আলমডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আলমডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী উপজেলার নারায়ণপুর ও খুদিয়াখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৯০ জন বাসিন্দাদের খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এছাড়া ভাসমান বেদে সম্প্রদায়ের ৮ পরিবারের নিকটও এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

উপজেলা প্রশাসন সূত্র জানায় আলমডাঙ্গা উপজেলায় মোট ১১শত ১৩ জন দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া হতদরিদ্র পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ খাবার পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রহমত আলী বলেন, ব্যাটারি চালিত পাখি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। পবিত্র রমজানকে ঘিরে আয়ের চাইতে ব্যায় বেড়েছে। দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন হত, তা দিয়ে দু’মেয়ে ও ছেলে ঈদের পোশাক কেনার পর খাবার কেনার মত উপায় ছিল না। বর্তমানে তারা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়ে খুশি।




“আওয়ামীলীগ ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে”…. সাবেক এমপি আমজাদ

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হত্যা, নির্যাতন মামলা হামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু তারা সেটা পারেনি। আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসে বিরোধীদের দমন পিড়ন চালাচ্ছে। অথচ, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭১ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। সকলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলো। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসি।

আজ বিকালে বিএনপির গাংনী উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত “বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ফ্যাসিবাদ পতন ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে কারা নির্যাতিত সহযোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গাংনী উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক এমপি আমজাদ হোসেন আরো বলেন, এই সৈরাচারী ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। সকল অন্যায়কে ছুড়ে ফেলে দিয়ে সমাজ ও দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দ্যেশে আরো বলেন, বিএনপি করবেন অথচ নৌকায় ভোট দিতে যাবেন, এটা সহ্য করা হবেনা। যারা ভোট দিতে যাবেন তাদের চিহ্নিত করে রাখা হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়াকে বলেছিলেন আপনি যে দেশে যেতে চান যাওয়ার অনুমতি দেওয়া হবে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন তাদের কথা শুনে যাননি। তিনি বলেছিলেন বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ আমার সব।

তিনি আরো বলেন, আজকে ছাত্রদলের ছেলেদের বিয়ে হচ্ছেনা, যুবদলের ছেলেদের চাকুরী হচ্ছে না। সামাজিক কোনো স্থানে যায়গা নেই। বাংলাদেশের পরিবর্তন অবসমভাবি। অচিরেই বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হবে। তাই সকল পরিবর্তনের আগে দলের ঐক্য গড়তে হবে। ঐক্য ছাড়া কোনো বিজয় আসবেনা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: আখতারুজ্জামান সজল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।

মেহেরপুর জেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় আনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, গাংনী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফার, গাংনী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইউসুব আলী, গাংনী পৌর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।




হরিণাকুণ্ডুতে ৮১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল এর ট্যাংকের ভিতরে করে ৮১ বোতল ফেনসিডিল পাচারের সময় শাহীন (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।

পুলিশ জানায়, হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টিম গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার নাওমারার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করছিলো। সেসসময় একটি মোটরসাইকেল আরোহীকে থামতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহবসত পুলিশ তাকে আটক করে তল্লাশিকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল দেখতে পায়। পরে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। হরিণাকুণ্ডু থানায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।




বাসন-কোসনে উৎসবের ছোঁয়া

ঈদ এলে সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া লেগে যায়। এই দিনটি খাবারের আয়োজনে ঘরের পরিবেশ যেমন মোহনীয় করে ফেলে তেমনি নতুন বাসনপত্র রাখলে তা ঘরকে দেয় উৎসবের রূপ।

এসব কথা ভেবেই অনেকে ঈদের আগে তৈজসপত্র কেনাকাটার ধুম লাগিয়ে দেন। এমনিতে বাড়িতে নতুন অতিথি এলে সিরামিকের বাসন বেশি ব্যবহার করা হয়। তবে খাবারের আয়োজন-ভেদে তৈজসের ভিন্নতাও থাকে। অনেকে শখের বশেই বাসনপত্র কিনলেও এখন তাদের একটু থামতে হচ্ছে। বাজারে জিনিসপত্রের যে দাম, সে অনুসারে সমন্বয় ছাড়া উপায় নেই। তাই ঈদের খাবারের মেনু দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে খাবারের।

অতিথি আপ্যায়নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঘরের সিরামিকের পাত্রগুলো। গরমে ঈদে উজ্জ্বল সূর্যালোক থাকবে এ কথা বোঝাই যায়। দুপুরে হালকা নীল বা হলুদ, কমলা রঙের বাসন ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে রাতের কৃত্রিম আলোতে জমকালো ভাব আনতে লাল বা কালো রঙের ক্রোকারিজ ভালো। তাই কেউ মিক্স-ম্যাচ করেও বাসনকোসন নিতে পারেন। যেমন ছয়জনের টেবিলে তিনটি হলুদ আর তিনটি লাল রঙের প্লেট হতে পারে। ডাইনিং রুমের দেয়াল বা টেবিল রানারের সঙ্গে মিলিয়ে পছন্দ করতে পারেন খাবার পরিবেশনের সরঞ্জাম।

