মেহেরপুর পাবলিক লাইব্রেরীতে ছুটির দিনেও চলছে ক্লাস

সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে চলাফেরা না করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। অথচ মেহেরপুরের পাবলিক লাইব্রেরীতে পুরোদমে চলছিল বাচ্চাদের ক্লাস। ফলে তীব্র গরমের মধ্যে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে ছোট্ট সোনামণিদের।

আরো পড়ুন: গাংনীতে টিউবওয়েলে উঠছে না পানি!

অভিভাবকরা বলছেন,আমরা জানি ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। কিন্তু যখন মেহেরপুর পাবলিক লাইব্রেরীর ম্যাডামকে আমার জিগ্গেস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা তারা বলে ক্লাস চলমান থাকবে।

তারা আরো বলেন, তীব্র গরমের মধ্যেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ছেলে-মেয়েদের ক্লাস করাতে নিয়ে এসেছি। স্কুল কর্তৃপক্ষ আমাদের আসতে মানা না করাই আমরা সবাই এখানে এসেছি।

চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই ছুটির দিনেও (রবিবার ও সোমবার) ক্লাস নিয়েছে মেহেরপুর পাবলিক লাইব্রেরী।

মেহেরপুর পাবলিক লাইব্রেরীর শিক্ষিকা রেশমা খাতুন বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আছে সেটা আমার জানা ছিল কিন্তু ঊর্ধ্বতন স্যারকে এই বিষয়ে জিগ্গেস করলে তিনি কিছু বলেন না তাই আমি ক্লাস নিচ্ছি।

মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেনকে এই বিষয়ে জিগ্গেস করলে তিনি বলেন, আমি ছুটি দিয়ে দিছি কিন্তু তাও ক্লাস চলেছে।




গাংনীতে টিউবওয়েলে উঠছে না পানি!

মেহেরপুরের গাংনী উপজেলার বেশ কয়েকটি গ্রামের হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছেনা। ফলে, এলাকার মানুষের মধ্যে পানির সংকট এখন চরমে পৌছেছে।

দীর্ঘ অনাবৃষ্টি, ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, অপরিকল্পিতভাবে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা, এবং পুকুর-খাল-বিল ভরাটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামিতে বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও অবনতি হবে বলেও জানান তারা।

সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সীমান্তবর্তী মেহেরপুর জেলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল, মানিকদিয়া, কেশবনগর, শিমুলতলা, রইয়েরকান্দি, সহড়াবাড়িয়া, কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া, ধলাসহ বেশ কয়েকটি এলাকায় চলতি শুষ্ক মৌসুম শুরু থেকেই সুপেয় পানির সংকট প্রকট হচ্ছে। এসব এলাকায় নিচের দিকে নামছে ভূ-গর্ভস্থ পানির স্তর।

আরো পড়ুন: মেহেরপুরে তাপমাত্রার পারদ উঠল ৪০.৭ ডিগ্রিতে

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণত মাটির নিচে ৫০-৬০ ফুট গভীরে পানির স্তর স্বাভাবিক থাকে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ওইসব এলাকায় পানির প্রাকৃতিক উৎসগুলোও ক্রমেই শূন্য হয়ে পড়ছে। এতে একদিকে গৃহস্থালির কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। অন্যদিকে বোরো চাষে পানির সংকটের আশঙ্কা করছেন কৃষকরা।

ভুক্তভোগীরা বলছেন, গ্রীষ্মকাল শুরু না হতেই এবার পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অথচ, গ্রামে সুপেয় পানির জন্য নলকূপই শেষ ভরসা।

তারা বলেন, বাড়ির টিউবওয়েলে পানি মিলছেনা। দুই সপ্তাহ ধরে তাদের মোটর পানি তুলতে সক্ষম হচ্ছে না। পানি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান মানিকদিয়া গ্রামের গৃহবধূ শাহানারা। একই অবস্থা তাদের আশপাশেও। অথচ তাদের বাড়ি থেকে দেড়শ গজ দূরে বয়ে চলেছে মাথাভাঙ্গা নদী। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভুগছেন তারা।

ভুক্তভোগীদের মতে, আগে ২০-৩০ মিনিট মোটর চালালেই বাড়ির ছাদের ট্যাংক পূর্ণ হয়ে যেতো। ১৫-২০ দিন ধরে-দুই- তিন ঘণ্টা মোটর চালালেও প্রয়োজনীয় পানি মিলছে না। এভাবে চলতে গিয়ে নষ্ট হচ্ছে অনেকের বৈদ্যুতিক মোটর।

মানিকদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বলেন, আমার বাড়ির টিউবওয়েলে প্রায় ১৫/২০ দিন পানি নেই। শুধু আমার বাড়ি নয়, মানিকদিয়া গ্রামের প্রতিটি বাড়িতেই একই অবস্থা। খাবার পানির জন্য এখানে হাহাকার শুরু হয়ে গেছে।
নাসির উদ্দিন জানান, প্রায় ১৫/২০ দিন আগ থেকে পানি পাচ্ছি না। সকাল ৯ টা পর্যন্ত সামান্য পানি পাইলেও দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত একেবারে পানি পাচ্ছিনে।

সরেজমিনে মানিকদিয়া গ্রামে দেখা গেছে এলাকার দশ/পনের গৃহবধূ ও শিশুরা জাগ, কলশি ও ঘড়া নিয়ে লাইন ধরে একটি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন।

গৃহবধু জোছনা খাতুন, শাহানাজ খাতুন রোকেয়া জানান, আমাদের টিউবওয়েলে পানি উঠছে না। তাই এই টিউবওয়েল থেকে পানি নিতে এসেছি।

যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বয়োবৃদ্ধ আসাদুল হক বলেন, পানির জন্য এমন কষ্ট জীবনেও পাইনি।
স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিপিসিএইচ শাহিনা আক্তার জানান, আমার এখানে টিউবওয়েলের পানি না পাওয়ার কারনে স্থানীয় কমিউনিটর সদস্যদের মাধ্যমে ক্লিনিকে একটি বৈদ্যতিক মোটর বসানো হয়েছে।

ওই গ্রামের কৃষক আতিয়ার রহমান জানান, সকালের দিকে টিউবওয়েল অনেক চাপার পর সামান্য পানি উঠছে। বেলা বাড়ার সাথে সাথে সেটিও বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মানুষের মাঝে এখন পানির জন্য হাহাকার শুরু হয়ে যাচ্ছে।

মানিকদিয়া গ্রামের কৃষক সেলিম উদ্দিন বলেন, শুধু হস্তচালিত টিউবওয়েলই নয়, স্যালো মেসিনও (গভীর নলকুপ) পানি কম উঠছে। মাঠে আগে যেখানে এক বিঘা জমি ভেজাতে ২ ঘন্টা লাগতো, এখন সেই জমি ভেজাতে ৬ ঘন্টা লাগছে। পাশে মাথাভাঙ্গা নদী আছে। নদীতেও পানি শুকিয়ে গেছি। নদীর ভিতর দিয়ে এখন মোটরসাইকেল চলছে। আমি ১৭/১৮ বছর আগে একবার এমনটি দেখিছিলাম।

কৃষক মহিদুল হক জানান, গরম পড়ার পর থেকে এলাকার টিউবওয়েলগুলোতে পানি কিছুই উঠছেনা। আমার নিজের টিউবওয়েলে পানি না উঠায় পাশের বাড়ির একটি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছি। প্রায় ১৫/২০ দিন এভাবে চলছে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিকের টিউবওয়েলসহ মানিকদিয়া গ্রামের ইখলাছ, ইলিয়াস কাঞ্চন, মশিউর রহমান, হাফিজুর, আইতাল হক, আইনাল হক, ইসমাইল হোসেন, নাজির হোসেন, বাবু, আজিত হোসেন, আসাদুল বিশ্বাসের বাড়িতে প্রথম পানি ওঠা বন্ধ হয়েছে।

ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা বলেন, ষোলটাকা ইউনিয়নে মোট ৬২১৫ টি খানা রয়েছে।
এসব খানাগুলোতে প্রায় ৬ হাজার টিউবওয়েল রয়েছে। এই ইউনিয়নের ৪/৫ গ্রামে বিশেষ করে চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ এই তিন মাস টিউবওয়েলে পানি থাকেনা। এই সমস্যাটা প্রায় ৩/৪ বছর আমি দেখছি। আমি জনপ্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাহেবদের অনুরোধ জানাচ্ছি বিষয়টি নজরে নেওয়ার জন্য। ইউনিয়নে যে পরিমান বাজেট রয়েছে তা দিয়ে পানির এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

