ঝিনাইদহ র‌্যাবের হাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এক পলাতক আসামীতে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ জন পলাতক আসামী উপজেলার খালিশপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই করে খালিশপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম নজু (৩৯) নামে এজাহারভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করে। নজরুল ইসলাম একই উপজেলার ভালাইপুর খা পাড়া গ্রামের অমিদুল মন্ডল ছেলে।

উল্লেখ, গত ১২ সেপ্টেম্বর রাতে মহেশপুর থানাধীন ১নং এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের তৌহিদুল ইসলাম এর বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা গরু চুরির উদ্দেশ্যে গিয়ে তৌহিদুল ইসলামকে আহত করে পালিয়ে যায়। এছাড়া একই রাতে তার প্রতিবেশী সুমন খান এর বাড়ি হতে দুইটি গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামীরা বাদীর স্বামী, ভিকটিম রাশেদ শেখ (৩৮), পিতা-মিঠু শেখ ও ভিকটিমের চাচা মোঃ বজলুর রহমান এবং ভিকটিমের ছোট ভাই মোঃ রাজদুল ইসলাম শেখ দেরকে চোর সাব্যস্ত করে খুজতে থাকে।

উক্ত তারিখ সকালে ভিকটিম বাড়ি হতে মটর সাইকেল যোগে খালিশপুর বাজারে যাওয়ার সময় মহেশপুর থানাধীন এসবিকে ইউনিয়নে ভালাইপুর গ্রামের রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর পৌঁছা মাত্রই আসামীগন একত্রিত হয়ে ভিকটিমের গাড়ি থামিয়ে মারার চেষ্টা করলে ভিকটিম ভয়ে দৌড়ে ভালাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে আসামীরা সেখানে গিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারতে থাকে। ভিকটিমের বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং বাড়ি থেকে ভিকটিমের চাচা ও ছোট ভাইকে মারতে মারতে ভালাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। আসামিগন ভিকটিম ও ভিকটিমের চাচা এবং ছোট ভাইকে কাঠের বাটাম দিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে রাশেদ শেখ ও তার চাচা এবং ছোট ভাইকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ শেখকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোছাঃ চুমকি বেগম বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জন আসামীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫জন আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক এমপি টগরের নামে করা হত্যা মামলার তদন্ত শুরু

চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগর, দামুড়হুদা মডেল থানার সাবেক ওসি সুকুমারসহ ১৫ জনের নামে দায়ের করা হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে ঝিনাইদহ (পিবিআই) পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহের (পিবিআই) এসআই ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এএসআই মতিয়ার রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থল (দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলার অদুরে আনার মিয়ার বাঁশবাগান) পরিদর্শন করেন।

মামলার বাদী রোকনের পিতা আবু বকর সিদ্দিকসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন বলেন, মামলার তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে সত্য উম্মোচন করার লক্ষে তদন্ত কার্যক্রম শুরু করা হলো। চুল-চেরা বিশ্লেষনসহ নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলেও বাদীকে আশ্বাস করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরের ক্যাডার বাহিনীর রোষানলে পড়েন দামুড়হুদা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আবু বকর সিদ্দিকের ছোট ছেলে চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম বর্ষের ছাত্র রোকনুজ্জামান রোকন। এ ছাড়া রোকনের পিতা-মাতা ভিন্ন দল-মতের অনুসারী হওয়ায় রোকনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় সাবেক এমপি টগর। এরই এক পর্যায়ে ২০১৯ সালের ২৯ আগস্ট দুপুর ২ টার দিকে রোকনকে মোবাইল ফোনে কৌশলে ডেকে নেয় তারই ঘনিষ্ট বন্ধু সজল। ঘনিষ্ট বন্ধুর ডাকে সাড়া দিয়ে রোকন দক্ষিন চাঁদপুরস্থ ছটাঙ্গার মাঠে পৌছানো মাত্র বন্ধু সজলসহ এমপি টগরের ক্যাডার মাসুম, আলীহিম, সুমন ও রাজিব তাকে তাড়িয়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রোকনকে আটকের পর সাবেক এমপি টগরের নির্দেশে দামুড়হুদা মডেল থানার সাবেক ওসি সুকুমার বিশ্বাস বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে ওই রাতেই রোকনকে গুলি করে হত্যা করা হয়।

