দর্শনা কেরুজ চিনিকলের মতবিনিময় সভা অনুষ্ঠানে এমডি রাব্বিক হাসান

দর্শনা কেরুজ চিনিকলের ২০২৪-২৫ রোপন মাড়াই মৌসুম উন্নত জাতের আখ পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে সি ডি এ, সি আই সিদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে ট্রেনিং কমপ্লেক্স, ভবনে এ সভা অনুষ্টিত হয়। এ সভায়( মহাব্যবস্থাপক কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ চিনিকলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক এফসিএমএ এ রাব্বিক হাসান।

এ সময় তিনি বলেন,সরকারের এ ভারী শিল্প প্রতিষ্ঠান আপনাদেরই সম্পদ। এ সম্পদ রক্ষা ও টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সেক্ষেত্রে বেশী বেশী আখচাষের বিকল্প নেই। মনে রাখতে হবে এলাকার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহি কেরুজ চিনিকলের মূল কাচামাল হচ্ছে আখ। সরকার যেমন আখের মূল্য বৃদ্ধি করেছে, তেমনি কৃষকদের সবধরণের সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করেছে। আখের অধিক ফলনে কার্যকরি পদক্ষেপ গ্রহন করেছি আমরা। একর প্রতি আখের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়য়ে আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। ফলে আখচাষে অধিক মুনাফা অর্জনে কৃষকদের হতে হবে আন্তরিক। উন্নত জাতের আখচাষ সহ সঠিক পরিচর্যা করতে হবে।
কেরুজ চিনিকলটি টিকিয়ে রাখতে হলে সবার জায়গা থেকে পরিশ্রম করতে হবে।এবং আখ চাষীদের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে।

বিশেষ অতিথি হিসাবে ,মহাব্যাবস্থাপক কৃষি দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,এ অনুষ্ঠানটি কৃষি বিভাগের আয়োজনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন,ডিজিএম সম্পসারন মাহবুবুর রহমান।




দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিসহ জামাই শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই শাশুড়িকে আটক করেছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সীমান্তবর্তী দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।

সেনাবাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, আজ শনিবার সকাল ১১ টার দিকে ৫৫ পদাতিক ডিবিশন সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে মাদক বিরোধী একটি যৌথ অভিযান চালায়।

এ সময় দর্শনা আজিমপুরের মাদক ব্যবসায়ী চায়না খাতুনের বাড়ি থেকে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত চায়না খাতুন (৪৫) ও তার জামাতা রাজা মিয়াকে (২৪) আটক করে। আজ শনিবার বিকালে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আজ তাদের দুজনকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে দর্শনা থানা পুলিশ।




জীবননগরে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

“দশম গ্রেড আমাদের দাবী নয় আমাদের অধিকার “এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় জীবননগর বাস স্ট্যান্ড চত্বরে সহকারি শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় জীবননগরেও দশম গ্রেড বাস্তবায়নের জন্য জীবননগর বাস স্ট্যান্ড চত্ত্বরে এই মানববন্ধনে শিক্ষকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।

এসময় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, দশম গ্রেড পাওয়া আমাদের অধিকার।কারণ আমরা মানব গড়ার কারিগর,আমাদের মাধ্যমে দেশের সমাজ তৈরি হয়, দেশের বড় বড় অফিসার তৈরি হয়,তাছাড়া বর্তমানে এসএসসি এইচএসসি পাশ করে বিভিন্ন জায়গায় চাকরি করে আমাদের থেকে বেশী বেতন পাই। অথচ আমরা মানুষ গড়ার কারিগর আর আমাদের সংসার চলে না। আমাদের ন্যায্য দাবী না মানলে কঠোর কর্মসূচী পালন করবো।

পরে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ খালিদ হোসেন কর্মসূচীর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন। এবং জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নাজমুল হাসান, সহকারী শিক্ষক সাইফুর রহমান, সহকারী শিক্ষক মোছা: সুরাইয়া খাতুন, সহকারী শিক্ষক মোঃ বাবলুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আজান বারী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সরকারি শিক্ষক মোঃ বাবর আলী।




সারা দেশে অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সার্ভিস পয়েন্ট বিভাগ অ্যাকাউন্টস অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : অ্যাকাউন্টস অফিসার পদসংখ্যা : ৩টি অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল : দেশের যে কোনো জায়গায়

