টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরেছেন শান্ত। টস জিতে বাংলাদশকে বোলিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য টাইগারদের। এর আগে ৯টি সিরিজে মুখোমুখি হয়েছে এই দু’দল। এর মধ্যে মাত্র একটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদশ। একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মোস্তাফিজ রহমানের। তার জায়গায় একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বাকী দুই পেসার হলেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

সূত্র: ইত্তেফাক




ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

ওটিটি’র সিরিজ-এ চঞ্চল চৌধুরী মানেই ভিন্নকিছু। এছাড়া সাম্প্রতিক সময়ে ফিকশন নির্মাণে দারুণ সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। এই দুই মেধাবী নির্মাতা-অভিনেতার জুটি হয়ে নতুন সিরিজ হতে যাচ্ছে। যার শিরোনাম ‘রুমি’। ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী।

তকদীর ও কারাগার এই দুটি ওয়েব সিরিজ দিয়ে বাংলা ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে ছিলেন চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, কাজ দুটির সুবাদে তিনি পশ্চিমবঙ্গেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি অর্জন করেন। নতুন খবর, আরও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।

চঞ্চলকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, রেডরাম, আমি কী তুমি নির্মাণ করে সুনাম অর্জনকারী নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল।

এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রটি ভার্সেটাইল এই অভিনেতার জন্যেও একেবারে নতুন! রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

এমনকি নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদ উপলক্ষে হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে। চঞ্চল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুর্খাজির পরিচালনায় প্রয়াত বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। আরেক ছবি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ শুরু হবে আগামীতে।

সূত্র: ইত্তেফাক




নিয়োগ দিবে গাজী গ্রুপ

গাজী গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গাজী ট্যাংক অ্যান্ড পাইপস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : গাজী ট্যাংক অ্যান্ড পাইপস, গাজী গ্রুপ।

পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।

বিভাগ : অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স।

পদের সংখ্যা : ০৫টি।

শিক্ষাগত যোগ্যতা : ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্সে বিবিএ/এমবিএ।

অন্যান্য যোগ্যতা : প্লাস্টিক/পলিমার শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৫ বছর।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল : ঢাকা (পুরানা পল্টন), নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)।

বেতন : ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, লাভ শেয়ার, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে  এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৭ মার্চ ২০২৪




জীবননগরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

জীবননগরে ১৭মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোতুজা, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এস,এম জাবীদ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্ত প্রমুখ।




গাংনী পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ অনিশ্চিত!

গাংনীর বাজার স্থানান্তর না হওয়ায় থমকে আছে গাংনী পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ। মার্কেট নির্মাণ না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ক্রেতা সাধারণ।

এ নির্মাণ কাজ বাঁধাগগ্রস্থ করতে কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে। গাংনী বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের দীর্ঘদিনের দাবী যেন মুখ থুবড়ে পড়েছে। তবে দ্রত সমাধান করে মার্কেট নির্মাণ কাজ শুরুর দাবী পৌরবাসীর। পৗর কর্তৃপক্ষ বলছে, হাটটি অন্য কাথাও স্থানান্তর করা না হলে পৌর সুপার মার্কেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

জানাগেছে, ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত হতে যাচ্ছে গাংনী পৌর সুপার মার্কেট। এ নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ করতে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন নানা ধরনের কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ করেছেন গাংনী পৌরকর্তৃপক্ষ।

এ কাজের প্রমাণ মিলেছে গাংনী উপজেলার প্রাণকেন্দ্রের একমাত্র সাপ্তাহিক হাট ফুটবল মাঠে স্থানান্তরে বাঁধা দেওয়ার মধ্য দিয়ে। এলাকার স্বার্থে ফুটবল মাঠ সংস্কারে পৌর কর্তৃপক্ষের অবদান থাকলেও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান ঠিক উল্টো। পৌর কর্তৃপক্ষ বলছে, হাটটি অন্য কোথাও স্থানান্তর না করা পর্যন্ত পৌর সুপার মার্কেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

পৌর মেয়র আহমেদ আলী জানায়, স্থানীয় ব্যবসায়ীদের স্বাচ্ছন্দে যাতে ব্যবসা করতে পারে সে জন্য পৌর সুপার মার্কেট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যায় ধরা হয় ১৬ কোটি ২৯ লাখ টাকা। কাজের মেয়াদ কাল প্রায় দুই বছর। এ সময়ে ব্যবসায়ীদের জন্য অস্থায়ী স্থান নির্ধারণ করা হয়।

তহবাজারটিতে স্থানীয় কাচা বাজারে স্থানান্তর করা হয়। সাপ্তাহিক দুটি হাট ফুটবল মাঠে বসানোর জন্য এলাকাতে মাইকিং করা হয়। গতকাল মঙ্গলবার থেকে হাট বসানোর কথা ছিল। সে কাজে বাঁধসাধে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন বলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক শফি কামাল পলাশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে হাটটি না বসানোর দাবী জানানো হয়। এখানে জনস্বার্থের কথা বিবেচনা করা হয়নি।