পরবর্তীতে নিহত ছাত্র রোকনের পিতা জামায়াত নেতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০১৯ সালের ৩১ আগস্ট দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করতে আসেন। কিন্তু পুলিশ ওই মামলা গ্রহন না করে তাকে থানা থেকে বের করে দেয়া হয়।

পরবর্তীতে তিনি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে মামলা করার পর বাড়তে থাকে হুমকির মাত্রা। এমপি আলী আজগার টগরের নির্দেশে ওসি সুকুমার বিশ্বাস তাকে অব্যহতভাবে ক্রসফায়ারের হুমকি দিতে থাকে। এরই এক পর্যায়ে পুলিশ গভীর রাতে তাকে তার বাড়ি থেকে তুলে নেয়।

পরবর্তীতে তার চোখে কালো কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। অব্যহত হুমকির মুখে জীবন বাঁচাতে তিনি বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। ৫ আগস্ট জনরোষের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই আত্মগোপনে চলে যায় এমপি আলী আজগারসহ তার পুরো ক্যাডার বাহিনী। পরবর্তীতে দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়ি ফিরে আসেন জামায়াত নেতা আবু বকর সিদ্দিক। হত্যা ঘটনার পাঁচ বছর পর গত ৩ অক্টোবর দামুড়হুদা আমলী আদালতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলায় প্রধান আসামি করা হয় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরকে।

এ মামলার অপর আসামীরা হলেন দামুড়হুদা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, সাবেক ওসি (তদন্ত) কেএম জাহাঙ্গীর, সাবেক এসআই তপন কুমার নন্দী, সাবেক এসআই শেখ রফিকুল ইসলাম, কনস্টেবল দিপু গাঙ্গুলী, খালিদ মাসুদ, নজরুল ইসলাম, শফিউর রহমান, ফিরোজ ইকবাল, দর্শনা দক্ষিন চাঁদপুর গ্রামের হুজুর আলীর ছেলে মাসুম, একই গ্রামের মৃত আইজাল মল্লিকের ছেলে আলীহিম, আলী মিয়ার ছেলে সুমন, আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব ও সজল।

দামুড়হুদা আমলী আদালত-২ এর বিচারক মোঃ. মোস্তফা কামাল মামলাটি আমলে নিয়ে ঝিনাইদহ পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলা নং-৫৬৮/২০২৪, তারিখ-০৩/১০-২০২৪।




ঝিনাইদহে ফলবোঝাই পিকাপের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে ফলবোঝাই পিকাপের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের তাসলিম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। অঞ্জনা আক্তার যশোর চুড়ামনকাটির বাসিন্দা। তবে তিনি ঝিনাইদহের হামদহ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রিক্সায় করে শহরের চাকলাপাড়া যাওয়ার সময় ঝিনাইদহের তাসলিম ক্লিনিকের সামনে রিক্সা সাইড দেওয়ার সময় সে রিক্সা থেকে পড়ে যায় এমন সময় একটি ফলবোঝাই পিকাপ অঞ্জনা আক্তারকে চাপা দেয়। এ সময় পিকাপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত অঞ্জনা আক্তারের মা বলেন, আমার মেয়ের ২টি ছেলে সন্তান আছে, কয়েক মাস আগে আমার মেয়ের ডিভোর্স হয়েছে এখন মা ও মারা গেল ছেলে দুটি এতিম হয়ে গেল!। পরে ঝিনাইদহে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে তাঁর মরদেহ উদ্ধার করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহে থানা-পুলিশ পিকাপ এবং চালকে আটক করেছে। নিহত অঞ্জনা আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে,পরিবারের লোকজন বাদী হলে নিয়মিত মামলা করা হবে।




গাংনীতে গাঁজাসহ যুবক আটক

২ কেজি গাঁজাসহ লিখন আলী (২২) নামের এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার কাথুলি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিখন আলী কাথুলি গ্রামের মো: আনসার আলীর ছেলে।

গাংনী থানার তদন্ত অফিসার মেজবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাঁজা পাচারের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী কাথুলি বাজারে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। কাথুলি বাজারের জনৈক খেজমত আলীর মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগের মধ্যে থেকে দুটি প্যাকেটজাত গাঁজার পুটলা উদ্ধার করা হয়।

গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আগামীকাল শনিবার (১৯ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




গাংনীতে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাংনীতে পৌর জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) চৌগাছা দারুল এয়াতিম হলরুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

