মেহেরপুরে সদর উপজেলা জামায়াতের কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

“পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন” মেহেরপুর জামায়াত ইসলামী সদর উপজেলা শাখা কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ই অক্টোবর) সকাল ৯টার সময় কলেজ পাড়া ট্রাস্ট মসজিদে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ সোহেল রানা সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাব্বারুল ইসলাম (মাস্টার) , পৌর আমির সোহেল রানা ডলার।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন তারবিয়েত সেক্রেটারি মিয়ারুল ইসলাম, উপজেলা ইউনিট সদস্য হাবিবুর রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক মহাসিন আলী, শ্যামপুর ইউনিয়ন আমির মাওলানা মফিজুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আমির আলমগীর হোসেন তানসেন।




নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন আসর পর এশিয়ান দল ছাড়া সেমিফাইনাল

সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের টিকিট কাটা চার দল। তবে তাতে নাম নেই কোনো এশিয়ার দেশের।

যদিও গেল আসরের সেমিফাইনাল খেলা ভারতের এবারের আসরেও খেলার সম্ভাবনা ছিল কিন্তু তা হতে দেয়নি পাকিস্তান। এতে এই টুর্নামেন্টের তিন আসর পর কোনো এশিয়ান দল ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে শেষ চারের খেলা। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে এই আসরের প্রথম সেমিফাইনাল। আর শুক্রবার একই সময় শারজাহতে মাঠে গড়াবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ তিন আসরেই ভারত খেলেছে সেমিফাইনাল পর্বে। এর মধ্যে ২০২২ সালে খেলেছে ফাইনালও। তবে চলমান আসরে তা সম্ভব হয়নি। গ্রুপ পর্ব থেকেই তাদের নিতে হলো বিদায়। তাতে গ্রুপ পর্ব থেকেই শেষ হলো এশিয়ার দলগুলোর যাত্রা।

সবশেষ ২০১৬ সালে দেখা গিয়েছিল এমন চিত্র। যদিও এশিয়ার দলগুলোর মধ্যে ভারত ছাড়া আর কোনো দলই এখন পর্যন্ত এই টুর্নামেন্টের কোনো আসরে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সবশেষ ৮ আসরের মধ্যে ভারত পাঁচ আসরেই খেলেছে সেমিফাইনাল। চলতি আসরের গ্রুপ পর্ব থেকে এশিয়ান দলগুলোর মধ্যে সবার আগে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ। পাকিস্তানও ছিল বিদায়ের দ্বারপ্রান্তে। তবে সবার থেকে সুবিধাজনক অবস্থানে ছিল ভারত। গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচের মধ্যে প্রথম তিনটির মধ্যেই দুটি জয় তুলে নেয় তারা একটি হারে। শেষ ম্যাচটি জিতলেই সেমির টিকিট নিশ্চিত হয়ে যেত।

এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে জয়ের কাছে গিয়েও হারে ৯ রানে। এমন হারের পরও ভারতের ভাগ্য টিকে ছিল পাকিস্তানের ওপর। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে সোমবার পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেই ভারত পৌঁছে যেত। তবে তা হয়নি। হয়তো টিভির পর্দায় পাকিস্তানের হারের মধ্য দিয়েই নিজেদের বিদায় দেখেছেন হারমান- মান্ধানারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে লাগামহীন সবজি বাজার

সবজিভান্ডার খ্যাত মেহেরপুরের সবজি যায় সারা দেশে। অথচ, সেই জেলার সবজির বাজারে এখন আগুন। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি। সবজি বাজারে গিয়ে নিম্নবিত্ত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবারই অবস্থা এখন নাজেহাল।

সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে দাম বাড়ার কারণে স্বস্তি ফিরছে না কিছুতেই। কাঁচাবাজার নিয়ে এমনটাই অভিযোগ ভোক্তাদের। বাজার মনিটরিং না থাকার কারনে সবজির বাজার অস্থির বলে মনে করছেন ক্রেতারা। বাজার মনিটরিং এর জোর দাবি জানান ভোক্তারা।

