হাঙরের হামলায় মারা গেলেন হলিউড অভিনেতা টামায়ো পেরি

হাওয়াই দ্বীপে হাঙরের হামলায় মৃত্যু হলো হলিউড অভিনেতা টামায়ো পেরির। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। হাওয়াই দ্বীপে সার্ফিং এর সময়ে মারা যান ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত এ অভিনেতা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৩ জুন) বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। পরবর্তীতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মারাত্মকভাবে আহত হওয়ার খবরে ছুটে যান স্থানীয়রা। পরে তারা সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয়।

জানা গেছে, পেরির দেহ থেকে বিচ্ছিন্ন ছিল একটি হাত এবং পা। সেই দু’টি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে তাই অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়ে থাকতে পারে অভিনেতার।

হুনুলুলু সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান (ভারপ্রাপ্ত) কোর্ট লেগার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘পেরি পেশাদার একজন সার্ফার ছিলেন। সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি।

ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন। মানুষ তাকে যতটা ভালোবাসতেন, তারচেয়েও বেশি পেরি মানুষকে ভালোবাসতেন। পেরির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো পেরি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’ প্রভৃতি সিনেমায়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। কালীচরনপুর ইউনিয়ন সর্বস্তরের জনগনের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সেসময় বক্তব্য রাখেন, কালীচরনপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, পৌর শ্রমিক লীগের সভাপতি আরিফুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক ছোটন হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজাহান রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সিটিসহ অন্যান্যরা। সেসময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে বক্তারা অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানান।




প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে কোপা শুরু ব্রাজিলের

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রতে পয়েন্ট খুইয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

মঙ্গলবার (২৫ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে পুরোটা সময় রাজত্ব করেছে ব্রাজিল। ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে সেলেসাওরা। তবে কাজের কাজ গোলটা করতে পারেননি ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। বেশ কিছু আক্রমণ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই আক্রমণ রুখে দেন কোস্টারিকা গোলরক্ষক।

ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। তবে ভিএআরে বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বিরতি পর ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট নেন লুকাস পাকুয়েতা। তবে তা বারে লাগে।

শেষ পর্যন্ত কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ব্রাজিল। এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে ব্রাজিল। প্রথম ম্যাচেই জয় তুলে ৩ পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান করেছে কলম্বিয়া। ১ পয়েন্ট নিয়ে কোস্টারিকা তিনে ও কোনো পয়েন্ট ছাড়াই চারে অবস্থান প্যারাগুয়ের।

সূত্র: ইত্তেফাক




হোয়াটসঅ্যাপে কথা বললেই লেখা হবে

প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীরাও আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকেন। এবার জানা গেল, আসন্ন এক ফিচার সম্পর্কে। সেটির সাহায্যে মুখের কথা রূপান্তর হবে টেক্সটে।

ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ইউজাররা। ইতিমধ্যেই আইফোন বেটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়াবেটাইনফোর প্রতিবেদনে আসন্ন ফিচারটি সম্পর্কে বলা হয়, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। আর সেজন্য ব্যবহারকারীদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নতুন ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। এখন পর্যন্ত পাঁচটি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। ভবিষ্যতে বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যেতেই পারে।

সম্প্রতি ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এখন থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। সেই সঙ্গে স্পিকার স্পটলাইট নামের এক নতুন ফিচার আনা হয়েছে। এর আগে উইন্ডোজ মোবাইলের ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নতুন নিয়মে একলাফে অনেকটাই বাড়ল সেই সংখ্যা। কয়েকদিন আগেই জানা গিয়েছিল অন্য এক ফিচারের কথাও। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার যার বা যাদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কথা বলেন, তাদের ফেভারিটস-এ যুক্ত অ্যাড করতে পারবেন। ফলে যাদের সঙ্গে নিয়মিত কথা হয়, বাকিদের থেকে তাদের আলাদা করা হবে সহজ।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারি মালিককে জরিমানা

আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিপণন করায় একটি বেকারির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার পৌর শহরে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, পৌর শহরের আনন্দধামে অবস্থিত মুসলিম নামে ঐ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, কেক, পাউরুটিসহ বিভিন্ন পণ্যে মেয়াদ মুল্য ইত্যাদি না দেয়া, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে নিষিদ্ধ উপাদান ব্যবহার সহ বিভিন্ন অনিয়মের কারণে মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানাপুলিশের একটি টিম।




আলমডাঙ্গায় কৃষি জমির মাটি বিক্রি, অর্ধ লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলায় কৃষিজমির মাটি বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা এলাকায় এ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস এ অভিযান পরিচালনা করেন।

এসময় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে দক্ষিণ রামনারায়ণপুরে আবুল কালাম (৪৭) ও মোহাম্মদপুরে হারুনুর রশিদকে (৪২) একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এসময় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে জামজামি ঘোষবিলা গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে ওয়াজেদ আলী (৫৬) অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানাগেছে, ওয়াজেদ আলী দীর্ঘদিন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অপরাধীরা কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। অভিযোগ পেয়ে এক ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জামজামি ক্যাম্পের আইসি শরিয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।




