বাকিতে মোবাইল ফোন কিনে দেওয়ায় বিপত্তি, সংঘর্ষে আহত ৬

বাকিতে মোবাইল ফোন কিনে দিয়ে সেই টাকা আদায় করতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন আব্দুস সামাদ। এঘটনার জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে।

আহতদের মধ্যে রাজনগর গ্রামের সাকন আলীর ছেলে আব্দুস সামাদ, সাবের আলীর ছেলে শফিকুল ইসলাম, তার ছেলে আরিফুল ইসলাম ও সাবের আলীর ছেলে রফিকুল ইসলাম মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎিসা নিয়ে বাড়িতে রয়েছেন।

জানা গেছে, রাজনগর গ্রামের আব্দুস সামাদ একই গ্রামের রফিকুল ইসলামকে স্থানীয় একটি মোবাইল শোরুম থেকে বাকিতে একটি মোবাইল ফোন কিনে দেন। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের দাম পরিশোধ না করাই জিম্মাদার আব্দুস সামাদ সেই টাকা দ্রুত পরিশোধ করতে বলেন।

এতে দুজনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুস সামাদকে বেধড়ক মারধর করে রফিকুল ইসলাম। এই খবর জানাজানি হলে, আব্দুস সামাদের লোকজন শফিকের লোকজনের উপর হামলা চালান। এত উভয়পক্ষের ৬ জন আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বাবা দিবস আজ

ওয়াশিংটনের স্পোকাসে সোনোরা স্মার্ট ডড নামে এক নারী ছিলেন। তার বিপত্নীক বাবা ছয় মেয়েকে লালন-পালন করেছিলেন। আর বিয়ে থা করেননি। বাবার প্রতি তার কৃতজ্ঞতা ভালোবাসার প্রকাশস্বরুপই সোনোরা বাবা দিবসের প্রচলন করেন। কাজটি সহজ ছিল না। বাবা দিবসকে উদযাপনের উপলক্ষ্য করতে স্থানীয় চার্চ এবং ওয়াইএমসিএ-তে ব্যাপক দৌড়ঝাঁপ করতে হয় তাকে। প্রশাসনের তরফে তিনি দ্রুতই সাফল্য পান। ১৯ জুন বাবা দিবস ঘোষণা করা হয় ওয়াশিংটনে।

১৯১৬ ও ১৯২৪ সালের প্রেসিডেন্ট উইলসন ও ক্যালভিন কুলিজ নতুন এই ধারণায় খুশি হয়েছিলেন। তবে বাবা দিবসকে জাতীয় পর্যায়ে উদযাপন শুরু হয় ১৯৬৬ সালে যখন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বাবা দিবস জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নিতে শুরু করেন। তবে একমাত্র ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সন বাবা দিবস উদযাপনের সাফল্য এনে দেন। আস্তে আস্তে বাবা দিবস সারা বিশ্বেই পরিচিতি পায়।

যুক্তরাষ্ট্রে আচমকা বাবাদের হারিয়ে যাওয়ার বেদনাকাতর গল্পের অভাব নেই৷ পরিবারের দায়িত্ব নিতে না চাওয়া বাবারা আচমকা হারিয়ে যান। ফলে অনেকের শৈশব কাটে বাবার শূণ্যতায়। আমেরিকার বিস্তৃত, বৈচিত্র্যময় ভূখণ্ডে বাবার সঙ্গে পর্বতে ক্যাম্প করা কিংবা মাছ ধরার অভিজ্ঞতার বর্ণনাও কি স্টেইনবেকে নেই? আছে। বাবাকে তাই সারাজীবন ক্ষত হিসেবে দেখা অনেক আমেরিকান তাও আকাঙ্ক্ষা করেন বাবাকে। গোটা বিশ্বের অন্যত্র তা একটু ভিন্ন।

বাবা দিবসকে বিশ্বের অধিকাংশ দেশই এখন গুরুত্ব দিয়ে উদযাপন করে। ইউরোপে পরিবারের সবাই একত্রিত হয়ে সারপ্রাইজ দেওয়া বা বাবাকে উপহার দেওয়ার হিসেবটিই থাকে কয়েকদিন আগে। বাবাকে একটু বিশেষ করা। ইউটিউবে গেলে এমন অনেক আবেগঘন ভিডিও দেখা যাবে।

বাবা দিবসকে অত সফলভাবে এখনও পাওয়া যায়নি। কারণ ফুল বা উপহার বিতরণের মধ্যে পুরোষোচিত ভাবটি থাকে না। বাণিজ্যিকভাবেও উৎসবটি অত দারুণ নয়। তারপরও বিশ্বের অনেক স্থানে বাবা দিবস এখন ট্রেন্ড হয়ে গেছে।

