জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে মাসিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ আলী আজগর টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।




ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ

পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ঝিনাইদহে ২৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৫’শত কৃষকদের মাঝে বিনামূল্যে বিজে আর আই তোষা পাট-৮/রবি-১ উন্নত জাতের ১ কেজি করে মোট ২ হাজার ৫’শ কেজি পাট বীজ বিতরণ করা হয়।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা সভাপতিত্বে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/ অজ্ঞানপার্টি/ মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/ গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় পন্য কেনাকাটা শেষে জনসাধারণ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সে ব্যাপারে হাইওয়ে ও লোকাল রাস্তায় দিবা-রাত্রি পুলিশী বৃদ্ধি করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন) সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।




খেজুরের যত উপকারিতা

চলছে রোজার মাস। আর রমজানের ইফতারের তালিকায় অবশ্যই থাকে খেজুর। সারাদিন রোজা রাখার পর খেজুর দিয়ে ইফতার শুরু করি আমরা। খেজুর খেয়ে ইফতার করা সুন্নত। আর তাই রমজান মাসে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণ হয় না। এর মূল কারণ খেজুরের পুষ্টিগুণ অধিকাংশ খাদ্যের চেয়ে বেশি। বিশেষ করে খাদ্যশক্তি খুব বেশি। সারাদিন রোজা থাকার পর শরীর খুব দুর্বল হয়। এতে প্রচুর খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়। খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে।

রোজায় অনেকক্ষণ খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়। খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ করে। প্রতিদিনের খাদ্য তালিকায় একে যদি আমরা সাথি করে নিতে পারি তবে আমাদের নিত্যদিনের শুধু কর্মক্লান্তিই যাবে না, নিরোগ থাকার একটি উপায়ও খুঁজে পাওয়া যাবে। চলুন জেনে নেই পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুরের সম্পর্কে আরও কিছু তথ্য:

.খেজুর রুচি বাড়ায়।
.ত্বক ভালো রাখে।
.দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
.খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়।
.খেজুর রক্ত উৎপাদনকারী।
.হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী।
.খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে।
.ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে।
.খেজুরে আছে ডায়েটরি ফাইবার যা কলেস্টোরল থেকে মুক্তি দেয়।

.তাজা খেজুর নরম এবং মাংসল যা সহজেই হজম হয়।
.উচ্চমাত্রার শর্করা, ক্যালরি ও ফ্যাটসম্পন্ন খেজুর জ্বর, মূত্রথলির ইনফেকশন, কণ্ঠনালীর ব্যথা বা ঠাণ্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকর।
.মস্তিষ্ক প্রাণবন্ত রাখে খেজুর।
.ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির জোগান দেয় খেজুর।
.যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য খেজুর খুবই উপকারী।
.খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে।
যেকোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি। তাই তো বলা হয়ে থাকে, বছরে যতগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে। শুধু রমজান মাসের জন্য নয়, সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এ ফলটিকে রাখতে পারি।

সূত্র: ইত্তেফাক




হরিণাকুণ্ডুতে অবৈধ সীসা কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে অবৈধ সীসা কারখানার বিষক্রিয়ায় বিভিন্ন সময় ১০/১২টি গরু মারা গেছে। এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর খবর পেয়ে গতকাল বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানাটি সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হরিণাকুন্ডু উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপমা রায়। অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাছির রহমান উপস্থিত ছিলেন।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে চারাতলা বাজারের পাশে পায়রাডাঙ্গা গ্রামের ডালিম মন্ডল তার জমি ভাড়া দিয়ে এই অবৈধ কারখানা পরিচালনা করতে সহায়তা করে আসছিলেন। গাইবান্ধা জেলার মশিয়ার রহমান জেলার বিভিন্ন স্থান থেকে বিতাড়িত হয়ে চারাতলা বাজারের নির্জন স্থানে অবৈধ সীসা কারখানায় পুরানো ব্যাটারি থেকে সীসা সংগ্রহের কাজ করে আসছিল। এই কারখানা থেকে তীব্র ঝাঝালো এসিডের গন্ধে এলাকার পরিবশে বিপন্ন হতো।