শিক্ষাবিদ ও পরিবেশবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত নগরায়নে খোলা জায়গা ও জলাধার কমে যাওয়ায় ভূ-গর্ভস্থ পানির স্তরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে পানির এ সংকট দেখা দিয়েছে, যা আমাদের জন্য অশনিসংকেত। এখনই সচেতন না হলে আগামীতে সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করবে।’

দীর্ঘ অনাবৃষ্টি, বাড়তি তাপমাত্রা ও সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন এ ভোগান্তির কারণ বলে মনে করছেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল। ভূ-পৃষ্ঠীয় পানি বা সারফেস ওয়াটারের ব্যবস্থা করা সম্ভব না হলে আগামীতে এ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা এই কর্মকর্তার।

গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্যমতে, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির স্তর প্রতিবছর ১০ থেকে ১১ ফুট নিচে নামছে। ১০ বছর আগেও এই এলাকায় ৬০ থেকে ৭০ ফুটের মধ্যে ভূ-গর্ভস্থ সুপেয় পানির স্তর পাওয়া যেতো। অথচ এখন পানির জন্য যেতে হয় ৩০০ ফুটেরও বেশি গভীরে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে এ উপজেলার বিভিন্ন এলাকায় ভূ-গর্ভস্থ সুপেয় পানির স্তর ১০ থেকে ১৫ ফুট নিচে নেমেছে। ফলে অকেজো হয়ে পড়েছে হস্তচালিত অনেক টিউবওয়েল। ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তিনি।




গাংনী উপজেলা নির্বাচনে বিএনপির একসহ ১০ চেয়ারম্যান প্রার্থী

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এক বিএনপি নেতাসহ চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ার‌্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি সাহিদুজ্জামানের স্ত্রী লায়লা আনজুমান বানু শিলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. এ কে এম শফিকুল আলম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগ সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম মিয়া, সাবেক সেনা সদস্য মহিবুল ইসলাম মুকুল জোয়ার্দার ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো মনোনয়নপত্র জমা দেন।

পড়ুন মেহেরপুরে সদর ও মুজিবনগরে চেয়ারম্যান পদে ৯ জনসহ ১৮ প্রার্থী

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রনেতা জাকিয়া আল্পনা, গাংনী উপজেলা পরিষদের বর্তমনা মহিলা ভাইসচেয়ারম্যান ও গাংনী উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন ও নাসিমা খাতুন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করীম দেওয়ান তাদের মনোনয়নপত্র জমা দেন।

গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ ও পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।




মেহেরপুরে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া, স্ত্রীর মরাদেহ উদ্ধার

মালেশিয়ান প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে বাড়ির পাশে আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া খাতুন নামের এক গৃহবধু।

তানিয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের স্ত্রী। এক সন্তানের জননী। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে তাদের বাড়ির পাশের একটি আম গাছ থেকে তানিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তানিয়া খাতুন মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা বলার কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম সেখানে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন জানান, মোবাইল ফোনের স্বামীর সাথে ঝগড়া করার পরপরই সে গলায় দড়ি দেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে একটি অপমৃত্য মামলা হয়েছে।পরিবারের লোকজন জানিয়েছেন তার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়ার পর আত্মহত্যার পথ বেচে নেই সে।




কোটচাঁদপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মহেশপুরের দিন মন্ডলকে কোটচাঁদপুর থেকে আটক করেছেন, ঝিনাইদহ র‌্যাব ৬। আজ রবিবার দুপুরে ঝিনাইদহের র‌্যাব ৬ তাকে স্থানীয় লক্ষীপুর বাজার থেকে আটক করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গেল ২০০৯ সালে দিন মন্ডল মাদক মামলায় আটক হয়। এরপর জামিনে বাড়িতে আসেন। মাদকের ওই মামলায় দিন মন্ডলের ২ বছরের সাজা হয়।

তাঁরপর থেকে নিজ বাড়ি মহেশপুরের ন্যাপা গ্রাম ছেড়ে আত্মগোপনে থাকেন, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শিব নগর গ্রামে। ওই গ্রামে সে দীর্ঘ ১৫ বছর যাবৎ তাঁর পরিবার নিয়ে বসবাস করছিল।