এখন সিরামিকের বাসনপত্রে দেখা গেছে নতুন নতুন ট্রেন্ড। এই যেমন খাবারের প্লেট, বাটি ও মগে উঠে এসেছে জামদানির নকশা। থালা, বাটি, গ্লাস বা কাপে দেখা গেছে বৈচিত্র্য। এখন আর গোল থালা খুব একটা দেখা যায় না। বিভিন্ন শেপের মাধ্যমে আপনার মেনুকে বৈচিত্র্য দেয়ার মতো থালা সহজেই পাওয়া যায়।

চায়ের কাপও রূপ বদলেছে। গোলাকৃতির ভেতরের দিকে দাবানো রাইস বোলগুলোর চল থাকলেও বর্তমানে খানিকটা চিড়ার মতো চ্যাপ্টা ছড়ানো ডিশের চল বেশি। এ ধরনের ডিশগুলোতে সবকিছুই পরিবেশন করা যায়। একটি বাসন দিয়ে যদি একাধিক কাজ করা যায় তাহলে ক্ষতি কি? মানুষ এখন ব্যবহারের সৃজনশীলতা দেখেই বাসন কিনে থাকে।

সিরামিকের বাসনের রঙেও এসেছে পরিবর্তন। চিরায়ত সেই সাদা বা চাপা সাদার বদলে এখন অনেকে পছন্দ করছেন উজ্জ্বল রঙের প্লেট ও বাটি। সিরামিকের বাসনে এখন দেখা যাচ্ছে লাল, কমলা, হলুদ, নীলের মতো উজ্জ্বল শেড। আগে একটা টেবিলে ছয়টা প্লেট থাকলে সব কটিই হতো একই রং আর নকশার। সেই ধারা এখন আর নেই। ছয়টা প্লেটে থাকতে পারে ছয় ধরনের রং। গ্লসি বা ম্যাট ফিনিশ—দুই রকমেরই পাওয়া যাচ্ছে ডিনার সেটগুলো।

বাসনের যত্ন নিতে হবে ভালোভাবে
সিরামিকের বাসনের যত্ন নেয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। বাড়িতে আপ্যায়নের পরে বিরাট একটি সময় গুছিয়ে রাখা হয় কাবার্ডে। আবার অনেকে নিয়মিতই ব্যবহার করেন। তবুও ঠিকঠাক যত্ন নিতে হবে। যত্ন ঠিকভাবে নেওয়া না হলে বরং নষ্ট হবে শখের জিনিসটা।

পরিষ্কার করার ক্ষেত্রে
সিরামিকের জিনিসগুলো খুব নাজুক আর ভঙ্গুর হয়ে থাকে। তাই সিরামিকের যত্নে বাড়তি মনোযোগ দেওয়া জরুরি। এ ধরনের বাসনে ময়লা কম আটকায় কিন্তু তেলজাতীয় খাবার থাকলে নানা সমস্যা হয়। এক্ষেত্রে তরল সাবান বা অন্য কোনো পরিষ্কার করার মতো সাবান দিয়ে পরিষ্কার করে নিন। চাইলে গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রস মেশালে কোনো গন্ধও পাওয়া যাবে না।

কাবার্ডে রাখলে যত্ন
পছন্দের ও দামি কাচের পাত্রগুলো সাধারণত উৎসব অনুষ্ঠানে ব্যবহারের জন্য তোলা থাকে। তাই এগুলো ব্যবহার ও যত্নও করতে হবে বিশেষভাবে। শৌখিন সিরামিকের বাসন ব্যবহারের আগে তরল সাবান পাতলা কাপড়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কাজ শেষে তুলে রাখার সময় কাগজে পেঁচিয়ে রাখুন। এভাবে সময়ে ধুলো জমে।

ওভেনে বাসন ব্যবহার করলে
ওভেনে সিরামিকের বাসন দেওয়ার আগে জানতে হবে সেটা ওভেনপ্রুফ কি না। সোনালি বা রুপালি বর্ডার দেওয়া পাত্র ওভেনে ব্যবহার করা যাবে না। করলে বর্ডারগুলো নষ্ট হয়ে যেতে পারে।

বাজারদরটা জেনে নিলে মন্দ কি?
দাম না জেনে তো আর বাজারে যাওয়া যাবে না। কারণ আজকাল বাজারে সমন্বয় করেই আপনাকে যেতে হয়। তবে দামটা আমরা একটু জেনে নিয়েছি আপনার সুবিধার্থে। বাজারে গোল্ড প্লেটেড ডিনার সেটের দাম ৩ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয় । তবে সাধারণ ডিনার সেট কেনা যাবে ৩ হাজার টাকার মধ্যে। ৩২ পিসের পোর্সেলিন ডিনার সেটের দাম পড়বে আড়াই হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। ৫২ পিসের বোন চায়না সিরামিক সেটের দাম পড়বে সাড়ে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। ৭ পিসের সিরামিক স্যুপ সেট কেনা যাবে ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। সিরামিকের টি পট কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়, চাঁচ দিয়ে তৈরি টি পটের দাম পড়বে ৪০০ থেকে ২ হাজার টাকা, ৬টি কাপ–পিরিচের সেট কেনা যাবে ৫০০ থেকে ৫ হাজার টাকায়। আমাদের দেয়া দামের মধ্যে কিছুটা ওপর-নিচ হতে পারে। তবে এই বাজেটের ভেতরেই পেয়ে যাবেন।

সূত্র: ইত্তেফাক




হরিণাকুণ্ডুতে ৩০ বছরের সামজিক বিরোধ নিষ্পত্তি করলেন ওসি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র উদ্যোগে দীর্ঘদিনের সামাজিক বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে চলে আসছিলো এ সামাজিক বিরোধ ও আধিপত্তের দ্বন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘ ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিলো। যার জের ধরে পায়ই এলাকায় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটে আসছে।

এক পক্ষ অপর পক্ষের উপরে বিভিন্ন সময়ে হামলা ও মামলার ঘটনায় এলাকায় প্রায়ই উত্তেজনা বিরাজ করতো। বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভা সমাবেশ করে মানুষকে একে-অপরের উপর আক্রমনাত্মক মনোভাবকে বর্জন করে মিলে মিশে বসবাস করার জন্য উদ্বুদ্ধ করে আসছিল। তারই ফলস্বরূপ আজ সোমবার (৮ এপ্রিল) সকালে হরিণাকুণ্ডু থানায় উভয় পক্ষকে ডেকে তাদের মধ্যে বিরোধের নিষ্পত্তি করেণ হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান।

এসময় ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানসহ উভয় পক্ষের নেতৃত্ব পর্যায়ের আনুমানিক ২৫-৩০ জন উপস্থিত ছিলেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে উভয় পক্ষের ২০ জন ওসির সাথে লিখিত সম্মতিজ্ঞাপন করেন। এঘটনায় স্থানীয়রা ওসির গুরুত্বপূর্ণ ভূমিকায় বিরোধ নিষ্পত্তি হওয়ায় ওসিকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আনুমানিক ৩০ বছর ধরে কুলবাড়িয়া গ্রামে চলে আসা সামাজিক বিরোধ নিষ্পত্তি করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ওসির ভুমিকা প্রশংসনীয়। আমরা আমাদের দেওয়া কথা রাখবো, সেইসাথে সামাজিক বিরোধ নিরশনে আমি এবং আমার সমর্থকেরা সর্বদা সচেষ্ট থাকবো।

এঘটনায় বর্তমান চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান বলেন প্রথমত দীর্ঘদিনে দিনে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহন করায় ওসি সাহেবকে ধন্যবাদ জানায় বাকিটা আমাদের কর্মী সহনশীলতার উপর নির্ভর করবে, আশাকরি এই মিমাংসা দীর্ঘমেয়াদী হবে। সমাজে সবাই ভালো থাকতে চায় তবে আধিপত্ত নিয়ে সমস্যা তৈরী হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউর রহমান বলেন, আমি এই থানায় যোগদানের পর থেকেই দেখছি কুলবাড়িয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ সামাজিক বিরোধ নিষ্পত্তি করতে কয়েকদফা আমি সেখানে শান্তি সমাবেশ করেছি। মানুষকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি। অবশেষে দুই পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকার শান্তি ফিরিয়ে আনতে তাদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি।‘শুধু সামাজিক বিরোধ নয়, যে কোনো বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আমার সচেষ্ট রয়েছি। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই।’ তিনি আরও বলেন ‘এ দুই পক্ষের মধ্যে শান্তি ফিরে আসুক সর্বদা সেই কামনা করি। বাংলাদেশ পুলিশ সর্বদা শান্তি রক্ষায় কাজ করে যায়।




অফিসার পদে চাকরি দিবে সেভ দ্য চিলড্রেন

সেভ দ্য চিলড্রেনে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : সেভ দ্য চিলড্রেন

পদের নাম : অফিসার, মেডিকেল গুদাম

পদসংখ্যা : ১টি

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : কক্সবাজার

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ফার্মাসি/ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে  এখানে  ক্লিক করুন।

