চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদের বিপরিতে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এর আগে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরাপ উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, ‘আপনারা আজ একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে, আপনারা ঐক্যবদ্ধ। দুনিয়ার মজদুরের পিছনে কিছু অশুভ শক্তি থাকে যারা নিজেদের স্বার্থে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সেই শক্তিগুলো ব্যর্থ হবে। আপনারাই এ দেশের চালিকাশক্তি। মিস্ত্রী না থাকলে নির্মাণ কখনই সম্ভব নয়। বিদেশে মিস্ত্রীরা অনেক সম্মান পায়, আমাদের দেশেও তা হতে হবে। কর্মে সৎ থেকে নিজের এবং দেশের উন্নতি করতে হবে।’

সংসদ সদস্য বলেন, নিজেদের মধ্যে কোন কোন্দল থাকলে তা নিজেরাই মেটাতে হবে। কোন্দল পরিহার করে যদি ঠিকমত পথ চলেন তবে আপনাদের চলার পথ আরো গতিময় হবে। আপনারা এগিয়ে যাবেন। শ্রমিক ছাড়া একটা রাষ্ট্র চলে না। এসময় তিনি নির্মাণশ্রমিক নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের কার্যালয়ের জন্য একটি ঘরের কথা বলেছেন, কতটুকু করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম জোয়ার্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হোসেন, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন ও সদস্য আলমগীর হোসেন। পরে ফিতা কেটে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিসহ অতিথিরা।




চাকরি দিবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা ও চট্টগ্রামে ‘সোশ্যাল নর্মস অ্যান্ড কমিউনিটি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম : সোশ্যাল নর্মস অ্যান্ড কমিউনিটি অফিসার

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : চট্টগ্রাম, ঢাকা

বেতন : ২,০৩,৭১২-২,৩০,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৪

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিস

আবেদনের শেষ তারিখ : ২২ জুন, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : সিএমআরএ, এন্ডিং আরলি ম্যারেজ, এএসএইচআর, লাইফ-স্কিলস, জেন্ডার ইক্যুয়ালিটি এবং ট্রেনিং অব দ্য ট্রেনারসে (টিওটি) প্রশিক্ষণ থাকতে হবে। কোনো সংস্থায় আরলি ম্যারেজ, এসআরএইচআর ও জেন্ডার ইক্যুয়ালিটিতে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং পলিসি বিষয়ে জানাশোনা থাকতে হবে। রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস, অ্যান্ড্রয়েড অ্যাপ, ই-মেইল, স্ক্যানার, ইন্টারনেট ও কম্পিউটারের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : জীবন বিমা, হাসপাতালে ভর্তি বিমা, চিকিৎসা সুবিধা ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

ঠিকানা : বাড়ি # সিডব্লিউএন (বি)১৪, রোড ৩৫, গুলশান-২, ঢাকা-১২১২




কুষ্টিয়ায় যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

কুষ্টিয়ায় নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে ২০২৩-২৪ অর্থবছরে কুষ্টিয়া জেলার নির্বাচিত ১০টি যুব সংগঠনের মাঝে এ অনুদান দেয়া হয়।




শুটিংয়ে চড় মারেন অভিনেতাকে নোরা

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল সিনেমার গানে ‘দিলবার গার্ল’খ্যাত এই তারকার পারফরম্যান্স ঝড় তোলে দর্শক হৃদয়ে। তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরোনো একটি ভিডিও।

যেখানে নোরা তার ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প ভাগ করেছেন। সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন নোরা। বাংলাদেশে শুটিং করতে গিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

কপিল শর্মার শোতে নোরা জানান, তার প্রথম ছবি ছিল ‘রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস’। ওই ছবির শুটিং সেটেই নোরা ও তার সহ-অভিনেতা একে অপরকে কষিয়ে চড় মারেন।

নোরা বলেন, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল। সহ-অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। বিষয়টি মানতে না পেরে তাকে কষিয়ে এক চড় দেন অভিনেত্রী। এরপরই শুরু দুজনের মধ্যে হাতাহাতি।

কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। মহিলা বলে তাকে ছাড় দেননি অভিনেতাও। নোরাকে পাল্টা চড় মারেন ছবির নায়ক। এরপর একে অপরের চুল ধরেও টানাটানি করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন।

সাম্প্রতিক সময়ে ফটোসাংবাদিকদের ছবি তোলার ধরন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নোরা। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরা ফোকাস করেন বলে অভিযোগ অভিনেত্রীর। যে কোনো অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন সাংবাদিকরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয়, যা ভীষণই অস্বস্তিকর তারকাদের জন্য।

