কোটচাঁদপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

কোটচাঁদপুরে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। তবে দিবসে ছিলেন না জনপ্রতিনিধি ও ব্যবসায়িরা। আজ শুক্রবার স্থানীয় অফিসার্স ক্লাবে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন, প্রকল্প কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি প্রভাষক তুহিন, সদস্য শরিফুজ্জামান আগা খান ও গণমাধ্যম কর্মী সুব্রত কুমার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।দিবসটি নিয়ে বক্তারা বাজার ব্যবস্থা, বাজার মনিটরিং সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।




চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। এসময় আহত হয়েছেন ইজিবাইক চালক মহিদুল (৫৫)। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দর্শনাগামী পূর্বাশা পরিবহন নামের একটি বাস উথলী আমতলা এলাকায় পৌঁছালে পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা এক বাইসাইকেল চালক আচমকা মূল সড়কের উপর চলে আসে।

এসময় বাসের চালক ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসাইকেলে চালক নুরনবীর। একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়। আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে যায়। বন্ধ হয়ে সব ধরনের যানবাহন চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

উল্লেখ্য, উথলী আমতলা নামক স্থানটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। পার্শ্ব সড়ক থেকে আচমকা মূল সড়কে উঠে পড়ায় প্রায়ই এই স্থানটিতে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।




ঝিনাইদহে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

ভোক্তা অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, এন এম শাহজালাল, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, টিসিবি ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান, ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফা খাতুন পমুখ। সভায় প্রামান্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং আইনি প্রতিকার বিষয়ক তথ্য তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। তিনি বলেন কোন না কোন ভাবে আমরা সকলেই ভোক্তা, এ জন্য আমাদের সচেতন হতে হবে।

সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা এবং ভোক্তা অধিকার নিয়ে কাজকরা স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে ইউপি উদ্যোক্তাদের মানববন্ধন

উচ্চ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক ইউনিয়ন পরিষদে হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগট পরীক্ষার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রিটকারী ভুক্তভোগী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদরের গান্না ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাসরিন আক্তার, শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের উদ্যোক্তা আবু দাউদ, সদরের হরিশংকরপুর ইউনিয়নের শাহিন সিরাজ, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, বগুড়া ইউনিয়নের উদ্যোক্তা সুমি আক্তার, নিত্যানন্দপুর ইউনিয়নের উদ্যোক্তা রিনিতাজ খাতুন, সারুটিয়া ইউনিয়নের উদ্যোক্তা মাহফুজুর রহমান, বিলকিস খাতুন ও নূর নবী।

সমাবেশে বক্তাগন বলেন, আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসাবে ইউনিয়ন পরিষদে ২০১০ সাল হতে অদ্যাবদি পর্যন্ত কর্মরত আছি। কিন্তু ২০১৬ সালে সরকার “হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর” পদ সৃষ্টি করে। ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তর থেকে “হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর” পদে ১৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে আমরা দশ জন উদ্যোক্তা উচ্চ আদালতে ৭০৬/২০২৪ নং রিটপিটিশন দায়ের করি। ফলে মহামান্য হাইকোর্ট গত ২৩/০১/২০২৪ তারিখে রুল ইস্যু করে ০৬ (ছয়) মাসের জন্য “হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর” পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ ঝিনাইদহ জেলা প্রশাসককে নির্দেশ দেন। অন্যদিকে ৭০৬/২০২৪ মামলার বিপরীতে স্থানীয় সরকার পক্ষে ৬৭৬/২০২৪ নাম্বারের লিভ টু আপিল দাখিল করেন। উভয় মামলা আগামী ০৬/০৫/২০২৪ তারিখে শুনানীর জন্য মহামান্য সুপ্রিমকোর্ট দিন ধার্য করেন। এদিকে উচ্চ আদালতে মামলা নিস্পত্তি না হওয়ার পরও চলমান একটি মামলার বিপরীতে জেলা প্রশাসক তড়িঘড়ি করে শুক্রবার নিয়োগ পরীক্ষার আয়োজন করেন, যা সম্পূর্ন আইন বিরোধী ও বে-আইনী বলে তারা দাবি করেণ।