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ

অন্যান্য যোগ্যতা : এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান, অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা। অন্যান্য সুবিধা : মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: কারবেলা




স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ উচ্ছিষ্ঠ প্রশাসন দেশে চলমান–তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ উচ্ছিষ্ঠ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এ সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। তাদের এই ছোট ছোট ঝড়যন্ত্র এক সময় মহা বিপদ ডেকে আনবে। তাই এদের দ্রুত অপসারণ করতে হবে। তিনি আরও বলেন অর্ন্তর্বতীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। তারপরও আমরা বলতে চাই তাদের যে মুল দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। স্বৈরাচার পতনের এই মহা সময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে ১৬ বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিবুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনুষ্ঠিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও সিনিয়র সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ স্থানীয় সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




ঝিনাইদহের মহেশপুরে ৩৫ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সেসময় অনুষ্ঠানে বিজিবি’র কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা শেষে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজিবি জানায়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১২ হাজার ৪’ ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাজা, এবং ৮’শ ৭১ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।




গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি জেনে রাখুন

বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। আর এই সময়ে অনেকেই গুগল ড্রাইভ, গুগল ফটোজ অ্যালবামে বিভিন্ন ছবি ও ভিডিও সংরক্ষণ করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে, গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবাম বন্ধুবান্ধব ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে।

একই সঙ্গে অ্যালবামে থাকা ছবি ও ভিডিও দেখার পাশাপাশি তা নামিয়ে ব্যবহার করা যায়। এখানেই শেষ নয়, যৌথভাবে গুগল ফটোজ অ্যালবামে ছবি ও ভিডিও রাখার সুযোগ রয়েছে। ফলে একাধিক ব্যক্তির কাছে নির্দিষ্ট কোনো আয়োজনের ছবি থাকলে সবাই তা গুগল ফটোজ অ্যালবামে জমা রাখতে পারেন এবং তা দেখতে ও নামিয়ে ব্যবহার করতে পারেন।

জেনে নেওয়া যাক গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি :

গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যালবামে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করার পর প্রদর্শিত পপআপে অ্যালবামের নাম ও বর্ণনা লিখে সিলেক্ট ফটোজ বাটনে ট্যাপ করে অ্যালবাম তৈরি করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে অপশনস নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ইনভাইট পিপল অপশনে ট্যাপ করে যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে হবে, তার ইমেইল ঠিকানা যোগ করতে হবে। ইনভাইটে ক্লিক করার আগে কোলাবরেট অপশনের পাশে থাকা টগলটি চালু করলেই নির্দিষ্ট ব্যক্তি অ্যালবামে ছবি রাখতে পারবেন। এভাবে একাধিক ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করে ছবি রাখার সুযোগ দেওয়া যাবে।

সূত্র: কালবেলা




গাংনীর করমদীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় গাংনী উপজেলার করমদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে প্রতিবেশী পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে চাচা এনামুল হক পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে পাননি। পরে পরিবারের সদস্যদের খবর দেন।

খবর পেয়ে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুনসহ প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে ফাতেমা খাতুনকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




ডিভোর্সে পথে ঊর্মিলা

এই মুহূর্তে বলিউডের আলোচিত ইস্যু ঊর্মিলা মাতন্ডকরের বিবাহবিচ্ছেদ। মহসিন আখতার মীরের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তিনি। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। মাস খানেক আগে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ঊর্মিলা। এখন আলাদা থাকছেন তারা।

ঊর্মিলা-মহসিনের ডিভোর্সের কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুজনের বয়সের ব্যবধান পারিবারিক সমস্যার তৈরি করে। ঊর্মিলা স্বামীর চেয়ে ১০ বছরের বড়। ৪০ বছর বয়সে বিয়ে করেন তিনি। ধারণা করা হচ্ছে এই বয়স নিয়েই হয়তো চাপ ছিল। এছাড়া ঊর্মিলা-মহসিনের সংসার ভাঙার পেছনে অন্য আরেকটি কারণ আলোচনায় উঠে এসেছে। তা হলো— টাকা নিয়ে এ দম্পতির মাঝে ঝগড়া হয়েছে। মহসিন ও তার পরিবার ঊর্মিলাকে তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছে। মূলত, মহসিনের ব্যবসার জন্য অর্থের প্রয়োজন ছিল, সেখান থেকে এটা করা হয়। এ কারণ বিবাহবিচ্ছেদ সমঝোতার মাধ্যমে হচ্ছে না। চার মাস আগে আদালতে বিচ্ছেদের আবেদন করেন ঊর্মিলা।

কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় ২০১৪ সালে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প। ২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেন। তবে গত আট বছরে মীর-ঊর্মিলাকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি।

মীর ২১ বছর বয়সে কাশ্মীর থেকে মুম্বাই আসেন বলিউডে অভিনয়ের স্বপ্নে। তিনি ইটস অ্যা ম্যানস ওয়ার্ল্ড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে লাক বাই চান্স, মুম্বাই মাস্ট কালান্ডার এবং বিএ পাস চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয়ে সফলতা না পেয়ে ব্যবসায় নামেন মীর। তবে ডিভোর্স নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ঊর্মিলা।

বলিউডে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন ঊর্মিলা। তার অভিনীত ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ সিনেমাগুলো অন্যতম।

অন্যদিকে বলিউড অভিনেত্রী ঊর্মিলা ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। ৫০ বছর বয়সী ঊর্মিলার সংসার কেন ভাঙছে এ নিয়ে আলোচনা তুঙ্গে।

সূত্র: কালবেলা




গাংনীতে মুল নকসা বাস্তবায়ন ও গোল চত্তরের দাবিতে সড়ক অবরোধ

মেহেরপুর গাংনী বাজার বাসস্ট্যান্ডে দৃষ্টি নন্দন গোল চত্বর নির্মাণ,রাস্তার মাঝ থেকে যাত্রী ছাউনি ও দোকান অপসারণ এবং  একনেকে অনুমোদিত প্রকৃত নকশায় সড়ক প্রসস্তকরন কাজের দাবীতে বিক্ষোভ  ও সড়ক অবরোধ  করেছে গাংনী বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
আজ শনিবার  ( ২৮ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় গাংনী বাসস্ট্যান্ডে  বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে   বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শেনী পেশার মানুষ । দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি।
বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক,মাহাবুবুর রহমান স্বপন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন,
সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামান, উপজেলা যুব দলের আহবায়ক সাইদুল ইসলাম, যুবদল নেতা সালাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা জানান,মেহেরপুর – কুষ্টিয়ার প্রায় ৪৫ কিলোমিটার  সড়ক  প্রসস্তকরন কাজ শুরু করেন মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগ। মেহেরপুর অঞ্চল এবং কুস্টিয়া অঞ্চলে কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। সে লক্ষে ২০২৩ সালের শেষের দিকে সড়ক বিভাগ সড়কের দুই দিকের বড়বড় শতবৎসরের গাছ কেটে সড়কের দুপাশ পরিষ্কার করা হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদ, বিভিন্ন যাত্রী ছাউনি উচ্ছেদ কার্যক্রম চালায় সড়ক বিভাগ। সে সময়   সড়কে অবস্থিত জেলার প্রায় ১৩ টি যাত্রী ছাউনি অপসারণ করা হয়। অপসারনের হাত থেকে রক্ষা পাইনি মসজিদ ও ইদগাহ ময়দানের প্রাচীরও। এখানে রাস্তা প্রসস্তকরনে জনগনের চাওয়াকে গুরুত্ব না দিয়ে একক ভাবে ব্যাক্তি স্বার্থকে গুরুত্ব দেয়া হয়। সড়ক বিভাগের প্রকৌশলী,মনগড়া ও দায়সারা কাজ শেষ করতে চাওয়ায় জনগন দাবী নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়।  বাসস্ট্যান্ডের এই যাত্রী ছাউনি অপসারন না করে সড়কের কাজ শেষ করা হলে  বাসস্ট্যান্ডে  বিভিন্ন দুর্ঘটনা ঘটবে বলেও দাবী করেন বিক্ষোভকারীরা।
ইতোমধ্যে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ  ও মেহেরপুর জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর বরাবর  স্বারক লিপি দেয়া হয়। ব্যবসায়ীদের সাথে সাধারণ মানুষও বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা সড়ক বিভাগ,জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