সাপ্তাহিক হাটের দিনে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গাংনী সবজি বাজার ও গত সোমবার গাঁড়ডোব পুড়াপাড়া সাপ্তাহিক হাট, মেহেরপুর শহরের কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে মানভেদে প্রতি কেজি গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, মুলা ৭০, পটোল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, কচুর মুখী ৭০, টমেটো ১৬০, শিম ২০০ ও শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়, প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০ টাকা। এদিকে পেঁয়াজ প্রতি কেজি ১১০ টাকা, রসুন ২৪০ টাকা, কলা (ইরি) ৩০ টাকা, কাঁচ কলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, লতি (প্রতি আটি) ৮০ টাকা, কুমড়ার জালি (প্রতি পিচ) ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঢেঁড়স ৭০, ঝিঙা ৬০ টাকা, ওল ৮০ টাকা, শসা ৪০ টাকা, মাটির নিচের আলু (হরিনপেয়ি) ২০০ টাকা, মাটির নিচের আলু (তিনপাতা) ৮০ টাকা, জলপাই ৬০ টাকা, ধুন্দল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ১০০ টাকা, আদা ৩৪০ টাকা, করল্লা ৬০ টাকা।

এছাড়া লালশাকের আঁটি ২০ টাকা, প্রতি কেজি পুঁইশাক ৩০ টাকা, লাউশাক (প্রতি আটি) ৩০ টাকা, মুলাশাক (প্রতি আটি) ৩০ টাকা, ডাটাশাক (প্রতি আটি) ৩০ টাকা, কলমিশাক (প্রতি আটি) ১০-১৫ টাকা ও পালংশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গাঁড়াডোব পুড়াপাড়া বাজারের সবজি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, টানা বৃষ্টির কারণে মাঠকে মাঠ সবজি নষ্ট হয়ে গেছে। যে কারণে, গত ১৫ দিন যাবৎ সবজির এই দাম বৃদ্ধি হয়েছে। তবে, এখন থেকে কমতে শুরু কেেরছে।

মেহেরপুর শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ী আব্দুস সালাম ও জুলহাস হোসেন জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সবজির দাম হঠাৎ করে ফড়িয়া আড়তদাররা বাড়িয়ে দিয়েছেন। তাই বাজারে সবজি বিক্রি কমে গেছে।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান।

আর বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে।

গাংনী উপজেলার সবজি গ্রাম সাহারবাটির সবজি চাষি মহিবুল ইসলাম, কামাল হোসেনসহ বেশ কয়েকজন চাষি জানান, এবার ১০ বিঘা, ৫ বিঘা ৩ বিঘা জমিতে কাঁচা মরিচ চাষ করেছেন। ঢাকা, চিটাগাং, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে ট্রাক বোঝায় করে সাড়ে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা কেজি দরে জমি থেকে কাঁচা মরিচ পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন। এবার কাঁচা মরিচ উৎপাদন করে লাভবান হয়েছেন এলাকার চাষিরা। কিন্তু বাজারে এর দাম আকাশচুম্বী হওয়ায় কৃষকের চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ফড়িয়া আড়তদারেরা।

মেহেরপুর বড় বাজারের আড়তদার আবুল বাশার খোকন বলেন, ‘মাঠ থেকে কাঁচা মরিচসহ অন্যান্য সবজি বাইরের ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। তাই মাঠের ঝাল বাজারে এসে আরও ঝাঁজালো হচ্ছে। সবজির চাহিদা থাকায় এবার কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হচ্ছেন।’

