মুজিবনগর জয়পুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে জয়পুর সীমান্ত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে আজ রবিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের (আগ্রাগাড়ি মাঠ) ভারতীয় ৯৮ থ্রী এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ দূরে জয়পুর গ্রামের হান্নাল হটনগরীর পানি সেচ দেওয়া স্যালো মেশিন সংলগ্ন কলার ঝাড়ে সাথে হেলান দেয়া অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে মুজিবনগর থানা পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা।

খবর পেয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) উজ্বল দত্ত সঙ্গীও ফোর্স এবং বিজিবি কে সাথে নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে মুজিবনগর থানার হেফাজতে নেন।

প্রাপ্ত ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে লাশের সামনে একটি খাবারের বক্স এবং হিন্দি ও ইংরেজিতে Rail neer লেখা পানির বোতল এবং একটি বিস্কুটের পেকেট পড়ে ছিল। বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হবে। মৃত ব্যক্তির বাম হাত সহ সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান, সংবাদ পেয়ে আমরা লাশ থানা হেফাজতে নিয়েছি। এখনো পর্যন্ত লাশটি সনাক্ত করা যায়নি। যখন লাশটি উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে লাশের সারা শরীরে আঘাতের চিহ্ন এবং বাম হাতে ছেঁলা জখম ছিল। লাশের সাথে ভারতীয় একটি পানির বোতল, একটি বিস্কুটের প্যাকেট, একটি পত্রিকা এবং খাবার বাটি পাওয়া গেছে।

এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম ঘটনা স্থান পরিদর্শন করেন।




মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মেহেরপুরের মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ উপজেলা আওয়ামী লীগ।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর ভিতর স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবননগর থানা অফিসার ইনচার্য (ওসি) উজ্জল দত্ত, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন,মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু , মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা টুরিস্ট পুলিশ, উপজেলা ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুতশোভা মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলীমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, সদস্য সচিব আইয়ুব হোসেন,উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডার সভাপতি হাসানুজ্জামান লালটু সহ উপজেলা আওয়ামী লীগ, ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজের পক্ষে পুষ্পস্তবক ও অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা সাড়ে দশটার সময় মুজিবনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




দর্শনায় পৃথক ভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দর্শনা পৌর আওয়ামীলীগের উদ্দগ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ রবিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় দর্শনা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আওয়ামীলীগ নেতা, বিল্লাল হোসেন, সোলায়মান কবির, জয়নাল আবেদীন নফর, দাউদ হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা কলেজ ছাত্রলীগনেতা পারভেজ, লোমান, মিল্লাত, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু।

শ্রদ্ধাঞ্জলি শেষে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে চলার পথের বাতিঘর হয়ে থাকবেন । তাঁর আদর্শ ও দর্শন আমরা যতদিন অনুসরণ করে চলবো ততদিন এ জাতি পিছু পা হবে না। বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীননতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার হোক।

অপরদিকে দর্শনা ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানীর নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯ টায় দর্শনা কেরুজ ক্লাব মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দর্শনা কেরুজ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, জি এম কৃষি আশরাফুল আলম ভৃইয়া, ফাইন্যাস অর্থ আব্দুস ছাত্তার, মিল কারখানার মহা ব্যাবস্থাপক সুমন কুমার সাহা, দর্শনা চিনিকলের মহা ব্যাবস্থাপক প্রশাসন এডি এম ইউসুফ আলী, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ শ্রমিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা

মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোরআন খতম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার (১৭ মার্চ ) বেলা ১২ টার সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মূনীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  ইব্রাহিম শাহীন।

এ সময় বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ ইমাম মুফতী মোঃ সাদিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, আনচেলত্তির মাইলফলক

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বিরতি যাওয়ার আগে শেষটা রাঙিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।

এই জয়ে মাইলফলক ছুঁয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্লাবটির হয়ে ২০০তম জয় ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন এই কোচ। শনিবার (১৬ মার্চ) রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। তবে সপ্তম মিনিটেই সমতায় ফেরে ওসাসুনা। আন্তে বুদিমির গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের ১৮ মিনিটে ফের লিড নেয় লস ব্লাঙ্কোরা। ভালভার্দের পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন দানি কার্ভাহাল। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে ফের গোলের দেখা পায় আনচেলত্তির শিষ্যরা। ব্রাহিম দিয়াজ গোল করে দলের লিড বাড়ান। এরপর ম্যাচের ৮৩ মিনিটে অসাধারণ এক গোল করে নিজের জোড়া পূর্ণ করেন ভিনিসিয়ুস।