গাংনী পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, নায়েবে আমির মোঃ মাহবুবুর রহমান, মেহেরপুর সদর আমির মাহমুদ সোহেল রানা, জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, গাংনী পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ আহসানুল হক ও সহকারী সেক্রেটারি ওয়েস কুরুনী জামিল।

গাংনী পৌর জামায়াতের বাছাইকৃত কর্মীরা দিন ব্যাপি শিক্ষা শিবিরে অংশ নেন। গতকাল শুক্রবার সকাল ৬ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই শিক্ষা শিবির চলে।




সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ বানাতে হবে– জেলা আমির মাও: তাজউদ্দীন খাঁন

৫ আগস্ট এর আগে মনে হতো দেশে একটাই দল ছিল আওয়ামী লীগ। তারা মনে করেছিলো তারাই সারাজীবন রাজত্ব করে যাবে। কিন্তু আল্লাহর মাইর দুনিয়ার বাইর।

১৭ টা বছর আমাদের উপর যে জুলুম, অত্যাচার এবং নির্যাতন করে গিয়েছে এটা মুখে বলে বলে শেষ হবেনা। আপনারা সবকিছু জানেন। তারা বিভিন্নভাবে জামায়েত ইসলাম দলটিকে দাবাতে চেষ্টা করেছিল। ৭১ সালের অজুহাত দিয়ে আমাদের দাবিয়ে দেওয়া হলো। তারা চেয়েছিলো এই দলটিকে শুধু বাংলাদেশ থেকে নয় পৃথিবী থেকে শেষ করে দেয়া হবে। কিন্তু সেটা পারেনি। বরং বাংলাদেশের বারোটা পর্যন্ত বাজিয়ে দিয়েছে তারা।

দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আয়োজনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন মেহেরপুর জেলা জাময়াতের আমির মাওঃ তাজউদ্দীন খান।

তিনি আরো বলেন, গণতন্ত্রের মানুষ কন্যা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে বক্তব্য দিয়েছে। কিন্তু সেই গণতন্ত্রের কারণে এ জাতি দুঃশাসনে পড়েছে।

গত ১৭ বছর তারা ক্ষমতায় থেকে বর্তমানে বাংলাদেশে প্রায় ১৮ লক্ষ কোটি টাকা ঋণ। বাংলাদেশের জনবল হিসেবে প্রতিটা মানুষের মাথায় ১ লাখ টাকা করে ঋণের বোঝা পড়ছে। বর্তমানে যে শিশু জন্মগ্রহণ করছে সেই শিশু এক লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আসছে।

তিনি বারবার বক্তব্য দিতেন বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে পরিণত করবে। কিন্তু তিনি করতে পারেন নি। কারণ সোনার বাংলা গড়ার টাকা দিয়ে তাদের নেতাকর্মীরা বড় বড় বিল্ডিং বানিয়েছে, বিদেশে ব্যবসা তৈরি করেছে। তাই বক্তব্য দিয়ে কোনদিন দেশের পরিবর্তন আনা যাবে না, এমনকি সোনার বাংলাও করা যাবে না। সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ বানাতে হবে। আমরা চাই আগামী দিনে কল্যাণ রাষ্ট্র পরিণত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মী সভায় দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওঃ খানজাহান আলী, উপজেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওঃ ফিরাতুল ইসলাম।

দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক আবুল বাশার, জেলা কর্ম পরিষদের সদস্য জারজিস হুসাইন, উপজেলা কর্ম পরিষদের সদস্য মোশাররফ হোসেন, আমীর হোসেন, ফজলুল হক গাজী প্রমুখ।

অনুষ্ঠানে দারিয়াপুর ইউনিয়ন,ওয়ার্ড জামায়াতে ইসলামের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে পুকুরের পানিতে ভেঁসে উঠলো শিশুর মৃত দেহ

বাড়ির পাশের পুকুরে পড়ে মাসুদ রানা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার সময় মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। মাসুদ রানা শোলমারি গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

নিহত শিশুর মা ডলিয়ারা খাতুন জানান,আমাদের বাড়ির সাথেই আজিজুল ইসলামের একটি গভীর পুকুর। পুকুরের পাড় ভেঙ্গে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই সব মানুষকে চলাচলা করতে হয়। আমাদের বাড়ির পাশেই নানার বাড়ি। আমার ছেলে নানার বাড়ি থেকে বাড়ি আসতে গিয়ে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে বাড়িতে না পেয়ে পুকুরে আমার ছেলেকে ভাসতে দেখি। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় শিশু মাসুদ রানার মরদেহ উদ্ধার করে।