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, টানা অতিবৃষ্টির কারণে এবার জেলার বিস্তির্ণ সবজি ফসল নষ্ট হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও সাম্প্রতিক বন্যা অতিবৃষ্টির কারণে অন্যান্য ফসলসহ সবজি নষ্ট হয়েছে। ফলে আমাদের জেলার সবজির ওপর বাইরের চাপ বেড়েছে। বর্তমান বাজারে বাইরের ক্রেতাদের সংখ্যাও অনেক বেশি। তারা সরাসরি মাঠ থেকে সবজি কিনে ট্রাকে করে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ৩৫-৪৫ ট্রাক সবজি সারা দেশে বিক্রির উদ্দেশ্যে চলে যায়। যে কারণে স্থানীয় বাজারেও সবজির দাম বেড়েছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, মেহেরপুর জেলা সবজিখ্যাত। প্রতি বছরের ন্যায় এবারও কৃষকরা সবজি চাষ করেছেন। সাম্প্রতিক টানা বর্ষণে সবজি খ্যাত কিছুটা নষ্ট হলেও উৎপাদন খুব একটা খারাপ হয়নি। এবার চাষিরা তাদের উৎপাদিত সবজি ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে বর্ষায় প্লাবিত হয়ে সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় মেহেরপুরের সবজির দাম ঢাকার সমান হয়ে গেছে। এবার সাড়ে ৪ হাজার ২৪১ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে এবং ফলনও খুব ভালো হয়েছে। তবে বাজার ব্যবস্থাপনার সুষ্ঠু বণ্টন করতে পারলে সবজিসহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, সবজি বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) কে আহবায়ক করে টাস্কফোর্স গঠণ করা হয়েছে। যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে। বাজার মনিটারিং কমিটি বাজার নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছেন। আমরা আশা করছি দ্রুতই সব জিনিসের দাম সহনশীল পর্যায়ে পৌছাবে।




মেহেরপুরে ভোক্তার অভিযান, গ্যাসের দোকানে জরিমানা

খোলা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির ভাউচার না দেওয়ার অপরাধে মেহেরপুর শহরে ২ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শহরের কাঁসারি বাজার এবং বড়বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, শহরের কাঁসারি বাজার এলাকার সবুজ এবং বড়বাজার এলাকার আগরওয়ালার গ্যাসের দোকানে অভিযান চালানো হয়। এসময় বিক্রেতার কাছে গ্যাস বিক্রির ভাউচার না দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় সবুজের নিকট থেকে ১৫ হাজার টাকা এবং আগরওয়ালার ৫ হাজার টাকা সহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, সবজি, মাছ মাংসসহ বিভিন্ন দোকানে সতর্কতাসুলক লিফলেট বিতরণ ও সাধারণ ব্যবসায়ীদের আইন মেনে সতর্কতার সাথে ব্যবসা করার পরামর্শ দেওয়া হয়।




দর্শনার কেরুজে সুগারক‍্যান প্লান্টা মেশিনে আখ রোপনের শুভ উদ্বোধন

দর্শনা কেরুজ ডিহি ও আড়িয়া খামারে সুগারক‍্যান প্লান্টার মেশিনে আখ রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

এ সময় তিনি বলেন, এ সুগারক্যান প্লান্টার মেশিনে আখ লাগালে খরচ কমবে অন্যদিকে লেবার খরচ বাঁচবে। তাই আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করলে ফলন ও চিনির আহরন বাড়বে। তাই আমরা আগামীতে আরও প্লান্টার মেশিন নিয়ে আসা যায় কিনা সে চিন্তা ভাবনা করছি। আমরা পাবলিকদেরও সহযোগিতা করতে পারি কিনা সে দিকে আমাদের খেয়াল আছে।

অপরদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মিলসগেট পশ্চিম সাবজোনের ২০নং ইউনিটের ঈশ্বরচন্দ্রপুরে সরাসরি ও পরীক্ষামূলক খামারে রোপা পদ্ধতিতে বেডে আখরোপনের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহাব‍্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রাসারন মাহবুবুর রহমান ও সাবজোন প্রধান মোজতাহিদুল ইসলামসহ সিডিএ গাজী মিজানুর রহমান। পরে ব‍্যবস্থাপনা পরিচালক কেরুজ বায়োফার্টিলাইজার প্লাণ্ট পরিদর্শন করেন এবং আয় আয়-ব‍্য‍য়ের খোঁজ -খবর নেন পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের আয় বর্ধনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আপনারা আখ চাষ করুন আগামীতে আখের মৃল্য আরও বৃদ্ধি করা হবে। আপনারা আখ লাগাবেন এবং সার্বিক সহিযোগিতা করবে কেরু এ্যান্ড কোম্পানি। এ মিল আপনাদের এ মিল টিকে থাকলে আপনাদের অর্থনৈতিক ভাবে সচ্ছলতা আসবে। আগামী অর্থ বছরে আখের মৃল্য টন প্রতি ৬ হাজার টাকা নির্ধারন করা হবে।