উদ্যোক্তা আবু দাউদ জানান, প্রায় ১৪ বছর যাবত উদ্যোক্তা হিসেবে আমরা আমাদের জীবন যৌবন শেষ করেছি, এখন আর সরকারী চাকুরীর বয়স নেই আমরা এখ কোথায় যাব? অথচ জেলা প্রশাসক সুপ্রিমকোর্টের আদেশের তোয়াক্কা না করে সম্পুর্ন বেআইনী ভাবে এই নিয়োগ পক্রিয়া চালিয়ে কার্যত উচ্চ আদালতকে হেয় প্রতিপন্ন করেছেন।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়ায় আদালতের কোন নিষেধ নেই। সে কারনেই নিয়োগ প্রক্রিয়া চলছে।




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নেমেছে দু’দল। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

প্রথম ম্যাচে জেতা একাদশটিই আজ আবার নামাচ্ছে বাংলাদেশ। ফলে আজও নেই মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে খরুচে থাকলেও আস্থা রাখা হচ্ছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ওপর। অন্যদিকে এক পরিবর্তনে নিয়ে খেলছে শ্রীলঙ্কা। মাহেশ থিকশানার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় অভিনব কায়দায় পাখি ভ্যান চুরি

দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের এক কিশোরকে বোকা বানিয়ে পাখি ভ্যান চুরি করে নিয়ে যায় চোরের দল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

জানাযায়, দামুড়হুদা উপজেলার কাদিপুর পুল পাড়া গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে আশিক প্রতিদিনের ন্যায় ভাড়ার উদ্যেশে লোকনাথপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এমন সময় দর্শনা দিক হইতে দুজন এসে পাখিভ্যান চালককে কার্পাডাঙ্গা বাজারে যাওয়ার উদ্যেশে ভাড়া চুক্তি করে। পরে একজন আশিককে বলে তুমি তো এই বাজার চেনো এক কেজি নসিমন দড়ি কিনে নিয়ে এসো এই কথা বলে একজন সাথে নিয়ে যায় আর একজন পাখিভ্যানের তার কেটে ভ্যান নিয়ে পালিয়ে যায়। সাথে যে ব্যাক্তি গিয়েছিল সে বাজারে থেকে হারিয়ে যায়।

যেখানে পাখি ভ্যান রেখে গিয়েছিল সেখানে এসে দেখে পাখিভ্যান নাই। ভ্যান চালক আশিক দিশেহারা হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে।

কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই হারুনার রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন একটি পাখিভ্যান প্রতারণা করে নিয়ে গেছে। দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




দামুড়হুদায় চাঁদপুর গ্রামে বিয়ের দাবিতে ১ সন্তানের জননী প্রেমিকের বাড়িতে অবস্থান

দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের খালেকের ছেলে সাইদুরের বাড়িতে বিয়ের দাবীতে ১ সন্তানের জননীর অবস্থান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে অবস্থান নেয়। দিনভর তাকে বুঝিয়েও বাড়ি ফেরাতে পারেনি মেয়ে পক্ষ।

স্থানীয় সুত্রে জানা গেছে, কুনিয়া গ্রামের নাজুর মেয়ে নাজমিন নাহার ফুলতলির উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে বিবাহ হয়। নাজমিন নাহার ফুলতলির স্বামী খুবই ভদ্র প্রকৃতির ছেলে। তা সত্ত্বেও নাজমুন নাহার ফুলতুলির সাথে চাঁদপুর গ্রামের খালেকের বখাটে ছেলে সাইদুর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে পরিবারের লোকজনের অজান্তেই তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে মেলামেশায় লিপ্ত হতে থাকে। নাজমিন নাহার ফুলতলি সাইদুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে থাকে। অবশেষে প্রেমের টানে ভালোবাসার মানুষকে কাছে পেতে নিরুপায় হয়ে নাজমুন নাহার ফুলতলি আজ বৃহস্পতিবার সকালে বিয়ের দাবীতে সাইদুুরের বাড়িতে উঠে। ঘটনার খবর পেয়ে নাজমুন নাহার ফুলতলির বাবা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে শয্যাশায়ী।

ফুলতলীর মা জানান সাইদুর আমার মেয়ের সোনার সংসার নষ্ট করে দিলো। তার ১ বছরের একটি বাচ্চা রয়েছে। সকলে বুঝিয়েও তাকে ফেরত আনতে পারলাম না। স্থানীয় অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, সাইদুর চুলের ব্যাবসা করে। তার খুব টাকার গরম। সে টাকার গরমে এলাকার বিভিন্ন মেয়েকে উত্যাক্ত করে বেড়াতো। সে একটি সুন্দর সংসার নষ্ট করে দিলো। তার শাস্তি হওয়া দরকার। এ বিষয়ে জানতে সাইদুুরের বাড়ি গেলে সাংবাদিকদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে সে সটকে পড়ে।সাইদুরের বাবা জানান কি করবো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। ইদ্দত পালন শেষে তিনমাস পর তাদের বিয়ের ব্যাবস্থা করতে হবে।