শিশুটির পিতা সেন্টু মিয়া বলেন,পুকুরটির চারপাশ ঘিরে রাখা হলে আমার ছেলেকে মরতে হতোনা।
পুকুর মালিকের অবহেলায় আমার তিন বছরের শিশুকে জীবন দিতে হলো।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমানুল্লাহ আল বারী বলেন,পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে দাফনের অনুমোতি দেয়া হয়েছে।




লালন শুধু কুষ্টিয়ার নয়, সারা পৃথিবীর বাঙালির সম্পদ: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফকির লালন সম্রাট ছিলেন না, তিনি ছিলেন সাধক। তাঁর বাণী সমাজের সকল ক্ষেত্রে বিদ্যমান।

অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ফকির লালন শাহ ও তাঁর গান। তিনি মানবধর্মে বিশ্বাস করতেন। বিশ্বজুড়ে মানবপ্রেম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। লালন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব। তিনি কেবল এই কুষ্টিয়ার নন, তিনি সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর বাঙালির সম্পদ।

গতকাল বৃহস্পতিবার রাতে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো লালনও আমাদের সম্পদ। তিনি তাঁর কর্মে ও প্রতিভায় বিশেষ কোনো ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন না। লালনের চেতনা অসাম্প্রদায়িক। এই চেতনা না থাকলে বাংলাদেশ থাকে না। আজ অনেক উন্নতি-অগ্রগতি হয়েছে। কিন্তু সমাজ যদি অসাম্প্রদায়িক ও মানবতাবাদী না হয়, তাহলে এসব অগ্রগতি টিকবে না।’

ফকির লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ফকির লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী। ১৩৪ বছর আগেই সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি ঠিকঠাক কাজ করতে না পারে। আপনারা আমাদের ধরবেন। এই যে ছাত্র জনতার রক্তের ওপর আমরা যে সরকার গঠন করেছি। দাঁয়িত্ব পেয়েছি। তা দায়সারা হতে পারে না বলেও জানান তিনি।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ অনুষ্ঠানমালার আয়োজন করে।

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার,কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক আলমাস, সুইট প্রমুখ
স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লালন একাডেমির খাদেম মহম্মদ আলী।

আলোচনা সভা শেষে বাউল ও লালন একাডেমির শিল্পীরা সেখানে লালনের গান পরিবেশন করেন।




দামুড়হুদায় “দৈনিক কালবেলা”র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে দামুড়হুদায় পাঠকপ্রিয় “দৈনিক কালবেলা”র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে দামুড়হুদা প্রেসক্লাবের কক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালবেলার দামুড়হুদা প্রতিনিধি শাহ জালাল বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা গত ২ বছরে সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। নতুন বাংলাদেশ সুন্দর ভাবে গড়তে কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদনপ্রকাশ করে প্রথম সারির গণমাধ্যেম হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে। ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সচিত্র সংবাদ পরিবেশন করে মিডিয়া অঙ্গনে র্শীষে অবস্থান করছে। নির্ভীক ও বস্তুনিষ্ঠ যুগোপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের এই অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে দৈনিক কালবেলা আরও একধাপ অগ্রসর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ,যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ,সাংগাঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা,দপ্তর সম্পাদক এস এম সুজন,নিবার্হী সদস্য তাছির আহম্মদ,মেহেদি হাসান মিলন,আরিফুল ইসলাম, সদস্য মোজাম্মেল শিশির, বিল্লাল হোসেন মানিক প্রমূখ।




ওয়ালটনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ওয়ালটন প্লাজা বিভাগ হেড অব ক্রেডিট সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম : হেড অব ক্রেডিট সেলস বিভাগ : ওয়ালটন প্লাজা পদসংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : ইলেকট্রনিক যন্ত্রপাতি/গৃহস্থালী যন্ত্রপাতি, মাইক্রো-ক্রেডিটে দক্ষতা অভিজ্ঞতা : কমপক্ষে ১০ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ৩৫ থেকে ৪২ বছর

কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, সার্ভিস বেনিফিট, ফুলটাইম গাড়ি।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন

সূত্র: কালবেলা