গতকাল শিতলী গ্রামের আলো জোর্য়ারদার অভিযোগ করেন, বুধবার ওই কারখানার পাশে তার ৮টি গরু ঘাস খাচ্ছিল। বিষক্রিয়ায় তার গরুর পাল অসুস্থ হয়ে পড়ে। বাড়ি আনার পর তিনটি গরু মারা যায়। বাকী পাঁচটি গরু তড়িঘড়ি করে স্থানীয় ইবাদত কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়।

পায়রাডাঙ্গা গ্রামের মকলেছুর রহমান জানান, এর আগে ভালকী গ্রামের খেলাফৎ ও পায়রাডাঙ্গা গ্রামের কলিম উদ্দীনসহ একাধিক কৃষকের ১০/১২টি গরু মারা গেছে। এসব গরুর দাম প্রায় ১৫ লাখ টাকা হবে। এই অবৈধ সীসা কারখানা উচ্ছেদের জন্য এলাকাবাসি বহুবার হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও ঝিনাাইদহ পরিবেশ অধিদপ্তরকে জানালেও তারা অদৃশ্য কারণে তা বন্ধ করেনি। অবশেষে বিভিন্ন সময় ১০/১২টি গরুর মৃত্যুর পর বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়।

তথ্য নিয়ে জানা গেছে, গাইবান্ধা জেলার মশিয়ার রহমান এর আগে সদর উপজেলার আসাননগর, বংকিরা, বৈডাঙ্গা ও হরিশংকরপুর গ্রামে এই কারখানা স্থাপনের চেষ্টা করে গ্রামবাসির প্রবল বাঁধার মুখে বিতাড়িত হয়। কারখানা পরিচালক গাইবান্ধা জেলার মশিয়ার রহমান জানান, “তিনি ঘাটে ঘাটে টাকা দিয়ে এই কারখখানা চালিয়ে আসছিলেন। আমার টাকা সবার পকেটে আছে। তিনি দাবী করেন ৪০ জায়গায় তিনি মাসিক টাকা দিয়ে এই ব্যবসা চালিয়ে আসছিলেন”।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, আমার লোকবল নেই। একটা অভিযান পরিচালনা করতে প্রায় দেড় লাখ টাকা খরচ। কিন্তু অফিসের কোন বরাদ্দ নেই। তিনি বলেন, বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ সীসা কারখানাটি সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।




ঢাকায় নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/বিএসসি পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ মার্চ, ২০২৪।

সূত্র: বিডিজবস




ক্যানসারে আক্রান্ত অলিভিয়া মুন

ক্যানসারে আক্রান্ত হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। ‘এক্স-মেন’ খ্যাত এ অভিনেত্রীর গত ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী অলিভিয়া মুন।

হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’

তবে অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’

২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন তিনি। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

 




ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা। গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেশবপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত শ্যামলী খাতুন (৪৩) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে রতন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ প্রয়োগ করতো রতন। সর্বশেষ বুধবার (১৩মার্চ) সন্ধ্যার দিকে মা শ্যামলী খাতুনের কাছে বেশ কিছু টাকা দাবী করে ছেলে রতন। সেসময় মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রতন ক্ষুব্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে শ্যামলী খাতুন রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক রতন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে।




১৪ বছর পর আর্সেনাল, ৪ বছর পর বার্সেলোনা শেষ আটে

এক রোমাঞ্চকর রাত, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় লেগের দুটি ম্যাচে মুখোমুখি চারটি দল। যেখানে এক খেলায় লড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও নাপোলি। আরেক খেলায় মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ও পর্তুগালের ক্লাব পোর্তো। দুটি ম্যাচেই লড়াই হয়েছে সমানে সমানে। তবে বার্সার থেকে তুলনামূলক খানিকটা কম শক্তির লেগেছিল নাপোলিকে তাই কোনো রকম প্রতিরোধ গড়তে পারেনি কাতালানদের সামনে, তাতে তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে বার্সেলোনা।