সূত্র: যুগান্তর




আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে-একেএম শোয়েব

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর চেয়ারম্যান একেএম শোয়েব বলেছেন, শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করে সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গির মাধ্যমে যুক্তিবোধ সম্পন্ন চৌকস ও আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই তরুণ প্রজন্ম পারবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এনডিএফ বিডি সেই কাজ দেড় যুগ ধরে করে যাচ্ছে। বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আর এই বৃহৎ কাজটি করার ফলে আমরা একটি বিশাল পরিবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, এসব কার্যক্রমের মাধ্যমে তরুণ ও আমরা যুবসমাজের মনকে সজীব, সতেজ ও আনন্দময় করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।

গতকাল বিকেলে শহরের খেয়া রেস্তোরাঁয় এনডিএফ বিডি এর কুষ্টিয়া জোন’ আয়োজিত মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশের মেধাবী,বুদ্ধি ভিত্তিক, আলোকিত, সুদক্ষ নাগরিক হিসেবে দেশপ্রেমী প্রজন্ম বিনির্মাণে তাদের জীবনকে বাজি রেখে যুক্তির পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কুষ্টিয়ার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মেধাবী বিতার্কিকদের খুঁজে বের করতে শীঘ্রই প্রতিযোগীতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এনডিএফ বিডির মডারেটর নাদিরা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির পরিচালক এসএম জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিতার্কিক কামরুল হোসেন রোহিত, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিতার্কিক মির্জা আলভি, বিতার্কিক রেদুয়ানুল ইসলাম, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ দেশের অন্যতম বৃহত্তম বিতর্ক সমিতি ও বিতর্ক প্রতিযোগিতা সংগঠন। এটি জাতীয় বিতর্ক উৎসব, চিকিৎসা বিতর্ক উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং বিতর্ক স্কুল, কুইজ প্রতিযোগিতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে থাকে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা এবং মূল্য ভিত্তিক মানব সম্পদের বিকাশের সুবিধার্থে জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা।




ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা

টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভাল সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টি আইনে আজ শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে নেমে ৩৬ বল খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। লিটন দাস ২৫ বলে করেন ১৬ রান। তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানে ফিরলেও মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

জবাবে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১০০ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা না হলে শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল। কিছুটা ধীরগতির ছিলো। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’

টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে।

আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে গোয়াল ঘরে আগুন, পুড়ে ছাই হলো গরু ও ছাগল

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামে কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। পরিবার ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

আজ শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা মাদ্রাসাপাড়ার দিন মজুর কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল মজিদ কারিগর একই এলাকার কৃষক আব্দুল গফুর কারিগরের ছেলে।

কৃষক আব্দুল মজিদ জানান, ভোর রাতে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু বাচাতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিলো। কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।




পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর ধীর গতিতে ঘুরছে ,পরিবর্তন আসবে সময়ে !

২০১০ সাল থেকে আমাদের ‘গ্রহের হৃদয়’ হিসেবে পরিচিত পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে ঘুরছে বলে জানিয়েছে নতুন এক গবেষণা। এই ধীরগতি আমাদের গ্রহের সামগ্রিক ঘূর্ণন প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তন করতে পারে। বিশেষ করে আমাদের দিনগুলো দীর্ঘায়িত হতে পারে। যদিও এর প্রভাবগুলো সম্ভবত আমাদের কাছে ‘অদৃশ্য’ হবে।

পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তরটি ভূত্বকের চেয়ে অনেক বেশি পুরু। মোটামুটি চাঁদের আকারের শক্ত লোহা এবং নিকেলের একটি অংশ এটি। আমাদের পায়ের নিচে ৪ হাজার ৮০০ কিলোমিটার এরও বেশি দূরে এর অবস্থান।

বিজ্ঞানীরা প্রায় ৪০ বছর আগে বিস্তর ভূমিকম্পের কার্যকলাপের রেকর্ড দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরগুলোর মানচিত্র তৈরি শুরু করেছিলেন। তখনও অভ্যন্তরীণ স্তরটি ম্যান্টল এবং ভূত্বকের চেয়ে কিছুটা দ্রুত ঘোরাফেরা করছিল।

কিন্তু নেচার জার্নালে গত ১২ জুন প্রকাশিত একটি নতুন গবেষণায় গবেষকরা দেখেছেন, ২০১০ সাল থেকে অভ্যন্তরীণ স্তরটি ধীর হয়ে যাচ্ছে এবং এখন আমাদের গ্রহের বাইরের স্তরগুলোর চেয়ে কিছুটা ধীরে ধীরে ঘুরছে।

ডর্নসিফের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিডেল এক বিবৃতিতে বলেন, আমি যখন প্রথম সিসমোগ্রামগুলো দেখি, এই পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখন আমি হোঁচট খেয়েছিলাম। কিন্তু যখন আমরা একই প্যাটার্নের ইঙ্গিত দিয়ে আরও দুই ডজন পর্যবেক্ষণ পেয়েছি, আসলে ফলাফলটি অনিবার্য ছিল।

