দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সারবীজ কীটনাশক বিতরণ

দামুড়হুদায় ২০২৩ – ২০২৪ অর্থ বছরে খরিপ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও বালাই নাশক বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বরে কৃষি অফিসের সামনে উপজেলার মোট ৮৫০ জন কৃষকের মধ্যে সার বীজ কীটনাশক বিতরণ করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবা, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, লিপ্টন বাদশা, মকুল হোসেন সহ কৃষি অফিসারের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ৭৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডেপ, ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ১২০ জন জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ১ কেজি এনকে ফিফটি থ্রী বিএডিসি জাতের বীজ, ২০ কেজি ডেপ, ২০ কেজি পটাশ সার ও বালাই নাশক বিতরণ করা হয়।




আলমডাঙ্গা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান মঞ্জিলকে ফুলেল শুভেচ্ছা প্রদান

আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে,এম মঞ্জিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা স্বারক প্রদান করা হয়েছে।

আজ বুধবার প্রেসক্লাবের আমন্ত্রণে উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান কে, এম মঞ্জিলুর রহমান বলেন,সাংবাদিকদের কারণেই কিন্ত দুষ্কৃতিকারীরা অপরাধ করতে ভয় পাই। যে কোন একটা ছোট ঘটনা ঘটলেই সাংবাদিকরা তা তুলে ধরছেন। আপনাদের কারণেই যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ মানুষ তারা পিছিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আপনারা জানেন বর্তমান সরকারের আপনাদের যে অঘাত স্বাধীনতা দিয়েছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায়। আজকে আপনাদের অবাধ বিচরণের কারণে অনেক অপরাধ লোপ পেয়েছে। রাজনীতি থেকে শুরু করে যারা দুষ্কৃতিকারী, যারা সমাজে খারাপ কাজের সাথে জড়িত ছিল সেই সমস্ত মানুষগুলো আজ কোথায়?

আপনাদের কারণেই আমি মনে করি এই আলমডাঙ্গার মানুষ এর সুফল ভোগ করছে। রাষ্ট্রের জন্য সমাজের জন্য আপনারা আপনাদের কর্মকান্ড চালিয়ে যান। আপনাদের সবই আছে শুধু অবকাঠামো নেই। এই অবস্থা থেকে যত দ্রুত সম্ভব আলমডাঙ্গা প্রেসক্লাবকে একটি নান্দনিক অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করবো। আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।

আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন,হাবিবুর রহমান রুনু।

প্রসক্লাবের যুগ্ম সম্পাদক শাহাবুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এম, জামিরুল ইসলাম খান।

এ ছাড়াও অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তানভীর সোহেল, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, আইসিটি বিষয়ক সম্পাদক মীর ফাহিম ফয়সাল, ধর্মীয় বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ সাজেদুল হক মুনি, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম সরোয়ার সদু,সহ প্রচার সম্পাদক হাসিবুল হক,নির্বাহী সদস্য নাসির উদ্দিন,রানা আহেম্মদ, হাসিবুল হক প্রমুখ।




গাংনীতে পিকেএসএফের উদযোগে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

গাংনীতে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির বাঁশবাড়িয়া প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রাণি সম্পদ নিয়ে আলোচনা করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: দিবেন্দ্র নাথ সরকার। গাংনী উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: আরিফুল ইসলাম।

সমন্বিত কৃষি ইউনিট এর প্রাণি সম্পদ খাতের আওতায় সুবর্ণ জাতের মুরগি পালন,খামারিদের ন্যায্যমুল্য নিশ্চিত করন উন্নত জাতের ডিম ও মাংস উৎপাদনের বিষয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মো: কামরুজ্জামান।

পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) অর্থায়নে কর্মশালা বাস্তবায় করে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ( পিএসকেএস)।

বিভিন্ন গ্রামের বিভিন্ন পর্যায়ের খামারী,ব্যবসায়ীরা কর্মশালায় অংশ গ্রহন করেন।




দামুড়হুদায় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ঝরে পড়ছে গাছের পাতা

