ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভীড়, কেন্দ্রের ভিতরে ভোটার শুন্য

ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভীড়, ভোট কেন্দ্রের ভিতরে ভোটার শুণ্য। উপজেলা নির্বাচন, আয়োজনের কমতি নেই, শুধু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

সকাল নয়টা, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের দেখা নেই। পুরো কেন্দ্র ফাঁকা। বুথে প্রার্থীর এজেন্ট আছেন, পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার আছে। বাইরে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় পার করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে আজ সকালের চিত্র এটি।

প্রিসাইডিং কর্মকর্তা রাসেল মোস্তাফিজ বলেন, ” কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যাবে ভেবেছিলাম। কিন্তু তা হয়নি।’

তবে, কিছুক্ষণ পরেই ভোট দিতে আসেন, প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, সাবেক এমপি মকবুল হোসেন ও সাবেক মেয়র আশরাফুল ইসলাম।

এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার দায়িত্বে আছেন ১৭ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য। সব চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে দেখা গেছে।

গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল আটটায় ভোট শুরু হয়ে প্রথম দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৭০টি। এখানে মোট ভোটার ২৪৬৩। দুই ঘন্টায় ২.৮৪২ শতাংশ ভোট পড়েছে এখানে। বেলা ১২ টার দিকে সাহারবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে ১০০ ভোট পোল হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২৫৯৯। চার ঘন্টায় এখানে ভোট পোল হয়েছে ৪ শতাংশ। একই সময়ে সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩১৬৮ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১০৬ জন। যার শতকরা হার ৩.৩৪ শতাংশ। বেলা ১১ টার সময় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পোল হয়েছে ২৪৭। এখানে মোট ভোটার সংখ্যা ৩২১৬।

সকাল ১২ টার সময় হিজলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোল হয়েছে ৬৫ ভোট। এখানে ভোটার সংখ্যা ১৯৬০। বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১ টার সময় ভোট পোল হয়েছে ১০৪। যেখানে ভোট সংখ্যা ২৬৬৭। করমদি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১২ টার সময় পোল হয়েছে মাত্র ৪৭ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ২০৪৪। বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১০ টার সময় ভোট পড়েছে মাত্র ৪৫। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৮৮। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১ টার সময় ভোট পোল হয়েছে মাত্র ৫২। যেখানে ভোটার রয়েছে ৫২। করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১২ টার সময় ভোট পড়েছে ৩২। কুতুবপুর স্কুল এন্ড কলেজ ভোট

বেলা দেড়টার সময় ভোট পোল হয়েছে ২৫০। যেখানে ভোটার রয়েছে ১৮৬৭। বেলা ১২ টার সময় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একই সময় ভোট পোল হয়েছে ৪৩৩। এখানে ভোটার সংখ্যা ১৯৫১।

সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি খুবই কম। পোলিং এজেন্টসহ অন্যরা অলস সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা নেই।

তবে, গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, বেলা দুইটা পর্যন্ত শতকরা ২১ শতাংশ ভোট পড়েছে।




একসঙ্গে ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট চালানো যাবে

ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই প্রয়োজনে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বারবার আলাদা অ্যাকাউন্টে লগিন করাটা ঝামেলাপূর্ণ। ইনস্টাগ্রাম অ্যাপেই কিন্তু একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। চলুন পদ্ধতিটি জেনে নেই:

শুরুতে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। নিচে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। পরের পেজের ওপর প্রদর্শিত তিনটি রেখা মেনুতে ট্যাপ করুন। প্রদর্শিত অপশন থেকে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করুন। এরপর প্রোফাইলস নির্বাচন করুন।

এরপর পরের পেজে লগইন করা প্রোফাইল দেখা যাবে। নিচে থাকা অ্যাড অ্যাকাউন্টস নির্বাচন করুন। আলাদা একটি পেজ চালু হবে। সেখানে অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করুন। এভাবে আরও অ্যাকাউন্ট যোগ করা যাবে।

একাধিক অ্যাকাউন্ট যোগ করার পর সেসব অ্যাকাউন্টে প্রবেশের জন্য প্রোফাইলে ট্যাপ করে লগইন করা অ্যাকাউন্টের তালিকা দেখবে। যে অ্যাকাউন্টে লগিন করতে চান সেটি ট্যাপ করলেই সেই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাস কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে সাইদুল ইসলাম (৩৬) নামের এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামিম।

দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে। তিনি একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম  ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনীর সহকারী ভূমি কমিশনার নাদির হোসেন শামিম আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।




এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের দুই দিন পরেই প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাবর আলী।

আজ মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী লোৎসের চূড়ায় দাঁড়ান।

বাবর আলীর লোৎসে জয়ের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান।

ফারহান জামান বলেন, আজ ভোরে বাবর আলী লোৎসে জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাবর আলীই প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত সামিট করেছেন।

বাবর আলী সুস্থ আছেন । আজ তিনি রওনা দিয়ে ক্যাম্প-৪ এ এসে পৌঁছাবেন বলে আশা করছি বলে আরও জানান ফারহান জামান।

লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট (৮ হাজার ৫১৬ মিটার)।

এর আগে গত রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।

জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন বাবর। ভালো চাকরিও করেছেন, কিন্তু ডাক্তারীর মত লোভনীয় পেশা তাঁকে আটকিয়ে রাখতে পারেনি, হয়েছেন পরিব্রাজক ঘুরেছেন পাহাড় থেকে পাহাড়ে। পায়ে হেঁটে ঘুরেছেন বাংলাদেশের ৬৪ জেলা, বাইসাইকেল চালিয়ে বেড়িয়েছেন ভারতের উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। আরোহণ করেছেন হিমালয়ের দাবা আবলাম পর্বত।

বাবর আলীর ঘনিষ্ট মেহেরপুরের মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু। তিনি বলেন, ঘটনাক্রমে ২০১৯ সালে ছেলেটির সাথে আমাদের পরিচয় হয়। তারপর থেকে কয়েকবার মেহেরপুর এসেছেন এবং আমাকে ধন্যকরে আমাদের বাসায় রাত্রিযাপনও করেছেন, অনেক বিষয়ে কথা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি একই সাথে হিমালয়ের দুটি সর্বোচ্চ পর্বতে আরোহণ করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন এটা আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত।




গাংনী উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন। আজ সকাল আটটা থেকে উপজেলার ১০৭টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ।

শুরুর দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলে বেশিরভাগ উপকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ভোট গ্রহণ তারিখ কর্মকর্তারা। তবে ভোটকেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক না থাকায় বিএনপি’র এক প্রার্থী এবং আওয়ামী লীগের ৭ প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।

ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।

৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা । এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। মোট ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ভোট কক্ষ, ভোট কক্ষের বাইরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনছার ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি এবং র‌্যাব।

এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম নির্বাচনী আইন শৃংখলা রক্ষায় মাঠে রয়েছেন।




দামুড়হুদার কুমারীদহে রাস্তা ফ্লাটসোলিং কাজের উদ্বোধন

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা হতে কুমারীদহ গ্রাম অভিমুখে রাস্তা ফ্লাটসোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন।

জেলা পরিষদের অর্থায়নে জয়রামপুর কাঁঠালতলা হতে কুমারীদহ গ্রাম অভিমুখে ২৫ লাখ টাকা ব্যায়ে ৫১৩ মিটার রাস্তা ফ্লাটসোলিং হবে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনিার্মাণের বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, আপনাদের চলাচলের সুবিধার জন্য যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর মহাদয়ের জেলা পরিষদের মাধ্যমে অর্থায়ন করা হলেও এ টাকা আমারও না এমপি সাহেবেরও না। এ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনারা প্রধানমন্ত্রীর জন্য বেশী বেশী দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মোছা. আনিছা খানম, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাদিক এন্টার প্রাইজের স্বত্তাধিকারী আব্দুল-আল-কাইয়ুমসহ স্থাানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাবুল আক্তার।




দামুড়হুদায় গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন কৃষক

দামুড়হুদার ডুগডুগী পশুরহাটে গরু কিনতে এসে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট হয়েছে এক ব্যক্তির। অজ্ঞান ব্যক্তিকে বাসের হেলপার ও কনট্রাকটর ধরাধরি করে কাঁঠালতলা বাজারে নামিয়ে দেয়।

আজ সোমবার দুপুর ১ টার দিকে এঘটনা ঘটে। অজ্ঞান ব্যাক্তি হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের মকসেদ আলী’র ছেলে জয়নাল আবেদিন (৫০)। তিনি ডুগডুগী পশুহাটে গরু কেনার জন্য আসছিলেন।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের জয়নাল আবেদিন গরু কেনার জন্য যানবাহন বাসে উঠে

দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে আসছিলো। তার কাছে গরু কেনার জন্য নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিলো। বাসের মধ্যে সুযোগ বুঝে অজ্ঞান পার্টিরা কোন এক সময় লোক চক্ষুর আড়ালে জয়নাল আবেদিনকে অচেতন বস্তুদ্বারা অজ্ঞান করে লুঙ্গির ট্যার কেটে নগদ টাকা নিয়ে সটকে পরে। বাসের লোকজন অজ্ঞান দেখে তাকে কাঁঠালতলা বাজারে নামিয়ে দেয়। অজ্ঞান ব্যক্তির কাছে একটি বাটম ফোন ছিলো। ঐ ফোন দিয়ে স্থানীয়রা তার পরিবারের সাথে যোগাযোগ করে। পরে তাকে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে তার ছেলে বলেন, আমার আব্বা গরু কেনার জন্য ডুগডুগি পশুহাটে এসেছিলো। হাটে আসার সময় আমার আব্বার সাথে আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আব্বা বল্লো আমার সাথে লোকজন আছে তারা যাবে তোমার যেতে হবে না। আব্বা সুস্থ হলে জানাযাবে তার আসলে কি হয়েছিলো। সে অনুযায়ী পরবর্তীতে আইনের সাহায্য গ্রহণ করবো।




সেলস ম্যানেজার নেবে এসিআই

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্যাভলন/এরোসল/পোর্টফোলিও বিভাগ ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

