গাংনীতে মানব সেবায় ছাত্রলীগ নেতা অনিক

করোনা দূর্যোগের সময় থেকে অক্সিজেন, ঔষধ সরবরাহ, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা, সচেতনতা কার্যক্রম, মাস্ক বিতরণ করে আসছেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আসিফ ইকবাল অনিক।

এবার পথচারীদের মাঝে শরবত, খাবার পানি ও স্যালাইন বিতরনের পাশাপাশি তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে ও এসডিজি বাস্তাবায়নের লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়কের পাশে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ শতাধিক গাছ রোপন করে সকল শ্রেনী পেশার মানুষের কাছে নিজেকে তুলে ধরেছেন মানবিক ছাত্র নেতা হিসেবে। তার সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডে খুশি আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আসিফ ইকবাল অনিক মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক। পড়াশুনা করছেন মেহেরপুর সরকারী ডিগ্রী কলেজে। চৌকস, মেধাবী ও দক্ষ সংগঠক আসিফ ইকবাল অনিক ছাত্র রাজনীতির পাশাপাশি ছোটকাল থেকেই, মানবসেবামূলক কাজ করছেন।

কৃষকের ধানকাটা থেকে শুরু করে ইতিবাচক নানা কর্মসূচির জন্য আসিফ ইকবাল অনিককে দলের তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় অনেকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও এসডিজি বাস্তাবায়নের লক্ষে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আসিফ ইকবাল অনিকের উদ্যাগে বৃক্ষরোপন করা হয়েছে। রাসের সংক্রামণ ঠেকাতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক মাইকিং সহ মাস্ক, হ্যান্ড গ্লোবস, লিফলেট বিতরণ শহরে জীবানুনাশক স্প্রে দেয়াসহ নানা কর্মসূচী হাতে নিয়েছিলো ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। আবার কখনও নিম্ন আয়ের মানুষের খাদ্য সঙ্কটের ফোনকল পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলে তারা। ‘ত্রাণ নয় উপহার’ এই শ্লোগান দিয়ে পৌঁছে দেয়া হয় ছাত্রলীগের খাদ্য সামগ্রী।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক বলেন, কোন প্রতিদান পাওয়ার জন্য নয় সেবার ব্রত নিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেদের গড়ে তুলতে হবে।

আওয়ামীলীগ নেতৃবৃন্দরা জানান,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ ছাত্রলীগ নেতা কর্মীরা করোনা দূর্যোগ সহ নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অবদান রাখে। যা সেবার মাধ্যমে জনগনের কাছে নিজেকে ছাত্ররাজনীতির মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক।
গাংনী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসিফ ইকবাল অনিক প্রায় প্রতিদিনই অসহায় রুগীদের সেবা নেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এছাড়া ভর্তি রুগীদের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন তিনি।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, বৃক্ষ রোপন, শরবত ও পানি পান, করোনা দূর্যোগ সহ জনগনের নানা সমস্যায় পাশে থেকে সেবা করা অত্যান্ত মানবিক ও ভালো কাজ। ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইবাল অনিক মানব সেবায় যে কাজ করছে এটা সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।




চার জেলায় নিয়োগ দিবে নাবিল গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সিডস অ্যান্ড পেস্টিসাইড বিভাগ ‘মার্কেটিং অফিসার ’ পদে ৭ জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : নাবিল গ্রুপ

পদ ও বিভাগের নাম : মার্কেটিং অফিসার (সিডস অ্যান্ড পেস্টিসাইড)

পদসংখ্যা : ৭টি

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ২ থেকে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১১ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২ বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ১৫/২, আহমদনগর, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী- ৬২০৩, কর্পোরেট অফিস : সিলভার স্টোন, রোড নং # ২৩, বাড়ি নং # ০৯; ব্লক-বি, বনানী, ঢাকা-১২১১ কারখানা : ভেরাপোরা বাজার, দাওকান্দি, পবা, রাজশাহী।




গাংনী উপজেলা নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ‌

আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুম্মন আহমেদ প্রতীক বরাদ্দ করেন।

এ সময় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেক-আনারস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম-কাপ পিরিচ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো-কৈই মাছ, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল-হেলিকপ্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লায়লা আরজমান বানু -দোয়াত কলম, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম জুয়েল-ঘোড়া, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন-মোটরসাইকেল ও আওয়ামী লীগ কর্মী মুকুল আহমেদ-শালিক পাখি।

ভাই চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন মিঠু-তালা, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন-টিউবওয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম-চশমা প্রতিক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন-হাঁস, নাসিমা খাতুন-ফুটবল এবং জাকিয়া আক্তার আলপনা-কলস প্রতীক পেয়েছেন।

