ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা

ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সেসময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা সাগর, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, এম তমাল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুম, রুবায়েত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য জাহিদ হাসান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। নির্ধারিত সময়ের খেলা শেষ এখন মাত্র প্যানাল্টির অপেক্ষা। তাই নেতাকর্মীদের সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অতিথিরা জেলার কারামুক্ত যুবদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।




ঈদ ট্রেন্ডে আছে বাহারি পোশাক

দরজার কাছেই কড়া নাড়ছে ঈদুল আজহার উৎসব। ঈদুল ফিতরের মতো পোশাকি ঈদ এটি নয়। তারপরও কোরবানি ঈদে এখন নিত্যনতুন পোশাকের বাহার নিয়ে আসে ফ্যাশন হাউজগুলো। এই ঈদে সাধারণত জমকালো পোশাক কমই কেনা হয়। তাছাড়া পোশাক উপহার হিসাবে দেওয়া-নেওয়াটাও কম হয়। কারণ এই ঈদের মাহাত্ম্য আত্মত্যাগের মধ্য দিয়ে। তবুও পরিবারের সদস্যদের জন্য তো নতুন পোশাক কেনাই হয়।

সেই সুবাদে পশুর হাট বসার আগেই নতুন পোশাক কেনার পার্টটা চুকিয়ে নিন। তীব্র গরমে মূলত পোশাকের নকশাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নকশার সঙ্গে সাংস্কৃতিক ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি ও আন্তর্জাতিক ট্রেন্ডের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে।

পোশাকের বৈচিত্র্য কম নয়
এবারের ঈদ পোশাকে ফ্যাশন হাউজগুলো ব্যবহার করেছে সুতি, লিনেন, হাফ সিল্ক, মসলিন, বেক্সি কটনসহ বিভিন্ন ধরনের মানানসই আরামদায়ক কাপড়। পোশাকের মোটিফকে রাঙাতে মূল রং হিসেবে কমলা, অলিভ, নীল, সাদা, কালোর ব্যবহার বেশি দেখা গেছে। গরম হলেও লাল, হলুদ, অ্যাশ, মেরুন, সবুজ, অফ-হোয়াইট ও মাল্টিকালার কম্বিনেশনও দেখা গেছে। অনেক ফ্যাশন হাউজ সৌন্দর্য বাড়াতে স্ক্রিন-ব্লক-ডিজিটাল প্রিন্ট, হাতের কাজসহ নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করেছে। বাহারি রঙে রাঙানো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ। এছাড়া নারীদের পোশাকে রয়েছে টিউনিক, শ্রাগ-টিউনিক, গাউন ও শ্রাগ। আর ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্টসহ সব ধরনের পোশাকই এবারের ঈদের পাওয়া যাবে। ছেলেদের জন্য আরো রয়েছে সেমি-ফর্মাল ও স্মার্ট-ক্যাজুয়াল স্টাইল। ডিজিটাল প্রিন্টের কটন ও ভিসকোস পাঞ্জাবিসহ লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট এবং হেনলি টি-শার্ট

ফেব্রিকেও জোর পেয়েছে আরাম
ফ্যাশন হাউজগুলোতে ঈদ কালেকশন হিসেবে থাকছে থিম নির্ভর ডিজাইন। অরিয়েন্টাল রাগ থিমের দিকেই জোর অনেকের। ফেব্রিকে রয়েছে কটন, স্লাব কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিকুয়েন্স, মসলিন, বলাকা সিল্ক, এন্ডি সিল্ক। অ্যাশ, লাইট ব্রাউন, মেরুন, সাদা, কালো, ক্রিম, মিন্ট, লাল, পিংক, সবুজ, নীল, লেমন গ্রিন, পিচ, সি গ্রিন রঙের মিশ্রণ ঘটেছে পোশাকগুলোতে। মসলিন ব্লেন্ড, ভিসকস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড এবং কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদ পোশাক সাজিয়েছে লা রিভ। এবারের কালেকশনে লেয়ার, আবায়া ও রেট্রো ডিজাইনের পোশাকগুলো প্রাধান্য পেয়েছে। যেকোনো বয়সের মানুষের জন্য স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, ড্রাই, কারচুপি ও কাটিং অ্যান্ড সুইংয়ের কাজ রাখা হয়েছে।