দক্ষিণ এশিয়া বা এশিয়ার এই অঞ্চলে বাবা মহীরুহ। আফ্রিকাতেও বাবা বুড়োটে হলেও তাকে যে সম্মানের স্থানে রাখা হয় তার আবেগ এই দিবসকে রঙিন এখনও করে। সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে তা পাওয়া যায়। দেখা যায়, বাবা কতটা বড় ছায়া। বটবৃক্ষের মতো আগলে রাখেন। বাবা দিবসে তাই বাবাকে একটু বিশেষ ভাবনায় রাখার বিষয়টি থাকে। আমাদের দেশেও এই ট্রেন্ড আছে। অত জোরদার না। তবে বাবার সঙ্গে এক ধরনের সম্মানগত দূরত্ব থেকেই সবাই দিনটি উদযাপন করে।

বাবা দিবসে আর কি করার আছে? বাবার সঙ্গে আলাপ করুন। তাকে বলার প্রয়োজন নেই কতটা আশ্রয় পাচ্ছেন। জানান, আপনি আছেন। আর যার নেই তিনি স্মৃতিতে সুন্দর বেছে নিতে পারেন। সুন্দর করে নেওয়াটাই ত মূল এই দিনে।

সূত্র: ইত্তেফাক




ভালো খেলেও বিদায় নিলেন স্কটল্যান্ড

দুর্ভাগ্য স্কটল্যান্ড ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হেরে গেল। স্কটিশদের এই পরাজয়ে কপাল খুলে গেল ইংল্যান্ডের। স্কটল্যান্ডের মতো সমান ৫ পয়েন্ট করে নিয়েও রান রেটে এগিয় থাকায় সুপার এইটে চলে যায় ব্রিটিশরা।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে স্কটল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিসের ব্যাটিং তাণ্ডবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই জয়ে কপাল খুলে যায় ইংল্যান্ডের। তারা অস্ট্রেলিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে যায়।

এদিন খেলা শেষে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি ব্রিংটন হতাশা প্রকাশ করে বলেন, প্রথম ইনিংস শেষে আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। দুর্ভাগ্যবশত আমরা শেষের দিকে ভালো বোলিং করতে পারিনি। বল নিয়ে আমাদের শুরুটা খুব ভালো ছিল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, এবারের বিশ্বকাপে আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই কিছু ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য খুব ভালো শেখার একটা টুর্নামেন্ট ছিল। আমরা যে অবস্থানে ছিলাম সেখান থেকে বিদায় নেওয়াটা কিছুটা হতাশার। আমরা এখানে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে এসেছিলাম, কিন্তু পারিনি।

সূত্র: যুগান্তর




গাংনী কাথুলি ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম মারা গেছেন

মেহেরপুরের গাংনী উপজেলার ১ নং কাথুলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সদস্য (মেম্বর) ও স্থানীয় আওয়ামীলীগের নেতা আনারুল ইসলাম (৫৪) স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার (১৬ জুন) ভোররাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এই তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল ১০ টার সময় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে ধলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আনারুল ইসলামের বড় ছেলে রাজু আহম্মেদ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাবার বুকে ব্যাথা অনুভব হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাত ৩ টার দিকে মারা যান তিনি।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বাবার হার্টের সমস্যার কারণেই স্ট্রোক করেছেন।

ইউপি মেম্বর আনারুল ইসলামের স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্বীয় স্বজন, সহকর্মী বন্ধু বান্ধব রয়েছেন।

এদিকে এলাকার জনপ্রিয় মেম্বর আনারুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দীন।




সুপার এইটের আগে ছিটকে গেলেন মুজিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান। এরইমধ্যে সুপার এইটও নিশ্চিচ করেছে তারা। তবে দলটিকে ঘিরে দুঃসংবাদ। সুপার এইটে লড়াই শুরু না হতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার মুজিব উর রহমান।

উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের তর্জনিতে চােট পান মুজিব। পরের দুই ম্যাচ তাই খেলতে পারেননি তিনি। অবশেষে জানা গেলো, পুরো আসর থেকেই ছিটকে গেলেন মুজিব।

ক্যারিবিয়ান প্রিমিয়ান লিগ (সিপিএল) খেলার অভিজ্ঞতা থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারতেন এই স্পিনার। তবে ইনজুরির কারণে এখানেই বিশ্বকাপ যাত্রা শেষ ২৩ বছর বয়সী মুজিবের। তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই।

আফগানিস্তানের হয়ে ৪৬ টি-টোয়েন্টিতে ৬.১৫ ইকোনোমিতে মুজিবের শিকা করেছেন ৫৯ উইকেট। চলতি বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ৩ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন রহস্যময় এই স্পিনার।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের পবিত্র ঈদুল-আজহার জামাত

আগামী সোমবার (১৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল-আজহার নামাজ অনুষ্ঠিত হবে। সেই সাথে মেহেরপুর জেলাবাসিও ঈদুল-আজহার নামাজ আদায় করবে।