চেয়ারম্যান পদে একই প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গাংনী উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শুধুমাত্র জুলফিকার আলী ভুট্টো বিএনপি নেতা। বাকি ১৩ জন প্রার্থী আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।




জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না: শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার (২ মে) ম্যাচের আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।’

শক্তির বিচারে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকলেও সিরিজটা সহজ হবে না বলে মনে করেন টাইগার অধিনায়ক। শান্ত আরও বলেন, ‘ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।’

সূত্র: ইত্তেফাক




আমার প্রথম সমুদ্র যাত্রা

বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে পাসিং আউটের পর আমি ২০০৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ বাংলার কাকলিতে ডেক ক্যাডেট হিসেবে যোগদান করি। এটি ছিল জেনারেল কার্গো জাহাজ। প্রায় সব ধরনের ড্রাই কারগো বা মালামাল এটিতে পরিবহন করা হতো।

জাহাজটির দৈর্ঘ্য ছিল ১৫৫ মিটার প্রস্থ ২২ মিটার, সামার ডেড ওয়েট ১৭২৩৪ টন এবং পোর্ট অফ রেজিস্ট্রি ছিল চট্টগ্রাম। জাহাজটি তৈরি জাপানে এবং সবদিক দিয়েই এটি একটি ভালো জাহাজ ছিল। জাহাজটিতে কার্গো গেয়ার ছিল ক্রেন,ডেরিক এবং জাম্বো ডেরিক কারগো অপারেশন এর জন্য।

জাহাজে আমার প্রথম ভয়েজ ছিল মোংলা থেকে করাচি বন্দর। আমরা মোংলা বন্দর থেকে জুট বা পাট বেল আকারে লোড করি। কারগো লোড করতে প্রায় ১৫ দিনের মতো সময় লেগেছিল। বৃষ্টি হলে কারগো বন্ধ থাকতো এ কারণেই লোডিং এ একটু বেশি সময় লেগেছিল। এছাড়া কারগো জাহাজের ক্রেন দিয়ে দিয়ে লোড করা হতো। আমরা সে সময় রিভার মোরিং এ কারগো লোড করেছিলাম পাকিস্তানের করাচি বন্দরের জন্য।

মোংলা থেকে বঙ্গোপসাগর এবং আরব সাগর হয়ে আমরা করাচি বন্দরে পৌঁছাই। আমাদের করাচি যেতে প্রায় ১২ দিনের মতো সময় লেগেছিল।

আমরা মে মাসে মংলা থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করি। মুনসনের প্রভাবে এই সময়ে বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটোই উত্তাল থাকে। বঙ্গোপসাগরে পড়তেই জাহাজে রোলিং পিচিং শুরু হয়ে গেল। আমার জন্য এটি ছিল নতুন এক অভিজ্ঞতা। কখনো কখনো আস্তে জাহাজটি দোলে আবার কখনো কখনো বড় ঢেউয়ের ধাক্কায় বেশি দুলতে থাকে। এভাবে আমাদের যাত্রা শুরু হল।

জাহাজে আমরা তিনজন ব্যাচমেট ছিলাম, দুইজন ডেক ক্যাডেট এবং একজন ইঞ্জিন ক্যাডেট। তিনজনই আমরা সবেমাত্র জাহাজে যোগদান করেছি। ক্যাডেটদের রুমে ছিল ডাবল বাঙ্ক বেড বা দোতলা খাট। ডেক ক্যাডেট কেবিনে আমি এবং আমার একজন ব্যাচমেট থাকতাম আর ইঞ্জিন ক্যাডেট রুমে আমার আরেকজন ব্যাচমেট একাই থাকতো।

ক্যাডেট হিসেবে জাহাজে যোগদানের পর থেকেই শুরু হয়ে যায় ট্রেনিং। সব ধরনের কাজেই অংশগ্রহণ করতে হতো। কখনো অফিসারদের সাথে কখনো ক্রুদের সাথে আবার কখনো ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হতো। জয়েনিং এর পরে প্রথম ৬ মাস আমাদের প্রতিদিন ১২ ঘন্টার বেশি কাজ করতে হতো। তারপর আস্তে আস্তে কাজ শিখে গেলে কাজের সময় কিছুটা কমে আসে। ক্যাডেটদের প্রধান কাজ হল সবার সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করা। এভাবেই জাহাজের ক্যাডেটরা ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে থাকে যা পরবর্তীতে প্রতিটি পদেই কাজে আসে।