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা বাস স্ট্যান্ড নামক স্থানে প্রধান সড়কের পাশে থাকা বড়বড় চটকা গাছের তরতাজা পাতা আনমনে ঝরে পড়ছে। এতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে শংকা। গাছের আবার কি হলো? তাজা গাছের পাতা কিভাবে ঝরে পড়ছে। প্রচুর পরিমানে পাতা ঝরে পরাই ঘটনাটি গত দুইদিন ধরে এলাকাবাসী পর্যবেক্ষণ করছে। আগে কখনো এমনটি ঘটেনি বলে জানান স্থানীয়রা।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঠালতলা বাজার এলাকায় মহাসড়কের পাশে থাকা সরকারি মোটা মোটা চটকা গাছ আছে। সেই গাছ থেকে তরতাজা পাতাগুলো আপন মনে সব ঝরে পড়ছে। এতে করে এলাকার মানুষের মনে সন্দেহের বেড়াজাল বুনছে যে, গাছের আবার কি হলো? অবশেষে সন্দেহের জট কাটিয়ে দিল এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী বলছেন, কাঠালতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র কয়েক গজ দূরে তারিনীপুর গ্রামে যেতেই ডুগডুগি প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত আছে পরপর দুই দুইটি ইটভাটা। নিয়মনীতি উপেক্ষা করেই একই জায়গায় দুইটি ইটভাটা গড়ে উঠেছে, যা সকলেই জানে এবং দেখছে তাতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কারো কোন মাথাব্যথা নেই। ইটভাটা দুইটির একটি নিউ শেখ ইটভাটা এবং অপরটি হেড ব্রিক্স। এই দুইটা ইটভাটার ইট প্রস্তুত করা হয় হাওয়ার মাধ্যমে কয়লা দিয়ে অর্থাৎ হাওয়ার ভাটা। একসাথে কয়েকদিন আগে বন্ধ করা হয় এই ইটভাটা। উক্ত ইটভাটা দুটির মধ্যে আটকে থাকা বিষাক্ত কালো ধোঁয়া হঠাৎই হাওয়ার সাথে বের হয়ে আসে। বিষাক্ত এই কালো ধোয়া যে গাছের উপর দিয়ে যাবে সেই গাছের পাতা সব অটোমেটিক ভাবে তাজা পাতা ঝরে পড়বে এমনটাই জানালেন স্থানীয় এলাকাবাসী। এই ইটভাটার মধ্যে আটকে থাকা এমনই বিষাক্ত কালো ধোঁয়া যে, এই ধোঁয়া যে গাছের উপর দিয়ে যাবে সেই গাছের সমস্ত তাজা পাতাই ঝরে পড়বে।

সরজমিনে দেখা গেছে তারিনীপুর ও জয়রামপুর কাঁঠাল তলা এলাকায় বেশ কিছু পুইশাকের বান আমড়া গাছসহ সবুজ গাছপালার পাতা সব শুকিয়ে ঝরে যাচ্ছে। প্রধান সড়কের পাশে থাকা উপরে কালো ধোয়ার কারণে গাছগুলোকে আক্রমণের শিকার হতে হয়েছে। তাতে করে গাছের পাতা সব ঝরে পড়ছে এবং এখানেই বেধেছে বিপত্তি। চলছে বর্ষার মৌসুম ঝুমঝুম করে পড়ছে বৃষ্টি আর এই বৃষ্টি হওয়ার কারণে এই মহাসড়কের উপর পড়ে থাকা গাছের পাতায় রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে, যেকোনো সময় সড়কে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে প্রশ্ন এলাকাবাসীর।

এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, ডুগডুগি প্রাইমারি স্কুলের সামনে পাশাপাশি দুইটা ইটভাটা হওয়ার কারণেই এমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হচ্ছেন তারা। এই বিষাক্ত কালোধোঁয়া হাওয়ার কারণে মানুষ সহ জীবজন্তু গাছপালা সবাই প্রচন্ড আকারে ক্ষয়ক্ষতির মধ্যে পরছে। ইটভাটার কারণে এমন ক্ষয়ক্ষতি পরিবেশের বিপর্যয় টেনে আনছে। দুইটি ইট ভাটার বর্জ এক সাথে নির্গত হওয়ায় এমটি ঘটেছে বলে জানান এলাকাবাসী। তারা আরও বলেন একই স্থানে দুটি ইটভাটা থাকা মারাত্মক। একটি থাকলেই সেই এলাকায় টিকা যাইনা, তার উপর রয়েছে দুটো তাও আবার পাশাপাশি। এতে সকলেই স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে। এর থেকে কিভাবে পরিত্রাণ পাবে এলাকাবাসী। কাঁঠালতলা মহাসড়কে এমন ভাবে রাস্তার উপর গাছের পাতা ঝরে পড়েছে যে রাস্তার পিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। আসপাশের কোথাও ভাঙ্গাচোরা রাস্তা বোঝা যাচ্ছে না ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, অতিরিক্ত মাত্রায় কালো ধোঁয়া বের হলে কার্বন নাইট্রোজেন চেন্জ হয়ে যায়, ফলে ওই কালো ধোঁয়ায় এসিডের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত এসিড গাছ এবং মাটির জন্য খুবই ক্ষতিকর। ভূমির উর্বরতা কমায় এবং গাছপালা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

এবিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা বলেন, অতিরিক্ত কালো ধোঁয়ায় বাতাসে কার্বনডাইঅক্সাইড বেরে যাই। ফলে বৃদ্ধ ও বাচ্চারা সহ সকলেরই শ্বাসকষ্ট হতে পারে, এছাড়া ব্রংকাইটিসহ অন্যান্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

এবিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।




মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গিবাদ ও মাদকাসক্ত এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর আয়োজন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (৩ জুলাই) বিকেলে ৫ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।এছাড়াও এসময় পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, জান্নাতুল ফেরদৌস, নাসরিন সুলতানা, শেখ তৌহিদুল কবীর, বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পবৃন্দ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকের মন জয় করে।




মেহেরপুরে রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

মেহেরপুরের ৮ নাম্বার ওয়ার্ড হোটেল বাজার পাড়াই ৩৩ লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বুধবার (৩ জুলাই ) বিকেলে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির (রিপন), ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ রোকসানা কামাল রুনু, পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, মোঃ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মাহফুজুর রহমান জানায়, মেহেরপুরের পৌর এলাকার ৮ নাম্বার ওয়ার্ডে হোটেল বাজার পাড়ায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে।




মেহেরপুরে এনটিভির ২২ তম জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন 

ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২২ তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার দুপুরে গাংনীর ঢেপা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায়  এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

দোয়া মোনাজাত শেষে এতিমখানার শিশু ও অতিথিবৃন্দ এক সাথে বসে দুপুরের খাবার খান। অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম কুমার  গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদউদ্দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন  সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।




গাংনীতে সাড়ে ১১ শ কৃষক পেলেন প্রণোদনার সার ও রোপা আমনের বীজ

মেহেরপুরের গাংনীতে প্রণোদনার আওতায় সাড়ে ১১ শ প্রান্তিক কৃষক পেলেন রোপা আমন ধানের বীজ ও সার।

২০২৪/২৫ অর্থ বছর রোপা আমন মৌসুম কর্মসুচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ ( মোট সাড়ে ৫ মেট্রিকটন) ১০ কেজি করে ডিএপি ( ১১ মেট্রিকটন) ও ১০ কেজি করে এমওপি (১১ মেট্রিকটন) সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো: ফারুক হাসান।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।

এ সময় সরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।




অপু বিশ্বাস তো ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’- বুবলী

ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী। শাকিবের সঙ্গে কোন সম্পর্ক না থাকলেও এই দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক সেটি তাদের পরস্পরের প্রতি তির্যক মন্তব্যেই প্রকাশ পায়। সম্প্রতি আবারও অপু-বুবলী মেতেছেন বাকযুদ্ধে।

পরিচালক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে বাদ পড়ার পর বুবলী জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বুবলীর এমন বক্তব্য প্রকাশ্যে আসার অপু বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেমপ্ল্যান। সিনেমা থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।

সংবাদমাধ্যম অনুযায়ী, এবার অপুর সে কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুবলী জানালেন, বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন! শুধু তাই নয়, অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র সঙ্গেও তুলনা করেছেন। প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও!

বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো, উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী, বুবলী আর বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন।

বুবলী আরও বলেন, শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন।

আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং-বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।

এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। জাতীয় টেলিভিশনে কী সব উদাহরণ দিচ্ছে, যার কোনো অর্থই নেই। কি কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, কারণ তার ভেতরটাও এ রকম।

কিছুদিন আগে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলীর ওঠাবসা বেশি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ২০০৮ সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে, তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় ৫/৬টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে।

আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল। সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জয়া আপু, বিদ্যা সিনহা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজেও এসেছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন।

এই চিত্রনায়িকা আরও বলেন, ২০১৭ সাল থেকে শাকিব ও তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা বলেছিলেন উনি, সে সবই ভিডিওতে আছে। কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে, সেই কথাও আছে।

অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন।

ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন, উনি (অপু বিশ্বাস) নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না। কিন্তু কেন? কারণ হচ্ছে, কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে।

আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন। তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না, বানালে ঠিকই করতেন।

এ ধরনের কোনো উদাহরণ আছে, তার কাছে উনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি। কিন্তু এখানে চালাকি করে শাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিলো। কাকে কি বোঝায় উনি? হাস্যকর।

অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকব। কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না।

তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে “গেম প্ল্যান” করে বলেই এই “গেম প্ল্যান” শব্দ তার মুখ থেকে এসেছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ডিমের আড়তে ভোক্তার হানা, তিনটি দোকানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা শহরের চারটি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালিত হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেহেরপুর জেলা শহরের বড়বাজার এলাকার মেসার্স শাহিন পোল্ট্রি ফিড নামক একটি ডিম বিক্রি প্রতিষ্ঠানকে ডিম বিক্রির পাকা ভাউচার না দেওয়া ও ডিমের মুল্যতালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স শুভ পোল্ট্রি ফিড নামক ডিমের আড়তে পাকা ভাউচার প্রদান না করা ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ঔষধ সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে একই আইনের ৪৫ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা ও মেসার্স মিকাইল ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ গো-খাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে গো-খাদ্যের সাথে ভেজাল গুড় বিক্রির অপরাধে ৪৩ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

অভিযানে বিশেষ করে ডিমের আড়ত, ফিড, মাছ, সবজি ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

সরকারি আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।