মুজিবনগরে সমবায় অধিদপ্তরের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুজিবনগর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে সমবায় অধিদপ্তরের দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের পর্যটন মটেলের অডিটোরিয়ামে মুজিবনগর উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর বাস্তবায়নে দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মহাবুবুল হক মন্টু এর সভাপতিত্বে, দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠানে, আমন্ত্রিত অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার খাইরুল ইসলাম, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান, মুজিবনগর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারি সাঈদ আনোয়ার।
মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণে উপজেলার ১৬ টি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১২০ জন সমবায়ী অংশগ্রহন করেন।
মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়।




গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন!

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে বিয়ের দাবি নিয়ে তরুণ প্রেমিকের বাড়িতে তিনদিন যাবৎ অনশনে বসেছেন কলেজ পড়ুয়া এক তরুণী।

গত শুক্রবার (২১ জুন) বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার প্রেমিক জাহিদ হাসানের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী।

এদিকে প্রেমিকার অবস্থানের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক জাহিদ হাসান। ঘটনাটি জানাজানি হলে গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনশনরত তরুণীকে দেখতে জাহিদের বাড়িতে হাজার হাজার নারী পুরুষ উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন।

প্রেমিক জাহিদ হাসান গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে।

ওই তরুণী মিতা খাতুন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের দারেজ উদ্দীনের মেয়ে ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে গত বছর ইন্টারমিডিয়েট পাশ করেছে।

মিতা খাতুন জানান, বিগত চার বছর পূর্বে থেকে জাহিদ হাসানের সাথে তার প্রেম চলছিল। জাহিদ হাসানের বাড়ি তার বাড়ি পাশাপাশি গ্রামে হওয়ায় প্রায় তাদের দুজনের দেখা হতো। মাঝে মাধ্যে রাতেও তাদের দুজনের দেখা সাক্ষাত হতো। জাহিদ হাসান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক দিন দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। তরুণী জানান, এর মধ্যে আমার বিভিন্ন এলাকা থেকে বিয়ের প্রস্তাব এলেও জাহিদ সেই বিয়ে ভেঙ্গে দিয়েছে। আমাকে না পেলে সে আত্মহত্যা করবে বলেও হুমকী দিতো। অনেকদিন সে মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে গলাই রশি পেছিয়ে আত্মহত্যারও হুমকি দিয়েছে। গত ২০ জুন তারিখ জাহিদের পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে যাওয়ার কথা ছিল। আমার পরিবারের লোকজন সব কিছুর আয়োজন করেছিল। কিন্তু হঠাৎ জানানো হয় বিয়ে হবে না। জাহিদের পরিবার থেকে দেখতে যাবেনা। পরে জাহিদ আমাকে ম্যাসেজ দেই তুমি চলে এসো। নাহলে তোমার সাথে আমার পরিবারের পক্ষ থেকে বিয়ে দেবে না। তার সেই ম্যাসেজের সাড়া দিতেই আমি আমার পরিবারের সব কিছু ত্যাগ করে তাকে পাওয়ার জন্য চলে এসেছি। আমি জাহিদের বাড়িতে আসার পরপরই তার মা ও পরিবারের অন্য সদস্য মিলে জাহিদকে সরিয়ে রেখেছেন। আমি জাহিদকে না পেলে এই সমাজে মুখ দেখাতে পারবোনা। আমি তার সাথে সংসার পাততে চাই। জাহিদ আমাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। আমি এখানে চলে আসার পর থেকেই জাহিদ ও তার পরিবারের লোকজন তালবাহানা শুরু করেন। পরে আমি বাধ্য হয়েই বিয়ের দাবি নিয়ে জাহিদের বাড়িতে অবস্থান নিয়েছি। আমি জাহিদকে না পেলে এই বাড়িতেই আত্মহত্যা করবো।

এদিকে তরুণীর অবস্থানের পর জাহিদ হাসানের বাবা মহব্বত আলী তাকে মেনে নিতে চাইলেও জাহিদের মা জান্নাতুল খাতুন ও তার খালু বামন্দীর আব্দুল রশিদ তালবাহানা করে তাকে বাড়ি থেকে সরিয়ে রেখেছে।

জাহিদের মা জান্নাতুল খাতুন বলেন, এই মেয়ে আমার বাড়িতে আসার পরপরই আমার ছেলে বাড়ি ছেলে পালিয়েছে। আমি এই মেয়েকে মেনে নিতে পারবোনা। তাছাড়া আমার ছেলেই তো এখন পলাতক বিয়ে দেবো কার সাথে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, জাহিদ ও তার বাবা ওই তরুণীকে মেনে নিতে চাইলেও তার মা এবং খালা খালু মেনে নিতে পারছেন না। অবস্থানরত ওই তরুণীর গায়ে আলকুশি দেবে বলেও হুমকী দিয়েছেন আব্দুর রশিদের স্ত্রী জয়নব খাতুন।

