ছেলেকে কোলে নিয়েই প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার (১৯ এপ্রিল) গোধূলি লগ্নে পরিচালক রাতুল মুখার্জির সাতপাকে বাঁধা পড়েন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দীমুখ থেকে গায়েহলুদ, সব অনুষ্ঠানেই হয়েছে।

এদিকে বিয়েতে হাজির ছিলেন রূপাঞ্জনার একমাত্র ছেলে রিয়ান। ছেলেকে পাশে রেখেই সাতপাক, শুভদৃষ্টি, সিঁদুর দান সবই সম্পন্ন করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সেই ছবিও প্রকাশ করেছেন তিনি।

২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দু’জনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৮ সালে তাদের ডিভোর্সের পর রাতুল মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা।

প্রায় ৬ বছরের লিভ ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ছেলে রিয়ানও মায়ের কাছেই বেড়ে উঠেছেন। রাতুলের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক।




দামুড়হুদায় হিট স্ট্রোকে ৭ ঘন্টার ব্যবধানে ২ জনের মৃত্যু

দামুড়হুদায় হিট স্ট্রোকে ৭ ঘন্টার ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বি‌কেল ৩টার দিকে অ‌তি তীব্র তাপমাত্রায় হিট স্ট্রোকে দামুড়হুদা উপ‌জেলা সদ‌রে ম‌র্জিনা খাতুন (৬০) নামে এক নারী মারা গেছে। নিহত ম‌র্জিনা খাতুন সদর ইউ‌নিয়ন প‌রিষদ পাড়ার আ‌জিম উদ্দী‌নের স্ত্রী। এর আ‌গে মাঠে কৃষিকাজ করতে গিয়ে জা‌কির হো‌সেন নামে এক যুবক সকাল ৮টার দি‌কে হিট স্ট্রোকে আক্রান্ত হ‌য়ে মারা যায়। নিহত জাকির হোসেন উপজেলার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।

নিহত জাকির হোসেনের পিতা আমির হোসেন জানান, রোদ গরমে মাঠের ধান মরার অবস্থা। ধানের জমিতে সেচ দেওয়ার জন্য জাকির সকাল ৭টার দিকে মাঠে যায়। মাঠে যাওয়ার ঘন্টা খানের পর খবর পায় ছেলে মাঠে স্টোক করেছে। মাঠের অন্য কৃষকরা ছেলেকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৫৮ শতাংশ। এবং বেলা ১২ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা চিল ১৮ শতাংশ। বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতা‌সের আদ্রতা ছিল ১৮ শতাংশ। বি‌কেল ৬টায় তাপমাত্রা পারদ আ‌রো বৃ‌দ্ধি দাড়ায় ৪২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতা‌সের আদ্রতা ছিল ৩২ শতাংশ।

নিহত ম‌র্জিনা খাতু‌নের ছে‌লে কামরুল ইসলাম কামু জানান, বেলা ৩টার দি‌কে অ‌তি‌রিক্ত তাপে আমার মা (ম‌র্জিনা খাতুন) হটাৎ অসুস্থ হ‌য়ে প‌ড়ে। এসময় আমরা মা‌কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য অটো ভ্যা‌নে উঠা‌নোর সা‌থে সা‌থে মা মারা যায়। ‌তি‌নি কান্না জ‌ড়িত ক‌ন্ঠে আ‌রো ব‌লেন, মা‌কে হাসপাতালে নেওয়ার সময়ও টুকুও পেলাম না।

গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র তাপদাহ। এই তাপদাহে জেলায় হিট এলাট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, হটাৎ অসুস্থ হ‌য়ে উপ‌জেলা সদ‌রের ম‌র্জিনা খাতুন ও সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রা‌মের জা‌কির হো‌সেন না‌মে এক ব্য‌ক্তি মারা‌ গে‌ছে শু‌নে‌ছি। ত‌বে তি‌নারা হিট‌ স্ট্রো‌কে মারা‌ গে‌ছে কিনা সেটা ডাক্তার ছাড়া বলা সম্ভব না।




সেমিফাইনালে নিষিদ্ধ মার্টিনেজ

অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে সেমিফাইনালে তোলার নায়ক ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। লিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান তিনি।