আজ রবিবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ৬ গোপন সংবাদে জানতে পারেন তিনি কোটচাঁদপুরের লক্ষিপুুর বাজারে আত্মগোপনে থাকেন।

এরপেক্ষিতে ওইদিন দুপুরে লক্ষিপুর গ্রামের বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন র‌্যাব-৬। পরে তাঁকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন র‌্যাব ৬।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন,খবরটি শুনেছি। এরপর থানা থেকে র‌্যাব-৬ ক্যাম্পে আসামি আনতে পুলিশ পাঠানো হয়েছে।




গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যানের মা নিখোঁজ

গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরাদ আলীর মা ও করমদী গ্রামের দুখি মন্ডলের স্ত্রী মোছা: জাহানারা খাতুন (৯০)কে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

আজ রবিবার (২১ এপ্রিল) দুপুর বেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেনের গাংনী উপজেলা শহরের বনবিভাগ পাড়া এলাকার বাড়ির সামনে থেকে ভ্যানে উঠে কোথাও চলে গেছে। অনেক খোঁজাখুজি করেছি। কোথাও পাওয়া যায়নি। এখন পযর্ন্ত সে বাড়িও ফিরে আসেনি।

মোরাদ হোসেনের ছোট ভাই গাংনী মাধ্যমিক স্কুল এন্ড কলেজের শিক্ষক আলমগীর হোসেন জানান, মায়ের মাথায় সামান্য সমস্যা রয়েছে। দুপুরের দিকে আনমনে পথ চলিত কোনো ভ্যানে উঠেছে সে। এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতোমধ্যে এলাকায় মাইকিং করেছেন পরিবারের পক্ষ থেকে।

কোনো সহৃদয় বান ব্যক্তি কোন খোঁজ খবর পাইলে তার ছোট ছেলে আলমগীর হোসেনের মোবাইল নাম্বর ০১৭৪০৫৮৫৫৮৩ জানানোর অনুরোধ জানানো হয়েছে।




নতুন আইওএসে যা থাকছে

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ হতে যাচ্ছে এখন পর্যন্ত অ্যাপল আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট। জুনে কোম্পানিটির ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে এই আপডেটের ঘোষণা দিয়েছেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তিনি জানান, ‘এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় আপডেট হতে চলেছে এটি।’

কোম্পানিটি দীর্ঘদিন ধরে নতুন অপারেটিং সিস্টেমের জন্য বড় পরিসরের এআই আপডেট নিয়ে কাজ করছে বলে গুজব ছিল। রইলো বিস্তারিত:

ইন্টারনেট ছাড়াই চলবে সিরি
ধারণা করা হচ্ছে, ডিজিটাল সহকারী ‘সিরি’-এর আরও ভালো সংস্করণ আসবে। নতুন আইফোন ১৬ সিরিজের প্রসেসর ডিজাইনের সময় এআই কোরের শক্তি বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে, যাতে ক্লাউড সার্ভারের ওপর নির্ভরশীল না হয়ে নতুন সব এআই ফিচার সরসরি ফোনে চালানো যায়। সিরি সম্ভবত এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই বেশির ভাগ কাজ করতে পারবে। গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে ফিচারে এবার আর সিরি পিছিয়ে থাকছে না।

শক্তিশালী এআই চ্যাটবট সিরি
চ্যাটজিপিটি বা গুগল জেমিনির মতো সিরিও যাতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের কথাবার্তা বুঝে সে অনুযায়ী কাজ করতে পারবে বলে জানা গেছে। এ আপডেটে আইফোন ও ম্যাক ব্যবহারকারীরা সিরির মাধ্যমেই ডিভাইস নিয়ন্ত্রণ থেকে কোড লেখা বা গবেষণার মতো কাজ তৃতীয় পক্ষের কোনো এআই সেবার সাহায্য ছাড়াই করতে পারবেন বলে জানা গেছে।

এআই জেনারেটেড প্লে লিস্ট
অ্যাপল মিউজিকের জন্য প্লেলিস্ট তৈরি করবে এমন নতুন এআই এবং কিনোট, মেসেজেস ও এক্সকোডের মতো অ্যাপগুলোতে এআই অ্যাসিস্ট্যান্ট টুল যোগ করা হবে।

