গাংনীতে আমিন মিষ্টান্ন ভান্ডারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা আদায়

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আমিন মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী রাশেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি অফিসার মশী উর রহমান, মেহেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও গাংনী থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই, মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিপননের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

উল্লেখ্য, আমিন মিষ্টান্ন ভান্ডারে একই অভিযোগে এর আগে জেলা ও গাংনী উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে একাধিকবার জরিমানা আদায় করা হয়েছে। প্রতিবারই তাকে নিয়মনীতি ও পরিস্কার পরিছন্ন উপায়ে মিষ্টি ও দই তৈরী সংরক্ষণ ও বিপননের নির্দেশনা দিলেও নিয়মনীতি পালন করেন না তিনি।




ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের (৬০) এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার(1 দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন চাঁচড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাটছিলেন। সেসময় ট্রেন আসলেও তিনি লাইন থেকে সরেননি। ফলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে চাচড়া এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।




আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ মে) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
নিহত মধুমালা আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তারের স্ত্রী।

এর আগে সকাল অনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা গেছে, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক ওভারটেক করতে যায়। এসময় ট্রাকের পিছনে বেধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালার একটি পাঁ পিষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।




মেহেরপুরে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে একটি মাদক মামলায় মজনু হক ওরফে মজনু নামের এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মজনু মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী ভাইট পাড়ার হাবিবুল মন্ডল এর ছেলে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিব) পুলিশের উপপরিদর্শক (এস আই) জালাল উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বামুন্দি এলাকা থেকে মজনুকে আটক করেন। ঐ সময় তার নিকট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঐ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর (১) ধারার টেবিলের (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলার নং ১। গাংনী থানা। জিআর মামলা নং ৩৪৫/২০১৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এতে আসামি মজনু সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল কৌশলী ছিলেন।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় উপজেলা পরিষদ নির্বাচন ডিউটি সুষ্ঠুভাবে পালন ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৯ (উনত্রিশ) জন চৌকস পুলিশ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল এগারোটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ ফারুক হোসেন, উভয় ডিএসবি এসআই পলাশ পারভেজ, তিতুদহ পুলিশ ক্যাম্প, এএসআই ফিরোজ হোসেন, জীবননগর থানা, কনস্টেবল ইমন খান, মোঃ মিঠুন হাসান, সেলিম হাসান, রাসেল রানা, সর্ব ডিএসবি এবং কনস্টেবল নাঈম হাসান, পুলিশ অফিস, চুয়াডাঙ্গাসহ মোট ১১(এগারো) জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কার্যবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করায় মার্চ-এপ্রিল মাসে ভালকাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা সেকেন্দার আলী,শ্রেষ্ঠ এসআই(থানা পর্যায়ে) এসএম রায়হান, জীবননগর থানা এবং মোঃ মেফাউল হাসান; শ্রেষ্ঠ এএসআই থানা পর্যায়ে মোঃ শাহীন সরদার, দর্শনা থানা এবং মোঃ রওশন আলী, আলমডাঙ্গা থানা; শ্রেষ্ঠ এসআই(ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/মোঃ হারুন অর রশিদ এবং মোঃ তারিফুজ্জামান; শ্রেষ্ঠ এএসআই (ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/মোঃ সাব্বির হোসেন, পাইকপাড়া পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা এবং মোঃ সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প; সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিস্পত্তি এএসআই/ মোঃ জহিরুল ইসলাম, জীবননগর থানা; শ্রেষ্ঠ সার্জেন্ট/মোঃ নবাব আলী এবং টিএসআই/ মোঃ মোমিনুর রহমান, সদর ট্রাফিক; বিশেষ পারফরম্যান্স (হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার) এসআই/ মোঃ সাজ্জাদ হোসেন এবং এএসআই/ মোঃ রজিবুল হক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল; বিশেষ পুরস্কারঃ এসআই/মুহিদ হাসান, ডিবি; মোঃ রইচ উদ্দিন শরিফ,ডিএসবি; এএসআই/মোঃ রুবেল ইসলাম, বিভাগীয় ভান্ডার, পরিছন্নতাকর্মী/ শ্রী আকাশ বাঁশফোড়, পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গাসহ সর্বমোট ২৯(উনত্রিশ) জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২১ মে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশী টহল বৃদ্ধিসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। পরিশেষে, পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।




মুজিবনগরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

মুজিবনগরে কৃষি ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ ‘বছরে খরিপ-১ মৌসুমে আউশ উফশী ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এবং ২০২৩-২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে বিভিন্ন যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মাশরুবা আলম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজিব উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন।

এবারের কৃষি ভর্তুকির আওতায় ৪টি হারভেস্টার মেশিন,১টি ভুট্টা মাড়াই মেশিন এবং উপজেলার ৩৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।




ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

ঝিনাইদহে মে মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রয় শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার (১৪ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর কাউন্সিলর আবু বক্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ১০১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।




মুজিবনগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক, মহাজনপুর ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান আমাম হোসেন মিলু কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ডি এম জাহিদ হাসান রাজিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, সহকারী প্রকৌশলী শিহান হোসেন।




নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। ১৪ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

মেডিকেল টেকনোলজিস্ট

পদসংখ্যা

নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

মেডিকেলে ডিপ্লোমা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিসে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ভালো ক্লিনিক্যাল ল্যাবরেটরি অনুশীলন। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) আবেদন করতে পারবেন।

চাকরির ধরন

ফুলটাইম

কর্মক্ষেত্র

অফিসে

বয়সসীমা

উল্লেখ নেই

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

সাপ্তাহিক দুই দিন ছুটি, বীমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুইটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়

৩০ মে ২০২৪

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক  করুন।

সূত্র : বিডিজবস




নাশকতা মামলায় চুয়াডাঙ্গা বিএন‌পির ১৩ নেতাকর্মী কারাগারে

নাশকতা মামলার আসামী চুয়াডাঙ্গায় বিএন‌পি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর জা‌মিনের আবেদন নাকোচ করেছে সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট ২য় আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আদাল‌তের বিজ্ঞ বিচারক মো: তৌ‌হিদুল ইসলাম এই জা‌মিনের আবেদন না কোচ করে জেলা করাগারে আটক রাখার আদেশ দেন।

জা‌মিন না পাওয়া নেতাকর্মীরা হলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএন‌পির সভাপ‌তি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক র‌ফিকুল হাসান তনু, সহসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, ন‌তি‌পোতা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মাসুদ রানা, উপ‌জেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চ, সদস্য স‌চিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য আ‌রিফুল ইসলাম আ‌রিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, ‌বিএন‌পি কর্মী হাতেম ও র‌ফিক।

আদালত সূত্রে জানাযায়, দামুড়হুদা মডেল থানার মামলা নং ১ তা‌রিখ ২/১১/২৩ ও জিআর ১৪২/২০২৩ নাশকতা মামলার আসামী ছিলেন বিএন‌পির এসব নেতাকর্মী। এর আগে বিএন‌পির এসকল নেতাকর্মী উচ্চ আদালত থেকে জা‌মিনে মুক্ত ছি‌লেন।