গাংনীতে দুই শিক্ষিকার বিচার চেয়ে ইউএনও’র দ্বারস্থ শিশু শিক্ষার্থীরা

‘কারনে অকারনে আমাদের অকথ্য ভাষায গালিগালাজ করে, কান ধরে উঠাবসা করিয়ে নেয়। প্রতিদিনই মারধর করে স্কুলের দুই শিক্ষিকা। প্রধান শিক্ষককে অভিযোগ করেও উপকার পাইনি। উপরন্ত প্রধান শিক্ষক আমাদের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। দুই শিক্ষিকার হাতে নির্যাতিত চোখ মুছতে মুছতে নির্যাতনের এমন বর্ণনা করছিলেন প্রাথমিক পড়ুয়া শিক্ষার্থীরা।

এর আগে মেহেরপুর প্রতিদিনে অভিযুক্ত দুই শিক্ষককে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিলো যা লিঙ্কে গাংনীতে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

বলছিলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাইতে আসা মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা।

আজ মঙ্গলবার (১অক্টোবর) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে দলবেধে বিচার চাইতে আসে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর প্রায় অর্ধশত কমলমোতি শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানায়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা। আমাদের স্কুলের শিক্ষিকা সাম্মিয়ারা দিপ্তী ও মোছাঃ রুহিনা খাতুন শ্রেনী কক্ষে আসার সময় হাতে ছড়ি নিয়ে আসেন। আমাদের বিনা কারনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কান ধরে উঠাবসা করিয়ে নেয় এবং প্রতিনিয়ত মারধর করে। আমাদের অনেক জোরে জোরে মারে। তখন আমাদের চোখের পানিতে বুক ভেসে যায়। সাম্মিয়ারা দিপ্তী ও মোছাঃ রুহিনা খাতুন স্যার ক্লাসে এসে চেয়ারে বসে শুধু ঘুমাই। কেউ কথা বল্লেই আমাদের মানসিক ও শারীরীক নির্যাতন করে। প্রধান শিক্ষককে বিষয়টি আমরা একাধিকবার জানিয়েছি । প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে কথা বল্লে তাকেও ওই শিক্ষক সাম্মিয়ারা দিপ্তী ও মোছাঃ রুহিনা খাতুন প্রধান শিক্ষককে গালিগালাজ করে। আজ মঙ্গলবার সকালেও আমাদের বিনা কারনে গালিগালাজ করেছে, আমাদের বাবা মায়ের নামে আজেবাজে কথা বলেছে। আমরা সকল শিক্ষার্থীরা এক কিলোমিটার পায়ে হেটে ওই দুই শিক্ষিকার বিচার চাইতে এসেছি। ইউএনও স্যারের কাছে। ইউএনও স্যার আমাদের বিচার না করলে আমরা কেউ ঘরে ফিরে যাবনা। আমাদের আসতে দেখে উপজেলা নির্বাহী অফিসার উপর থেকে নেমে আসেন এবং আমাদের সভাকক্ষে বসিয়ে মনযোগ সহকারে আমদের কষ্টের কথা শোনেন।

প্রথম শ্রেনীর শিক্ষার্থী তাসমিম বলে, সাম্মিয়ারা দিপ্তী ম্যাডাম আমাকে কান ধরে টান দেয় এবং ধাক্কা মেরে ফেলে দেয়। এতে আমি পায়ে খুব আঘাত পেয়েছি। দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী মুন্না বলে,ম্যাডাম আমাকে ডাস্টার দিয়ে মাথায় মেরেছে। চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আছিয়া খাতুন বলে,ওই দুই ম্যাডাম ক্লাসে এসে আমার বাবা ও মায়ের সম্পর্কে আজেবাজে কথা বলে। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী দোয়ামনি বলে, আমরা কোন দোষ করিনি তবুও আমাদের মারধর আর গাল দেয়। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সাবিহা, তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া বলে, ওই দুই ম্যাডাম ক্লাসে এসে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। কেই একটু কথা বল্লেই আমাদের হাতে ও পিঠে ছড়ি দিয়ে মারেন। শুধু মারনই না ওই দুই শিক্ষক মাসে দুই -একদিন স্কুলে আসেন, হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান এমন অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দেখে হতবাক হয়ে পড়েন উপজেলা নিবাহী কমকর্তা। শিক্ষার্থীদের অভিযোগ শুনতে অফিস থেকে নেমে সভাকক্ষে বসেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, ক্লাস্টার অফিসার মোঃ আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন্নাহার এসময় উপস্থিত ছিলেন।

