নতুন কৌশলে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা

বিভিন্ন কাজে অনেকেই নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার (বর্তমানে এক্স) এবং ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দিন দিন বেড়েই চলেছে প্রতারণা এবং জালিয়াতির ঘটনা।

ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য প্রতারকেরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। আসুন জেনে নিন সোশ্যাল মিডিয়ার প্রতারণা থেকে প্রতিকার পাবার কয়েকটি কৌশল

১. অনেক সময় অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসেই চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মোটা অঙ্কের বেতন মিলবে। এমন লোভনীয় প্রস্তাবে অনেকেই সাড়া দিয়ে থাকেন, কিন্তু সাড়া দিলেই বিপদ। এক্ষেত্রে মেসেজ কিংবা ফোন করে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই জালিয়াতরা ব্যাংকের সব তথ্য হাতিয়ে নেয়। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকা ভালো।

২. অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল এলে সেটা এড়িয়ে যাওয়াই ভালো। অনেকেই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আপনাকে ভিডিও কল করবে, তারপর টাকা চাইবে। তবে সে আহ্বানে সাড়া দিলেই খোয়া যেতে পারে আপনার অর্থ।

৩. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে ভুল করেও লগ্নি করবেন না। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে অনেকেই সর্বস্ব হারিয়েছেন।

৪. অনেক সময় ফোন করে বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এ ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

সূত্র: কালবেলা




ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই (এমপি) বর্নাঢ্য জীবনাবসান

ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল হাই মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।

আজ শনিবার (১৬ মার্চ ) থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুর বিষয়টি থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হাই এমপির শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মাতা ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট তিনি। তার শিক্ষাজীবন শুরু পাশর্^বর্তী মির্জাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে ৫শ্রেণী পাশ করার পর ভর্তি হন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন তিনি। বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৮ সালে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। বিপদে-আপনে ছুটে যান কর্মীদের পাশে। সেই থেকে তার জনপ্রিয়তা শুরু। ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর আহ্বানে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সেখানেও তিনি নেতৃত্বের স্বাক্ষর রাখেন। স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে তিনিই ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহবায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের ঝিনাইদহ মহকুমার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনে সারাদেশে মাত্র ৫৮টি আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য আসন ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর শৈলকুপা আসন।

স্বাধীনতার টানা ৩০ বছর পর তিনি বিএনপির হাত থেকে শৈলকুপা আসনটি উদ্ধার করে আওয়ামী লীগের দখলে নেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আব্দুল হাই এমপি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের কাউন্সিলে দ্বিতীয় বারের মতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।

আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলসহ জেলার নানা শ্রেণী পেশার মানুষ। তার জানাযা ও দাফনের বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।




ট্রেলারেই চমক ‘শয়তান’ সিনেমার

ট্রেলারেই চমকে দিয়েছিল নির্মাতা বিকাশ বাহলের সিনেমা ‘শয়তান’। ২ মিনিট ২৬ সেকেন্ডেই বুঝিয়ে দেওয়া হয় ভয়ংকর কিছু নিয়ে আসছেন তিনি। মুক্তির পর থেকেই সেই প্রভাব বক্স অফিসে দেখিয়ে যাচ্ছে সিনেমাটি। অজয় দেবগন ও আর মাধবনের রহস্য, ভৌতিক ও থ্রিলার ধাঁচের এই গল্প ৮ মার্চ মুক্তির পর সপ্তাহ শেষে বক্স অফিস থেকে আয় করেছে ১০৬ কোটি রুপি। খবর : মিন্ট

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘শয়তান’। অগ্রিম বুকিংয়েও সিনেমাটি বেশ ভালো আয় করে। সেই ধারাবাহিকতায় ১০০ কোটির ক্লাবে প্রবেশও করেছে এটি।

মিন্টের তথ্য মতে, মুক্তির প্রথম ৭দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহ শেষে শুধু ভারতেই অজয়ের সিনেমা আয় করেছে ৮০ কোটি রুপি।

বিকাশ বহেলের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৬৫ কোটি রুপি। এমন দাপটে ইতোমধ্যেই বক্স অফিস থেকে শয়তানকে সুপার হিট সিনেমা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। শয়তানে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকি বোডিওয়ালা।