এভাবে আমরা রোলিং পিচিং নিয়ে চলতে থাকি এবং আমাদের ক্যাডেটদের সকলেরই কিছুটা সী সিকনেস দেখা দেয়। মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হয়,কখনো কখনো আবার বমিও হয়েছে। যদিও এসব কিছুর মাঝেই আমাদের কাজ করতে হয়েছে। যখন আমরা আরব সাগরে পড়ি তখন সমুদ্র আরো বেশি উত্তাল হয়ে যায়। সামুদ্রিক নিম্ন চাপের কারণে জাহাজটি আরো বেশি দুলতে থাকে। কখনো কখনো ১৫ থেকে ২০ ডিগ্রির মত রোলিং হয়। আমরা যারা নতুন জাহাজে জয়েন করেছি তাদের জন্য দিনগুলো খুব কষ্টের ছিল। এভাবে কয়েকদিন চলার পর সমুদ্র কিছুটা ভালো হয়ে যায়। তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। এভাবে আস্তে আস্তে আমাদের সী সিকনেস কেটে যায়। সকল নাবিকদেরই প্রথমদিকে এরকম সী সিকনেস হয়।
১২ দিন পর যখন করাচি বন্দরে পৌঁছাই তখন খুব শান্তি লেগেছিল। এটিই আমার প্রথম ফরেন পোর্ট। আমাদের জুট বা পাট ডিসচার্জ করতে ৭ দিনের ও বেশি সময় লেগেছিল।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ হওয়াতে জাহাজটিতে ফ্যামিলি নিয়ে সেইল করা যেত। আমাদের জাহাজে চিফ অফিসার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যারের ফ্যামিলি ছিল। জাহাজের পরিবেশটাও ছিল চমৎকার। সবাই বাংলাদেশী হওয়াতে খাওয়া-দাওয়াতে কোন কষ্ট হয়নি। মাঝে মাঝে ভাবিরাও রান্না করে আমাদের খাবার খাইয়েছে। সমুদ্রের অবস্থা ভালো থাকলে প্রতিদিন সন্ধ্যার পর টেবিল টেনিস খেলা হত মাঝে মাঝে টুর্নামেন্টও হত। এভাবে কাজের মধ্যেও বেশ আনন্দে কেটেছে আমাদের দিনগুলো। জাহাজে সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। শাসন করলেও তারা আমাদের অনেক কিছুই শিখিয়েছেন।

বন্দরে আমাদের জাহাজটি বেশ কিছুদিন অবস্থান করায় করাচি শহরটি ঘুরে দেখার সুযোগ হয়েছিল। করাচি পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর। এটি আরব সাগরের উপকূলে অবস্থিত। রাস্তায় আলোর কারণে এটিকে আলোর শহরও বলা হয়। করাচি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসাবেও পরিচিত। এটি ক্রীড়া জগতের জন্যও একটি গুরুত্বপূর্ণ শহর। করাচির সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এখানে মহাজির,সিনজি, পাঞ্জাবি সহ বিভিন্ন সম্প্রদায় একত্রে বসবাস করে। এছাড়াও এখানে প্রায় দুই মিলিয়নের মতো বাঙালি বসবাস করে। দুঃখের বিষয় হল সেখানকার বসবাসরত বাঙালিরা ভোটাধিকার এবং দেশের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জানা যায় তাদের জাতীয় পরিচয় পত্র না থাকায় তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না এবং সরকারি চাকরি পায় না। তাই বাঙালি পরিবারগুলো প্রজন্ম থেকে প্রজন্ম মানবেতর জীবনযাপন করছে। বাঙালিরা এখনো সেদেশের নাগরিকত্ব পায়নি।

সমুদ্রের কাছাকাছি থাকায় করাচি একটি গুরুত্বপূর্ণ পরিবহন ক্ষেত্র হয়ে উঠেছে। বিন কাশিম বন্দর এবং জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত। এখানকার দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম হলো কায়েদে আজম মাজার,মহাত্মা প্যালেস, ফ্রিরিহল,ডলমেন শপিং মল, আলাদিন পার্ক, পিএএফ মিউজিয়াম,সীভিউ বিচ ইত্যাদ।

আমার সে সময় কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ এর মাজার,কয়েকটি শপিং মল এবং সীবিচে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছিল। সেই সাথে বেশ কয়েকটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি। এখানকার খাবারের মধ্যে লাহরি বিরিয়ানি,আফগান রুটি, কাবাব, তন্দুরি রুটি অন্যতম। এছাড়াও কাটোয়া গোশত,সিরি পায়া, কাবুলি পোলাও, চারসি টিক্কা,দুম্বা কারাহি কয়েকটি জনপ্রিয় খাবার। এর মধ্যে কয়েকটি খাবার খেয়েছিলাম সে সময়। খাবারগুলো খুব টেস্টি বলে মনে হয়েছে। টুকটাক শপিংও করেছিলাম। করাচি থেকে কেনা একটি পাঞ্জাবী আজও আমার কাছে অক্ষত অবস্থায় রয়েছে।