তবে জমজমাট লড়াই হয়েছে পর্তো আর আর্সেনালের মধ্যে। শেষ অবধি ঐ খেলাটা গড়িয়েছিল টাইব্রেকার অবদি। সেখানে গোলপোস্টে দাঁড়িয়ে পর্তোকে একাই রুখে দেন গানারসদের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়া। আর তার কল্যাণেই ১৪ বছর পর ফের একবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিজেদের জায়গা পাকা করতে পেরেছে আর্সেনাল।

মঙ্গলবার ঘরের মাঠে নাপোলির বিপক্ষে খেলতে নেমে ৩-১ গোলে জয় পায় বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় তারা পৌঁছে যায় কোয়ার্টার-ফাইনালে। এই ম্যাচে বার্সার হয়ে একটি করে গোল করেন ফেরমিন লোপেজ (১৫), জোয়াও কানসেলো (১৭) ও রবার্ট লেভানডোভস্কি (৮৩) মিনিটে। পুরো ম্যাচে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। নাপোলির ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল। এতেই বোঝা যায় মধ্য মাঠ আর আক্রমণ ভাগে বেশ শক্ত অবস্থানে ছিল কাতালানরা। তবে তাদের ছাড়য়ে এদিন ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছে বার্সার তরুণ এক ডিফেন্ডার যার কিনা এই ম্যাচ দিয়েই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক।

১৭ বছর ৫০ দিন বয়সে গত পরশু রাতে বার্সার হয়ে মাঠে নামেন পাউ কুবারসি। বয়সের তুলনায় পারফরম্যান্স করেছেন বিচক্ষণতার সঙ্গে। নাপোলির আক্রমণভাগকে খুব একটা সুবিধা করতে দেননি যিনি। বিশেষ করে, সবচেয়ে বড় হুমকি হওয়ার কথা ছিল যার, সেই ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনকে তিনি একরকম অকার্যকর করেই রাখেন। আর এমন পারফর্ম করার আগেই তো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে অভিষিক্ত সর্বকনিষ্ট ডিফেন্ডার হিসেবে রেকর্ড গড়েছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল ডেভিড আলাবার দখলে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ১৭ বছর ২৫৮ দিন বয়সে মাঠে নেমেছিলেন।

অবশ্য রাতের অন্য ম্যাচটি ছিল আরো জমজমাট। ঘরের মাঠে ফিরতি লেগে পোর্তোকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দুই লেগের ফল ১-১ থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। আর তাতেই ১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল। শেষবার ২০০৯-১০ মৌসুমে গানারসরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

তবে এসব কিছুকে ছাঁপিয়ে ম্যাচ শেষে আলোচনায় ছিল দুই কোচের উত্তপ্ত বাক্যবিনিময়। পরে এ বিষয়ে আর্সেনালের কোচ মিকেল আর্তেতাতের ওপর অভিযোগ তোলেন পর্তোর কোচ কনসেইসাও, জানান তার পরিবারকে অপমানজনক কথা বলেছেন আর্তেতা। যদিও এটি পর্তুগালের এই কোচের স্বাভাবিক অভিযোগই। কেননা এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন কোচের বিরুদ্ধে কনসেইসাওকে এই অভিযোগ তুলতে দেখা গিয়েছিল। যদিও পরে আর্সেনাল সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, এই অভিযোগ জোর দিয়েই অস্বীকার করেছেন আর্তেতা।

সূত্র: ইত্তেফাক




প্রকৌশলী শাহিনের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

সড়কের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেহেরপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৯ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয়ের মহাপরিচালক মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠায় দুদক। চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফোর লেন প্রাক্কলন, আমঝুপি-মদনাডাঙ্গা ডাঙ্গা-শ্যামপুর সড়ক সংস্কার, গাংনী -মালশাদহ সড়ক সংস্কার, গাংনী-কাথুলী সড়ক সংস্কার কাজের বরাদ্দ ও ব্যয় তথ্য উপাত্ত চেয়ে ৭ তারিখের মধ্যে পাঠাতে বলা হয়। এদিকে, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ থেকে দুদকের চাহিদামত কাগজপত্র পাঠানো হয়েছে।