তবে আগামী ২ মে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। কারণ, কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। প্রথমবার ম্যাচের ৩৯ তম মিনিটে তাকে হলুদ কার্ড দেন রেফারি। এরপর ম্যাচ ট্রাইব্রেকারে গড়ালে সেখানেও হলুদ কার্ড পান মার্টিনেজ।

সবমিলিয়ে মার্টিনেজ ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার পরও লাল কার্ড দেখাননি রেফারি। কারণ উয়েফার নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়মিত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকারের সময়ের দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। তবে এটা আবার সামগ্রিক কার্ড দেখার হিসেবে যোগ হয়। তাই লাল কার্ড না পেলেও, ঠিকই নিষেধাজ্ঞায় পড়েছেন।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মোঃ হযরত আলী (৪৬)।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার ধলা গ্রামের বীলপাড়া এলাকার অভিযান শুরু করে। এসময় বস্তাভর্তি ফেনসিডিল নিয়ে ওই দুই মাদক ব্যবসায়ী যাচ্ছিলেন। এসময় ডিবি পুলিশ দেখে ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করছিলো তারা। ডিবি পুলিশ তাদের আটক করে।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটিরনিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ফেনসিডিল ও আসামিদের হস্তান্তর করা হয়েছে।




গাংনীর নবীনপুরে ভয়াবহ অগ্নীকান্ডে তিনটি তামাকঘরসহ বসতবাড়ি ভিষ্মীভুত

গাংনী উপজেলার নওয়াপাড়া নবীন পুর গ্রামে তিন কৃষকের তিনটি তামাক ঘরসহ অগ্মীকান্ডে ভূষ্মীভুত হয়ে অন্তত সাত লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।  শুক্রবার বিকেল তিনটার দিকে এই অগ্মীকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন,নবীনপুরের খলিলুর রহমাম, আয়নাল হক,নফেজ, রুহুল আমীন,। একই সাথে জহির নামের এক ব্যাক্তির বসতবাড়ি আগুনে ভূষ্মীভুত হয়েছে। অগ্মীদগ্ধ হয়েছে একটি গরু। এতে সকলের প্রায় সাত লক্ষ টাকায় তামাক পুড়েছে।

স্থানীয়রা জানায়, পাশাপাশি তিন কৃষকের তিনটি তামাকঘর। তামাক ঘরের ছায় থেকে প্রথমে আগুনের শুরু হয়। প্রথমে একটি তামাক ঘরে আগুন লাগলে স্থানীয়রা বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়েও বামুন্দি ফায়ার সার্ভিসের লোকজন শেখানে না আসায় আরও দু’টি তামাকঘরে আগুন লাগে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে একটি বসতবাড়িতে। ্ গ্রামবাসী অনেক চেস্টা করেও আগুন নেভাতে পারেনি। ঘণ্টাব্যাপী অগ্মীকান্ডে তিনটি তামাক ভর্তি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, আমি সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়েছি। আগুনে তামাক ভর্তি তিনটি ঘর ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বামুন্দি ফায়ার সার্ভিসের খবর দিলেও তারা আগুন নেভাতে আসেনি। এটি দুঃখজনক। সময়মত ফায়ার সার্ভিস টীৃম আসলে হয়তোবা কম ক্ষতি হতো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম আমাকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের বিষয়ে যা করনীয় তা করা হবে।




আলমডাঙ্গায় সাংবাদিক আজমের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বনিক সমিতির নির্বাহী সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজমের মা মোছাঃ হামিদা বানু মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের হাউরোড এলাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

আজ শুক্রবার দারুস সালাম মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

হামিদা বানুর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লা আল মানুন,কোষাধ্যক্ষ আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ খন্দকার নাশির উদ্দিন মঞ্জু,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী,আলহাজ্ব নাজমুল হক স্বপন, সময়ের সমীকরন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শরিফুজ্জামান, হাজী আব্দুর রহমান,হাজী আজাদ, হাজী শেখ জাহাঙ্গির, কৃষি ব্যাংকের সাবেক জিএম কোরাইশি মাহমুদুল হাসান লন্টু,সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোনায়েম, সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সময়ের সমীকরন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কাজী রবিউল হক, বনিক সমিতির সাবেক সম্পাদক হাজী মীর শফিউদ্দিন, সাংবাদিক নাহিদ হাসান, এন এইচ শাওন,রহমান মুকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সহ-সভাপতি জামশিদুল হক মুনি, আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, রুনু খন্দকার, যুগ্ম সাধারন সম্পাদক এম সাহাবুল হক, তানভীর সোহেল কে এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মামুন কাইরুল সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল সহ প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল হক মনি, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার সদু, আইসিটি বিষয়ক সম্পাদক ফাইন ফয়সাল, সদস্য নাসির উদ্দিন, রানা আহমেদ, লালটু রহমান প্রমুখ।