একটি সুত্র বলছে, পৌর মেয়র আহম্মেদ আলীর সাথে রাজনৈতিক মনোদ্বন্দ্ব রয়েছে মোশারফ হোসেনের। একসময় একই বৃত্তে থাকলেও বেশ কিছুদিন যাবত দুজন দু’মেরুতে অবস্থান নেন। এটি প্রকট আকার ধারণ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে। নৌকা প্রার্থী নাজমুল হক সাগরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মেয়র আহম্মেদ আলী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষ নেন মোশারফ হোসেন ও শফি কামাল পলাশ।

কয়েকজন ব্যবসায়ী জানান, পৌর মার্কেটটি নির্মিত হলে ব্যবসায়ীরা সুন্দর ও স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারবেন। অথচ সাপ্তাহিক হাটটি স্থানান্তর করা না গেলে মার্কেটটি নির্মাণ করা সম্ভব হবে না। আবার হাটের জন্য অস্থায়ী স্থান নির্ধারণ না করা হলে ব্যবসায়িরা বিপাকে পড়বেন। তারা এখানে ব্যবসা না করতে পারলেও অন্যস্থানে জায়গা করে নিবেন। ফলে হাটটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। সেই সাথে ক্ষতিগ্রস্থ হবে ইজারদার ও ব্যবসায়ীগন।

জানা গেছে, গাংনী ফুটবল মাঠের জমি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একার নয়। ব্যাক্তি মালিকানাধিন বসত ভিটা ছাড়াও স্থানীয় তহশীল অফিসের জমি রয়েছে। কিন্তু মাঠটি নিজেদের বলে দাবী করে জনগনের স্বার্থের কথা না ভেবে অস্থায়ী হাট বসানোয় বাঁধা দেয়া হচ্ছে।

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী আরও জানান, ফুটবল মাঠে হাটটি বসানোর কথা ছিল। সেটি বাধা দিচ্ছেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

যেহেতু জায়গাটি তাদের তারা পৌরসভাকে বলতে পারতো কিন্তু তা না করে সংবাদ সম্মেলন করে নোংরা রাজনৈতিক পরিচয় দিয়েছেন। তাছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পিতভাবে বাধাগ্রস্থ করছে। হাটটি কাঁচা বাজার ও র‌্যাব ক্যাম্প মধ্যবর্তী রাস্তার পাশে বসবে। ইতোমধ্যে মসজিদ কমিটির লোকজনের সাথে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি ওখানে সাপ্তাহিক হাট বসানো হবে ও মার্কেট নির্মাণ কাজ শুরু করা হবে।




মুজিবনগরে গলায় দড়ি দিয়ে কৃষকের ‘আত্ন*হ*ত্যা’

মেহেরপুরের মুজিবনগরে গলায় দড়ি দিয়ে গাব্রিয়েল মল্লিক (৪৫) নামের এক কৃষক আত্নহত্যা করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের একটি আম বাগান থেকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় গাব্রিয়েলকে উদ্বার করে। গাব্রিয়েল ঢোলমারী গ্রামের মৃত নারায়ন মল্লিকের ছেলে।

এ বিষয়ে নিহত গাব্রিয়েল এর স্ত্রী বলেন, আমার স্বামী শারিরিক ভাবে অসুস্থ ছিলেন, বিকেলের দিকে আমার স্বামীকে অস্থির দেখে আমি ও আমার শ্বাশুড়ি গীর্জায় যেতে বলি। গীর্জা থেকে ঘুরে আসলে শরীরটা ভালো লাগবে। তারপর সে বাড়ি থেকে বিকেলে বের হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও সে আর বাড়িতে আসে না। এক পর্যায় পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুজি করতে থাকে এমতাবস্থায় আমাদের নিজ আম বাগানে গলায় মাপলার জড়িয়ে আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় আমার ছেলে সাগর মল্লিক দেখে। তারপর তাকে উদ্বার করে আমরা হাসপাতালে নিয়ে আসি।

উদ্বারকৃতরা জানান, উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান গাব্রিয়েল মল্লিককে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল।

ঘটনার সত্যতা শিকার করে মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) উজ্বল দত্ত জানান, ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে সে আত্মহত্যা করেছে বিষয়ে কোন সন্দেয় না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




প্রথম রোজায় সরগরম মেহেরপুরের ইফতার বাজার

দুপুরের পর থেকেই মেহেরপুরের অলিগলি, প্রধান সড়ক সবখানেই শুরু হয় ইফতারের হাঁকডাক। হোটেল-রেস্তোরাঁ, মসজিদের সামনে, ফুটপাথসহ মেহেরপুর পরিণত হয়েছে বড়ছোট ইফতারি বাজারে।

