মেহেরপুরে গরু চুরি করতে গিয়ে ব্যর্থ , জখম করে রাস্তায় রেখে গেল চোর 

গরু চুরি করে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে গরুচোরের দল।

যাওয়ার সময় পাশেই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠ নামক স্থানে।

স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, আজ সোমবার (৮ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে যান। সেখানে লোকজন না থাকলেও বড় সাইজের ক্ষত বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষিনারায়নপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেন। ধারনা করা হচ্ছে চোরের দল গরুটি নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর মালিক গাংনী উপজেলার ভোট গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, গতকাল রবিবার (৭এপ্রিল) দিবাগত রাত দেড়টা পর্যন্ত তামাক পোড়ানোর কাজ করেছেন। বাড়িতে এসে গোয়াল ঘরে গরুটি আর পাইনি। অনেক যায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে।

সকালে সোস্যাল মিডিয়াতে দেখে ঘটনাস্থলে এসে সনাক্ত করি। গরুটির ওজন ৫/৭ মন বলে জানান তিন। আগামী কোরবানির ঈদে বিক্রি করার জন্য গরুটি পালছেন তিনি। যার আনুমানিক মূল্য ৩/৪ লাখ টাকা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।




জন্মদিনে বিশেষ চমক দিলেন পুষ্পারাজ আল্লু

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন আজ। ৮ এপ্রিল জন্মদিনের দিন ‘পুষ্পা টু’ এর নতুন টিজার প্রকাশের মাধ্যমে নিজের ভক্তদের বিশেষ চমক উপহার দিলেন আল্লু অর্জুন।

হিন্দুস্তান টাইমসের জন্মদিনের দিন আল্লু অর্জুন ভক্তদের বিশেষ রিটার্ন গিফট দিলেন। প্রকাশ্যে এল তার আগামী সিনেমা পুষ্পা ২ এর টিজার।

এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে। মুখে নীল রং মাখা চেনা রূপ। ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা অর্চনা। ঘুঙুর পায়েই ভরপুর অ্যাকশন করতে দেখা যায় আল্লুকে। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।’

মাত্র এক ঘণ্টায় এই ছবির টিজার চব্বিশ লাখের বেশি ভিউ পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এক ভক্ত লিখেছেন, ‘এই বছরের সব থেকে বড় হিট হবে ছবিটি।’ আরেকজনের মন্তব্য, ‘নতুন রেকর্ড গড়বে।’ টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও পছন্দ করেছেন ভক্তরা।

৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা টু’ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সাথে লুঙ্গি পরে কুড়াল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা গেছে। তার পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করে তিনি জানান ৮ এপ্রিল আসছে টিজার।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’।




দুই বাংলায় মোহামেডানের বিশেষ একটি দিন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুক্রবার দিনটি ছিল মোহামেডানের। ক্রিকেট, ফুটবল এবং হকিতে মোহামেডান জয় নিয়ে ঘরে ফিরেছিল। এই একই দিনে কলকাতার ফুটবলেও মহামেডানের ছিল স্মরণীয় দিন। শুক্রবার কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে।

বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার স্বপ্ন পূরণ হয়েছে। শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগে চ্যাম্পিয়ন হয় মহামেডান। এবার ইস্ট বেঙ্গল ক্লাব এবং মোহন বাগানের সঙ্গে শতাব্দীপ্রচীন ক্লাব মহামেডানও খেলবে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় আসর আইএসএলে।

কলকাতার ফুটবলে ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান যেভাবে দাপট দেখিয়ে লড়াই করে যাচ্ছিল সেই স্রোতে ছিল না মহামেডান। সাংগঠনিক সংকটে, নানা সমস্যায় জর্জরিত ছিল। এমনও হয়েছিল আই লিগ থেকেও নেমে গিয়েছিল। জাতীয় দল থেকেও মহামেডানের খেলোয়াড় সংখ্যা কমে গিয়েছিল।

আইএসএলে খেলার সুযোগ পেয়ে মহামেডান আবার জেগে উঠবে। মহামেডানের সাবেক গোলরক্ষক অতনু ভট্টাচার্য মনে করেন এটিকে দুর্দান্ত সাফল্য বললেও কম বলা হবে। আমি বলব ইস্ট বেঙ্গল-মোহন বাগানের থেকেও মহামেডান স্পোর্টিংয়ের কৃতিত্ব অনেক বেশি। রীতিমতো লড়াই করে আইএসএল খেলার ছাড়পত্র পেল মহামেডান।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার এস আই মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।




