ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে দুটি মামলায় চারদিন করে রিমান্ড মিঞ্জুর করেছে আদালত।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। সেসময় আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্ত্ার করে এবং। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্য্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলা হয়। সেই মামলায় এক নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিন্তু আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে পৃথকভাবে চারদিনের পরিবর্তে একই সঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।




মুজিবনগরে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস মন্ডলপাড়া বিএনপির আয়োজনে গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন যুবনেতা আব্দুল হামিদ মাষ্টার।

যুবনেতা এমএ হালিমের সন্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক ইসলাম আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,বিএনপি নেতা বদরউদ্দীন সহ বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মওলানা হামিদুল ইসলাম।




“১৭ বছর আওয়ামী দানব সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিলো”–বাবলু

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেছেন, ১৭ বছর আওয়ামী দানব সরকার বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিলো। ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এমন কোনো অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন নয় তারা করেনি। ৫ আগষ্ট এদেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। ছাত্র-জনতার সেই স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুখি সমৃদ্ধ উন্নতমানের বাংলাদেশ।

আজ শুক্রবার বিকালে গাংনী উপজেলার হিজলবাড়িয়া হাইস্কুল মাঠে সাহারবাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা, গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক মোহা: সুলেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ।

সাহারবাটি ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ফারুক আহমেদ ও সাবেক ছাত্র নেতা এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৫ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, পৌর কৃষকদলের নেতা আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শিপন আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবলু আরও বলেন, বিগত ১৭ বছরে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে মামলা হামলা করে দেশান্তরি করা হয়েছে। পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে মিথ্যা মামলায় আটক ও নির্যাতন করেছে। ৫ আগষ্ট এদেশের ছাত্র-জনতা রক্ত ক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে স্বেরাচারকে বিদায় দিয়েছে। ছাত্র-জনতার সেই স্বপ্নের দেশকে বিনির্মানে দেশ নায়ক তারেক রহমান কাজ শুরু করেছেন।

তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আমাদের যুদ্ধ শেষ হয়নি তাদের সেই ষড়যন্ত্রকে রুখতে সবাইকে সচেতন থাকতে হবে। একটি নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ থেকে পরাজিত হাসিনার প্রেতাত্মাদের রুখতে হবে।

জনসভায় এলাকার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




“৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে নতুন বাংলাদেশ পেয়েছি”–জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন ৫ আগষ্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গণতন্ত্র ফেরাতে এই বিপ্লবে এদেশের বহু ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন। ছাত্র-জনতার সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করছে।

গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

রাইপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, জেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু।

জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, রাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বর রবিউল ইসলাম, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সেলিম, গাংনী পৌর জাসাসের সভাপতি সোহরাব হোসেন, গাংনী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম, গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক, গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল উদ্দিন, রাইপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরেফিন হোসেন, মেহেরপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সারাদেশে গুম, খুন, রাহাজানি, হামলা, মামলা, লুটপাট, দূর্ণীতি করেছে। বিএনপিসহ বিরোধী মতের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নিপীড়ন করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলো।

তিনি বলেন, বিএনপি ও অন্যান্য দলকে নিশ্চিহ্ন করতে এমন কোনো অত্যাচার নেই তারা তা করেনি। তারপরেও শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এই দেশ থেকে তাঁড়াতে পারেনি। অথচ, তারা এক মাসের লড়াই সংগ্রামেই টিকতে পারেনি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা থেকে শুরু করে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি সৌহার্দ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ এক কাতারে বসবাস করেন। এখানে সংখ্যা লঘু বলে কিছু নেই। পরাজিত আওয়ামী অপশক্তি সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ধুঁয়া তুলে ফায়দা লুটতে চাই। সেটা এদেশের মানুষ হতে দেবেনা।

১৯৭১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সকল শহিদরা তাদের বুকের তাঁজা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পঙ্গুত্ব বরণকারী ও চিকিৎসাধীন সকল ভাই বোনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার নেতাকর্মী ধানের শীষ,ব্যানার ফ্ল্যাকার্ডসহ খন্ড খন্ড মিছিল সহকারে এসে সমাবেশস্থল যোগ দেন।

বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের বিল্ডিং ও রাস্তাঘাট। সমাবেশে এলাকার শতশত নারীরাও উপস্থিত ছিলেন ধানের শীষ আর প্ল্যাকার্ড নিয়ে।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র দুলাল হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। সে মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মদন আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শালিকা থেকে মুজিবনগর যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাইকে থাকা যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ আহত হয়। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র।

আবু সাঈদ জানায় , তিনজন শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে আজিমুদ্দিনের ভাটার কাছে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত বলে ঘোষণা করে।