সভাকক্ষে গিয়ে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা সকল শিক্ষার্থীদের কথা শুনছেন। শিক্ষার্থীরা শিক্ষক কর্তৃক তাদের নির্যাতের বর্ণনা করছে। শিক্ষকের তাৎক্ষণিক বিচার চেয়ে অনড় শিক্ষার্থীরা।
বর্ণনা শুনে তাৎক্ষনিক ভাবে প্রধান শিক্ষককে তলব করে শিক্ষার্থীদের সামনে উপস্থিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষার্থীদের মুখে নির্যাতনের বর্ণনা শুনে হতবভম্ব হয়ে পড়েন কক্ষে থাকা সকলেই। পরিস্থিতি সামলাতে অভিযুক্ত শিক্ষক সাম্মিয়ারা দিপ্তী ও মোছাঃ রুহিনা খাতুনকে ওই বিদ্যালয় থেকে অন্যত্র সংযুক্তি করা হয় এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। পরে শিক্ষার্থীরা শান্ত হলে সকল শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বাস যোগে আবারও বিদ্যালয়ে রেখে আসেন।

জানাগেছে, ১৯৩৩ সালে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে মোট ৬জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক মোছা: নুরুন্নাহার যোগদান করেন ১৯৯৫ সালে, শিক্ষক তহমিনা খাতুন ১৯৯০ সালে, ফারহানা লাইলি ২০০৮ সালে, মাজহারুল ইসলাম ২০০৮ সালে, সাম্মিয়ারা দিপ্তী ২০১০ সালে এবং রুহিনা খাতুন যোগদান করেন ২০২০ সালে। বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষার্থী রয়েছে ১৪৫জন।

শিক্ষার্থী অভিভাবক রিপন আলী ও গোলাম মস্তফা বলেন, মাঝে মধ্যেই আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। পরের দিন আর স্কুলে আসতে চাইনা। মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যেও মারছে মারছে বরে চিৎকার করে ওঠে। আমরা ওই শিক্ষকের বিচার চাই।

প্রধান শিক্ষক মোছা: নুরুন্নাহার বলেন, আমি এর আগেও শিক্ষার্থীদের মারধর করা নিয়ে ওই দুই শিক্ষককে নিষেধ করি। পরে তারা আমার সাথেও মারমুখি আচরণ করে। এবং বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করে। আজকে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়ে আমাকে কিছু না জানিয়ে বিচার চাইতে এসেছে।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নাসিরুদ্দিন বলেন, এর আগে একবার ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছিল কয়েকজন শিক্ষার্থী। তাদের সতর্ক করে দেয়া হয়েছিল। আবারও তারা শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রাথমিক ভাবে ওই দুই শিক্ষককে অন্যত্র সংযুক্তি করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আমি অফিসে একটি মিটিং করছিলাম। হঠাৎ সিসি ক্যামেরায় দেখি স্কুল ড্রেস পরে অফিসের নিচে দাঁড়িয়ে আছে প্রায় অর্থশত শিক্ষার্থী । আমি মিটিং শেষ না করেই দ্রত নিচে নেমে আসি। তাদের কথা শুনি এবং তাৎক্ষণিকভাবে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অফিসারকে ডেকে অভিযুক্ত দুই শিক্ষককে অন্যত্র বদলির ব্যবস্থাসহ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে ওই শিক্ষার্থীদের আমি সাথে নিয়ে স্কুলে পৌছে দিয়ে এসেছি। এবং শিক্ষার্থীদের যেন কোনরকম হয়রানী বা ভয়ভীতি দেখানো না হয় সে ব্যপারেও সতর্ক করা হয়েছে।




আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন গ্রিজম্যান

২০১৮ সালে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে ফ্রান্স। সেই আসরে ফরাসিদের হয়ে দুর্দান্ত ছিলেন অঁতোয়া গ্রিজম্যান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন মিডফিল্ডার। এছাড়াও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ দলের ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবার হঠাৎ করে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন এই ফরাসি তারকা।

তবে চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদের হয়ে। যা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেন বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের অবসর নিয়ে তিনি বলেন, ‘আজ আমি ফ্রান্স দলের একজন খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বিতা, সাফল্য এবং অবিস্মরণীয় মুহূর্ত দ্বারা চিহ্নিত ১০টি অবিশ্বাস্য বছর কেটেছে। আমার জন্য বিদায় নেওয়ার সেরা সময় এটি এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার সময় এসেছে। ফ্রান্সের জাতীয় দলের জার্সি জড়ানো বিশেষ সম্মানের।’

এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। জাতীয় দলের জার্সি গায়ে ১৩৭টি ম্যাচ খেলে গোল করেছেন ৪৪টি। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম গ্রিজম্যানকে ফ্রান্সের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে ফরাসি কোচ বলেন, ‘আমরা সম্প্রতি তার (গ্রিজম্যান) অবসর নিয়ে অনেক আলোচনা করেছি। ১০ বছর আগে ফ্রান্স দলে তার অভিষেকের পর থেকে আমাদের মধ্যে বিশ্বাস এবং খোলামেলা সম্পর্ক ছিল।’

এছাড়াও এই তারকাকে নিয়ে তিনি আরও বলেন, ‘যদিও তার ক্লাব ক্যারিয়ার এখনো শেষ হয়নি। তবে গ্রিজম্যান ফরাসি ফুটবলের স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে। সে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা কমিটির সংবর্ধনা

মেহেরপুরে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির জেলা কমেটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় মেহেরপুর জেলা পরিষদের হলরুমে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

মেহেরপুরে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গ্রাম্য ডাক্তার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও মেহেরপুর আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: মহী উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম্য ডাক্তার এম এ গফুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় মহাসচিব ও প্রধান আলোচক গ্রাম্য ডাক্তার আমিনুল ইসলাম।

মেহেরপুরে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জগলুর রহমান, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমন আলী, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও প্রশিক্ষণ সমন্বয়কারী হোসেন সাদিক ইমাম, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শফিকুর রহমান, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় মেহেরপুরে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।




গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হলো হাসপাতালে

বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দকে মঙ্গলবার (১ অক্টোবর) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দকে দ্রুত মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বাইয়ের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নিজের পায়ে ভুলবশত গুলিবিদ্ধ হন গোবিন্দ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। তার ম্যানেজার দাবি করেছেন, ৬০ বছর বয়সী গোবিন্দ এখন শঙ্কামুক্ত।

রিপোর্টে বলা হয়েছে, গোবিন্দ তার বাড়িতে একা ছিলেন এবং তখন ভুলবশত এই ঘটনা ঘটেছে। তিনি তার রিভলভার পরিষ্কার করছিলেন এবং হুট করেই গুলি বের হলে তিনি গুলিবিদ্ধ হন।

বার্তাসংস্থা এএনআই’কে গোবিন্দের ম্যানেজার বলেছেন, তিনি (গোবিন্দ) কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি যখন তার লাইসেন্স করা রিভলভার তার বক্সে রাখছিলেন তখন এই দুর্ঘটনা ঘটেছে।

চিকিৎসকেরা দাবি করেছেন, অনেক রক্তপাত হওয়ার পরেও গোবিন্দ বিপদমুক্ত এখন। তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মুম্বাই পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

মেহেরপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর ) সকাল ১০টার সময় মেহেরপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, জেলা সিভিল সার্জন অফিসার মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার(রেজি) কাজী আব্দুল মনসুর, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।




মুজিবনগরে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুজিবনগরে আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপসমুহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এই বছরে উপজেলার ৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