সাংবাদিক হাসনাত শাহীন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সংবাদ সারাবেলা’র সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত মো. শাহীন (হাসনাত শাহীন)সহ তার পরিবারের সকলকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তার পরিবার মেহেরপুর সদর থানাসহ প্রশাসনের বিভিন্ন মহলকে অবহিত করেছে।

আজ রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

আবুল হাসনাত মো. শাহীন (হাসনাত শাহীন) জানান, ‘গত ১লা এপ্রিল; সোমবার রাত ১০টার দিকে মেহেরপুরের রাধাকান্তপুর গ্রামের বাড়ি থেকে আমার ছোটভাই আবুল হাসান মো: শাহরিয়ার (শাহরিয়ার লিয়ন)’কে ডেকে নিয়ে গিয়ে পুলিশের ইন্ধনে পুলিশের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীরা সবাই বর্তমান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (দোদুল)-এর কর্মী। যে কারণে পুলিশের সামনে লিয়নের ওপর হামলা করার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! এমনকি ঘটনার দিন রাতে পুলিশের সঙ্গেই সন্ত্রাসীরা ঘুরে বেড়িয়েছে। এই হামলার পরে লিয়ন কোন রকম প্রাণে বেঁচে গেলে সন্ত্রাসীরা এখন লিয়নসহ আমার পরিবারের (আমি, আমার আরও দুই ভাই এবং বাবা-মা’সহ অন্যান্য আত্মীয়-স্বজন) সকলকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীরা বলছে- যাকে মেরেছি; সে মরেনি, এবার তাকে তো মারবোই, তার পরিবারের যাকে যেখানেই দেখবো; সেখানেই মেরে লাশ ফেলে রাখবো।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।




কোটচাঁদপুরে দুঃস্থ্য অসহায় মানুষকে ঈদ উপহার দিলেন ক্ষুধা নিবারণ

দুই শতাধিক দুঃস্থ্য অসহায় মানুষকে ঈদ উপহার দিলেন,ক্ষুধা নিবারণ ” নামের একটি স্বেচ্ছা-সেবী সংগঠন।  আজ রবিবার (৭ এপ্রিল ) কোটচাঁদপুর কাজী সিদ্দিকা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের মুখপাত্র মেহেদি হাসান করিম বলেন,গেল ২ বছর যাবৎ আমরা ফেসবুকে একটি পেজ খুলি ক্ষুধা নিবারণ নামে। যার প্রাথমিক সদস্য সংখ্যা ১২ জন। এই পেজের মাধ্যমে যে সহায়তা আমরা পেয়ে থাকি,সেটা দিয়ে আর আমাদের সদস্যদের অর্থায়নে প্রতি শুক্রবার শতাধিক মানুষের ক্ষুধা নিবারন করে থাকি আমরা।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় রবিবার আমরা দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। যার মধ্যে রয়েছে চাল, ডাল, মাংস, চিনি লাচ্ছা সেমাই, ভাজা সেমাই, আলু, দুধ, সাবান সহ প্রয়োজনীয় দ্রব্যাদি।

সামনে দিনে আমরা আপনাদের আরো বেশি বেশি সহায়তা কামনা করছি। আপনারা সহায়তা করলে সামনে দিনে সংগঠনটি আরো বড় হবে। আরো বেশি মানুষের ক্ষুধা নিবারন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংগঠনটি অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে, রিজভী সালমান রহমান, শাহরিয়ার নাফিজ নয়ন, সৌরভ সাকিব, আসিফ আমিন ইমন, বাধন রাজবীর নিশু, পাপ্পু রহমান, সোহেল আরমান, শিশির আহম্মেদ সামির, আহাদ আলী, রাফিদ আহম্মেদ, অয়ন হোসেন, ফায়াজ রহমান, জিত রহমান।




গাংনীর কাথুলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টার সময় কাথুলী ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাউল বিতরণ কর্মসূচি ১ম দিনের মত শুরু হয়েছে।

চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য ডা নাজমুল হক সাগর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান, কাথুলী ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখার আহমেদ,সহকারী সচিব আসলাম হোসেনসহ কাথুলী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার বৃন্দ।

কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার ভিজি এফের ১০ কেজি করে চাউল বিতরণ কর্যক্রম শুরু করা হয়েছে। এবার ঈদ উপহার  কাথুলী ইউনিয়ন পরিষদের ৩৫১৪ জনের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার পাঠিয়েছেন ১০ কেজি করে ভিজিএফের চাউল।