এদিকে, ২০২২-২৩ অর্থ বছরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-মদনাডাঙ্গা-শ্যামপুর সড়কে অনিয়ম করে সংস্কার কাজ শেষ হয় ২০২৩ সালের জুন মাসে। একই সড়কের অনিয়ম ঢাকতে দু তিনমাসের মাথায ওই সড়কে ফের সংস্কার কাজের দরপত্র আহবান করেছে। বিধান রয়েছে সড়ক সংস্কারের একবছর পর পুনঃসংস্কার কাজ করা যাবে। অথচ আইন উপেক্ষা করে তিনমাসের মাথ্যায় দরপত্র আহবান করা হয়েছে। যা নিয়ে কানাঘুষা চলছে সংস্কার কাজের বিলের টাকা পুরোটা গিলে খাবে সওজের কর্মকর্তা ও চুক্তিবদ্ধ ঠিকাদার।

গত জুনে শেষ হয় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মদনাডাঙ্গা সড়কে প্রায় ১১ হাজার মিটার রাস্তার সংস্কারের কাজ। ওই সড়ক নির্মান শেষ হবার দুই মাসের মাথায় গত ৬ আগস্ট ২০২৩ প্রাক্কলন দাখিল করে উপসহকারী প্রকৌশলী মো. শাহীন মিয়া ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান। প্রাক্কলনে ‘রিপিয়ারিং পটহোলস কার্পেটিং ও অয়ারিংকোর্স’, কাজের দরপত্র আহবান করে ২৮ আগস্ট ২০২৩। ৬ কোটি ৮১ লাখ টাকার এই কাজ দেয়া হয় জহুরুল লিমিটেড ও মো. আমিনুল হক লিমিটেডকে। একই দরপত্রে জেলা শহরের ওয়াবদা মোড় থেকে কালিবাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় গত জুনে ২শ রোডস্ট্যাড, সাইন সিগনাল ও ক্যান্টিলিভার সাইনবোর্ড স্থাপন করা হয়। ওই একই রাস্তায় তিনমাসের মাথায় ফের ৬শ পিস রোডস্ট্যাড, ১০টি সাইন সিগনাল ও ৪টি ক্যান্টিলিভার সাইনবোর্ড স্থাপন কাজের দরপত্র আহবান করা।

এর আগে গত জুনে ওই সড়কে ৪০ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার মিটার মেসার্স সেলিনা এন্টার প্রাইজ, ৭৪ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ৫শ মিটার মো. আমিনুল হক লিমিটেড ও ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৮শ মিটার জনি এন্টার প্রাইজ দায়সারাভাবে সংস্কার কাজ করে।

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন মিয়া বলেন- আগে পিএমপি মাইনর (প্রিওডিক মেনটেন্যান্স) কাজ করা হয়েছে। এবার পিএমপি মেজর কাজ করা হচ্ছে। এই কারণেই তিনমাসের মাথায় ফের দরপত্র আহবানের মাধ্যমে কাজ করা হচ্ছে।

দুদকের চিঠির বিষয়ে মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা দুদকের চিঠির কথা স্বীকার করে বলেন, দুদক থেকে যা যা তথ্য উপাত্ত চাওয়া হয়েছিলো আমরা তাদের সকল তথ্য সরবরাহ করেছি।

দুদকের সমস্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন মিয়াকে নিয়ে দুদকের একটি তদন্ত চলমান রয়েছে।

মেহেরপুর প্রতিদিনের অনুসন্ধানে দেখা গেছে, উপসহকারী প্রকৌশলী শাহিন মিয়ার স্টিমেট করা অধিকাংশ প্রকল্পতে সরকারি টাকা তছরুপ করার ঘটনা ঘটেছে। যা নিয়ে মেহেরপুর প্রতিদিনে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হয়েছে। মেহেরপুর প্রতিদিনের প্রকাশিত সংবাদ দুদকের গোচরীভুত হলে দুদকসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে নড়েচড়ে উঠেছে।