দামুড়হুদায় ঈদুল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দামুড়হুদায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় দামুড়হুদা ফুটবল সংগঠকদের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা হাই স্কুলের প্রধান শিক্ষক ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য ইকরামুল, সাবেক খেলোয়াড় জাকির হোসেন, দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাবের সভাপতি নিপুণ, ফয়সাল সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দামুড়হুদা ফুটবল একাদশ বনাম দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাব। খেলায় দামুড়হুদা ফুটবল একাদশ ২ এবং দর্শনা রামাজুস মাথাভাঙ্গা ক্লাব ১ গোল করে।
উদ্বোধনী ম্যাচে দামুড়হুদা ফুটবল একাদশ জয়লাভ করে। আজ একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। আগামী শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। দামুড়হুদা ফুটবল একাদশ টিমের খেলার সার্বিক নেতৃত্ব প্রদান করেন টিম ম্যানেজার শহীদ আজম সদু।