প্রিয়তমা’র সফল জুটির কণ্ঠে এবার ‘রাজকুমার’

আবারও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে প্লে-ব্যাক করলেন বালাম-কোনাল। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’তে কণ্ঠ দিয়ে গত বছর আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী বালাম-কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন আকাশ সেন।

যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। চিত্রায়নে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

গানটি প্রসঙ্গে বালাম বলেন, ‘সহজ কথা ও মিউজিকে যে গানগুলো বারবার শুনতে ভালো লাগে, ‘ও প্রিয়তমা’ তেমনি গান ছিল। রাজকুমার সিনেমার গানেও এ বিষয়টি মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু খুঁজতে চায়, যেটা নিজের সঙ্গে যুক্ত করতে পারে। আমার বিশ্বাস গানটি থেকেও তারা এমনটাই পাবে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল বলেন, ‘এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি রাজকুমার দিয়ে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবেন। আমরাও সেই দিক মাথায় রেখে আগের গানের সাফল্যকে ছাড়িয়ে যেতে চেয়েছি। গতবারের চেয়ে এবার আরও সময় নিয়ে গাইতে পেরেছি।’ শাকিব খান ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মহাসিন আলী আর নেই

দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (১৭ মার্চ) ভোরে সেহরি শেষে  মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে বন্ধু বান্ধব, তার সাংবাদিকতা ও স্কুলের সহকর্মী রয়েছেন।
এদিকে মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর জেলা প্রেস ক্লাব, মেহেরপুর প্রতিদিন পরিবার, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলার সকল সাংবাদিকবৃন্দ।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, আজ রবিবার বিকালে আসর নামাজ পর হোটেল বাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে বিকাল ৪ টার সময় শ্রদ্ধা নিবেদন ও  নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মেহেরপুর জেলার সিনিয়র সাংবাদিক মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।



ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়েছাই হলো কৃষকের বসতঘর

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতভিটা। আগুনে নগদ টাকা ও ঘরের আসবাবও পুড়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার ধুলিয়া গ্রামের কৃষক ওমর ফারুকের বসতভিটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ওমর ফারুক ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ ফোন দিলেও রিসিভ করেননি ফায়ারসার্ভিস দপ্তর। ৯৯৯ নম্বরে কল করেও মেলেনি ফায়ারসার্ভিসের সেবা।

আজিজুর রহমান নামে ওমর ফারুকের এক স্বজন জানান, সকালে ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে আগুন পুরো বসতভিটায় ছড়িয়ে পড়ে।

তিনি দাবি করেন, বেশ কয়েকবার হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিসের নাম্বারে ফোন করেন কিন্তু তারা রিসিভ করেননি। পরে তিনি ৯৯৯ নম্বরে কল করেন। এরপর ফায়ারসার্ভিস থেকে তাঁদের ফোন দেওয়া হয়। কিন্তু তার আগেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

জুয়েল নামে স্থানীয় এক যুবক জানান, আগুন লাগার পর ফায়ারসার্ভিসকে ফোন দিয়ে না পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুক জানান, আগুনে তাঁর ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ঘরের টিনের চালাসহ সবকিছু পুড়ে গেছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. জামাল উদ্দিন ফোন না ধরার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের জরুরীসেবার নাম্বারটা পরিবর্তন করেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং জনপ্রতিনিধিদের কাছে নতুন নাম্বার দেওয়া হয়েছে। সম্ভবত তাঁরা আগের নাম্বারে ফোন করে পাননি। পরে ঢাকা থেকে খবর পেয়ে সেখানে পৌছানোর আগেই ওই আগুন নিভে গেছে বলে জানতে পেরে আমরা ফেরত এসেছি।




কোটচাঁদপুর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। শনিবার কোটচাঁদপুরের বলুহর স্ট্যান্ডের একটি কক্ষে এ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা কে এম হেলারিং, কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা নাসির উদ্দীন।

তিনি বলেন কুশনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমার রাজনৈতিক প্রতিপক্ষ। গেল ২০১৪ সালে তাঁর পিতা জোনাব আলী মাস্টারকে শেরখালী মোড়ে কে বা কাহারা গুলি করে হত্যা করেন। ওই ঘটনার মামলায় তিনি আমাকে আসামি করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