ভিজ্যুয়াল ইন্টারফেসে পরিবর্তন
ভিজ্যুয়াল ইন্টারফেসেও আসতে যাচ্ছে পরিবর্তন। বেশ কিছু আইকনকে ভিশনওএস এর আদলে নতুন করে ডিজাইন করা হয়েছে, হোম স্ক্রিনে নিজের ইচ্ছামতো আইকন সাজানোর ফিচারও থাকছে এবারের আপডেটে।

ম্যাপসে রুট তৈরি
এবারের আপডেটে অ্যাপল ম্যাপস পেতে যাচ্ছে নিজের ইচ্ছামতো রুট তৈরি করার ফিচার। ফোনে রুট তৈরি করে পরে সেটা অ্যাপল ওয়াচেও ব্যবহার করা যাবে। নোটস অ্যাপের মধ্যেই ভয়েস নোট রেকর্ড করার ফিচারও যুক্ত হচ্ছে। আরও যুক্ত হচ্ছে সাফারি ব্রাউজারে ‘এআই ব্রাউজিং অ্যাসিস্ট্যান্ট’, তবে এটার কি কাজ এখনো জানা যায়নি।

আরসিএস মেসেজিং
অবশেষে আইফোনে আসতে চলেছে আরসিএস মেসেজিং সেবা। এই ফিচারের মাধ্যমে অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে মেসেজিং করতে পারবে কোনো মেসেঞ্জার ব্যবহার না করেই। এতদিন অ্যাপলে শুধু আইমেসেজের সুবিধা ছিল।

নতুন হিয়ারিং এইড মোড
জানা গেছে, ‘এয়ারপডস প্রো ২’কে হিয়ারিং এইড হিসেবে ব্যবহারের আপডেটও ‘আইওএস ১৮’-এর অংশ হিসেবে প্রকাশ করবে অ্যাপল। যদিও নতুন হিয়ারিং এইড মোড নতুন কী ফিচার যুক্ত করবে সেটি এখনও পরিষ্কার নয়।

নতুন আইএস ১৮ আপডেটের পরীক্ষামূলক সংস্করণ আসছে বরাবরের মতোই অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি অনুষ্ঠানে। পূর্ণাঙ্গ আপডেটটি পৌঁছাতে শুরু করবে সেপ্টেম্বরে। আপডেটটি পাচ্ছে আইফোন এক্স-এস, এক্স-আর এবং দ্বিতীয় প্রজন্মের এসই ও এটির পরবর্তী সব মডেল।

সূত্র: ইত্তেফাক




মেসি ম্যাজিকে মায়ামির জয়

মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জোড়া গোলে নাশভিলের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় মায়ামি।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নাশভিলের বিপক্ষে মাঠে নামে মেসির মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ১১ মিনিটে গোল করে গোল করে দলকে সমতা এনে দেন মেসি।

এরপর প্রথমার্ধের শেষ দিকে কর্নার পায় মায়ামি। মেসির নেওয়া কর্নার কিক থেকে মাথার আলতো ছোয়াঁয় বল জালে জড়ান সার্জিও বুসকেটস। তার করা গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

বিরতি থেকে ফিরেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের ৮১ মিনিটে ন্যাশভিলের বক্সে ফাউলের শিকার হন মায়ামি ফুটবলার, এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের জোড়া গোলের দেখা পান মেসি। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল হোসেন মালিথার মেয়ে।

শিল্পি খাতুনের ছেলে রওনক হোসেন জানান, আমার মা সকালে বাড়িতে কাজ করছিলেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।

রওনক হোসেন আরো বলেন, আমার মায়ের কোনো অসুখ ছিল না। তিনি একজন সুস্থ মানুষ ছিলেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণিপেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।




মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মুজিবনগরের কোমরপুর পুলিশ ক্যাম্পের পাশে ট্রলিতে ধাক্কা লেগে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছে।

আজ শানবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম লিটন আলি (৩৮)। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবর পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি কাঠ বোঝাই ট্রলি ওভারটেক করার চেষ্টা করছিলো। এসময় সময় সামনে থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই লিটন আলি নিহত হন। আহত হর ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে রয়েছেন সুমন আলী (২০), ইদ্রিস আলী (৪৫), দেলোয়ার হোসেন (২৬), নজরুল ইসলাম (৬৫) ও আহসান (২০)।

তারা সকলেই রাজমিস্ত্রী এবং লিটনের সাথে একই এলাকার বাসিন্দা। তারা একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।