সূত্র: কালবেলা




সৌদি আরবে রোনালদোর ফিফটি

সম্প্রতি ভালো সময় যাচ্ছে না সৌদি আরবের ক্লাব আল নাসরের। দুই লিগ ম্যাচে পয়েন্ট হারানোর পাশাপাশি বিদায় নিতে হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকেও। তবে দুর্দান্ত ফর্মে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শুক্রবার (১৫ মার্চ) সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদোর একমাত্র গোলে আল আহলিকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় আল নাসর।

ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মধ্যে দিয়ে ক্লাবটির হয়ে ৫০তম গোলের দেখা পান সিআরসেভেন। ৫৮ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ এই সুপারস্টার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ের পর ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রোনালদোরা। আর ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আল হিলাল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সভা

মউকের উদ্দ্যোগে মেহেরপুর সদর উপজেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সমন্বয় সভা সংগঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ মার্চ) সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইসচেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যনেজার মোছাঃ ফাহিমা আখতার।

এ সময় নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইসচেয়ারম্যান আবুল হাশেম, ইউপি সদস্যা নাশেদা আক্তার উর্মি, ইউপি সদস্য আঃ মজিদসহ আরো অনেকে। সভার কার্যবিবরণী পাঠ করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আবুল কালাম।

এ সময় মেহেরপুর সদর উপজেলায় বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্যবহুল আলোচনা করে সকল ধরণের নির্যাতিতদের পাশে থেকে এই কমিটি কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আখতার ও মেহেরপুর সদর উপজেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সম্মানিত সদস্যগণ।




চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল চারটার সময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে এই নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী মে মাসের শুরু থেকে কয়েক ধাপে দেশব্যাপী উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর চুয়াডাঙ্গায় সদর উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের নিয়ে এই নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা করেন তিনি।

মনোয়নপত্র দাখিলের দিন তারিখ ঠিক করার আগেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা করেন নঈম হাসান জোয়ার্দ্দার।

এই নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর প্রাণবন্ত সঞ্চালনায় ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

এ সময় তিনি বলেন আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না। আগামী উপজেলা পরিষদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলা বাসীর ভাগ্য যেমন নির্ধারণ হবে তেমনি সকলে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতকে আরও শক্তিশালী করতে হবে।

এসময় বক্তারা বলেন, নঈম হাসান জোয়ার্দ্দার ছাত্র জীবন থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসছেন।তিনি একজন পরিছন্ন রাজনীতিবিদ। বর্তমানে তার যোগ্য নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আজ দেশের ভিতরে সুসংগঠিত একটি জেলা। আমরা জানি নঈম হাসান জোয়ার্দ্দার মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক থেকে সাধারণ মানুষের মাঝে যেমন জনপ্রিয় তেমনি অনেক উন্নয়ন করেছেন। আমাদের অভিভাবক তিনি এবং আমাদের শেষ ঠিকানা। তাই আমরা চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই সেবা আরও বেশি ভোগ করবে এবং নিরাপদে থাকবে চুয়াডাঙ্গা সদর উপজেলা বাসী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী, আবুবক্কর সিদ্দিক আরিফ, তপন কুমার বিশ্বাস, নাগদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহি, বিপুল জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দরুদ হাসান, জুয়েল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, তানভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ইমরান ফেরদৌস , মোঃ কাফি।

আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, ইউনিয়ন যুবলীগ নেতা মুক্তার হোসেন, সানোয়ার হোসেন, আসমাউল, মানোয়ার মেম্বার, পান্না, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ, ইউনিয়ন যুবলীগ নেতা মমিন, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল, সাধারণ সম্পাদক জান্টু, সহ-সভাপতি বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল, আমান, ফাহাদ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইউনিয়ন যুবলীগ নেতা রিংকু, স্বপন, মমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিপুউজ্জামান ছোট, ইউনিয়ন যুবলীগ নেতা বঙ্গ, মিরাজ মাস্টার, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ আহমেদ, জাকির, তিতুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, সাধারণ সম্পাদক নেয়ামত মল্লিক, গড়াই টুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁদ মেম্বার,

নেহালপুর ইউনিয়ন যুবলীগ নেতা রহিদুল ইসলাম, এনামুল, টোটো, বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা ওয়ালিউল ইসলাম প্রকাশ, মিলন, টুটুল, রেজা, তুহিন, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে দু’দিনে তিনজন আত্ম*হ*ত্যা