সম্প্রতি তিনি মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার মানসে,আমার ছেলের ফেসবুকে করা একটি পোস্টকে কেন্দ্র করে কোটচাঁদপুর থানায় জিডি করেন। জিডিতে তিনি তাঁর প্রাণ নাশের হুমকি ধামকি কথা উল্লেখ করেছেন। ঘটনাটি নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদ প্রকাশের পর তিনি আমি ও আমার পরিবার নিয়ে যে নীল নকশা করছেন। তাঁর প্রতিবাদে আমি ও তাদের নামে কোটচাঁদপুর থানায় একটি জিডি করেছি। জিডি নাম্বার-৬০৬, তারিখঃ ১৩-০৩-২৪।

রবিউল ইসলাম বলেন, তিনি যে ষড়যন্ত্রের নীল নকশা করছেন। তাঁর এ নীল নকশা উন্মোচনের জন্য আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি চাই এ সংবাদটি আপনারা আপনাদের সু-নাম ধন্য পত্রিকায় প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে কুশনা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ওই সময় তারা আমাকে না পেয়ে নিরিহ মানুষ আমার পিতাকে হত্যা করান। সেই থেকে আমি তাদের ভয়ে ১০ বছর বাড়ি ছেড়ে কোটচাঁদপুর ভাড়ার বাসায় থাকতাম।

তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও আমার পিতার হত্যা মামলার শুনানি হয় গেল ৬ মার্চ। এরপর থেকে তারা আমার উপর বিভিন্ন প্রকার

হুমকি ধামকি অব্যহত রেখেছেন। আমি কোন উপায় না পেয়ে বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় জিডি করেছি। এ কারনে তারা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে থানায় আমার ও আমার স্ত্রী নামে মিথ্যা জিডি করেছেন। এখন মামলাটি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছেন। সত্য ঘটনা পত্রিকায় তুলে ধরায়, তা ধামা চাপা দিতে সংবাদ সম্মেলনও করেছেন তারা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন আব্দুল হান্নান।




চুয়াডাঙ্গায় এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে কুশল বিনিময় ও ইফতার

চুয়াডাঙ্গায় এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে কুশল বিনিময় ও ইফতার করেছেন পুনাক সভানেত্রী সহ সদস্যবৃন্দ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার আয়োজনে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সরকারি শিশু পরিবারে কুশল বিনিময় ও ইফতার করেন পুনাক সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস সহ পুনাকের অন্যান্য সদস্যগণ।

এ সময় পুনাক সভানেত্রী বলেন, ছোট্ট সোনামণিদের সঙ্গে ইফতার করতে পারার অনুভূতিটা অন্যরকম। তাদের মুখের মায়ায় আমাদের মন ভরে গেছে। তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন পুনাক সাধারণ সম্পাদক মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার সহ পুনাকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গায় জেলা কারাগা‌রে সাজাপ্রাপ্ত আসামী দিলীপ কুমার বিশ্বাস (৪৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। ২৪ দি‌নের ব্যবধা‌নে চুয়াডাঙ্গা জেলা কারাগা‌রে আটক থাকা দু জ‌নের মৃত্যু হ‌লো।

আজ শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন

অপর‌দি‌কে, গত ২১ ফে‌ব্রেয়ারী মাঝ রাতে জেলা কারাগা‌রে আটক থাকা চু‌রি মামলার হাজ‌তি ‌মিঠু মিয়া‌কে (৩০) হাসপাতালে নেওয়ার কিছুক্ষ‌ণের ম‌ধ্যে মারা যায়।

চুয়াডাঙ্গা জেলা কারাগার সুত্রে জানা যায়, দিলীপ কুমার ঝিনাইদহের একটি চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিলীপ কুমার বিশ্বাস। তাৎক্ষনিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দিলীপ কুমারকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।




কুষ্টিয়ার ভেড়ামারাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী ও সহায়তা প্রদান

শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ-এমপি।

তিনি বলেন, জাতির পিতা একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন। ক্ষুধামুক্ত, উন্নত ও আত্মমর্যাদাশীল দেশ হবে। যুদ্ধবিধ্বস্ত দেশকে সাড়ে তিন বছরের মাথায় সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে বাংলাদেশ উন্নয়নের ধারায় ফিরেছে। যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত ছিল আজকে সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আজ শনিবার (১৬মার্চ ) সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। একসময় এই এলাকাটি চর এলাকা ছিল। এখন রাস্তা ঘাটসহ এলাকায় অনেক পাকা বাড়ী হয়েছে। এলাকার মানুষের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ-এমপি আরও বলেন, এমন ভয়াবহ আগুন যা আগে কখনো দেখিনি এই এলাকাবাসী।ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভেঙে পড়বেন না মনোবল হারাবেন না। আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করণীয় তাই করতে আমরা চেষ্টা চালিয়ে যাবো। এনজি থেকে যারা লোন নিয়েছেন আগামী ৬ মাসে কোন কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ না করে বিষয় টি দেখতে জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি। একইসাথে বিনাসুদে ঋণ প্রদান করে ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারে এজন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন বলেন, অগ্নিকান্ডের ঘটনার সময় আমি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালুর অনুষ্ঠানে ছিলাম। এলাকার মানুষের জন্য হাসপাতালের অপারেশন চালুর পর এক প্রসুতি মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতককে কোলে নিয়ে যখন আনন্দ উল্লসিত করছও ঠিক তখনই এই অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমি নিজে ছুটে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করি। একেএকে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে পুড়ে ছারখার হয়ে যায় হাজারো কৃষকের স্বপ্ন। এরপর আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির পরামর্শে এবং সহায়তায় তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা আজকে ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ী, লুঙ্গি ও প্রত্যেককে দুই হাজার টাকা দিচ্ছি। এবং আমি কথা দিচ্ছি আগামী ঈদের সামনে বাকী ৩৬৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এমন সহায়তা প্রদান করবো পাশাপাশি এসব কৃষকরা যেন ক্ষতি কাটিয়ে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন-এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কাশেম জোয়ার্দার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রমুখ।

পরে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, খেজুর, সেমাই, চিনি, ছোলা, শাড়ী, লুঙ্গিসহ দুই হাজার নগদ টাকা প্রদান করা হয়।




নিয়োগ দিবে বিদ্যুৎ অফিস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড

পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ডিজিএম/সমপদ) অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রজেক্ট, প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, প্রকিউরমেন্ট অথবা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন : এক বছরের চুক্তিভিত্তিক। তবে চুক্তি নবায়নযোগ্য

বয়স : সর্বোচ্চ ৬০ বছর

বেতন : ১,৪৯,০০০ টাকা

অন্যান্য সুবিধা : আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধাসহ কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম : প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে  ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ১৮ মার্চ ২০২৪




মেহেরপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে মেহেরপুর জেলায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে মনোনিত ১৬৩ জন নারী পুরষ এ পরীক্ষায় অংশ নেন।

পুলিশ নিয়োগ বোর্ডের সভাপতি মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শেষে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল প্রার্থীগণ নিজ যোগ্যতা বলে সকল পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হতে পারবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী নিজ যোগ্যতা ও মেধার উপর সফলতার সাথে উর্ত্তীণ হবে সে-সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষার জন্য মনোনীত করা হবে। পুলিশ সুপার আরও বলেন, কোন প্রার্থী ও তাদের পরিবারবর্গের যদি কোন প্রতারক বা দালালের প্রলোভনে না পড়ে সে জন্য সবাইকে সর্তক থাকতে হবে।

শেষে তিনি লিখিত পরীক্ষার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।




বাদ পড়লেন লিটন, ডাক পেলেন জাকের

বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক।

শনিবার (১৬ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লিটনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসেনি।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার। তাই সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দলে ডাক পাওয়া জাকের। প্রথম টি-টোয়েন্টিতে জাকের ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।

বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

সূত্র: ইত্তেফাক