এ বিষয়ে মেহেরপুর-২ আসনের সাংসদ সদস্য ডাঃনাজমুল হক সাগর এম পি বলেন, জনগনের সরকার, অসহায় দুস্থ মানুষের আস্থা ও বিশ্বাসের নাম প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার জনগনের পাশে থেকে সকল প্রকার উন্নয়ন মানুষের দৌড় গোড়ায় পৌছে দিচ্ছে । ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ এবং খুশিটুকু আপনাদের সাথে ভাগ করে নিতে আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। আপনারা কিভাবে ভালো থাকবেন সেই চিন্তা করেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




গাংনীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাগর

গাংনীর কাথুলী ইউনিয়নে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন এম পি নাজমুল হক সাগর। অগ্নিসংযোগ এর ঘটনার খবর পেয়ে আজ রবিবার বেলা ১২ টার সময় ঘটনা স্থলে ছুটেযান মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর।

এসময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সহ ওয়ার্ড মেম্বর হুছাইন মাহমুদ ঘটনা স্থলে উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন এবং কম্বল সহ খাদ্য সামগ্রিক দিয়ে সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান বর্তমান এমপি ডাক্তার নাজমুল হক সাগর।

জানাযায় গাংনীর কাথুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে দফায় দফায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার সময় কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে মোহাম্মদ ইমরান আলীর বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান খাসমহল গ্রামের এমন ঘটনা সত্যিই আমরা মর্মহত। তবে আমি কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এই পরিবারের পাশে থেকে সর্বচ্চ সহযোগিতা করবো। আজকে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। আগামী তে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা জানান আজকে আমরা উপজেলা প্রশাসন থেকে কিছু নগদ অর্থ কিছু শোকলা খাবার এবং কম্বল প্রদান করে গেলাম এবং কাছের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নগদ অর্থ খাবার চাউল কম্বল প্রদান করেছেন পরবর্তীতে আমার কাছে এই ক্ষতিগ্রস্ত পরিবার যদি করে তার পরিপ্রেক্ষিতে আমি উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন জানান আমরা ইফতার নিয়ে ব্যাস্ত ছিলাম এমন সময় রান্না ঘর থেকে অগ্নি সংযোগের সৃষ্টি হয়ে আমার ঘরে লাগে তারপর গোয়াল৷ ঘরে লাগে। আমার ঘরে বাড়ি করবো বলে ৪ লক্ষ টাকা রাখাছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে,ঘরের জিনিপত্র ধান গম সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার আর কিছু করার নেই আমার দিকে একটু খেয়াল রাখবেন। আসন্ন ঈদ যেন এই পরিবারের কাছে এক শোকের ছায়া।

অপরদিকে একই দিনে মাইলমারী গ্রামে মৃত জামিরুলের স্ত্রী ছমিরনের বাড়িতে তামাক ঘরে অগ্নি সংযোগ হয়ে রান্নাঘর সহ প্রতিবেশী আরো তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।




ঝিনাইদহে কৃষকের ধরন্ত পেয়ারা গাছ কেটে তসরুপ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের এক হতদরিদ্র কৃষকের দেড়’শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার বিকেলে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামের সাথে তার ভাই মসলেম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিকেলে মসলেম উদ্দিন তার সহযোগিদের নিয়ে কৃষক শহিদুলের ৯ শতক জমির দেড়’শ ধরন্ত পেয়ারাগাছ কেটে দেয়। এছাড়াও তার ১৪’শ জমিতে বপন করা দেড় মাস বসয়ী মাসকলাই’র জমি চষে দিয়ে দখল করে নিয়েছে মসলেম উদ্দিন। জমি থেকে সম্প্রতি পেয়ারা বিক্রি শুরু করেছেন তিনি।

ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার জমিতে আমি অনেক কষ্ট করে পেয়ারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছের বয়স ৩ বছর। কিছুদিন হলো আমি পেয়ারা বিক্রি শুরু করেছি। এই আমার একমাত্র আয়ের উৎস। শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি এর শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। তাই বলে ধরন্ত গাছগুলো কেটে ফেলা খুবই অন্যায় হয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কাটা গাছ নিয়ে একজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এলাকায় পুলিশ পাঠানোর পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমীর ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের কুইন ফ্রেশ ক্যাফে রেস্টুরেন্টে এ খাদ্য সামগ্রী বিতরণ করে অংকুর নাট্য একাডেমী।

অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটগোপালপুর আরটি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রোকনুজ্জামান মিলন, জহুরুল ইসলাম জহির, অংকুরের আজীবন সদস্য জামাল হোসেন, মিলন হোসেন, আব্দুস সামাদ শফি, মীর আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে শহরের বিভিন্ন এলাকা অর্ধ-শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, সাবান শ্যাম্পুসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।