সভায়  উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায়। প্রস্তুতি সভায়  উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মাহবুব আলম রবি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌস আরা উপজেলা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহাজাহান আলী,, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাংবাদিক হাসান মুস্তাফিজুর রহমান।মহাজনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি- তপন কুমার সাহা সাধারণ সম্পাদক-  দীপক পাল।

বাবুপুর পূজা উদযাপন কমিটির  সভাপতি-  তাপস মন্ডল, সাধারণ সম্পাদক- নিরঞ্জণ মন্ডল।কোমরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি-  অসিম হালদার, সাধারণ সম্পাদক-  প্রভাস হালদার।মোনাখালী পূজা উদযাপন কমিটির সভাপতি-নিরঞ্জণ কর্মকার, সাধারণ সম্পাদক-  বিমল ঘোষ,রতনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক- জয়দেব দাস।

বল্লভপুর পূজা উদযাপন কমিটির সভাপতি-  দয়াল দাস,সাধারণ সম্পাদক-কার্তিক দাসদারিয়াপুর পূজা উদযাপন কমিটির সভাপতি-বিষু দাস,সাধারণ সম্পাদক সজল দাস  সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় মুজিবনগর উপজেলায় ৭টি পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা, বিদ্যুতের বিকল্প হিসেবে সার্বক্ষণিক জেনারেটর এর ব্যবস্থা রাখা ও  সতর্কতামূলকভাবে বিদ্যুৎ ব্যবহার, যেকোনো সমস্যায় প্রশাসনকে অবহিত করা, কারো কথায় বিভ্রান্ত না হওয়াসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।




ঝিনাইদহের বিষয়খালীতে ঈদে মিলাদুনবী (সা.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা.) শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বাদ মাগরিব বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান।

বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা খুরশিদ আলম মিঞা, জামাতে ইসলামি বাংলাদেশের মহারাজপুর ইউনিয়ন আমির মাওলানা আহম্মদ আলী, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, মসজিদ কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সলেমান সরদার, উপদেষ্টা আব্দুল জলিল, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, সদস্য ও মিঞা অটো রাইস মিলের সত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু, সদস্য ও সাংবাদিক বসির আহাম্মেদ, সদস্য সুজন মিয়া, নাছির উদ্দিন, মনোয়ার সরদার, মোস্তফা মালিতা, মসজিদে ইমাম হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম, উত্তর পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুকুল হোসেন, ব্যবসায়ী দবির আলী উপস্থিত ছিলেন।

মাওলানা ডাঃ হাবিবুর রহমান আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) তাঁর রেখে যাওয়া আদর্শ মেনে চলা যায় তাহলে আমাদের মানব জীবন পরিপূর্ণ হবে। সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেন। একই সাথে এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।




ঝিনাইদহের কালীগঞ্জে পুকুর থেকে মোচিক শ্রমিকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানি থেকে অবসরপ্রাপ্ত মোচিক শ্রমিক আব্দুল হামিদের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ নামের এই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা আরও জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, মোচিক পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




টিকটকার কুবরা আইকুতের রহস্যজনক মৃত্যু

তুরস্কের টিকটকার কুবরা আইকুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণী নিজেকে নিজে বিয়ে করে আলোচনায় এসেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে। ৫ তলার একটি ফ্ল্যাটে থাকতেন কুবরা।

সর্বশেষ এই টিকটকারের ভিডিওতে নিজের ঘর পরিষ্কার করতে দেখা গেছে। টিকটক ও ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফরমে কুবরার ৩ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে।

২০২৩ সালে পাত্র ছাড়া বিয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পাওয়া এমন কাজ করেছেন তিনি।

নিজেকে বিয়ের অনুষ্ঠানে একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন কুবরা। শুধু তাই নয়; অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করে এগিয়ে যান তিনি।

এ ছাড়া সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে ‘নার্ভাস ব্রাইড’ বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

মজার টিকটক করে লোক হাসানোর এই মেয়েটির মৃত্যুতে তার অনুসারীরা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইস্তাম্বুলে কুবরার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দুই দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে । আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

সেসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান।