মেহেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীরের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ, ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার হাফেজ মাওলানা আব্দুল হামিদ, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. সাদিকুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, তরিকুল ইসলাম, খলিলুর রহমান, সজল, আব্দুল হামিদ, হাফেজ আব্দুল হাশেম, নাজমুল ইসলামসহ মুসল্লিরা।




নীরবতা ভাঙলেন অমিতাভ, স্বস্তি ফিরল ভক্তদের মনে

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চন আর অভিনয় করবেন না— এমন গুঞ্জনে রাতের ঘুম হারাম হয়েছে ভক্ত-অনুরাগীদের।

বিগবির জীবনে বহু ঝড় বয়ে গেছে। কখনো সম্পর্ক নিয়ে, কখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একাধিকবার তার পেশাজীবন থমকে যেতে যেতেও শেষরক্ষা হয়েছে। যতবার দেয়ালে পিঠ ঠেকেছে, ততবার ‘বিগবি’ ঘুরে দাঁড়িয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন, এখনো সেই লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তার রয়েছে। চলতি বছর ৮২-তে পা দিয়েছেন শাহেনশাহ। এবার কি ক্লান্ত?

এত আলোচনা এত প্রশ্নের জন্ম দিয়েছে, তারই সাম্প্রতিক একটি পোস্ট। অমিতাভ রাত ২টার সময় সামাজিক মাধ্যমে লিখেছিলেন— ‘যাওয়ার সময়’। প্রতিদিনই বলিউড ‘শাহেনশাহ’ সামাজিক মাধ্যমে কিছু না কিছু লেখেন। প্রতি রোববার তার ‘জলসা’ বাংলোর সামনে সাক্ষাতের পাশাপাশি এভাবেও তিনি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। তারাও উত্তর দেন অমিতাভকে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই পোস্ট দেখে প্রত্যেকের আক্কেলগুড়ুম। বলিউডেও চর্চা শুরু, তা হলে অভিনয় থেকে বিদায় আসন্ন?

অবশেষে সবার সব কৌতূহল অমিতাভ নিজ দায়িত্বে মিটিয়ে দিলেন। অতি সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে। সেখানে নতুন পর্বের শুটিং চলছিল। শুটিং চলাকালীন দর্শকদের মধ্যে থেকে একজন অভিনেতার কাছে বিষয়টি সরাসরি জানতে চান। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন ‘শাহেনশাহ’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতাও করেন। প্রথমে পাল্টা প্রশ্ন রাখেন—কেন, আমি কি কিছু ভুল লিখেছি? তার বলার ভঙ্গিতে হেসে উঠেন উপস্থিত দর্শকরা। তার পর তিনি খোলসা করেন, আদতে কী লিখতে চেয়েছিলেন তিনি।

অমিতাভের কথায়, রিয়্যালিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি মেলে না। বাড়ি ফিরতে ফিরতে রাত ২টা। গভীর রাতে যখন বাড়ি ফিরি তখন ঘুম ভর করে দুই চোখে। ওই ঘুমন্ত অবস্থাতেই সেদিন লিখেছিলাম ‘যাওয়ার সময়’। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুমের চোটে পুরোটা আর লিখে উঠতে পারেননি। আর ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।

শাহেনশাহর মুখ থেকে পুরোটা জানার পর স্বস্তি অনুরাগীমহলে। চওড়া হাসি সেটে উপস্থিত প্রত্যেক দর্শকের মুখে। অমিতাভ এখনো রুপালি পর্দায় পুরোদমে কাজ করবেন, জানার পর খুশির হাওয়া বলিউডেও।

সূত্র: যুগান্তর




জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক মেহেরপুরের ছেলে সাকিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত হয়েছেন মেহেরপুরের গাংনীর ছেলে অ্যাডভোকেট সাকিল আহমাদ।