স্থানীয়রা জানান সাইদুর ও নাজমিন নাহার ফুলতুলি আজই বিয়ে করে সাইদুর যেখানে চুলের ব্যাবসা করে সেখানে চলে যাবে বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে জানতে ফুলতলীর সদাবরীর স্বামীর পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।




গাংনীতে মানবপাঁচার মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডারের অভিযানে মানবপাঁচার মামলার এজাহারনামীয় পালাতক আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি সাকিনস্থ চারচারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের ছেলে।

মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান নেতৃতে একটি চৌকষ আভিযানিক দল গাংনী উপজেলার সাহারবাটি সাকিনস্থ চারচারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আসামি মোঃ আমিরুল ইসলাম এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অবিভাবকদের নিকট থেকে ৪,৮০,০০০/- টাকা হতে ৫,০০,০০০/- টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেয়। মালয়েশিয়ায় পাঠানোর পরে তাদের কাজ না দিয়ে উল্টো তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করত। এসময় তাদের পরিবারের লোকজন গাংনী থানার মামলা নং-৩২, তারিখ-২৮/০২/২৪ ইং, ধারা-মানবপাঁচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯ মানবপাঁচার মামলা করে। ঐই মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলামকে ০৪নং আসামী করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ (তেত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ)/ কৃপা সিন্ধু মৃধা সঙ্গীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গত বুধবার রাত এগারোটার সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এ অবস্থিত ডিলাক্স নামক বাস কাউন্টারের সামনে পৌঁছালে পলাতক আসামী মোঃ আব্দুর রউফ ওরফে রব (৪৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং-দিগড়ী ইসলামপুর (ডোমচারা), থানা ও জেলা-চুয়াডাঙ্গা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৩ (তেত্রিশ) বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় এবং উক্ত ফেনসিডিল পুলিশ উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।




৫ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলেন ভারতীয় নাগরিক 

চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএস এফ পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যেমে ৫ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিক মানসিক ভারসাম্যহীন অভিষেক কুমারকে (৩৫) সীমান্তরক্ষী বাহীনি বিএস এফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

আটককৃত অভিষেক কুমার ভারতের ঝাড়কান্ড প্রদেশের জারিদি জেলার গান্ধীনগর থানার জারিদি বাজার পাড়ার ঘনশ্যামের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে দু দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যেমে এ হস্তান্তর করা হয়। অভিষেক কুমারের পরিবারের পক্ষ থেকে তার মা পুস্পা দেবী তাকে গ্রহন করতে সীমান্তের শৃন্য রেখায় আসেন।

পুলিশ জানায় ২০১৯ সালের ২১ জুলাই রাজশাহী বিভাগের বোয়ালিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলো। এ সময় বিজিবি অভিষেক কুমারকে আটক করে। পরে তাকে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিষেক কুমারের বিরুদ্ধে দায়ের করেন মামলা যার নং ১০। এরপর ২২ মার্চ ২০২২ সালের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-১ থেকে ভারত প্রত্যাবাসনের চিঠি প্রেরণ করে।

কিন্তু অভিষেকের পারিবারের সন্ধান না পাওয়ায় দায়িত্বশীল কারো কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা একাত্তর টিভির জেষ্ঠ্য চিত্রসাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ মো: শামসুল হুদার প্রত্যাবাসন বিষয়ক বেশ কিছু সাফল্যের কথা জানতে পেরে অভিষেককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। দীর্ঘ ৫ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলেন ভারতীয় নাগরিক অভিষেক কুমার ।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মন মোহন, দর্শনা আইসিপি কমান্ডার এনামৃল হক, হাবিলদার সাকার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা কারাগারের ইনচার্জ জিললু রহমান, দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই খান আব্দুর রহমান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই আতিক হাসান, এ এস আই মোমিন এ এস আই সায়মুন। ভারতের গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি বিতাশা, এস আই পি মুর্খার্জি, এসআই মজুমদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ জেসি দে, কাস্টমস কর্মকর্তা রামাতার পি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এএসআই তন্ময় দাস, ডিআইবি সাধন মন্ডল, রেডক্রস প্রতিনিধি চিত্তরঞ্জন প্রমুখ।