গাংনীতে আ. লীগ নেতার অবৈধ গ্যাস ব্যবসায় ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে গাংনী উপজেলার তেরাইল বাজারের মেসার্স পরশ এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে মো. জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান মেসার্স পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি, দ্রুততম সময়ে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।




সিনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

বিভাগের নাম: ইনফরমেশন সিস্টেম অডিট

পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৪ জন

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা Southeast Bank Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মেহেরপুর জেলার মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন এলাকায় মুজিবনগর থানার এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাগোয়ান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মোঃ খায়রুজ্জামান লাভলুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




ঘরের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

বাহির থেকে ঘরে ঢুকেই নাকে এল পচা গন্ধ। ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না কিছু। হঠাৎ এমন গন্ধ কেন, তা বুঝতেই হাজার চিন্তা। অনেক সময় দীর্ঘক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকলে ঘরে পচা গন্ধ হতে পারে। এয়ার ফ্রেশনার দিয়েও তেমন কাজ হয় না। ঘরোয়া কিছু টোটকা রয়েছে, যা করলেই কিন্তু দূর হবে গন্ধ।

১. বাজে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।

২. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।

৪. ঘরের ঢুকেই জানলা বন্ধ থাকলে তা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়ায় এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৫. জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। সপ্তাহে অন্তত এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।

৬. ঘর মোছার জলে কপূর ফেলে দিন। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে।

সূত্র: যুগান্তর




ইটভাটা চালু রাখার দাবিতে গাংনীতে স্মারকলিপি প্রদান

ইটভাটা চালু রাখার দাবিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ম্মারকলিপি প্রদান করেছে গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অবস্থান নেন। এবং বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এসময় ইটভাটার বিপুল পরিমাণ শ্রমিকরাও অংশ নেন।

বক্তব্য রাখেন গাংনী উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গাংনীর সাবেক এমপি ইটভাটা মালিক আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইটভাটা মালিক জুলফিকার আলী ভূট্টো, বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইটভাটা মালিক আওয়াল বিশ্বাস, ইটভাটা শ্রমিক আলফাজ উদ্দিন প্রমুখ।

তারা আরও বলেন, গাংনী উপজেলায় ৫৫টি ইটভাটায় রয়েছে। এই ইটভাটা গুলোতে হাজার-হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এসব ইটভাটাগুলো প্রায় ৩৫-৪০ বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর এসব ভাটাগুলোকে অবৈধ ঘোষণা করে। অথচ এই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর ৫-৬ লক্ষ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এছাড়াও ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা রয়েছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকের টাকা প্রদান করা হয়েছে। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে ভাটা মালিকরা বড় ধরণের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন। এছাড়া ভাটায় কর্মরত শ্রমিকদের জীবন রজীবিকা ব্যাহত হয়ে পড়বে। এমতাবস্থায় ইটভাটাগুলো চলতি সৌসুম পর্যন্ত পরিচালনা করার সুযোগ দেবার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান বক্তারা।

পরে উপজেলা ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, পরিবেশ উপদেষ্টার ঘোষণার পর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রশাসনের অভিযানে বেশ কয়েকটি ভাটাতে জরিমানা আদায় ও ইটভাটাগুলো বন্ধের আদেশ দেন।

মেহেরপুর জেলায় ১০৮ টি ইটভাটা রয়েছে। কোনো ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। সবগুলোই অবৈধভাবে গড়ে উঠেছে।




সবার সামনেই ছোট নবাবকে ধমকালেন কারিনা

এক হামলায় বদলে গেছে কারিনা কাপুর ও সাইফ আলি খানের জীবন। নিরাপত্তা নিয়ে তারা এখনও অনেক সচেতন থাকছেন। এই তো কিছুদিন আগে, এই দম্পতি সাংবাদিকদের দেখে অনুরোধ করেন তারা যেন তাদের সন্তানদের ছবি না তোলেন। কিছুদিন আগে সাইফের ওপর যে হামলা সেই কথা মাথায় রেখে, নিরাপত্তার কারণেই যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।

শুধু কি তাই। ওই হামলা কারিনার মেজাজে প্রভাব ফেলেছে। সেটি প্রমাণ পাওয়া যায় ছোট ছেলে জেহকে ধমকানোর ঘটনায়।

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে জেহ রাস্তায় বেরিয়ে হাত না ধরায় তাকে ধমক দেন অভিনেত্রী। কেউ কেউ কারিনার এই কাজে অসন্তুষ্ট হলে অনেকেই আবার তাকে সমর্থন করেছেন। বুঝেছেন ছেলের নিরাপত্তার কারণে, ভালোর জন্যই বকেছেন। কেউ কেউ আবার মনে করেছেন তারকা হোক বা সাধারণ কোনো নারী, সব মায়েরাই আদতে এক।

রোববার কারিনা তার দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় যান। সেখানে স্কুলের বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে দুই খুদে মজা করছিল। তাও দুই ছেলের ওপর দিয়ে নজর সরেনি নায়িকার।