প্রথম রোজা, তাই একটু আগেভাবেই ইফতার জন্য পছন্দের খাবার কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন রোজাদারেরা।

আজ মঙ্গলবার দুপুরের আগে থেকে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক খাবারের পদে পরিপূর্ণ হয়ে উঠে। বিকেল গড়াতেই শুরু হয় বেচাকেনা। চলে ইফতারের আগ পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের আগেই শুরু হয়ে যায় ভাজাভাজি। তপ্ত কড়াই থেকে ছেঁকে ছেঁকে তোলা হতে থাকে বেগুনি, পেঁয়াজু, চপ, জিলাপিসহ নানা রকমের খাবার। পাশেই টেবিল পেতে চলে বিক্রি।
ইফতারে এসব নানা পদের মধ্যে রয়েছে রেশমি কাবাব, হালিম, গ্রিল চিকেন, বুন্দিয়া, কাচ্চি, জিলাপি, ছোলা, পেঁয়াজু, চপ।

এছাড়াও রয়েছে লেবুর শরবত, বেলের শরবত, তরমুজের শরবতসহ বিভিন্ন পানীয়র আয়োজন।

শহরে বসবাসকারী হাতেম আলী। প্রথম রমজানের ইফতার করবেন পরিবারের সঙ্গে। তাই আগেভাগেই ইফতার কিনতে এসেছেন তিনি।

তিনি বলেন, প্রতি বছর রোজায় তিনি পরিবারের সঙ্গে ইফতার করেন। তাই ইফতার কিনতে এসেছেন তিনি। তবে এবারের ইফতারির আইটেমগুলোর দাম একটু বেশি বলে মনে করছেন হাতেম আলী। এরপরেও হরেক রকম খাবার কিনেছেন তিনি।




দর্শনায় স্বর্ন চোরাচালানী মামলায় কাউন্সিলর বিল্লাল গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় স্বর্ন চোরাচালানী মামলায় দর্শনা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের নৃর ইসলামের ছেলে।

জানাযায়, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে, অভিযান চালায় শ্যামপুর গ্রামে। এ সময় দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই খান আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাউন্সিলর বিল্লাল হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় ২০২১ সালের ১৯ আগষ্ট স্বর্ন চোরাচালানী নিয়মিত মামলার আসামি। যার নং জি আর ১০০/২১ মামলা নং ১০।

এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।




মেহেরপুরে সুর সাধনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

‘সুর সাধনা সাংস্কতিক সংগঠন’ মেহেরপুরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্য ও ফ্যাশন শো তে অংশগ্রহনকৃত ১২ জন শিশুকে পুরষ্কৃত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোছা: সাবিনা খাতুন (সাধনা) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে সাদিয়া, সামিয়, রোজা, আছিয়া, তাবাচ্ছুম, খাদিজা, সাইফাসহ ১২ জন শিশুকে পুরষ্কৃত করা হয়।




দামুড়হুদায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনে উপজেলা কৃষি অফিসার

দামুড়হুদা উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর ১শত ২১ জন কৃষকের মাঝে গাছের চারা ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করলেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।

আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে উপজেলা চত্তরে এ বিতরণ করা হয়।

জানাযায়, বসতবাড়ির আঙ্গিনায় পড়ে থাকা এক টুকরা জমিতে গড়ে তুলুন পারিবারিক পুষ্টি বাগান। কৃষিতে এক নতুন দিগন্ত এনেছে পারিবারিক পুষ্টি বাগান। এতে একদিকে পুষ্টির চাহিদা মিটছে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে আয়ও হচ্ছে। দামুড়হুদা উপজেলায় বাহুবলে কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে গড়ে তোলা হবে এ সবজি বাগান। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় ১ শত ২১জন কৃষকের মধ্যে লাল শাক,পুইশাক,কলমি শাক,লাউবীজ,ভেন্ডির বীজ,রববটির বীজ,মিষ্টি কুমড়ার বীজসহ ১৭ প্রজাতির বীজ,জৈব সার,নেট,দড়ি বীজ রাখার ঢম,আম রুপালির চারা,পেয়ারার চারা,কুলের চারা,কমলার চারা, পাতি লেবুর চারা পেঁপের চারা দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, আপনার বাড়ির আঙ্গিনা যেন কোন জমি পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রেখে সরকার আপনাদের প্রণোদনা দিয়েছেন। সেটা আপনারা যথাযত ব্যবহার করবেন।এক দিকে যেমন বিষ মুক্ত পুষ্টি সবজি পাবেন।পাশাপাশি বাজারে বিক্রি করে সংসারের সহযোগিতা করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলার উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।