ম্যাচিং আয়োজন হোক
কোরবানি ঈদে ম্যাচিং পোশাক কেনার দিকেই পরিবারগুলোর ঝোঁক থাকে। মেয়েদের ঈদ পোশাকে থাকছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, টিউনিক, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস। ড্রপ ও পাফ স্লিভস, র্যাফল, রাউশিং, পিনটাক, প্যাচওয়ার্ক, কারচুপি ও এমব্রয়ডারির বৈচিত্র্য। অন্যদিকে ছেলেদের জন্য পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, শার্ট, টি-শার্ট, টুপি, উত্তরীয় পাওয়া যাবে। অনলাইনে এক্ষেত্রে বেশি প্রচারণা দেখা যাচ্ছে। অনেক অনলাইন শপ নানা ডিসকাউন্টের কথাও বলছে।

ফ্যাশনহাউজের আয়োজন
ঈদ উপলক্ষ্যে আকর্ষণীয় সব পোশাক নিয়ে এসেছে ফ্যাশনহাউজগুলো। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি ও এমব্রয়ডারির কাজের আধিক্য রেখেছে তারা। এবারে ফ্যাশনহাউজগুলোর ঈদ আয়োজনের মোটিফে জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল প্রিন্ট দেখা গেছে। পোশাকে ভাইব্র্যান্ট কালারে জোর দিয়েছে তারা। কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক দেওয়ায় ভাইব্র্যান্ট হওয়ার পরও এই পোশাকগুলো আরামদায়ক হয়েছে। ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতা অনুযায়ী পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি এ্যাড. বিকাশ কুমারসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানায়, জেলা শহর ছাড়াও বাকী উপজেলা গুলোতে একই সাথে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ১ সপ্তাহ ভূমি উন্নয়ন কর, ই-নামজারীর আবেদন, নিষ্পত্তিসহ জমি সংক্রান্ত নানা সেবা প্রদাণ করা হবে।




মারা গেলেন রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও

ভারতের রামোজি ফিল্ম সিটি ও ইটিভি নেটওয়ার্ক-এর প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তার রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

রামোজি রাওয়ের মৃত্যুতে সিনিয়র বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি শোকপ্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘তেলেগু মিডিয়া এবং সাংবাদিকতায় তার উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তার পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।’

রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।

রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তার আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন




মুজিবনগরে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন

“ম্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুজিবনগরে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ ৮ জুন শনিবার থেকে চলবে ১৪ জুন পর্যন্ত।

সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটায় মুজিবনগর উপজেলা প্রশাসন ভূমি অফিসের আয়োজনে, ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ে স্মার্ট ভূমি সেবা চালু করেছে স্মার্ট ভূমি সেবা নিয়ে স্মার্ট নাগরিক তৈরি হবে। সেই উদ্দেশ্যে সরকার ভূমি সংক্রান্ত বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়ে ভূমি মালিকদের কে দ্রুত সেবা দিতে স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ই-নামজারি থেকে শুরু করে সকল সেবা এখন অনলাইনেই সেবা পাওয়া যায়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিকগন স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান (পর্চা), স্মার্ট জমির ম্যাপসহ ভূমি বিষয়ক পরামর্শ এবং পেতে ভূমিসেবা পেতে টোল ফ্রী হট লাইন ১৬১২২ নম্বরে কল ভূমি সংক্রান্ত যেকোন সেবা এবং ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে পরবেন