এদিন কারিনার পরনে ছিল লাল রঙের একটি শার্ট এবং প্যান্ট। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও এদিন তিনি তার সন্তানদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখেন। সব যেন ঠিকঠাক থাকে সেটাও খেয়াল করেন। এর মধ্যেই জেহকে হাত দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তখনই অভিনেত্রী তাকে ধমক দেন এবং বলেন, ‘তোমায় বলছি না হাত ধরে থাকতে।’

কারিনার এই ভিডিও দেখে তার অনুরাগীরা যারপরনাই মুগ্ধ। তাদের মতে অভিনেত্রী একজন আদর্শ মা। আর চার পাঁচজন মায়ের মতোই তিনি তার সন্তানের প্রতি যত্নশীল, তাই ভালোর জন্যই বকা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘ও যদি কঠোর না হতো তখনও কথা শুনতে হতো এখনো হচ্ছে। কী জ্বালা!’ আরেকজন লেখেন, ‘তো কী করবে? বাচ্চাকে না বকে রাস্তায় হুটোপুটি করতে দেবে?’

সূত্র: যুগান্তর




মেহেরপুরে ইটভাটা চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর সদর উপজেলা ইট ভাটা মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ইটভাটাগুলো এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের অভিযানের ফলে ব্যবসা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা বহু শ্রমিকের জীবিকা হুমকির মুখে ফেলবে।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এ নঈম, সাধারণ সম্পাদক মিলন খান, রাশেদুল ইসলাম ইরানী, জাহাঙ্গীর প্রমুখ।




সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।

এই ল্যাপটপটির নাম ‘ইয়োগা সোলার পিসি’, যা ল্যাপটপের লিড বা ঢাকনার ওপর সোলার প্যানেল বসিয়ে তৈরি করা হয়েছে। এটি যেকোনো আলোক উৎস থেকে শক্তি শোষণ করে নিজের ব্যাটারি চার্জ করতে পারে। তবে বাইরে সূর্যের আলোয় কাজ করার সময় এটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে।

তবে এই ইয়োগা সোলার পিসিকে বাজারে আনার কোনো পরিকল্পনা এখনো ঘোষণা করেনি লেনোভো। তবে আগামী জুনে ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যে বাজারে আসবে লেনেভোর থিংকবুক প্লাস জেন ৬। গত বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কনসেপ্ট ল্যাপটপ হিসেবে এটি উন্মোচন হয়।

ইয়োগা সোলার পিসির সূর্য রশ্মি শোষণকারী প্যানেলটি ৮৪টি সৌর কোষের সমন্বয়ে তৈরি। প্যানেলের পেছনে সব মাউন্টিং ব্র্যাকেট এবং বৈদ্যুতিক কন্টাক্টগুলো অবস্থিত, যা শক্তি সংগ্রহ এবং স্থানান্তর করতে সাহায্য করে। প্যানেলের সামনের দিকটি বেশি আলো শোষণ করতে সক্ষম, যার ফলে লেনোভো ২৪ শতাংশেরও বেশি কনভারশন রেট (শোষিত সূর্যালোককে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করার হার) অর্জন করতে পারে।

এটি বর্তমান ইলেকট্রনিকসে ব্যবহৃত অধিকাংশ সিলিকনভিত্তিক সোলার প্যানেলের চেয়ে আরও বেশি দক্ষ। তবে এটি সেই প্যানেলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে, যেগুলোর ওপর একটি অতিরিক্ত পেরোভস্কাইট ফিল্ম থাকে। এটি আলো শোষণ এবং দক্ষতাকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

লেনোভো দাবি করছে যে মাত্র ২০ মিনিটেই সূর্যালোক থেকে সরাসরি শক্তি শোষণ করে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করতে পারে ইয়োগা সোলার পিসির প্যানেলটি, যা ১ ঘণ্টার ভিডিও চালানোর জন্য যথেষ্ট।

এই ল্যাপটপে ইনটেলের লুনার লেক প্রসেসর, ৩২ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর পুরুত্ব ১৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২ দশমিক ২৯ পাউন্ড (১ দশমিক শূন্য ৪ কেজি), ওএলইডি ডিসপ্লের আকার ১৪ ইঞ্চি। ব্যবহারকারীরা যাতে সবচেয়ে ভালোভাবে সূর্যালোক ব্যবহার করতে পারে, সে জন্য ল্যাপটিতে ডাইনামিক সোলার ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যানেলের মাধ্যমে উৎপাদিত বর্তমান ও ভোল্টেজ দেখাবে এই সফটওয়্যার।