ম্যাচের অতিরিক্ত সময়ে ইকের মুনজ গোল করে ব্যবধান কমায় ওসাসুনা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে জিরোনার সংগ্রহ ৬২ পয়েন্ট। আর ২৮ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৬১ পয়েন্ট।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।

এছাড়াও এসময় স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ শামীম হোসেন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




নিয়োগ দিবে ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোর সিস্টেম বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি।

পদের নাম : ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।

বিভাগ : কোর সিস্টেম।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, ইউআইএক্স, লিনাক্স ইত্যাদি), সার্ভার হার্ডওয়্যার (আরআইএসসি/সিআইএসসি), স্টোরেজ, লোড ব্যালেন্সার, ব্যাকআপ, মিডলওয়্যার, ভার্চুয়ালাইজেশন, এইচএসএম ইত্যাদিতে কাজ করার অভিজ্ঞতা এবং দক্ষতা। কম্পিউটার নেটওয়ার্কিং (আইপি, রাউটিং, নেট, মাস্করেডিং, ডিএনএস)।

অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : উল্লেখ নেই।

কর্মস্থল : দেশের যেকোনো জায়গায়।

বেতন : আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে  এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৩ মার্চ ২০২৪




রমজানে কী খাবেন, কী খাবেন না

রমজানে সবাই নানা আইটেমের খাবার খেতেই ব্যস্ত সময় পার করে। খাবারের বৈচিত্র্য যেমনই হোক না কেন ভাজা-পোড়া, গুরুপাক খাবারই থাকে বেশি। সারাদিন রোজা রাখার পর পাকস্থলী ক্ষুধার্ত ও দুর্বল থাকে। এই সময়ে গুরুপাক খাবার খেলেই বিপদ।

পেটের সমস্যা, মাথাব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটিসহ নানা ধরনের সমস্যা হতে পারে। অনেকের তো এই সময় ওজনও বেড়ে যায়। অর্থাৎ রোজায় সুষম, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। রোজার সময় কেমন খাবার খাবেন আর কেমন খাবার এড়িয়ে চলবেন সেগুলো একটু সতর্ক হয়ে জানা জরুরি। আসুন জেনে নেওয়া যাক—

যা খাবেন
রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে যে ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করা যেতে পারে—

জটিল শর্করার খাবার
রমজানে জটিল শর্করা জাতীয় খাবার খেতে হবে। জটিল শর্করাজাতীয় খাবার খেলে রোজা রেখেও সারাদিন এনার্জি পাওয়া যেতে পারে। ভাত, চিড়া, ওটস, চাপাতি, রুটি এসব জটিল শর্করাজাতীয় খাবার সেহরিতে খাওয়া যেতে পারে। এমনকি ইফতারেও আপনি জটিল শর্করাজাতীয় খাবার রাখতে পারেন।

সবজি আর ফল
ওটস বা চিড়া খেলে তার সঙ্গে ফল যুক্ত করুন। দুধ, ফল, চিড়া বা ওটস মিলিয়ে খেলে ভালো লাগবে। তাছাড়া স্বাস্থ্যকরও হবে। সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূণ্যতা কাজ করে। শরীরে সুগারের প্রয়োজনও হয়। ইফতারে তাই একটু মিষ্টি প্রত্যাশা করে। শরীর। এক্ষেত্রে ফলই ভালো। ফলে থাকা প্রাকৃতিক চিনি আপনার জন্য উপকারি। অন্যদিকে ফলেও রয়েছে পানি। রাতের খাবার কিংবা সেহরিতেও সবজি খাওয়ার চেষ্টা করুন।

প্রোটিনসমৃদ্ধ খাবার
প্রোটিন আপনাকে দীর্ঘক্ষণ ক্ষুধা থেকে দূরে রাখতে পারে। সেহরিতে প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ আপনার পেটের ক্ষুধা কম থাকবে। এমনটি অবশ্যই ইতিবাচক। পিউর প্রোটিনের ক্ষেত্রে মুরগীর মাংস সবচেয়ে ভালো। এছাড়া সম্ভব হলে মাছ খাওয়া যেতে পারে।

স্বাস্থ্যকর ফ্যাট
রমজানে স্বাস্থ্যকর ফ্যাট আপনাকে শরীরে শক্তি জোগায়। স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে রয়েছে মাছের তেল, বাদাম, অলিভ অয়েল ইত্যাদি।

হাইড্রেটেড বেভারেজ
সারাদিন রোজা রেখে শরীরে পানিশূন্যতা থাকাই স্বাভাবিক রোজা রেখে ইফতার ভারি করার চেয়ে বেশি জরুরি স্বাস্থ্যকর ইফতার করা। ইফতারে পানীয়র দিকে ভালো মনোযোগ দেয়া জরুরি। এক্ষেত্রে অবশ্যই শরবত উপযুক্ত। ফলের জ্যুস বা শরবত তৈরির সময় চিনি না দেয়াই ভালো। শরীর ঠান্ডা হয় বা পানিশূন্যতা দূর হয়ে এমন কোনো পানীয়ই আপনার জন্য উপযুক্ত।

খেজুর
সেহরিতে দুটো খেজুর খেলে সারাদিন যথেষ্ট এনার্জি পাওয়া যায়। এমনকি ইফতারেও অনেকে খেজুর প্রত্যাশা করেন। খেজুর দ্রুত এনার্জি দেয়। তাছাড়া ফাইবার, প্রাকৃতিক চিনির উত্স হিসেবেও খেজুর অত্যন্ত জনপ্রিয়।

যা খাবেন না
রমজানে খাওয়ার ধুম পড়ে অনেক। তবে সব খাবার তো রমজানে খাওয়া সম্ভব না। চলুন জেনে নেই রমজানে কোন খাবার খাওয়া আপনার জন্য ভালো হবে না—

ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার
ভাজাপোড়ার আবেদন রমজানে অনেক। এর সঙ্গে যুক্ত হয় তৈলাক্ত খাবারের ঝোঁক। রমজানে ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার পেটে হজমের সমস্যা তৈরি করে। সারাদিন পেট খালি থাকার পর আচমকা ভাজাপোড়া গ্যাস, পেট ফাঁপাসহ নানা সমস্যা তৈরি করে।

বেশি চিনিযুক্ত খাবার
কৃত্রিম চিনির বদলে প্রাকৃতিক চিনির ওপর নির্ভর করে ইফতার করুন। সারাদিন এই গরমে রোজা রাখার পর শরীর চিনি প্রত্যাশা করে। তবে প্রচুর চিনিযুক্ত খাবার খেলে তা সুগার ক্র্যাশের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সোডিয়াম সমৃদ্ধ খাবার
লবণাক্ত বা সোডিয়াম আছে প্রচুর এমন অনেক খাবারই ইফতারে বেশি পাওয়া যায়। আর এমন খাবার এড়িয়ে চলাই ভালো। সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। বিশেষত পানিশূণ্যতা তৈরি হতে পারে।

ঝাল-মশলা খাবার
ইফতারে অন্তত সরাসরি ঝালমশলাদার খাবার না খাওয়াই ভাল। ঝালমশলাযুক্ত খাবার খেলে অনেক সময় পেটে সমস্যা হয়। গ্যাস, পেটে ব্যথাসহ নানা সমস্যাই হতে পারে। আবার সেহরিতেও বেশি ঝাল-মশলাযুক্ত খাবার খেয়ে পেট খারাপ হলে রোজা রাখাও কঠিন হয়ে পড়ে।

প্রচুর ফাইবার রয়েছে এমন খাবার
অনেক ফাইবার আছে এমন খাবার খেলে রোজা রেখে পেট ফাঁপা হওয়া বা পেট শক্ত থাকার মতো সমস্যা হতে পারে।

স্টার্চযুক্ত খাবার
আলু, মিষ্টি আলুসহ নানা খাবারে স্টার্চ থাকে। এসব খাবার খেলে রোজা রাখার সময় এক ধরনের অস্বস্তি কাজ করতে পারে পেটে।

প্রসেস করা খাবার
আজকাল প্রসেস করা খাবারের কদর বাড়তে শুরু করেছে। তবে প্রসেস করা খাবার খেলে ওজন বাড়ার শঙ্কা বেড়ে যায়। এ ধরনের খাবারে অনেক লবণ থাকে। তাছাড়া প্রসেস করার প্রক্রিয়াটিতে সোডিয়াম, পটাশিয়াম থাকে বেশি। এভাবে ওজন বাড়ার পাশাপাশি রোজা রাখা অবস্থায় পেটের সমস্যাও অনেক হতে পারে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

যাথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু ‌‌শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার এস এম নাজমুল হক, মেহেরপুর জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.ইব্রাহিম শাহিন পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো: মাহাফুজ জামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য ও মুক্তিযোদ্ধাগণ।

এ সময় মেহেরপুর সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক জেনারেল হাসপাতাল, েগণপূর্ত বিভাগ, আনছার ও ভিডিপি মেহেরপুর, এলজিডি মেহেরপুর, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা তথ্য অফিস, জেলা সমাজসেবা কার্যালয়, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




এবার স্পটিফাইতে দেখা যাবে ভিডিও

সুইডিশ মিউজিক স্ট্রিমিং কোম্পানি স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সীমিত পরিসরের বেটা উন্মোচনে পূর্ণ দৈর্ঘের মিউজিক ভিডিও ফিচার চালু করছে। কোম্পানিটি এমন খাতে নতুন উদ্যোগটি নিচ্ছে যেখানে ইউটিব অন্তত দুই দশক ধরে আধিপত্য বিস্তার করছে। মিউজিক ভিডিওগুলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও কেনিয়ার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য বুধবার থেকে বেটা সংস্করণে চালু করা হবে বলে জানিয়েছে স্পটিফাই।

এ ছাড়া, কোম্পানিটি এটিকে ব্যবহারকারী বাড়ানোর প্রচেষ্টা হিসাবে দেখছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

২০৩০ সালের মধ্যে একশো কোটি ব্যবহারকারীর মাইফলক অর্জন করার লক্ষ্য রয়েছে কোম্পানিটির। তবে, তাদের এ পরিকল্পনায় বড় বাধা ‘অ্যাপল মিউজিক’ ও অ্যালফাবেটের ‘ইউটিউব মিউজিক’। এসব প্ল্যাটফর্মে বিনামূল্যে মিউজিক ভিডিও দেখতে পারেন ব্যবহারকারীরা।

স্পটিফাইয়ের এ ফিচারে সীমিত তালিকার কিছু মিউজিক ভিডিও থাকবে যেখানে, ব্রিটিশ গায়ক এড শিরানের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় শিল্পীদের হিট গানসহ আলুনার মতো স্থানীয় ব্রিটিশ শিল্পীদের গানের ভিডিও অন্তর্ভুক্ত থাকবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স?

গত বছরের মার্চ মাসে, স্পটিফাই ‘ক্লিপস’ নামের ফিচার চালু করেছিল। এগুলো ৩০ সেকেন্ডের কম দৈর্ঘের ভিডিও যা শিল্পীদের জন্য সরাসরি স্পটিফাইতে আপলোড করা হয়। এক প্রতিবেদনে জানা গেছে, স্পটিফাই মিউজিক ভিডিও এই মুহূর্তে অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ ও স্মার্ট টিভি অ্যাপ্লিকেশনে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, স্পটিফাই অ্যাপের প্রতিটি মিউজিকের পাশে Switch to Video ট্যাব দেখা যাবে। এখানে ক্লিক করে ওই মিউজিকের ভিডিও দেখা যাবে।

ফুল স্ক্রিন, ল্যান্ডস্কেপ মোড ছাড়াও বিভিন্ন ভাবে এই ভিডিও দেখা যাবে। ভিডিওর পাশে লেখা Switch to Audio অপশনে ক্লিক করে ভিডিও বন্ধ করে মিউজিক শোনা যাবে।

পাশাপাশি, প্ল্যাটফর্মে আরও ব্যবহারকারী টেনে আনার জন্য কোম্পানিটি পডকাস্ট ও অডিওবুক অন্তর্ভুক্ত করে বিভিন্ন অফার নিয়ে এসেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

চলতি প্রান্তিকে তাদের প্রিমিয়াম গ্রাহক ২৩ কোটি ৯০ লাখে পৌঁছাবে বলে ফেব্রুয়ারিতে পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। আর এটি কোম্পানির ২৩ কোটি ৮৩ লাখ অনুমানের চেয়ে বেশি।