গাংনী বাজারের ব্যাবসায়ী আলাল উদ্দিন রেন্টু বলেন, বর্তমান বিচার বিভাগ,জেলা প্রশাসন,জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আছেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য। অথচ সড়ক বিভাগ রাস্তা প্রসস্তকরনের আগে  বিভিন্ন অবৈধ স্থাপনা ভেংগে দিয়েছে। অথচ গাংনীর হাজারও মানুষের চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক বিভাগ গাংনী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নামক একটি ফলের দেকানে এসে স্থবির হয়ে পড়ছে।  সড়ক বিভাগের এমন উদাসীনতা ও প্রশাসনের এমন ঢিলেঢালা মনোভাব দেখে হাজার মানুষের মধ্যে তৈরি হচ্ছে নেতিবাচক নানা প্রশ্ন।
গাংনী বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান স্বপন বলেন, জেলা পরিষদ ,উপজেলা পরিষদ,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ সবই জনস্বার্থে কাজ করেন। গাংনী উপজেলার প্রাণকেন্দ্র গাংনী বাজার বাসস্ট্যান্ড। এখানে ত্রিভুজাকৃতির একটি সড়ক নির্মানের নকশা রয়েছে। সর্বসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে জেলা পরিষদের চুক্তি খুব সহজেই বাতিল করা যায়। এখানে টার্নিং পয়েন্ট টি পরিস্কার করা না হলে নিয়মিত দুর্ঘটনা ঘটবে এবং যে উদদেশ্যে সড়ক প্রসস্তকরন করা হচ্ছে সেই সুফল থেকে মানুষ বঞ্চিত থাকবেন।
গাংনী বাজার কমিটির  সভাপতি সালাউদ্দিন শাওন বলেন,যাত্রী ছাউনি অপসারনের দবীতে বাজারের সকল ব্যাবসায়ীরা রাস্তায় নেমে অবরোধ কর্মসুচী ও বিক্ষো করেন। এতে বাজারে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমি বিষয়টি জেনে কোন অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য  সাথে আ: মালেক স্টোরের নিরাপত্তার কথা ভেবে সাময়িক সময়ের জন্য দোকান বন্ধ করে দেয়া হয়।
গাংনী পৌর বিএনপি’র  সাধারণ সম্পাদক মোকবুল হোসেন মেঘলা বলেন, সড়ক বিভাগ ও জেলা পরিষদ মানুষের সাথে লুকোচুরি খেলছে। মেহেরপুর থেকে শুরু করে খলিশাকুন্ডি পর্যন্ত  সব অবৈদ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১৩ টি যাত্রী ছাউনি ভাঙ্গা হয়েছে। এমনকি রাস্তার পাশে থাকা মসজিদ ও ইদগাহ ভাংগা হয়েছে। অথচ গাংনীর গুরুত্বপূর্ণ স্থান বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ও একটি দোকান কেনো ভাংগা হয়নি। তা জানতে চাই গাংনীর মানুষ।
ইতোমধ্যে জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মেহেরপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে স্বারক লীপী দেয়া হয়েছে। বেশ কয়কদিন অতিবাহিত হলেও সাধারন মানুষ তার কোন সুফল পাইনি। যার ফলে মানুষকে আন্দোলনে  বাধ্য হতে হয়েছে। একক ক্ষমতাকে প্রাধান্য না দিয়ে জনগনের স্বার্থের প্রতিফলন ঘটাতে হবে। এর ব্যত্যয় হলে  যে কোন অস্থিশীল পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসন দায়ী থাকবেন।
গাংনী উপজেলা নি্র্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, আজ সকাল ১১ টার সময় গাংনী বাজারের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ যাত্রী ছাউনি অপসারনের দাবীতে বিক্ষোভ করেন। এসময় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সকলের কথা শুনেছি এবং তাদের সাথে কথা বলেছি। এটি একক বিষয় নয়। সড়ক বিভাগ,জেলা পরিষদ জড়িত। ব্যাবসায়ী প্রতিনিধিদের নিয়ে আলেচনা সাপেক্ষে সমস্যার সমাধান দেয়া হবে।  জনস্বার্থকে গুরুত্ব দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,আমি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাত্রী  ছাউনি অপসারনের দাবীতে বিক্ষোভ করছেন এ বিষয়টি আমাকে ইউএনও জানিয়েছে।   সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।