গবেষকরা লিখেছেন, যদি অভ্যন্তরীণ স্তরের ঘূর্ণন কমতেই থাকে, তবে এর মহাকর্ষীয় টানে আমাদের গ্রহের বাইরের স্তরগুলো আরও ধীরে ধীরে ঘুরতে পারে। আমাদের দিনের দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। তবে যে কোনো সম্ভাব্য পরিবর্তন (ধীর ঘূর্ণন গতি) ঘড়ির কাটার সেকেন্ডেরও হাজারতম অংশের ক্রমে হবে। এটি লক্ষ্য করাও খুব কঠিন হবে। এই পার্থক্যের কারণে সামঞ্জস্য করার জন্য সম্ভবত আমাদের ঘড়ি বা ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে না, বিশেষত যদি এটি কেবল একটি অস্থায়ী পরিবর্তন হয়।

এটাই প্রথম নয়, এর আগেও বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবীর অভ্যন্তরীণ কোর ধীর হয়ে যাচ্ছে। ‘ব্যাকট্র্যাকিং’ নামে পরিচিত এই ঘটনাটি প্রায় এক দশক ধরে বিতর্কিত হয়েছে, তবে এটি প্রমাণ করা খুব কঠিন ছিল।

নতুন গবেষণায় গবেষকরা ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের একটি টেকটোনিক প্লেট সীমানা বরাবর একই স্থানে বারবার ঘটে যাওয়া ১০০টিরও বেশি ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করেছেন। প্রতিটি ভূমিকম্প থেকে বিজ্ঞানীরা অভ্যন্তরীণ স্তরের অবস্থানের মানচিত্র তৈরি করতে সহায়তা নেয়।

ভিডালে বলেন, নতুন গবেষণাটি এখন পর্যন্ত ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য’ প্রমাণ যে, অভ্যন্তরীণ স্তর আসলেই ধীরে ঘুরছে। গবেষকরা লিখেছেন, অভ্যন্তরীণ স্তরটি কেন ধীরে ঘুরছে, তা বর্তমানে স্পষ্ট নয়। কত গতিতে ধীর হচ্ছে তাও স্পষ্ট নয়।

পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তরটি আমাদের গ্রহের লুকানো স্তরগুলো মধ্যে সবচেয়ে রহস্যময় হিসাবে রয়ে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রযুক্তি গবেষকদের অভ্যন্তরীণ কোর সম্পর্কে আরও জানার সুযোগ করে দিচ্ছে।

গবেষণার লেখকরা আমাদের গ্রহের হৃদয়, অর্থাৎ অভ্যন্তরীণ স্তর নিয়ে প্রতিনিয়ত আরও বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন। সময়ের সাথে এটি কীভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কে আরও জানতে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করছেন তারা।

তথ্যসূত্র: লাইভ সায়েন্স




মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ ইজিবাইক চালক মিয়ারুল ইসলাম (৫৮) নামের এক হেরোইন বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মিয়ারুল ইসলামের ব্যাটারী চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোষ্ট বসিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তি হরিরামপুর গ্রামের মৃতু সামসুদ্দিন মন্ডলের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্তবর্তি গ্রাম হরিরামপুর থেকে হেরোইনের একটি চালান পিরোজপুরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নুরপুর মোড়ে তল্লাশী চৌকি বসানো হয়। ব্যাটারীচালিত একটি ইজিবাইক দেখে সেটি তল্লাশী করা হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক মিয়ারুল ইসলামের দেহ তল্লাশী চালিয়ে তার পরনের লুঙ্গির সাথে বিশেষ কায়দায় রাখা হেরোইন পাওয়া যায়। পরে মিয়ারুল ইসলামকে আটক করা হয়। এছাড়া হেরোইন পাচার কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা বলে জানান ডিবি কর্মকর্তা সাইফুল আলম।

হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।




আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গা একাডেমির ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। আলমডাঙ্গা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ফিরোজুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ এ এইচ এম শামীমুজ্জামান।

শিক্ষার্থী হুমায়ারা শারমিলা, নুসরাত জাহান মীম, সালমান ফারসী ও সায়েম আদনান এর উপস্থাপনায় ওই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী সালমান সাদিক মালিক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ইকবাল মাহমুদ সানভী, কুয়েট এর শিক্ষার্থী আব্দুর রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস শহীদ নাসিম, ২০২৪ সালের শিক্ষার্থী খোন্দ: আননুর ফাহমিদ, ২০২৩ সালের শিক্ষার্থী সাব্বির হোসেন, মুসরাত মোস্তফা, ২০২১ সালের শিক্ষার্থী এসএম এ সানী, খুলনার এগ্রো টেকনেলজী তাসনিয়া তাসনীম, কুয়েট শিক্ষার্থী সাকিব আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসনিম।

অনুষ্ঠানে এসএসসি ২০২৩ ও ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ গ্রেডসহ মোট ৩৭ জন শিক্ষার্থী এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২০ ও ২০২১ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত সহ মোট ২২ জনকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।