এছাড়া ইয়োগা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এক্সটার্নাল সোলার পাওয়ার কিট কনসেপ্টও উন্মোচন করেছে লেনেভো। এই কিট বইয়ের মতো খোলা যায় এবং এতে দুটি সোলার প্যানেল থাকে, যা ব্যাকপ্যাকের সঙ্গে সংযুক্ত করা যায় বা নিজের কাছে রেখে দাঁড়িয়ে চার্জ নেওয়ার জন্য একটি ‘কিকস্ট্যান্ড’ও রয়েছে। এই কিট ইউএসবি-সি কেবলের মাধ্যমে অন্য কোনো ডিভাইসে বিদ্যুৎ দিতে পারে বা এটি একটি পাওয়ার ব্যাংক চার্জ করতে পারে যা পরবর্তীতে অন্য ডিভাইসগুলোকে চার্জ দিতে পারবে।

লেনোভো বলছে, তারা ‘কার্যকারিতা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে একটি সেতু নির্মাণ’ করার জন্য এই কনসেপ্ট তৈরি করেছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বিকল্প শক্তির উৎসে পৌঁছাতে পারেন। ছোট সোলার প্যানেলটি পুরোপুরি চার্জ করতে কিছুটা সময় নেবে এবং আবহাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করলেও বিদ্যুৎ বিভ্রাটের সময় এই ধরনের ল্যাপটপ বেশ কাজে দেবে।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“ভাত চাই না, কাজ চাই” এই স্লোগানে সকল ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইটভাটায় কাজ করা প্রায় ২ হাজার শ্রমিক ও মালিক।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির ব্যানারে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর শ্রমিকদের দাবি তুলে ধরে একটি স্মারকলিপি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন ইটভাটা মালিক সমিতির নেতারা।

উক্ত স্মারকলিপিতে মোট ৭টি দাবি তুলে ধরা হয়। ১. ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও, উক্ত আইনের ৮(৩)(৫) এবং ৮(৩)(খ) উপধারায় “দূরত্ব নির্ধারণের” কারণে দেশের কিছু জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিল্ন এবং টানেল কিল্নের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। সুতরাং, আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩)(ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩)(খ) ধারায় বন থেকে দূরত্ব ৭০০ মিটার নির্ধারণ করে লাইসেন্স ও ছাড়পত্র দেওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারি করার আবেদন জানাচ্ছি। ২. জিগজ্যাগ ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না। অন্যথায়, আমরা ভ্যাট-ট্যাক্স দেওয়া বন্ধ করতে বাধ্য হবো। ৩.কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। ৪. মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। ৫. পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ইস্যু/নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। ৬. ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি। ৭. ইটভাটা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক তছলিমুল ইসলাম।

তারা বলেন, “আমরা, বাংলাদেশের ইটভাটা মালিকগণ, বিগত ৩৫-৪০ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছি। দেশের রাস্তাঘাট, ঘরবাড়ি ও অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।”

তারা আরও বলেন, “এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছে, যা ৫০ লাখ পরিবারের তথা প্রায় ২ কোটি মানুষের রুটি-রোজগারের ব্যবস্থা করেছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই শ্রমিকরা বেকার হয়ে পড়বে। এছাড়াও, প্রতিটি ইটভাটার বিপরীতে প্রায় ১ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ রয়েছে, যা প্রায় ৮ হাজার কোটি টাকার সমান। ইটভাটা বন্ধ হলে এই ঋণ অনাদায়ী থেকে যাবে।”

তারা আশাবাদ ব্যক্ত করেন, “মাননীয় প্রধান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও, বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না। আমরা আশা করছি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে।”




প্রাইম ব্যাংকের কোচ-অধিনায়ক-ম্যানেজারকে জরিমানা

শুরুর দিনেই বিশৃঙ্খলা দেখেছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সোমবার আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ-ম্যানেজার ও অধিনায়ক। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে গতকালের ম্যাচটি বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। সেই ঘটনায় মোটা অঙ্কের জরিমানা গুনেছে ক্লাবটি।

বিকেএসপির চার নম্বর মাঠে বসেছিল দুদলের লড়াই। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। ওই সিদ্ধান্ত নিয়েই বাঁধে বিপত্তি। যা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যায়। রেফারির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্লাবটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরি ও অধিনায়ক ইরফান শুক্কুর।

ক্রিকেটাররা এক পর্যায়ে মাঠ থেকে উঠে আসেন। ডাগ আউটে প্রাইম ব্যাংকের কোচ জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দেন আম্পায়ার শিপার। আজ ক্লাবটির সূত্র জানিয়েছে, অর্ধলাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে কোচ জুবায়েরকে।

তবে তিনি একা নন। দলের ম্যানেজার ও অধিনায়ক শুক্কুরকেও ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে অধিনায়ক শুক্কুরকে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

হট্টগোলের দিনে ম্যাচটি অবশ্য দারুণভাবে জিতে নেয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের ছোঁড়া ২১৬ রানের লক্ষ্য ৩ উইকেট রেখে পেরিয়ে যায়। বিকেএসপিতে এদিন ব্যাটিংয়ে বীরত্ব দেখিয়ে দলকে জয় এনে দেন শামিম পাটোয়ারি। খেলেন ৯৮ রানের হার না মানা ইনিংস।

সূত্র: যুগান্তর