সাকিল আহমাদ গাংনী উপজেলার কড়ইগাছি বামন্দী গ্রামের রুহুল আমিনের ছেলে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ কমিটিতে গাংনীর এই কৃতি সন্তান স্থান পান।

সাকিল আহমাদ কুষ্টিয়ার একটি ক্যাডেট মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ঢাকার টঙ্গি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরে রাজধানীর নর্দান ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। সেখানেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

ছাত্রজীবন থেকেই সাকিল আহমাদ সাংবাদিকতা শুরু করেন। ঢাকার কয়েকটি শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল ও পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

সাকিল আহমাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে অ্যাডভোকেট সাকিল আহমাদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত হওয়ায় মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মোজাহিদুল ইসলামসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।




স্মিথের সেই ঘটনা মনে ধরেছে সবার

ঘটনাটি আফগানিস্তানের ব্যাটিং ইনিংসে। নাথান এলিস যখন ৪৭তম ওভার শেষ করেন, তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নূর আহমেদ। আম্পায়ার তখনও ওভার ঘোষণা করেননি। সেই সুযোগে স্ট্যাম্প ভেঙে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার জশ ইংলিশ। হতাশ হয়ে পড়েন আফগান তারকা নূর। তবে তখনই সিদ্ধান্ত পাল্টে নেন স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক আম্পায়ারের কাছে অনুরোধ করেন যাতে আউট না দেন। নূর সে যাত্রায় বেঁচে যান। পরে আজমতউল্লাহ ওমরজাই তাকে নিয়েই আফগানিস্তানকে আড়াইশ পেরিয়ে দেন। অজিদের ওই স্পিরিটকে মনে ধরেছে ভক্ত-সমর্থকদের। প্রশংসায় ভাসছেন স্মিথ।

নূর আহমেদের অবচেতন মনেই করে বসেছিলেন ভুল। তবে ইংলিশ নজরে রেখেছিলেন। যদিও রান আউটের আবেদন করার পরেই ছুটে আসেন স্মিথ। আম্পায়ারদের কাছে অনুরোধ করেন আহমদকে রান আউট না করতে। আম্পায়ারেরা সেই সিদ্ধান্ত মেনে নেন। খেলা চালিয়ে যান আহমদ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে।

আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচটি গেছে বেরসিক বৃষ্টির পেটে। তবে একটি জয় ও দুটিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অস্ট্রেলিয়া চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে। এই গ্রুপ থেকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মাঝে যেকোনো একটি দল পাবে সেমির টিকিট। সেই ইদুর দৌঁড়ে প্রোটিয়ারা বেশ এগিয়ে। আজ বিকালে ইংলিশদের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: যুগান্তর




গাংনীর তেঁতুলবাড়িয়া থেকে তিনটি হাতবোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ব্রীজের উপর থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাংনী উপজেলার নওাপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর লালকসটেপ মোড়ানো হাত বোমা তিনটি উদ্ধার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী তেঁতুলবাড়িয়া গ্রামের রাশেদুজ্জামান বলেন, তাঁরা কয়েকজন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মোটরসাইকেলের হাট থেকে মোটরসাইকেল কিনে তিনটা গাড়িতে একসাথে আসার আসছিলেন। ব্রীজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোক পালিয়ে যায়। ব্রীজের উপর পৌছানোর পর সেখানে লাল কসটেপ মোড়ানো তিনটি হাতবোমা দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন।

পরে গাংনী থানার উপপরিদর্শক পিন্টু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে বোমা তিনটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নিয়ে থানায় নেন।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোশারফ হোসেন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ছিনতাইকারীরা। তিনটি মোটরসাইকেলে কেয়েকজন লোক আছে ভেবে ছিনতাইকারীরা মাঠের দিকে পালিয়ে গেছে।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থয় নিস্ক্রিয় করা হয়েছে।




কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ

মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন বিএনপির রুদ্রনগর ১ নং ওয়ার্ডের কমিটির সদস্য ও সংগ্রহ পূর্ণ গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপি’র আয়োজনে রুদ্রনগর গ্রামে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান সৌরভ, বিএনপি নেতা আবুল হাশেম সহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুতুবপুর ইউনিয়ন বিএনপি রুদ্রনগর ১ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি।




গাংনীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় হেমায়েতপুর ঈদগাহ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গাংনী থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হাসান শামীম অভিবাদন গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন।

এসময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মরদেহে শেষবারের মত ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। পরে গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের স্ত্রী ও দুই ছেলে সহকর্মী মুক্তিযোদ্ধা, বন্ধু-বান্ধব অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।




দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিত সভা

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজারে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহর সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক কামরুজ্জামান বাবলু, অনুষ্টানে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, দর্শনা থানা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সদস্য ইকরামুল হক, দর্শনা থানা কৃষকদলের আহব্বায়ক আশরাফুল হক (বিল্লব), দর্শনা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বায়ক আশাবুল হক আনার।

দর্শনা থানা কৃষকদলের যুগ্ন-আহব্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ পরিচিত সভায় উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি আওলাদ হোসেনকে, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি হামিদুর রহমান ওরফে হাসেম আলী, বাবুল হালসানা, জহিরুল ইসলাম খোকন, নুর বক্স, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, শফিকুল ইসলাম শফি, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক শ্রী মদন হালদার, বাবলুর রহমান বাবু, প্রচার সম্পাদক ইব্রাহীম, দপ্তর সম্পাদক মামুন, ক্রিড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) বাবু মোল্লা, সদস্য আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, সিদ্দিক আলী, রবিউল ইসলাম ও ভবেশ হালদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষকদল, মৎসীজীবী দল সহ বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।




দর্শনায় মাদক উদ্ধারসহ গ্রেফতার-৩

দর্শনায় অপারেশন ডেভিল হান্ট দর্শনা পৌর এলাকায় অভিযান পরিচালা করেন।

এ অভিযানে দর্শনা পৌরসভাধীন পৃথক তিনিটি স্থান থেকে মাাদকদ্রব্য উদ্ধার সহ এক নারী এবং দুই পুরুষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। এ গ্রেফতারকৃতদের মধ্যে পুরুষ দুই মাদক ব্যাবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে এবং নারী মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে নিয়মিত মামলা।

অপারেশন ডেভিল হান্ট দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের মৃত আবু জাফরের ছেলে রিপন হোসেন (৩০) ও দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মালেককে (৪৫) অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে তাতেরকে গ্রেফতার করেন। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে।

এদের মধ্যে দর্শনা আনোয়ারপুরের মৃত আবু জাফরের ছেলে রিপন হোসেনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অপর আসামী দর্শনা শান্তিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মালেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে দন্ডিত জরিমানা ও কারাদন্ডপ্রাপ্ত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে দর্শনা থানা পুলিশের মাধ্যমে। এ রায়প্রদান করেন মোবাইল কোর্টের বিজ্ঞঃ বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কেএইচ তাসফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পৌরসভাধীন ইশ্বরচন্দ্রপুর গ্রামের বাগানপাড়ায়।

এসময় শিল্পী বেগমের (৪০) বসত বাড়ী হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শিল্পি বেগম দর্শনা পৌরসভাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহপাড়ার জামির হোসেনের স্ত্রী।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




মেহেরপুরে জামায়েতে ইসলামীর গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজ উদ্দিনের নেতৃত্বে মেহেরপুরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে মেহেরপুর পৌরসভা বড় বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়াতে  ইসলামীর সেক্রেটারী মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাহবুব উল আলম, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম, পৌর আমীর সোহেল রানা ডলার, আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, পৌর জামায়েত ইসলামীর পেশাজীবী সভাপতি ডাঃ আব্দুস সালাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ আব্দুস সালাম, পৌরসভার জামায়েত ইসলাম ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলা নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।