মেহেরপুরে পৃথক ঘটনায় ৩ প্রতারক আটক

মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে কোরিয়া প্রবাসীর কাছে ৬০ লক্ষ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ওই নারীসহ দুইজনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার কুড়িপাড়া সুজাবাদের মধ্যপাড়া এলাকার মৃত কলিমদ্দিন আকন্দের ছেলে আজাদুল ইসলাম ওরফে আজাদ (৪৬) ও তার স্ত্রী তহমিনা আক্তার (৩০)।

আজ বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে দুপুরে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়।

ডিবির ওসি সাইফুল আলম বলেন, মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের আয়ূব আলীর ছেলে সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতনামা পরিচয়ধারী মনিকা খ্তুনসহ ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় ধারা ৪০৬/৪২০ পেনালকোড প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ ১৮/০৭/২৩ ইং।

মামলার অন্যান্য আসামিরা হলেন, তহমিনা আক্তার, নাজাতারা বেগম, আলিফা বেগম, রফিকুল ইসলাম, তানজিলা বেগম, আবু তালেব, মোছা: রেহেনা বেগম, জাহাঙ্গীর আলম, মোছা: ছাহেরা বেগম, মোছা: আনোয়ারা বেগম। এছাড়া অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, বাদীর ভাই কোরিয়া প্রবাসি সাঈদ হাসান বাপ্পি ২০১৮ সালে কোরিয়াতে গমন করেন। সে সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনিকা খাতুন পরিচয়দানকারী একজনের পরিচয় হয়। প্রথমে গল্প আড্ডা মারলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মনিকা প্রবাসি সাঈদ হাসানের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অল্প অল্প টাকা নেয়া শুরু করেন। পরে তার বাবার অসুস্থতা ও মৃত্যু, মায়ের অসুস্থতা ও মৃত্যু, বাবার জমি সংক্রান্ত জটিলতার নিরসন ও পুলিশের হাতে আটকের নাটক সাজিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেন। রেমিট্যান্স, এজেন্ট ব্যাংকিং ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে এই টাকা হাতিয়ে নেন মনিকা ও তার লোকজন।সাঈদ হাসান বাপ্পিকে মামলার ভয় দেখিয়ে ও বিপদে ফেলার ভয় দেখিয়েও টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি।

অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার বাঁড়িবাঁকা গ্রামের মিলন হোসেনের দায়ের করা প্রতারণা মামলার আসামি সাইফুল ইসলামকে নিলফামারী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির ওসি সাইফুল আলম বলেন, বাঁড়িবাগ্রামের ইবাদত আলী ও সাইফুল ইসলাম অংশিদারভিত্তিতে ব্যবসা করতেন। বিভিন্ন স্থানে মাল দিয়ে ৫০ লাখ টাকা উত্তোলন করে পালিয়ে যান সাইফুল ইসলাম। এই ঘটনায় ইবাদত আলী প্রতারণার অভিযোগ এনে ব্যবসায়ীক পার্টনার সাইফুল ইসলামসহ চারজনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




নিয়োগ দিবে সিপিডি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসোসিয়েট পদে একাধিক লোকবল নেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

পদের নাম : রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্ট্যাটিসটিক্যাল ও ইকোনমেট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য এক্সেল, এসটিএটিএ, আর, পাইথন, ইভিউজ, টাবলিউ, পাওয়ারবিআই সফটওয়্যারের কাজে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অ্যাকাডেমিক প্রকাশনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা অথবা পেশাগতভাবে ফ্রিল্যান্স বা বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্কের অংশ সংযুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : দেশের যেকোনো জায়গায়

বেতন : ৬১,৬০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ২৯ মার্চ ২০২৪




ত্বক ভালো রাখার কিছু স্ক্রাব

শীত বিদায় নিয়ে গরম পড়ছে পুরোদমে। বাড়বে তাপের তীব্রতা। এসময় বারবার হাতমুখ ধুতে গিয়ে বা গোসলে ত্বক আর্দ্রতা হারায়। তাই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। ত্বকের যত্নে স্ক্রাব ভীষণ প্রয়োজনীয়। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বক যেমন ভালো থাকবে, মনও থাকবে সতেজ।

ঘরেই সহজ কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন কিছু স্ক্রাব। যেমন:

বেসন-হলুদ স্ক্রাব
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, আধ চা চামচ হলুদ, ১ চা চামচ চন্দনের গুঁড়ো নিয়ে দুধ বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ঘরোয়া এই স্ক্রাব সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরে আসবে।

ওট্স-মধু স্ক্রাব
আধ কাপ ওট্স গুঁড়ো করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন মধু। গোসলের আগে এই মিশ্রণ পুরো গায়ে মেখে রেখে দিন। আধ ঘণ্টা পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তিল-লবণ স্ক্রাব
শুকনো তাওয়ায় ভাজা তিল ভালো করে গুঁড়ো করে নিন। এরপর একই পরিমাণ তিলের গুঁড়ো ও লবণ মিশিয়ে নিন। সঙ্গে প্রিয় এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। গোসলের আগে এই মিশ্রণ শরীরে ভালো করে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে তরমুজ ও আনারসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

মেহেরপুরে তরমুজ ও আনারসের বাজারে দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ ) দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর শহরের হোটেল বাজার,পুরাতন বাস স্ট্যান্ডসহ বিভিন্ন অস্থায়ী দোকান ও আরতে অভিযান পরিচালনা করে তরমুজ অতিরিক্ত মূল্যে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এসময় মেহেরপুর পুলিশের লাইনের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।




শীঘ্রই আসছে জিপিটি ৫

মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ আসতে চলেছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে বিজনেস ইনসাইডার নামক পত্রিকাকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছেন, ‘নতুন সংস্করণ আগের তুলনায় আরও ভালো হবে।’

