মিরপুরে গণসংযোগে ব্যস্ত মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মর্জিনা খাতুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচনে উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা, জাতীয় ক্রীড়াবিদ মর্জিনা খাতুন।

ইতিমধ্যেই উপজেলার প্রতিটি ইউনিয়ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা ও ব্যাপক গণসংযোগ করছেন এ নারীনেত্রী।

আজ রবিবার দিনব্যাপী মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং হাস মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকার ফারুক হোসেন বলেন, মিরপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় মর্জিনা খাতুন একজন কৃতি ক্রীড়াবিদ হিসেবে দেশের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি শুধু ক্রীড়াবিদই নন, আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সুসংগঠিত করা, মানবাধিকার কর্মী হিসেবে বিপদে-আপদে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করাসহ নারী সমাজের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। এ কারনে মিরপুুর উপজেলাবাসীর নিকট তিনি অত্যন্ত পরিচিত মুখ।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মর্জিনা খাতুন বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের (ভোটারদের) সহযোগিতা চাই।




বাংলাদেশ থেকে টিকটকে বিজ্ঞাপন-সুবিধা চালু

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে টিকটকে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল) দায়িত্ব দিয়েছে টিকটক। বাংলাদেশে নিজেদের বিক্রয় অংশীদার নির্বাচনের জন্য অ্যালেফের সঙ্গে চুক্তিও করেছে টিকটক।

গত ৯ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও টিকটকের ব্যবহারকারী বাড়ছে। বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীদের কাছে সহজে প্রচারণা চালানোর সুযোগ দিতে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে এ চুক্তি করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তান এবং বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন।’

এ নিয়ে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফের প্রধান পরিচালন কর্মকর্তা ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে বেড়েই চলেছে প্রসূতি মৃত্যুর ঘটনা

ঝিনাইদহের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে প্রসূতি মৃত্যুর হার বেড়েই চলেছে। গত দেড়মাসে ৭ জন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। অদক্ষ চিকিৎসক ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব থাকায় বাড়ছে এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে, ঝিনাইদহ শহরের শামীমা ক্লিনিকে দুজন, হাসান ক্লিনিকে একজন, আরাপপুর রাবেয়া হাসপাতালে একজন, হামদহ প্রিন্স হাসপাতালে একজন, তাছলিম ক্লিনিকে একজন ও কালীগঞ্জের দারুস শেফা ক্লিনিকে একজন প্রসূতি মারা গেছেন।

গত ২৬ মার্চ শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের শারমিন বেগম নামের এক প্রসূতি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে ভর্তি হন। তাকে সিজার করা হয়। শিশু ও মা সুস্থ ছিল। তবে কয়েক ঘণ্টা পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। রোগী দুর্বল হয়ে পড়ে ও প্রসাব বন্ধ হয়ে যায়। এরপর রোগী কোমায় চলে যায়।

প্রসূতির স্বামী আল আমিন জানান, অ্যাম্বুলেন্সে করে যশোরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চার দিন পর মারা যায়।

হালিমা খাতুন নামে হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের এক প্রসূতিকে ৪ এপ্রিল শহরের প্রিন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বামী হাবিবুর রহমান জানান, দুপুর সাড়ে ৩টার দিকে সিজার করা হয়। সিজারের ৪ থেকে ৫ ঘণ্টা পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এরপর প্রসূতির কিডনি বিকল হয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।

গত ৩০ মার্চ হরিণাকুণ্ডুু উপজেলার তৈলটুপি গ্রামের এনামুল কবিরের স্ত্রী লাভলী বেগমকে কালীগঞ্জ শহরের দারুসশেফা হাসপাতালে সিজার করা হয়। সিজারের পর মা ও শিশু সুস্থ ছিল। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে একই ভাবে মারা যায়।

গত ১২ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার ভবিতপুর গ্রামের রিনা থাতুনকে শহরের শামিমা ক্লিনিকে সিজার করা হয়। প্রসূতির স্বামী আনারুল ইসলাম বলেন, বেলা ১২টার দিকে সিজার করা হয়। এটি ছিল দ্বিতীয় সিজার। প্রসূতি সুস্থ ছিল। তিনি খাবারও খান। তবে সিজারের দুই ঘণ্টা পর প্রচুর রক্তক্ষরণ শুরু হতে থাকে। পাঠানো হয় ঢাকায়। সেখানেই তিনি মারা যান।

১৬ এপ্রিল শামীমা ক্লিনিকে শৈলকূপা উপজেলার চাঁদপুর গ্রামের লিপি খাতুনকে সিজার করা হয়। সিজারের কয়েক ঘণ্টার পর তার কিডনি ও লিভার অচল হয়ে মারা যান।