বামন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) আসাদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গত তিনদিন এলাকার মানুষ ভীড় জমাচ্ছে ওই বাড়িতে। আমি নিজেও বেশ কয়েকবার গেছি এটি নিয়ে সমাধান করার জন্য। ওই তরুণীকে বোঝানোর চেষ্টা করেছি। সে ওই বাড়ি থেকে বের হবেনা। এছাড়া পরিবারের লোকজনকেও বোঝানোর চেষ্টা করেছি বিয়ে দিয়ে দিতে। তারাও মেয়েটিকে মেনে নিচ্ছেন না। তারপরেও আজ সোমবার (২৪ জুন) সন্ধ্যায় বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সমাধানের জন্য বসা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনার পর ওই তরুণীকে বোঝানোর জন্য আমি নিজে ঘটনাস্থলে গেছি। সে এখন বিয়ে ছাড়া ওখান থেকে উঠবে না। আমিতো তাকে জোর করে কিছু করতে গেলে সে অন্য কোনো কিছু করে ফেললে এই দায় কে নেবে। যে কারনে আমি আপাতত ওই তরুণীর নিরাপত্তার জন্য দুজন নারী পুলিশ কনেস্টবল রেখেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এআই অনলাইনে যুক্ত হবে ২৬০ কোটি মানুষ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিধি প্রতিনিয়ত বাড়ছে। আর এটি ২৬০ কোটির বেশি মানুষকে অনলাইনে যুক্ত করতে পারবে। সম্প্রতি ব্রডব্যান্ড কমিশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইটি টেলিকম ও টেকনোলজি মিরর সূত্রে এই তথ্য জানা গেছে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ব্রডব্যান্ড কমিশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট কাজ করে থাকে। ২০১০ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এটি প্রতিষ্ঠা করে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বে ৫৪০ কোটির বেশি মানুষ অনলাইনে যুক্ত রয়েছেন। ২০২৩ সালে বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। যেখানে ২০১৯ সালে এর অনুপাত ছিল ৫৪ শতাংশ। ইন্টারনেটের সুবিধা সবাই সমানভাবে পাচ্ছেন না। এ বৈষম্যের শিকার বেশি হচ্ছেন নারী ও নিম্ন আয়ের দেশের অধিবাসীরা। এছাড়া এ বৈষম্যের কারণে বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠী অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছেন। এক বিবৃতিতে কমিশন জানায়, সবার কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার জন্য এখনো অনেক কিছু করতে হবে।

আইটিইউর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, উচ্চ আয়ের দেশে ৯৩ শতাংশ, মধ্যম ও কম আয়ের দেশে ৫৫ শতাংশ ও স্বল্পোন্নত দেশে ইন্টারনেট ব্যবহারের হার ৩৫ শতাংশ।

গ্রুপো কারসোর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং কমিশনের কো চেয়ার কার্লোস স্লিম বলেন, ‘এআইয়ের ব্যবহার নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তথ্য, কম্পিউটিং সক্ষমতা এর ব্যবহার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলছে এবং নতুন পরিষেবা চালুতে সহায়তা করছে। জেনারেটিভ এআইয়ের দ্রুত বিকাশ মূল বিষয়ের পাশাপাশি নতুন কিছু উন্মোচনের ক্ষেত্রে এর সম্ভাব্যতাকে তুলে ধরে। এ প্রযুক্তির বিকাশে মেধাবীদের সন্ধান করার পাশাপাশি কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে। যাতে করে ডিজিটাল স্কিলের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়।’

কমিশনের কো-ভাইস চেয়ার ও আইটিইউর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন ডরিন বোগদান মার্টিন। তিনি বলেন, ‘বিশ্বের মোট অধিবাসীর একটি বড় অংশ এখনো ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছেন। আর এ কারণে প্রযুক্তিগত যে উদ্ভাবন রয়েছে, সেখান থেকে সুবিধা পাওয়ার জন্য ব্রডব্যান্ডের ব্যবহার নিশ্চিত করতে হবে। এআইয়ের পাশাপাশি অন্যান্য উদীয়মান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সব দেশের অধিবাসীর কাছে কার্যকর সংযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়া সম্ভব।’

২০২৫ সালের জন্য ব্রডব্যান্ড কমিশন-এর অগ্রগতি পর্যালোচনা করেছে। যেখানে ব্রডব্যান্ড উন্নয়ন ও সর্বজনীন সংযোগ নিশ্চিতে সাতটি বিষয় নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে গ্রাহক পর্যায়ে মোবাইল ইন্টারনেটকে আরো সহজলভ্য করা।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম।

সেসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ আরও অনেকে।

এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১২ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।