চ্যাটজিপিটিতে এন্টারপ্রাইজ কাস্টমাররাই মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ক্রেতা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি হিউম্যানয়েড রোবট নির্মাণের প্রযুক্তির কাজেও অনেকদূর এগিয়ে গেছে।

এই প্রযুক্তির মাধ্যমে তারা একটি সফটওয়ার নির্মাণ করবে যেখানে রোবোটিক্সের হার্ডওয়ারের সঙ্গেও সমন্বয় করা হবে। এজন্য তারা জেটসন থর নামে একটি কম্পিউটারও বানিয়ে নিয়েছে। আইজ্যাক রোবোটিকস প্রোগ্রামে নতুন আপগ্রেডও উপস্থাপন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস




১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। সিলেটের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।

এই ম্যাচ দেখতে শ্রেণিভেদে দর্শকদের গুনতে হবে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত, যা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি। এই ম্যাচে সর্বনিম্ন ১০০ টাকার টিকিটে গ্রিন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি ও ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে ২০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা।

আজ থেকেই সংগ্রহ করা যাবে টিকিট এবং ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের টিকিট।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় বেশি দামে গরুর মাংস-মুরগি বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে গরু ও মুরগি বিক্রির ঘটনায় আলমডাঙ্গায় চার ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এ আদালত পরিচালনা করেন। তিনি পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় বাজার তদারকির সময় এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস আদালত সম্পর্কে বলেন, বুধবার দুপুরে পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় বাজার দর মনিটরিং করা হচ্ছিল। এসময় মাংস ও মুরগি বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, সরকারি ভাবে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪৫ টাকা ৭৮ পয়সা। তা উৎপাদক পর্যায়ে ১৫১ টাকা ৮১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৬২ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করতে হবে। একই ভাবে গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। উৎপাদক পর্যায়ে গরুর মাংসের কেজি ৬০৫ টাকা ১৩ পয়সা, পাইকারি পর্যায়ে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকা ৩৯ পয়সা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

তাই ভোক্তা সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ী মজিবর রহমানকে তিন হাজার টাকা, লিজু আলীকে দুই হাজার টাকা, মুরগি ব্যবসায়ী ইমন হোসেনকে দেড় হাজার টাকা, সোলেমান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।




আবারও ফেসবুকে সমস্যা

আবারও সমস্যা দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সমস্যার কারণে দেখা যাচ্ছে না, লাইভ ভিউয়ের সংখ্যা এবং পেইজের কাভার ফটো।

সার্ভার সমস্যার কারণে এমনটা হয়েছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।

বাংলাদেশ সময় বুধবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ সমস্যার সম্মুখীন হতে থাকেন ব্যবহারকারীরা।

বিষয়টি সার্ভারের সমস্যার কারণে হচ্ছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। কারণ প্রায় ১০ ঘণ্টা আগে ‘এক্স’ (সাবেক টুইটার) এ এক পোস্টে এর ইঙ্গিত দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এক্সে তিনি লেখেন, আমার আরেকটি সার্ভার জটিলতা প্রয়োজন। এর বাইরে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: কালবেলা




প্রকাশিত হলো ‘ফিউজড’ এর ‘টাকার চাকা’

প্রথম অ্যালবামের দ্বিতীয় গান ‘টাকার চাকা’ প্রকাশ করেছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ফিউজড’। ২০১৬ সালের ২১ মার্চ যাত্রা শুরু করে ফিউজড।

‘পাংক রক’ ঘরানার এই গান সম্পর্কে ব্যান্ড দলের অন্যতম সদস্য ও ভোকাল ফারহান মেসবাহ বলেন, টাকার লোভে মানুষ কী কী করে। টাকা ছাড়াও কী চলে। স্বার্থের এই নগরীতে কাছে টানার, দূরে ঠেলে দেওয়ার, প্রাণ দেওয়ার, প্রাণ নেওয়ার— সবকিছু চালায় যে চাকা, সেটাই তো টাকা! এই টাকাকে কেন্দ্র করেই আমাদের গান।

ফিউজড ব্যান্ড-এর লাইন আপ ভোকাল-ফারহান মেসবাহ, ডিসি কাকন- গিটার, শাহরিয়ার সাজিদ- গিটার, আশিক আজাদ নিবিড়- বেইজ, জেসন জেরাল্ড- ড্রামস।

টনক নড়িয়ে দেওয়া এই গানে কি ঘোর কাটবে ছুটে চলা মানুষদের? নাকি সেই পুরনো সুরেই সবাই বলতে থাকবে-

‘টাকা আমার মাথা খায়

টাকা আমার জীবন চালায়’

গানটি শুনুন-

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুজন শিক্ষক সাময়িক বরখাস্ত

চাকরির শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জালসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার দায়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সাময়িক বরখাস্ত হওয়া দুজন শিক্ষক তাদের স্বাক্ষর করে পত্র দুটি গ্রহণ করেছেন বলে ওই মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জান্নাত আলী জানিয়েছেন।

এদের মধ্যে কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিনের বিরুদ্ধে চাকরির শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনের বিরুদ্ধে চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটি ২৮ ফেব্রুয়ারী বুধবারে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সাময়িক বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিনএবং সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে এসে বিধিমোতাবেক শ্রেণী কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অধ্যক্ষের সঙ্গে অসদাচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এসময় মাদ্রাসার সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা প্রতিবাদী দুজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়। এসব বিষয়ে অভিযুক্ত দুজন শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যার্থ হন। একই সঙ্গে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিন দ্বিতীয় দফায় পাঠানো শিক্ষক লাঞ্ছনা এবং নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জালিয়াতি নোটিশের কোনো জবাব দেননি।

এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় ওই দুজন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ কারা হয়।