এভাবেই আমি আমার প্রথম ভয়েজে সুন্দর কিছু সময় পার করেছিলাম। এখনো মনের মধ্যে প্রথম সমুদ্রযাত্রার স্মৃতিগুলো গাঁথা রয়েছে।

লেখক: মাস্টার মেরিনার, (এ এফ এন আই), এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম।




দামুড়হুদায় চেয়ারম্যান প্রার্থী এস.এ.এম জাকারিয়া আলমের গণসংযোগ ও পথসভা

আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এ.এম জাকারিয়া আলম আওয়ামী লীগের দলীয় সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা,লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন।

তিনি আজ বুধবার (১ মে) বিকেলে উপজেলার বিকেলে নাটদহ ইউনিয়নের হেমায়েতপুর চারুলিয়া সদরপুকুর জগন্নাথপুর আটখবর বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের নিকট দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়ে পথসভা,লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

পথসভা,লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এ.এম জাকারিয়া আলম বক্তব্যে বলেন, দীর্ঘদিন পারকৃষ্ণপুর – মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এবার দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছেনা। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামীতে মানুষের সেবা করার সুযোগ চেয়ে প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। আশাকরি আপনারা আমাকে নিরাশ করবেন না।

আগামী ০৮মে দামুড়হুদা উপজেলা নির্বাচনে উপজেলার সকল ভোটারদের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। দামুড়হুদা উপজেলা কে স্মার্ট উপজেলা বিনির্মানে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী এস. এ. এম জাকারিয়া আলম । পথসভায় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।




‘বাহুবলী’র নতুন রূপ নিয়ে ফিরছেন রাজামৌলি

ভারতের দক্ষিণী পরিচালক রাজামৌলির ‘বাহুবলী’ সিনেমাটি ২০১৫ সালে মুক্তির পর বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। সুপারস্টার প্রভাস অভিনীত ‘বাহুবলী’কে এবার নতুন রূপে নিয়ে আসছেন রাজামৌলি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাজামৌলি তার এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখেছেন, জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী, ক্রাউন অফ ব্লাড।

পোস্টে পরিচালক জানিয়েছেন, নতুন ‘বাহুবলী’ আ্যনিমেশন সিনেমা। যা কিনা ওটিটিতে সিরিজ হিসেবে দেখানো হবে। খুব শীঘ্রই সিনেমার ট্রেলার সামনে আসবে বলেও জানিয়েছেন রাজামৌলি।

প্রথম পর্বে ‘বাহুবলী’-কে কাটাপ্পা কেন মারল, সেই নিয়েই দু’বছর ধরে গোটা বিশ্বজুড়ে আলোচনা চলেছিল। শেষমেশ, এই ছবির দ্বিতীয় পর্বে দর্শকদের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন রাজামৌলি।
সূত্র: ইত্তেফাক




মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়‌।

আজ বুধবার (১ মে) সকাল ৯ টার দিকে সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।

র‍্যালীর নেতৃত্ব দেন সদর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল করিম এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুল আলম শাহীন।

এসময় সদর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল, কোষাধাক্ষ খন্দকার নাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ ইসরাফিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ মিলন, শ্রম কল্যাণ সম্পাদক মোঃ মাহাবুব আলম লিটন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ আলী, মোঃ আঃ মোমিন, মোঃ জিন্নাতুল, মোঃ সাবদার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




ইউনাইটেড গ্রুপে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ ‘সিনিয়র ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ইউনাইটেড ডোরস

পদ ও বিভাগের নাম : সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং)

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৮ থেকে ১০ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মঘণ্টা : ফুল টাইম

আবেদনের শেষ তারিখ : ২৯ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : বেসরকারি/পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে মাস্টার্স/এমবিএ ডিগ্রি।

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২ বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ইউনাইটেড টাওয়ার, ২৬২-২৬৩, বংশাল রোড, ঢাকা-১১০০




মেহেরপুরে টাইল,পাইপ এন্ড সেনেটারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন

১ লা মে মহান শ্রমিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার টাইল, পাইপ এন্ড সেনেটারীসহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

আজ বুধবার (১ মে) দিবসটি উপলক্ষে শহরের কোট রোড,বকুলতলা থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত একটি র‍্যালী বের করা হয়।

র‍্যালীটির নেতৃত্ব দেন সদর উপজেলার টাইল, পাইপ এন্ড সেনেটারীসহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম।

এসময় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (মুন্না), সহ-সভাপতি মহর আলী খান (তুষার), সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম মুক্তা, কোষাধক্ষ্য মোমিন খান, প্রচার সম্পাদক মামুন শিকদার, সদস্য উজ্জল মিয়াসহ অন্যান্য নেতাকর্মীগণ অন্যান্য নেতাকর্মীগণ অন্যান্য শ্রমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।