আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে এমপি- ছেলুন
আলমডাঙ্গা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কে,এম মঞ্জিলুর রহমান দ্বায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ রোববার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে তিনি দলীয় কর্মি সমর্থক নিয়ে ফুল দিয়ে সাজানো উপজেলা পরিষদের গাড়ি নিয়ে পরিষদে আসেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে এমপি সহ উপজেলা পরিষদের কর্মকর্তারা পরিষদের চেয়ারে বসেন। পরে তিনি উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করেন।
মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,আমাদের নব নির্বাচিত চেয়ারম্যান একটা সুন্দর কথা বলেছে,ওর হাত আপনাদের সাথে থাকবে। আপনারও হাত বাড়িয়ে দেবেন। সমন্বয়ের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নে আপনাদের সকলেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। এইটা নিয়ে হই চই করার প্রয়োজন নেই। সবার ভুল থাকতে পারে, এটা সমন্বয় মাধ্যমেই আলমডাঙ্গা উপজেলা এগিয়ে যাবে। আমি এলাকার এমপি,আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আমার আলমডাঙ্গা উপজেলার উন্নয়নের ব্যাপারে যতটুকু করণীয় আমি তা করবো।
আলমডাঙ্গা উপজেলা উত্তত্তোর শ্রীবৃদ্ধি পাবে এটা আমি মনে করি। আমি পিছনের দিকে তাকাতে চাইনা। তবে পিছন থেকে শিক্ষা নিতে হবে। কেউ তা করেনা। নিজের মত চলে। গুনীজনরা বলেন,ইতাহাস থেকে শিক্ষা নিতে হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কে,এম মঞ্জিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারর স্নিগ্ধা দাস, ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মো: গনি মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী তাওহিদ আহমেদ, সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বি আর ডিপি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা তথ্য কর্মকর্তার স্নিগ্ধা দাস।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন সমিতির সভাপতি খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।