তিনি আরও বলেন ভাল বীজের আখ লাগাবেন আপনার লাভবান হবেন এবং পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবাহ করবেন।অধিক চিনি আহরনের জন‍্য পরিস্কার -পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার আহব্বান জানান তিনি।




দর্শনায় এনজিও অফিসে বোমা রাখার অপরাধে সন্দেহজনক ১ জন গ্রেফতার

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে বোমা রাখার অপরাধে সন্দেহজনক ভাবে ১ জনকে গ্রেফতার করছে।

গতকাল সোমবার দিনগত রাত আড়াই টার দিকে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে, অভিযান চালায় দর্শনা দক্ষিনচাদপুর টাওয়ার পাড়ায়।

এ সময় পুলিশ দর্শনা পৌরসভার দক্ষিনচাদপুর গ্রামের টাওয়ার পাড়ার বগা মিয়ার ছেলে লিংকন (৩২) কে গ্রেফতার করে।

উল্লেখ্য গত ৯অক্টোবর বুধবার বেলা পৌনে এগারোটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মাস্টার পাড়া ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে এক মুখোশধারী একটি আইডি বোমা ও গলায় পিস্তল ঠেকিয়ে বোমা রেখে পালিয়ে যায়।পরে রাজশাহী থেকে র‍্যাবের উদ্ধারকারী দল বোমাটি উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে দর্শনা কেরুজ ক্লাব মাঠে বোমাটি বিস্ফোরণ করে।




মেহেরপুরে পেশাজীবী মোটর চালকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

মেহেরপুরে পেশাজীবী মোটর চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ৮৫ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর বিআরটিএ’র আয়োজনে বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ ইনজামাম উল হক, মেহেরপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ইন্সট্রাক্টর (ড্রাইভিং) ফারুক হোসেন, মোটর ভেহিকেল ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।

চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়কে নিরাপত্তা, গাড়ি চালকদের পেশাগত স্বাস্থ্য সমস্যা এবং গাড়ি চালানো কালীন ঝুঁকি মোকাবেলা, পরিবহন আইনে উল্লেখিত বিভিন্ন অপরাধের শাস্তির ধারা সমূহ, ট্রাফিক সাইন এন্ড সিগন্যাল, লেন বিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানো, গাড়ির রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক ধারণা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিধানাবলী ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে এক প্রশ্নোত্তর পর্ব শেষে চালকদের মাঠ পরীক্ষা গ্রহণ করা হয়।




জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত,নতুন কোচ সিমন্স

দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই হাত ধোয়া দিবস পালিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়।

এরপর শহরের চাকলা পাড়ায় অবস্থিত ঝিনাইদহ বাক ও শ্রবন প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, ঝিনাইদহ জেলা সমাজ সেবা কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মীর আল আমীন, ঝিনাইদহ বাক ও শ্রবন প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামসহ ঝিনাইদহ বাক ও শ্রবন প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।




মেহেরপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতারণাসহ পৃথক দু’টি মামলায় ২৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিছুর রহমান ওরফে রিপন (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি) মেহেরপুর ক্যাম্প।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুরের ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি টিম কুষ্টিয়া শহরের কাঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপন মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড হোটেল বাজার এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

র‌্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপনের নামে সিআর মামলা নং ৪২৫/২০২০ (মেহেরপুর) এসসি ৪৩/২১, ও সিআর মামলা নং ৮৭/২০২০ (মেহেরপুর) জিআর মামলা নং ১৭৯/২১ ইং।

আদালতের বিজ্ঞ বিচারক সিআর (মেহেরপুর) নং ৪২৫/২০২০, এসসি নং ৪৩/২১ মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড এবং সিআর (মেহেরপুর) নং ৮৭/২০২০ এ মামলায় এক বছর ৪ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। সে সময় আসামি আসামী আনিছুর রহমান ওরফে রিপন আদালতের অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই সাজা পরোয়ানাভূক্ত হয়ে সে পলাতক জীবন যাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী আনিছুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।