আলমডাঙ্গায় গত দুইদিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গার মধুপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবতী ও বৃজস্পতিবার পাঁচকমলাপুরের সিহাব ও একইদিন জগন্নাথপুর গ্রামের সাবিহা খাতুন (৭৮) আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের দিনমজুর আলমঙ্গীর হোসেনের মেয়ে আখিঁ খাতুন (১৯)। গত তিন মাস আগে পার্শবর্তী ইবি থানাধীন রাধানগর গ্রামের ইমরান হোসেনের সাথে পারিবারিক ভাবে দেখাশুনা করে বিয়ে হয়। বিয়ের আগেই ওই যুবতীর জরায়ু রোগে আক্রান্ত ছিল। এনিয়ে স্বামীর ও তার পরিবারের সাথে মনোমালিন্য চলছিল। সে বর্তমানে মধুপুর গ্রামে তার পিতা আলমঙ্গীর হোসেনের বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার আখিঁ রোজায় থাকার কারণে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। এসময় পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ঘরের আড়াই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এ-দিকে সিহাব আলী (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাঁচকমলাপুর গ্রামে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

পরিবার জানায়, বাড়ির কবুতর বিক্রি নিয়ে নিহত সিহাব আলীর সাথে তার মায়ের ঝগড়া হয়। রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। মাঝ রাতে তার পরিবারের লোকজন খোঁজখবর নিতে গেলে সিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আলমডাঙ্গা উপজেলা জগন্নাথপুর গ্রামে সাবিয়া খাতুন (৭৮) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধা সাবিয়া খাতুন বয়সের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তার পরিবারের লোকজনও তেমন তাকে দেখাশোনা করত না। গত বৃহস্পতিবার দুপুরে নিজ শোবার ঘরে শাড়ি পেঁচিয়ে তিনি আত্নহত্যা করে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, দুদিনে তিনজন আত্নহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছেন । এছাড়া তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক অপমৃত্যু মামলা করেছে।




আলমডাঙ্গায় বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বিশিষ্ট ব্যাবসায়ি সার মালিক সমিতি হাজী রফিক মিয়া, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আক্তারউজ্জামান, সেনেটারি ইনস্টেক্টর নিজাম উদ্দিন, আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতি রাখা, ভেজাল পন্য বিক্রয় না করা, ভোক্তাদের নাগালের মধ্যে পন্যের দাম ঠিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বনিক সমিতির সভাপতি, সম্পাদক সহ সকল ব্যবসায়ী সংগঠনকে সহায়তা করতে আহবান জানানো হয়।




দামুড়হুদার বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ভুট্টা ব্যবসায়ীদের দখলে

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের একমাত্র খেলার মাঠ বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখন ভুট্টা ব্যবসায়ীদের দখলে। তারা পুরো খেলার মাঠ দখল করে শত শত মন ভুট্টা শুকানোয় ব্যাস্থ সময় পার করছেন। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন।এতে করে ক্ষুব্ধ হয়ে পড়েছে গ্রামবাসী।

জানা গেছে, ভুট্টা ব্যবসায়ীরা বাঘাডাঙ্গা গ্রামের কথিত এক মাতব্বর ও স্কুলের ম্যানেজিং কমিটিকে মোটা অঙ্কের টাকা দিয়ে খেলার মাঠ লিজ নিয়ে ভুট্টা শুকাচ্ছেন। ভুট্টা শুকানোর ফলে এ ধুলাবালি বিদ্যালয়ে প্রবেশ করার কারনে বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ দেখা দেবার জোর সম্ভাবনার সৃষ্টি হচ্ছে অপরদিকে তারা শারিরিক ও মানসিক ভাবে বিকশিত হতে বাধাগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান বলেন আমরা স্কুলের কারো কাছে লিজ দেয়নি সে জোর করে ভুট্টা শুকাচ্ছে।

বিদ্যালয়ের খেলার মাঠে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিতে ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অনতিবিলম্বে খেলার মাঠ থেকে ভ্ট্টুা ব্যবসায়ীদের সরাতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।




দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্য নিয়ে দামুড়হুদা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

তিনি বলেন রমজান মাস উপলক্ষে কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সততার সাথে সবাইকে ব্যবসা করতে হবে। রমজান মাসে বাজার মনিটরিং আরো বাড়ানো হবে। কেউ যেন বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি না করতে পারে। সেদিক সবাইকে নজর রাখতে হবে। এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই দিবস পালনের প্রত্যাশা থাকবে বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ রাখা। তাহলে সুষ্ঠু সুন্দর দেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপজেলার সকল অফিসার বৃন্দ, সমাজসেবক, বিভিন্ন বাজার কমিটির সভাপতি সাধারণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।