বি : দ্র : শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।

ঠিকানা : বাড়ি নং সিডব্লিউএন (এ) ৩৫, রোড নং ৪৩, গুলশান-২, ঢাকা-১২১২




মেহেরপুরে গরু চুরি করতে গিয়ে ব্যর্থ , জখম করে রাস্তায় রেখে গেল চোর 

গরু চুরি করে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে গরুচোরের দল।

যাওয়ার সময় পাশেই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠ নামক স্থানে।

স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, আজ সোমবার (৮ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে যান। সেখানে লোকজন না থাকলেও বড় সাইজের ক্ষত বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষিনারায়নপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেন। ধারনা করা হচ্ছে চোরের দল গরুটি নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর মালিক গাংনী উপজেলার ভোট গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, গতকাল রবিবার (৭এপ্রিল) দিবাগত রাত দেড়টা পর্যন্ত তামাক পোড়ানোর কাজ করেছেন। বাড়িতে এসে গোয়াল ঘরে গরুটি আর পাইনি। অনেক যায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে।

সকালে সোস্যাল মিডিয়াতে দেখে ঘটনাস্থলে এসে সনাক্ত করি। গরুটির ওজন ৫/৭ মন বলে জানান তিন। আগামী কোরবানির ঈদে বিক্রি করার জন্য গরুটি পালছেন তিনি। যার আনুমানিক মূল্য ৩/৪ লাখ টাকা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।




জন্মদিনে বিশেষ চমক দিলেন পুষ্পারাজ আল্লু

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন আজ। ৮ এপ্রিল জন্মদিনের দিন ‘পুষ্পা টু’ এর নতুন টিজার প্রকাশের মাধ্যমে নিজের ভক্তদের বিশেষ চমক উপহার দিলেন আল্লু অর্জুন।

হিন্দুস্তান টাইমসের জন্মদিনের দিন আল্লু অর্জুন ভক্তদের বিশেষ রিটার্ন গিফট দিলেন। প্রকাশ্যে এল তার আগামী সিনেমা পুষ্পা ২ এর টিজার।

এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে। মুখে নীল রং মাখা চেনা রূপ। ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা অর্চনা। ঘুঙুর পায়েই ভরপুর অ্যাকশন করতে দেখা যায় আল্লুকে। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।’

মাত্র এক ঘণ্টায় এই ছবির টিজার চব্বিশ লাখের বেশি ভিউ পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এক ভক্ত লিখেছেন, ‘এই বছরের সব থেকে বড় হিট হবে ছবিটি।’ আরেকজনের মন্তব্য, ‘নতুন রেকর্ড গড়বে।’ টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও পছন্দ করেছেন ভক্তরা।

৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা টু’ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সাথে লুঙ্গি পরে কুড়াল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা গেছে। তার পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করে তিনি জানান ৮ এপ্রিল আসছে টিজার।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’।




দুই বাংলায় মোহামেডানের বিশেষ একটি দিন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুক্রবার দিনটি ছিল মোহামেডানের। ক্রিকেট, ফুটবল এবং হকিতে মোহামেডান জয় নিয়ে ঘরে ফিরেছিল। এই একই দিনে কলকাতার ফুটবলেও মহামেডানের ছিল স্মরণীয় দিন। শুক্রবার কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে।

বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার স্বপ্ন পূরণ হয়েছে। শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগে চ্যাম্পিয়ন হয় মহামেডান। এবার ইস্ট বেঙ্গল ক্লাব এবং মোহন বাগানের সঙ্গে শতাব্দীপ্রচীন ক্লাব মহামেডানও খেলবে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় আসর আইএসএলে।

কলকাতার ফুটবলে ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান যেভাবে দাপট দেখিয়ে লড়াই করে যাচ্ছিল সেই স্রোতে ছিল না মহামেডান। সাংগঠনিক সংকটে, নানা সমস্যায় জর্জরিত ছিল। এমনও হয়েছিল আই লিগ থেকেও নেমে গিয়েছিল। জাতীয় দল থেকেও মহামেডানের খেলোয়াড় সংখ্যা কমে গিয়েছিল।

আইএসএলে খেলার সুযোগ পেয়ে মহামেডান আবার জেগে উঠবে। মহামেডানের সাবেক গোলরক্ষক অতনু ভট্টাচার্য মনে করেন এটিকে দুর্দান্ত সাফল্য বললেও কম বলা হবে। আমি বলব ইস্ট বেঙ্গল-মোহন বাগানের থেকেও মহামেডান স্পোর্টিংয়ের কৃতিত্ব অনেক বেশি। রীতিমতো লড়াই করে আইএসএল খেলার ছাড়পত্র পেল মহামেডান।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার এস আই মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।