এ দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গ্রাম গুলো তাদের ঈদুল-আজহার নামাজের সময় সুচি প্রকাশ করেছে।

আমঝুপি কেন্দ্রীয় ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি উত্তরপাড়া গন্ধরাজপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি উত্তরপাড়া সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি মীরপাড়া ঈদগায়ে সকাল ৭.৪৫ মিনিটে, খোকসা সেখপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, খোকসা কদমতলাপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, খোকসা মল্লিকপাড়া ঈদগায়ে সকাল ৭.০০ টায়, ইসলামনগর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, হিজুলী ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, রঘুনাথপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, রঘুনাথপুর ছটাঙ্গা ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা বাবুপাড়া ঈদগায়ে সকাল ৬ টায়, কোলা খালপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা নাটনাপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা কারিকরপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, দফরপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, চাঁদবিল ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, চাঁদবিল আহলেহাদিস ঈদগায়ে সকাল ৬ টায়, ময়ামারী ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে ঈদুল-আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে উল্লেখিত গ্রাম গুলির ঈদগাহ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়ে ঈদগাহে একযোগে নামাজ আদায় করবো ও দেশবাসীর মঙ্গলের জন্য আল্লাহ্ কাছে দোয়া করবো।

 




আবারও আইনি বিপাকে শিল্পা-রাজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি ঝামেলায় পড়েছেন। এ দম্পতির বিরুদ্ধে মুম্বাইয়ের এক বিশিষ্ট ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ উঠেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে প্রতরণার অভিযোগ এনেছেন মুম্বাইয়ের এক বিখ্যাত স্বর্ণব্যবসায়ী পৃথ্বীরাজ সরেমাল কোঠারি।

পৃথ্বীরাজের দাবি ‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যা-ই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে।

ইতোমধ্যে মুম্বাই দায়রা আদালত এ তারকা দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

পৃথ্বীরাজ জানান, শিল্পা রাজ ও তাদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। সময়মতো সোনা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। উভয়ের আশ্বাসে পৃথ্বীরাজ এই স্কিমে প্রায় ৯০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু ৫ বছর পরে শিল্পা এবং রাজের কোম্পানি প্রতিশ্রুতি পূরণ করেনি।

তিনি আরও জানান, বিনিয়োগ করার সময়ে শিল্পা শেঠি এবং রাজ নিরাপদে বিনিয়োগের উৎসাহ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় তিনি মুম্বাই পুলিশকে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

জানা যায়, সমস্ত জরুরি নথিতে শিল্পা ও রাজের স্বাক্ষর রয়েছে। বিচারক এনপি মেহতা বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে এঘটনা নিয়ে শিল্পা ও রাজের তরফ থেকে এখনও কোন বিবৃতি মেলেনি।




মেহেরপুরে রোগীদের মাঝে সমাজসেবার চেক বিতরণ

মেহেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪ জন রোগীর মাঝে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৫ জুন) দুপুরের দিকে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এই চেক বিতরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি তার নিজ বাসভবনে এই চেক বিতরণ করেন।

মেহেরপুর সদর উপজেলায় ১৪ জনের মাঝে ৭ লক্ষ টাকা, গাংনী উপজেলায় ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকা ও মুজিবনগর উপজেলা ১০ জনের মধ্যে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর শহর সমাজসেবা পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন, জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।




দর্শনা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর

দর্শনা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন করা হয়।

সভায় নির্বাচিত কমিটি পর্যায়ক্রমে ২ বছর মেয়াদকালে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করে। সেই মোতাবক এবার দর্শনা প্রেসক্লাবের সভাপতি হলেন, মাই টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল, ও সাধারণ সম্পাদক হলেন ডেইলি অবজারভার পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবর পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান ওসমান আলী এবং সাংবাদিক সমিতির সভাপতি হলেন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হলেন দৈনিক মাথাভাঙ্গা দর্শনা সহকারি ব্যুরো প্রধান হানিফ মন্ডল।

প্রেসক্লাবের ১৩ সদস্য র মধ্যে সহ-সভাপতি হয়েছেন মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য-এফএ আলমগীর, আহসান হাবিব মামুন, ফরহাদ হোসেন।
সাংবাদিক সমিতির সহসভাপতি হলেন, কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য- মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ।




হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা গোল শুন্য ভাবে ড্র হয়। পরে উভয় দলের মধ্যে টাই-বেকার অনুষ্ঠিত হয়। উক্ত টাই-বেকারে ৬-৫ গোলের ব্যবধানে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের েেময়েরা।

একই ভেন্যুতে বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪-২ গোলের ব্যবধানে পারবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা। এছাড়াও হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিগ্যান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সবুজ মল্লিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল হান্নানসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক খুরশিদ সোয়াইব বাবুল।