাচীন। ৩৫৬ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ায় ভারত।

৩৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শরফরাজ খান ও রিঝভ পন্থের ব্যাটে লড়াই করে ভারত। সেঞ্চুরি তুলে নেন শরফরাজ। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন পন্থ।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। ১০৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শরফরাজ ১৯৫ বলে ১৫০ ও পন্থ ১০৫ বলে ৯৯ রান করেন। হেনরি ও উইলিয়াম নেন ৩টি করে উইকেট।

১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রাচীন ও উইল ইয়ং এর ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় কিউইরা। ইয়ং ৭৬ বলে ৪৮ ও রাচীন ৪৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন

মেহেরপুর জেলাধীন মেহেরপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়েছে।

জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেকের আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেহেরপুর সাধু বার্ণবার গির্জা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।

বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা উমেদীন আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনার আগে ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে, মুক্তিযোদ্ধা ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়। গঠিত মুক্তিযোদ্ধা ইউনিয়ন সমন্বয়কদের মধ্যে মেহেরপুর পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ পাতান, কুতুবপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহন আলী, বুড়িপোতা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, আমদহ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌফিক আলী, পিরোজপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ কদম আলী, বারাদী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী, আমঝুপি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওছার আলী, শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে ইউনিয়ন সমন্বয়ক করা হয়েছে।




আলমডাঙ্গায় দোকানের শাটার ভেঙে মোবাইলসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

আলমডাঙ্গা উপজেলার একটি দোকান থেকে ৩৫টি স্মার্ট মোবাইল ফোন, রিচার্জ কার্ডসহ নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার সব বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গতকাল শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারের রোজি টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় ওই দোকান পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) মাসুদুর রহমান।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় মার্কেটের সবাই দোকান বন্ধ করে চলে যান। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় পাশের দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙা। পরে রোজি টেলিকমের মালিক মজিবুলের মোবাইল ফোনে জানালে তিনি তার দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে।

দোকান মালিক মজিবুল ইসলাম বলেন, আমার দোকান থেকে ৩৫ টি স্মার্ট মোবাইল, রিচার্জ কার্ড ও নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আমি আইনগত ব্যবস্থা নেব।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, চুরির ঘটনায় দোকানের সিসি ক্যামেরার মেমোরি কার্ড থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




আলমডাঙ্গার রায়সায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

আলমডাঙ্গার রায়সায় শিখা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়া প্রবাসী স্বামীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগে থানায় অপমৃত্যু মামলা করেছে তাঁর পরিবার। শিখা খাতুন উপজেলার রায়সা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হারুনের স্ত্রী।

স্থানীয়রা জানান , শিখা খাতুনের সঙ্গে ১৩ বছর আগে খাসকররা ইউনিয়নের হারুন (৪০) সঙ্গে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুন গত ৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি তার স্ত্রী শিখা খাতুনের বড় বোন ঘিন্না খাতুন (৩৮) সঙ্গে মোবাইলে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। গত ১ বছর আগে হারুন দেশে ছুটিতে আসেন। ওই সময় বিষয়টি জানতে পেরে শিখা খাতুন প্রতিবাদ করলে স্বামী হারুন তাঁকে মারধর করেন।

এদিকে, গত কয়েকদিন আগে ঘিন্না খাতুন হারুনের সঙ্গে একাত্ম সময় কাটানো ছবি শিখার মোবাইলে পাঠায়। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় । গতকাল শুক্রবার রাতে ছেলে হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায় শিখা ।

আজ শনিবার ভোররাতে শিখা তার ছেলেকে বিছানায় রেখে ঘরের আড়ার সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত শিখার আরেক বোন জবেদা খাতুন বলেন, শিখার স্বামীর সঙ্গে বড় বোন ঘিন্নার অবৈধ সম্পর্কের জেরে তাদের দাম্পত্য জিবনে কোলাহলের সৃষ্টি হয় । এ নিয়ে তার বোন মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজ শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহালও নেওয়া হয়েছে।