পদ ও বিভাগের নাম : এরিয়া সেলস ম্যানেজার, স্যাভলন/এরোসল/পোর্টফোলিও

আবেদনের বয়সসীমা : ৩০ থেকে ৩৫ বছর

পদসংখ্যা : ৪টি

কর্মস্থল : ঢাকা, খুলনা, সিলেট

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৫ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি

অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বেতন পর্যালোচনাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮




গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি’র ব্রিফিং

আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় ১০৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাংনী উপজেলা মোট ১ হাজার ৪৭২ জন সদস্য মোতায়েন করেছে। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোট ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ১৭ মে থেকে অঙ্গীভূত হয়ে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুইজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন। কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিগণ (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ লাঠিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অত্র জেলার দু’টি উপজেলায় প্রায় দুই হাজার জনবল অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এবারও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার সদস্য-সদস্যাগণ নির্বাচনি বিধি মেনে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।




আইওএস ১৮ নতুন ফিচার ঘোষণা

সম্প্রতি আইফোনের অপারেটিং সিস্টেম ‘আইওএস’-এর জন্য কয়েকটি নতুন ফিচার দেখিয়েছে অ্যাপল। এর মধ্যে রয়েছে এমন এক অভিজ্ঞতা, যা গাড়িতে ফোন ব্যবহারের সময় যাত্রীদের অসুস্থ হওয়ার প্রবণতা বন্ধ করতে পারে।

বুধবার ‘ভিয়েকল মোশন কিউস’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টেক জায়ান্ট কোম্পানিটি, যা তৈরি হয়েছে চলন্ত গাড়িতে যাত্রীর ‘মোশন সিকনেস’ বা গতিবিধির অসুস্থতা কমানোর লক্ষ্যে।

ফিচারটি চালু করলে স্ক্রিনের বিভিন্ন প্রান্তে কিছু ‘অ্যানিমেটেড ডট’ দেখা যাবে, যেগুলো গাড়ির গতিবিধির সঙ্গে তাল মিলিয়ে ঘুরতে থাকে। অ্যাপল বলছে, এর মাধ্যমে ফোনের সেন্সর সংশ্লিষ্ট জটিলতা কমে আসবে।

এইসব চলমান বিন্দু ফোনের কাজে হস্তক্ষেপ না করেই গাড়ির গতিকে অনুকরণ করবে। ফলে, গাড়ির পেছনের সিটে বসে ব্যবহারকারীরা আরো আরামে স্ক্রিনের লেখা পড়তে বা গেইম খেলতে পারবেন।

এর আগের এক গবেষণায় উঠে এসেছে, মোশন সিকনেস মূলত দেখা যায় মানুষের দৈহিক অনুভূতির সঙ্গে চোখ দিয়ে দেখা দৃশ্যের অমিল ঘটলে।

নতুন ফিচারটি ১৬ মে ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’র আগে ঘোষণা করা বিভিন্ন আপডেটের অংশ। আর এ বছরের শেষ নাগাদ আইফোন ১৬’র সঙ্গে আইওএস ১৮’র অংশ হিসেবে এটি প্রকাশ পেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

এতে আইফোন ও আইপ্যাডের সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ব্যবহারকারী কখন চলমান গাড়িতে আছেন, তা শনাক্ত করা যায়। আর ফোনের কন্ট্রোল সেন্টার থেকেই ফিচারটি চালু বা বন্ধ করা যাবে।

নতুন মোশন সিকনেস ফিচারের পাশাপাশি আইফোন ও আইপ্যাডে ‘আই ট্র্যাকিং’ নামের সুবিধা আনছে অ্যাপল, যার মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যবহারকারীরা শুধু চোখ দিয়েই ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।

অ্যাপল বলছে, ফিচারটি এআইয়ের মাধ্যমে চলবে ও ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নিজের চোখ ব্যবহার করেই গাড়ির গতিবিধি ‘নেভিগেট’ করতে, বিভিন্ন কনটেন্টের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং স্ক্রিনের ওপরে ও নিচে সোয়াইপ করতে পারবেন।

‘মিউজিক হ্যাপটিক্স’ নামের আরো একটি নতুন ফিচার আনছে অ্যাপল। এতে ব্যবহার করা হয়েছে আইফোনের ‘ট্যাপটিক ইঞ্জিন’ নামের সুবিধাটি, যার মাধ্যমে সংগীতের তালে তালে ডিভাইসে কম্পন সৃষ্টি হবে।

শ্রবণ প্রতিবন্ধী ব্যবহারকারীদের ফোনে সংগীত উপভোগের নতুন উপায় দেবে ফিচারটি। এর আগে স্টার্টআপ কোম্পানি ‘নাথিং’ নিজেদের ফোনে একই ধরনের ফিচার এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইনডিপেন্ডেন্ট।

এ ছাড়া, ১০ জুন নিজস্ব আয়োজন ডব্লিউডব্লিউডিসি’তে আইওএস ১৮’র আসন্ন ফিচারগুলো ঘোষণা দিতে পারে অ্যাপল, যেখানে বড় ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

সূত্র: ইত্তেফাক