কার্পাসডাঙ্গা নতুন ঈদগাহ”র কমিটি গঠন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা গ্রামের নতুন ঈদগাহ”র কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার আছরের নামাজের পর নতুন ঈদগাহ মাঠে ঈদগাহের জমিদাতা সৈয়দ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ আলীকে সভাপতি আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং আশরাফুজ্জামান ঝিলনকে ক্যাশিয়ার মনোনীত করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন হাফেজ মেহেদি হাসান। আলোচনা সভায় আ:হাকিম মেম্বর (সাবেক)তিনজনের নাম প্রস্তাব করলে সকলে হাত তুলে সমর্থন দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক গোলাম ইউসুফ, সাবেক ইউপি মেম্বর মুজতবা আলী বকুল, আব্দুল হাকিম, শিক্ষক বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম, সামসুল হক, ইব্রাহিম খলিল, আঃ হাকিম, জসীম, হারুন, জাসহ সকল স্তরের সুধীমহল।

সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান। আলোচনা সভা শেষে ঈদগাহ ময়দানের মিনার নির্মানের ভিত্তি স্থাপন করা হয়।




এমপি আনার হত্যায় জড়িত সন্দেহেভাজন আওয়ামী লীগ নেতা আটক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন এক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক কৃতএই বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

ধারণা করা হচ্ছে, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকট আত্মীয় বাবু। আনার হত্যা কাণ্ডে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, রাতে ঢাকা থেকে থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কোন মামলায় গেছে আমি তা নিশ্চিত বলতে পারছি না।

উল্লেখ, গত ১২ মে পরিবারকে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ড হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাডা লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন এ সংসদ সদস্য। নিখোঁজের প্রায ১০ দিন পর গত বুধবার ২২ মে আনার হত্যার বিষযটি সামনে আসে।

এই হত্যাকান্ড নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য আসছে। এরই মধ্যে আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামি শিমুল ভূঁইযা ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর ভিত্তিতে হত্যা-রহস্য উদঘাটন ও ভারতের তদন্ত দলকে সহায়তার জন্য ২৬ মে প্রতিনিধি দল নিয়ে কলকাতায় যান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।




ঝিনাইদহে শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময় সভা

ঝিনাইদহে শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত নিম্ন ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেয়া পাঠ আয়ত্ব করতে সহায়তা করার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ কর্তৃক দেশব্যাপী ৬৪টি জেলায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর পাঠদান কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আশা-নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের উদ্যোগে সদর উপজেলার নারিকেলবাড়িয়া জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের আশার শিখন সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেলার সিনিয়র ড্রিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন, এডুকেশন অফিসার মোঃ রকিবুল হাসান ও নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের বিএম কাইয়ুম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, যে আশা সংস্থা কর্তৃক ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে শিশু-৮ম শ্রেণির আওতায় প্রায় ৫ লাখ শিক্ষার্থী শিখন সহায়তা পাচ্ছে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯২টি শিক্ষা কেন্দ্রের প্রায় ৫ হাজার ৫’শ ৫৩ জন শিক্ষার্থীরা এই সহযোগিতা পেয়ে আসছে।




আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চর-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ ওই এলাকার ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি সাদ আহমেদের ছেলে। সে উদ্যেক্তা হিসেবে এবছর নিজেই মুরগির খামার নির্মাণ করেন।

পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে নিহত রাজু বাড়ির পাশে মুরগি খামারে ফ্যান দিতে যায়। এসময় খামারে থাকা একটি স্ট্যান্ড ফ্যানের বডিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। রাজু অসাবধানতাবসত ওই ফ্যানে হাত দিলে ঘটনাস্থলেই গুরুত¦র আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হারদি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মো. শেখ গণি জানান, নিহতের ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।




মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সিপিস-৩ গাংনী ক্যাম্প।

আজ শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বেলের মাঠের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ রোজিনা খাতুন (২৫) গাংনী উপজেলার চিৎলা (খালপাড়া) গ্রামের মোঃ হাসিবুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা।

পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।