ইমারজেন্সি মেডিকেল অফিসার তারেক হোসেন জানান, দুলাল হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ দুজনের নামে চাঁদাবাজি মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাংনীর আমলি আদালতে আরজান আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বাদি আরজান আলী আসামি বজলুর রহমানের ভাই।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৮ সালে আসামিরা বাদীর কাছ থেকে ২লাখ টাকা চাঁদা দাবী কে। চাঁদা না দিলে রাজনৈতিক বিভিন্ন মামলায় জড়িয়ে দেবার হুমকি প্রদান করে। বাদি চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগসাজস করে গাংনী থানায় মামলা বাদিকে ৩১ নম্বও আসামি করে ওই সময় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বও জি আর নং ২৯০/১৮। মামলার পর পুলিশ বাদিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই সময় বাদির পরিবারকে নানা হুমকি দিয়ে আসামিরা ১ লাখ ৮০ হাজার টাকা আদায় করে। পরে জামিনের নামে বাদির ছেলে বিপ্লবের কাছে থেকে আরও ২০ হাজার টাকা গ্রহণ করে আসামিরা। এখানেই শেষ নয়। মামলা নিষ্পত্তি করে দেওয়ার নাম করে পুনরায় আর এক লাখ টাকা আদায় করে আসামিরা।

বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সুবিচারের আশায় বাদি ঘটনার চার বছর পর এ মামলা দায়ের করেন।




চুয়াডাঙ্গায় মাখালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ সাহাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে প্রথমে স্থানীয়রা আটক করে বিশ্বজিৎ সাহাকে। পরে স্থানীয় বিএনপি ও সাধারণ লোকজনের সহায়তাই তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে সাধারণ জনগণ পিটুনি দেন। পরে জনগণই পুলিশকে খবর দিয়ে বিশ্বজিৎ সাহাকে পুলিশের নিকট হস্তান্তর করেন। পুলিশ বিশ্বজিৎ সাহাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেই। দুপুরেই চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউপি নির্বাচনে আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অংশ নেন। ওই সময় বিশ্বজিৎ সাহা ও আরশাদ আলী চন্দনসহ আরও ৪-৫ জন আফজালের দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আফজালকে তুলে নিয়ে গিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় ৫০ হাজার টাকা দিলেও তারা পরবর্তী দুই দিনের মধ্যে ৭০ হাজার টাকা দেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়।

এই ঘটনায় গত ২৭ আগস্ট আফজাল হোসেন বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বিশ্বজিৎ সাহা সহ ছয়জনের নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, স্থানীয়রা হালকায় মারধর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বিশ্বজিৎ সাহাকে উদ্ধার করে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। দুপুরেই চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার বিকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্টিত হয়।

এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি’র ওয়াহিদুজ্জামান, আকরাম হুসাইন রাজ. আশরেফা খাতুন, জবি’র আবু বকর খান , ঢাবি’র সরদার নাদিম মাহমুদ শুভ, বদরুনেচ্ছা কলেজের জান্নাত এছাড়াও খুবি’র বিশ্বজিৎ দত্ত, ঢাকা কলেজের মউনুল ইসলাম ছাড়াও তৌহিদুল ইসলাম শুভ, বাবু খান, রাব্বি, অফ্রিদি প্রমূখ।

এসময় সমন্বয়ক আশরেফা খাতুন ছাত্র জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া ঝিনাইদহ জেলা বৈষম্যবিরাধী ছাত্র আন্দেলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেণ।




গাংনীর কাথুলীতে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

গাংনীর কাথুলীতে ইউনিয়ন বিএনপি কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় কাথুলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আখতারুজ্জামান লাভলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহেদ বেল্টু।

এ সময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহেদ আলী, কাথুলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক রহিদুল ইসলাম মাষ্টার ,কাথুলী ইউনিয়ন বিএন পির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কাথুলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ লতিব, বিএনপি নেতা সাহেব আলী সেন্টু, খোরশেদ আলম খুশি, আলমগীর হোসেন, হুদা মিয়া, আঃমালেক,বাচ্চু মিয়া, ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল, কাবুল হোসেন প্রমুখ।

এ সময় সভাপতির বক্তব্যে ফেরদৌস ওয়াহেদ বেল্টু জানান দীর্ঘদিন আমাদের বিএন পি নেতাকর্মীরা সদ্য বিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তাই আজকে আমরা ইউনিয়ন বিএন পির, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি। বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে থাকার নির্দেশ দিয়ে কাজ করার আহব্বান জানিয়েছেন মেহেরপুরের জেলা বি এন পির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তার ই ফলশ্রুতিতে একত্রিত হয়েছি। আমরা আওয়ামী সরকারের মত জনগনের কাছে থেকে আস্থা হারাতে চাই না। তাই আমরা আগামী নির্বাচনে জনগনের বন্ধু হয়ে পাশে থাকবো, তাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেন সকলে ভোট দিতে পারে সে ব্যাবস্থার জন্য কাজ করবো।

তাই আমাদের এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমরা অবশ্যই কাথুলী ইউনিয়ন বিএন পির নেতা কর্মীরা একত্রিত হয়ে জনবান্ধন নেতা জাভেদ মাসুদ মিল্টনের হাতকে শক্তিশালী করবো এবং দেশ নায়েক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।




দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

দামুড়হুদার জয়রামপুরে মাঠে গরু চোরাতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত শাহার আলী (৪০) জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জয়রামপুর নওদা পাড়া গ্রামের পুটিমারী খাল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে শাহার আলী পুটিমারী খাল মাঠে গরু চোরাতে যায়। এমন সময় বজ্রপাত হলে শাহার আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা আক্তার রুনা পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রপাতে আহত শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।