গাংনী ক্যাম্প র‌্যাব-১২র অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সিপিস-৩ গাংনী ক্যােম্পের মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক কারবারীেকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (৭ জুন) ভোরের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা প্রাগপুর ইউনিয়নের জামালপুর সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আল আমিন মন্ডল (৩৯) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর (ক্যাম্পপাড়া) গ্রামের মৃত খেড়ু মন্ডেলর ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের জামালপুর সাকিনস্থ এলাকায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করি। যার আনুমানিক মূল্য ১,৯৬,০০০/- টাকা।

পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




চুয়াডাঙ্গায় স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার আয়োজনে “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো একুশ পার হয়ে” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

আলোচকবৃন্দ বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ও মৃত্যু ঝুঁকি সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করেন। অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। কোথাও বাল্য বিবাহ সংঘটিত হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ অথবা ১০৯ এ কল করে জানানোর নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী সহ চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে আজ বৃহস্পতিবার সকাল দশ-টা সময় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর উপ- পরিচালক( পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ।

আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিলুপ্তি প্রায় পাট ও পাটজাত দ্রব্য পুনরুদ্ধার, যুগের চাহিদার সাথে পাটজাত দ্রব্যের ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। পাট চাষীদের পাট চাষে উদ্বুদ্ধ করতে জেলার শ্রেষ্ঠ পাট চাষীদের ক্রেস্ট, কৃষি উপকরণ দিয়ে সম্মাননা জানানো হয়।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বিভাস চন্দ্র সাহা,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি সহ জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তাবৃন্দ সহ প্রান্তিক পর্যায়ের পাট চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় কুকুরের তারা খেয়ে প্রাণ গেল শিশু রকিবুলের

দামুড়হুদা উপজেলা সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রকিবুল হাসান নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রকিবুল হাসান (১০) দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
এ সময় ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেন। আজ বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে দামুড়হুদা ফিলিং স্টেশনের অদূরে এ দূরঘটনা ঘটে।

স্থানীয় সৃত্র থেকে জানাযায়, দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে দশমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তয় শ্রেণির ছাত্র রকিবুল হাসান বন্ধুদের সাথে দামুড়হুদা ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ মাঠে খেলা করতে যায়।পরে সকল বন্ধুরা বাড়ি চলে যায়। এমন সময় আরএক বন্ধুর সাথে রাস্তার পাশ্বে জাম পাড়তে গেলে কুকুরে তাকে তাড়া করে এমন সময় দিশেবিশে না পেয়ে মেইন রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩ নং ঘাতক ট্রাকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কতব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। সন্ধা হয়ে গেলে এখনও রকিবুল হাসান বাড়ি না ফেরায় তার বাবা মা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। পরে জানতে পারে তার ছেলে রকিবুল হাসান সড়ক দূরঘটনায় নিহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে।

এমন খবর পেয়ে রকিবুল হাসানের পিতা মাতা হাসপাতালে গেলে তা সত্যতা মেলে। তরতাজা ছেলে নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রকিবুল হাসানের লাশ হাসপাতালের মর্গে রাখা ছিল।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাকের নিচে পড়ে একটি শিশুর মৃত হয়েছে।ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

মেহেরপুরে পূর্ব শত্রুতা জের ধরে পারুলা খাতুন (৪৫) ও মর্জিনা খাতুন (৫০) নামের দুই নারীকে কুপিয়েছে জখম করেছে প্রতিপক্ষরা।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯ টার সময় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পারুলা খাতুন শ্যামপুর গ্রামের কলনি পাড়ার আব্দুর রশিদের স্ত্রী এবং মর্জিনা খাতুন পারুলা খাতুনের জা ও মোঃ বায়তুল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারুলা খাতুনদের সাথে একই পাড়ার রমেশের ছেলে শিপনদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
শিপনরা পূর্বেও মর্জিনা খাতুনের মাথা ফাটিয়ে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছিলো পারুলাদের দায়ের করা মামলায় শিপন মাস খানেক আগে জেল থেকে বের হয়ে এসেছে। জেল থেকে বের হয়ে এসে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো।

আজ সকালে পারুলা খাতুন গোবর ফেলতে বাড়ির বাইরে আসলে শিপন, শিপনের মা বিবিজান ও মনিরুলের স্ত্রী আদুরি খাতুন অতর্কিত হামলা করে। তার চিৎকারে তার জা মর্জিনা খাতুন আসলে দুজনকেই হাসুয়া দিয়ে কোপ মারে।

পরে স্থানীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শ্যাযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