মরহুমের মৃত্যুর সংবাদ শুনে আলমডাঙ্গা ক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা প্রকাশ করেন।




কোটচাঁদপুর কপোতাক্ষ নদে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। আজ শুক্রবার সকালে এ অভিযান চালান তিনি। এ সময় নদ থেকে অবৈধ্য চায়না দোয়াড়ি ও পাটাবাদ অপসারন করে পুড়িয়ে ফেলা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে কোটচাঁদপুরের সলেমানপুর কালীতলা মন্দিরের নিচে কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। এ সময় নদ থেকে ১৫ টি অবৈধ চায়না দোয়াড়ি ও একটি পাটাবাদ অপসারন করেন।

এরপর তা পুড়িয়ে নস্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
বিষয়টি নিয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন,ওই বাদ গুলো অপসারণ করা হয়নি। বাদ নিয়ে এমপি স্যারের সঙ্গে কথা হয়েছে। নদে দেয়া আড়াআড়ি বাদ তুলে দিয়ে পানচিং পদ্ধতিতে চাষ করবেন বলে জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,নদ থেকে অবৈধ্য চায়না দোয়াড়ি অপসারন ও পাটাবাদ পুড়িয়ে নস্ট করা হয়েছে। এর বিস্তারিত সিনিয়র মৎস কর্মকর্তার কাছে আছে।

ওনার সঙ্গে যোগাযোগ করে জেনে নিন। সম্প্রতি নদে নেতা-কর্মীদের দেয়া বাদ প্রসঙ্গে তিনি বলেন,আপনারা তো ডিসি স্যারের বক্তব্য শুনেছেন। সেটাই করা হবে।




কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন, কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগ। দিনটি পালনে শুক্রবার সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শুক্রবার ছিল বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি পালনে সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা করেন।

প্রথমে তারা কোটচাঁদপুর মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা চত্বরের অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্ত্তী, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক মোঃ শাহাজাহান আলী, সহসভাপতি তাফরুজ্জামান তপন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলীম হোসেন, দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক রাজিব হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক লিটন হোসেন।




মেহেরপুরে জাগো বাঙ্গালী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন

মেহেরপুরে জাগো বাঙ্গালী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিজয়ী টাইগার একাদশ ও রানার্সআপ আমরা ১১ জন একাদশ।

জাগো বাঙ্গালী যুব সংগঠন মেহেরপুর এর আয়োজনে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তূর্য বিশ্বাস।

এছাড়াও এসময় এস এম আসাদুল হাবিব মিলন, তৌফিক আলম রেজওয়ান হ্যাপি, লিজন বিশ্বাস, নামাতুল্লাহ নাটু,শ্রী দীপংকর সাহ দেবু প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জাগো বাঙালি সংগঠনের কমিটি গঠন

মেহেরপুরে ২১ সদস্য বিশিষ্ট জাগো বাঙালি সংগঠনের ব্যবস্থাপনা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (১৯এপ্রিল) বিকেলে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এ নতুন কমিটি গঠন করা হয়।

সভাপতি তূর্য বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবকে করে এই ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে তামিম মাহমুদ, শামীম, মোঃ মোসলেম (মিল) আব্দুল লতিফ, রফিকুল ইসলাম (মদন), মোঃ আজিজুল হক, মোঃ সুজন খান, ওয়ালিউল হক লিজন বিশ্বাসকে উপদেষ্টা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি আব্দুস সালাম কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সবিজ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শুভ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ এস এম মিলন, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, প্রচার সম্পাদক মোঃ আরিফুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব আশিক, ক্যাশিয়ার মোঃ শিমুল, সমবায় ও ত্রাণ সম্পাদক মোঃ তানিম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহেল, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান (ছোটন) করা হয়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে সাগর, রাব্বি,স্বাধীন, সজল, বিপ্লব, স্বপন এর নাম ঘোষণা করা হয়।