২৫ এপ্রিল ঝিনাইদহ শহরের ডাক্তার হাসানুজ্জামানের ক্লিনিকে সিজারের পর আকলিমা খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়। তিনি সদর উপজেলার পাইকপাড়া গ্রামের একরামুল হোসেনের স্ত্রী। মৃত প্রসূতির বাবা আকরাম হোসেন জানান, গত বুধবার সকালে তার মেয়েকে ডা. হাসানুজ্জামানের ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ৩টার দিকে সিজার করা হয়। সিজারের পর মা ও শিশু ভালো ছিল। কয়েক ঘণ্টা পর প্রসূতি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর হাসানুজ্জামান ক্লিনিকের সবাই গা ঢাকা দেন।

৭ মে ঝিনাইদহ শহরের তাছলিম ক্নিনিকে সিজারের পর নাসরিন খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়।

চলমান পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ বলেন, সিজার করার সময় যেসব ওষুধ কিংবা স্যালাইন ব্যবহার করা হয় সেগুলো ভেজাল বা নকল- কোনো কোনো ডাক্তারের এমন দাবির পরিপ্রেক্ষিতে স্যালাইনসহ ওষুধের নমুনা সংগ্রহ করে ওষুধ প্রশাসনের কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

তবে সিভিল সার্জন দাবি করেন, ক্লিনিকগুলোতে অপারেশনের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যে কারণে মৃত্যুর হার বাড়ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনদের সিজার করার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। পোস্টঅপারেটিভ কেয়ার ছাড়া অপারেশন করা যাবে না বলেও ক্লিনিক মালিকদের কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মানহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। ঝিনাইদহ জেলায় বেসরকারি ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৮০টি।




বিশ্বকাপে খেলতে পারবো কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না: তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলননি তাসকিন আহমেদ। জানা যায়, চোটের কারণে খেলেননি এই টাইগার পেসার। চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচে) বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।’

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে টাইগার এই পেসার বলেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ব্যবসায়ীর ফেলে যাওয়া টাকা ফেরত দিলো পাখিভ্যান চালক

পাখি ভ্যানের উপর ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরে পেলেন গাংনী উপজেলা শহরের কাঁচামালের আড়ৎ ব্যবসায়ী সাহাজুল ইসলাম।

আজ সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে টাকার মালিক সাহাজুল ইসলামকে পাখি ভ্যান চালক স্বন্দীপন তার ভ্যানে ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন।

এসময় গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পাখিভ্যান চালক স্বন্দীপন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রীস্টান সম্প্রদায়ের মনার ছেলে।

গাংনী বাজারের বিশিষ্ট সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, সকালের দিকে গাংনী কাঁচাবাজার এলাকা থেকে স্বন্দীপনের পাখিভ্যানে চড়ে আমার নিজ বাড়িতে আসি। টাকার ব্যাগটি ভ্যানের চালকের সিটের পেছনে হুকের সাথে ঝুলিয়ে রেখেছিলাম। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় টাকার ব্যাগটি নিতে ভুলে গেছিলাম। পরে ভ্যান চালককে খুঁজছিলাম। এসময় ভ্যান চালক স্বন্দীপন টাকার ব্যাগটি নিয়ে আমাকে খুঁজছিলেন। পরে বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনের মাধ্যমে আমাকে টাকার ব্যাগটি ফিরিয়ে দেন।

এদিকে ভ্যান চালক স্বন্দীপনের মহত্ব দেখে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন তার ফেসবুক পেজে লিখেছেন, “আমি আজ সত্যিই গর্বিত যে, স্বন্দিপের মতো মানুষের প্রতিনিধি হতে পেরে”।




‘ইউরোভিশন সং কনটেস্ট’র মুকুট জিতলেন ‘নন-বাইনারি’ গায়ক নিমো

ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন দ্বারা আয়োজিত ৬৮তম ‘ইউরোভিশন সং কনটেস্ট’র মুকুট জিতে নিলো সুইজারল্যান্ডের গায়ক নিমো মেটলার।

বিবিসির প্রতিবেদন অনুযাযী, মোট ২৫ দেশের প্রতিযোগীর মধ্যে ২৪ বছর বয়সী নিমো তার ‘দ্য কোড’ গানের জন্য জয়ী হয়েছেন। অপেরা এবং হিপ-হপ কম্পোজিশনের এই গানটি ৫৯১ পয়েন্ট অর্জন করে জুরিদের বিচারে এবারের শ্রেষ্ঠ সংগীত হিসেবে বিবেচিত হয়েছে।

নিমো নিজেকে একজন ‘নন-বাইনারি’ (যদি কোনো ব্যক্তি নিজেকে আলাদা করে পুরুষ কিংবা নারী হিসেবে সংজ্ঞয়িত করতে না চান) হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আর ‘দ্য কোড’ শিরোনামের গানে নিমো নিজের ‘নন-বাইনারি’ পরিচয়ের ব্যাখ্যা তুলে ধরেছেন।