অস্ট্রেলিয়ার সঙ্গে ২-০ গোলে হারলো বাংলাদেশ

অ্যাওয়ে ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। হোম ম্যাচে ভালো কিছুর আশা নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ লড়াই করেছেন তপু বর্মন-তারিক কাজিরা। তবে ঘরের মাঠেও হারতে হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের হোম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্ট্রেলিয়া। বাংলাদেশের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে সফরকারীরা। তবে শক্ত রক্ষণে অস্ট্রেলিয়াকে আটকে রাখে তপু-তারিকরা।

তবে ম্যাচের ২৯ মিনিটে লিড পায় অস্ট্রেলিয়া। দুর্ভাগ্যজনক এক গোল হজম করে বসে বাংলাদেশ। প্রায় ৩০ গজ দূর থেকে অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার আজদিন হুরস্টিকের নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আবারও অস্ট্রেলিয়ার আক্রমণ রুখতে ব্যস্ত থাকে বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের ৬২ মিনিটে আবারও গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। বাম দিক বাড়ানো বলে হেড করে বল জালে জড়ান ইয়াংগি। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া।

মাঝে হঠাৎ কিছু কাউন্টার অ্যাটাকে যায় বাংলাদেশ। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ভুয়া ওয়ারেশ সেজে ৮ কোটি টাকার অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা

জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ সেজে সরকারের ‘ক’ তফশীলভুক্ত বিপুল পরিমান সম্পত্তি আত্মসাতের চেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার ঝিনাইদহের একটি আদালতের রায়ে সরকারের প্রায় সাড়ে ৮ কোটি টাকা মুল্যের ৮৩ বিঘা জমি রক্ষা পেয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন চাঞ্চল্যকর এই রায় প্রদান করেন।

জেলা প্রশাসকের ভিপি শাখা ও মামলার রায় সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নের ৪টি মৌজায় বিপুল পরিমার ‘ক’ তফশীলভুক্ত অর্পিত সম্পত্তি ছিল। ২০১৩ সালে সদরের কালীচরণপুর গ্রামের প্রদ্যুত মিত্রের ছেলে স্মৃতি মিত্র নামে এক ব্যক্তি ভুয়া ওয়ারেশ সেজে অর্পিত সম্পত্তি আইনে দুইটি মামলা করেন, যার মামলা নং ৮১৮/১৩ ও ৮১৩/১৩। মামলায় বাদী দাবী করেন, সদর উপজেলার ২০ নং বসুপুর, ২১ নং মহামায়া, ২২ নং বামুনপাড়া পদ্মবিলা ও ৪৮ নং চান্দুয়ালী মৌজায় তার পুর্ব পুরুষরা ২৪.৪৪ একর জমির মালিক ছিলেন যা পরবর্তীতে ভিপি তালিকাভুক্ত (‘ক’ তফশীল) হয়। ওযারেশ প্রমানে জনৈক স্মৃতি মিত্র জাল কাগজপত্র ও ওয়ারেশ কায়েম সনদও যোগাড় করেন।

এদিকে এলাকাবাসি আজিজুর রহমান সালাম জানান, ১৯৪৬ সালে রায়টের সময় বসুপুর, মহামায়া ও বামুনপাড়া পদ্মবিলা এলাকার অনেক হিন্দু তাদের জমিজমা ও অস্থাবর সম্পত্তি ফেলে ভারতে চলে যান। ফলে বসুপুর ও বামুনপাড়া পদ্মবিলা মৌজা হিসেবে বহাল থাকলেও সেখানে কোন গ্রাম নেই। আগে এই দুইটি স্থানে গ্রাম ছিল। সেই জমিগুলো পরবর্তীতে ‘ক’ তফশীল হিসেবে তালিকাভুক্ত হয়। অন্যদিকে ৭ বছর মামলা চলার পর ২০২০ সালে ঝিনাইদহের নিম্ন আদালতের বিচারক কে এম আলমগীর হোসেন বাদী স্মৃতি মিত্রের পক্ষে রায় দেন। এ নিয়ে সে সময় ঝিনাইদহ জেলা প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। মামলায় হেরে ২০২০ সালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে সরকার পক্ষ আবার আপিল করেন, যার মামলা নং ১৯/২০ ও ২০/২০। মামলার বাদী স্মৃতি মিত্রের পিতা ও উল্লেখিত ৮৩ বিঘা জমির প্রকৃত মালিকের পিতার নাম এক হলেও দাদার নাম ছিল ভিন্ন। জমির প্রকৃত মালিকের দাদার নাম ছিল হেমন্ত কুমার এবং তাদের কোন ওয়ারেশ বাংলাদেশে নেই। পক্ষান্তরে মামলার বাদীর দাদার নাম রঞ্জন কুমার মিত্র। আর এটাই আদালতে প্রমানিত হওয়ার পর সরকারের ‘ক’ তফশীলভুক্ত বিপুল পরিমান সম্পত্তি আত্মসাতের চেষ্টা ভেস্তে যায়। সরকার পক্ষের ভিপি কৌশলী এ্যাড সুভাষ বিশ্বাস মিলন বৃহস্পতিবার বিকালে খবর নিশ্চিত করে জানান, সরকারের পক্ষে মামলাটি খুবই চ্যালেঞ্জ ছিল। আমরা প্রমান করতে সক্ষম হয়েছি বাদীর দাদার নাম এক এবং প্রকৃত জমির মালিকের নাম ভিন্ন ভিন্ন। ফলে বিজ্ঞ আদালত বিচক্ষনতার সঙ্গে রায় প্রদান করেন। তিনি আরো জানান, এই মামলায় মধুহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেনসহ ৫ জন সরকারের পক্ষে সাক্ষ্য দেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ মীর সাখাওয়াত হোসন।

মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, মামলার বাদী স্মৃতি মিত্রের পিতার নাম ও ভারতে থাকা জমির বর্তমান ওয়ারেশদের পিতার নামের মিল থাকলেও দাদার নাম ভিন্ন ভিন্ন। আমি সাক্ষ্য প্রদানের সময় এ কথায় বলেছি। তিনি আরো জানান, বসুপুর, মহামায়া, বামুনপাড়া পদ্মবিলা ও চান্দুয়ালী মৌজায় এখন ১০/১২ লাখ টাকা করে জমির বিঘা। সেই হিসেবে ৮৩ বিঘা জমির দাম আনুমানিক সাড়ে ৮ কোটি টাকা হবে। এ ব্যাপারে মামলার বাদী স্মৃতি মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রায় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।




ঝিনাইদহে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার দুপুরে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আদিবাসী ফোরামের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম সদর উপজেলা শাখার আহকবায়ক স্বপন কুমার বাগদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা কনক কান্তি দাস।

বিশেষ অতিথি হিসাবে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ফোরামের জেলা সভাপতি অসিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এতে সদর উপজেলার ৪৩টি গ্রামের আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আমের সঙ্গে যেসব খাবার নহে

গরমে জনজীবন যতই অতিষ্ঠ হোক তবুও সবার একটা অপেক্ষা থেকেই যায়। এসময়ের রসালো নানা ফলের স্বাদ পেতে গরম সহ্য করতেও সবাই রাজি। বিশেষ করে আমের প্রতি যাদের ভালবাসা তাদের সারা বছরের অপেক্ষা থাকে এই উষ্ণ ঋতুটির জন্য।

কাঙ্ক্ষিত এই ঋতুতে আম তো খাচ্ছেন ভরপুর। সঙ্গে কিন্তু কিছু খাবার খেলেই বিপদ। হতে পারে পেটের গোলমাল।

মশলাদার খাবার
দুপুর হোক বা রাত খেয়ে উঠে শেষপাতে মিষ্টিমুখে চলছে এখন আম খাওয়ার ধুম। কিন্তু তেল-মশলাদার খাবারের সঙ্গে আম না খাওয়াই ভালো। এতেও আপনার পেট বিগড়ে যেতে পারে। আমে থাকা অ্যাসিড মশলার সঙ্গে বিক্রিয়া করে হজমের সমস্যা হতে পারে।

দই
দই, চিড়া, আম, কলা একসঙ্গে মেখে খেতে কে না ভালবাসেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, আমের সঙ্গে দই না খাওয়াই ভালো। দুটি খাবার একসঙ্গে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

কোমল পানীয়
আম খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় না খাওয়াই ভালো। কারণ আম ও এই ধরনের পানীয় দুটোতেই চিনির পরিমাণ অনেক বেশি। তাই একসঙ্গে খেলে শরীরে হঠাৎই শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।

পানি
ফল খেয়ে পানি খেতে হয় না এতো সকলের জানা। আম খেয়ে পানি খাওয়া আরও মারাত্মক। আম খাওয়ার পরে পানি পানে নানা রকম শারীরিক অস্বস্তি হতে পারে। বুকজ্বালা, বদহজমের পাশাপাশি পেটের নানা গোলমাল হতে পারে। আম খাওয়ার অন্তত আধ ঘণ্টা পরে পানি খাওয়া ভালো।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

ঝিনাইদহে জুন মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, টিসিবি’র ডিলার ভাই ভাই ভ্যারাইটি ষ্টোরের স্বাধিকারী খায়রুল ইসলাম টিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৪ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।