সুইডেনের মালমো অ্যারেনায় শনিবার এ প্রতিযোগিতার ৬৮তম আসর বসে। আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন, ফ্রান্সসহ ইউরোপের ২৫ দেশের প্রতিযোগীর সঙ্গে বিজয়ীর নাম ঘোষণার পর গেলবারের জয়ী সুইডিশ গায়িকা লরিন ক্রিস্টাল ট্রফি তুলে দেন নিমোর হাতে।

ট্রফি হাতে নিয়ে নিমো বলেন, ‘আমি আশা করি এই প্রতিযোগিতা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে এবং এই বিশ্বের প্রতিটি মানুষের জন্য ইউরোভিশন শান্তির জায়গা ও মর্যাদা নিয়ে হাজির হবে।’

লরিন বলেন, ‘নিমোর জন্য এই পুরস্কার জরুরি ছিল। একজন নন-বাইনারির প্রতি আমাদের সমর্থন প্রকাশও প্রয়োজন ছিল। ইউরোভিশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা রয়েছে। এই প্রেমময় জায়গাটি আমরা শিল্পীরা তৈরি করেছি সৃজনশীলতার মাধ্যমে।’

এছাড়া এ প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ক্রোয়েশিয়ার শিল্পী বেবি লাসাগনা; তিনি ‘রিম টিম তাগি ডিম’ শিরোনামের একটি গান গেয়েছিলেন।

ইউক্রেইনের অ্যালোয়না এবং জেরি হেলি হয়েছেন তৃতীয়; ফ্রান্সের স্লিমেন নেবেচি চতুর্থ স্থান পেয়েছেন। ইসরায়েলের আলোচিত শিল্পী ইডেন গোলান ‘হারিকেন’ শিরোনামের গান গেয়ে পঞ্চম স্থান দখল করেছেন। আর এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের অবস্থান ১৮তম।

এবারের প্রতিযোগিতায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার ছায়া ছিল।

ইউরোভিশনে ইসরায়েলকে সুযোগ দেওয়ায় সপ্তাহখানেক ধরে মালমোতে উত্তেজনা চলেছে। গোলান যখন মহড়ায় অংশ নিয়েছিলেন, তখন তাকে উপস্থিত দর্শকরা বিদ্রূপ করেন ও দুয়োধ্বনি দেন।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে হাজারো মানুষ সুইডেনের মালমোতে পথে নামেন। আর চূড়ান্ত পর্বের আগে মালমো অ্যারেনার সামনেও মানুষ বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতিযোগীকে বাদ দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবি তোলেন। মঞ্চে উঠে পর্তুগালের প্রতিযোগী আইওলান্ড গান শুরুর আগে গিটার উঁচিয়ে বলেন. “শান্তির জয় হোক।“

ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন দ্বারা আয়োজিত বার্ষিক গানের এ প্রতিযোগিতাটি, ১৯৫৬ সালের ২৪ মে সুইজারল্যান্ডের লুগানোতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: ইত্তেফাক




গাংনীর তেঁতুলবাড়িয়াতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে রবিবার (১২ মে) সকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সমৃদ্ধি শাখার কার্যালয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন তেতুলবাড়ীয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ রমজান আলী।

এছাড়াও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ তেতুলবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের মায়েরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যান বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বীতিয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলী মুনসুর বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

শনিবার রাত ৮ টার দিকে দর্শনা পৌর আ’লীগের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবু প্রেসক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করে সার্বিক খোজ খবর নেন এবং মিষ্টি মুখ করান।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, চঞ্চল মেহমুদ, আসান হাবিব মামুন, এফএ আলমগীর, মেহমুদ হাসান রণি, রিফাত, সুকমল বাঁধন প্রমুখ।




আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার আলিফ উদ্দিন মোড়ে মেসার্স আলতায়েবা স্টোর ও মেসার্স জামিল স্টোরে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্যসহ নকল মালামাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আজ শনিবার চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলিফ উদ্দিন মোড়ের মেসার্স আলতায়েবা স্টোরে বিদেশী নকল সিগারেট ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য পাওয়া গেলে স্টোর মালিক হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেসার্স জামিল স্টোরের মালিক সালাউদ্দিনের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক ও কসমেটিকস থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নকল সিগারেট ও অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।




তৃতীয় বারের মতো চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার সাকিব বিশ্বাস

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার হয়েছেন আল মুতাকাব্বির সাকিব।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট ও প্রাক্তন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। চুয়াডাঙ্গা সদরের হায়দার পুর গ্রামের শহিদুল ইসলাম ও সাবিনা ইয়াছমিন দম্পতির দুই মেয়ে ও একমাত্র ছেলে সাকিব। তার এই অর্জনে পিতা মাতার উৎসাহ ও উদ্দীপনা এবং চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ জেলা রোভারের কর্মকর্তাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামীকাল ১২মে চুয়াডাঙ্গা জেলাকে প্রতিনিধিত্ব করে খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অংশগ্রহণ করবেন তিনি। আগামী দিনগুলোর জন্য তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।